Ads Area

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা - List of International Airports of India in Bengali

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা - List of International Airports of India in Bengali

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা
ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা


নমস্কার বন্ধুরা,
এই পেজে থাকছে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা যেখানে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম ও তাদের রাজ্যভিত্তিক অবস্থান সুন্দরভাবে বর্ণনা আছে।


বর্তমানে ভারতে মোট 35টি চালু আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হল 5495 একর জমিতে নির্মিত বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। এটি ভারতের ব্যস্ততম বিমানবন্দর। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর গুলির মধ্যে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে দীর্ঘতম (4,430 মিটার) রানওয়ে রয়েছে এবং এটি এশিয়ার সেরা-উন্নত বিমানবন্দর হিসাবে পুরস্কৃত হয়েছে। কেরালার কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর হল ভারতের প্রথম আন্তর্জাতিক বিমানবন্দর যেটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলের অধীনে বিকশিত হয়েছে। ডাবোলিম বিমানবন্দর নামে পরিচিত গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের সবচেয়ে সুন্দর বিমানবন্দরগুলির মধ্যে একটি।


নিচে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকাটি দেওয়া হল এবং তালিকার শেষে আপনাদের জন্য থাকছে ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর। তালিকাটি ভালো করে দেখে নিন আর প্রশ্ন উত্তর গুলি সমাধান করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন প্রায়শই দেখা যায়।




ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরের তালিকা


◾ দিল্লী


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নয়াদিল্লি



◾ উত্তর প্রদেশ


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর লখনউ
লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর বারাণসী
কুশিনগর আন্তর্জাতিক বিমানবন্দর কুশিনগর
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর জেওয়ার



◾ মহারাষ্ট্র


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই
ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর নাগপুর
পুনে আন্তর্জাতিক বিমানবন্দর পুনে



◾ গুজরাট


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদ
সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর সুরাট



◾ তামিলনাড়ু


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই
কোয়েম্বাটোর আন্তর্জাতিক বিমানবন্দর কোয়েম্বাটুর
তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর তিরুচিরাপল্লী



◾ কেরালা


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কোচি
কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর কালিকট
ত্রিবান্দ্রম আন্তর্জাতিক বিমানবন্দর তিরুবনন্তপুরম
কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দর কান্নুর



◾ বিহার


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
গয়া আন্তর্জাতিক বিমানবন্দর গয়া



◾ রাজস্থান


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর জয়পুর



◾ পশ্চিমবঙ্গ


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা
বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর শিলিগুড়ি



◾  পাঞ্জাব


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দর অমৃতসর



◾ কর্ণাটক


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাঙ্গালোর
ম্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাঙ্গালোর



◾ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ার



◾ অন্ধ্র প্রদেশ


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর বিশাখাপত্তনম
বিজয়ওয়াড়া আন্তর্জাতিক বিমানবন্দর বিজয়ওয়াড়া



◾ তেলেঙ্গানা


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদ



◾ আসাম


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দর গুয়াহাটি



◾ গোয়া


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
গোয়া আন্তর্জাতিক বিমানবন্দর ডাবোলিম



◾ মণিপুর


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দর ইম্ফল



◾ ওড়িশা


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর ভুবনেশ্বর



◾ জম্মু ও কাশ্মীর


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর শ্রীনগর



◾ চণ্ডীগড়


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দর চণ্ডীগড়



◾ মধ্যপ্রদেশ


আন্তর্জাতিক বিমানবন্দরের নাম অবস্থান
দেবী অহিল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দোর




নমুনা প্রশ্নোত্তরঃ-


প্রশ্নঃ- নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?

উত্তরঃ- কলকাতা।


প্রশ্নঃ- শহীদ ভগত সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?

উত্তরঃ- চণ্ডীগড়।


প্রশ্নঃ- বিজু পট্টনায়ক আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?

উত্তরঃ- ভুবনেশ্বর।


প্রশ্নঃ- লোকপ্রিয় গোপীনাথ বোরদোলোই আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?

উত্তরঃ- গুয়াহাটি।


প্রশ্নঃ- কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?

উত্তরঃ- ব্যাঙ্গালোর।


প্রশ্নঃ- বীর টিকেন্দ্রজিৎ আন্তর্জাতিক বিমানবন্দর?

উত্তরঃ- ইম্ফল।


প্রশ্নঃ- দেবী অহিল্যাবাই হোলকার আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?

উত্তরঃ- ইন্দোর।


প্রশ্নঃ- চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?

উত্তরঃ- লখনউ।


প্রশ্নঃ- ডঃ বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?

উত্তরঃ- নাগপুর।


প্রশ্নঃ- শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত?

উত্তরঃ- শ্রীনগর।




Read More...

বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, কার্যালয়, বর্তমান পদাধিকারী ও ট্যাগলাইন তালিকা

ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, প্রতিষ্ঠাকাল, জুরিসডিকশন ও প্রধান বিচারপতিদের নামের তালিকা


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad