Ads Area

November 2022 Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ | Part 4

November 2022 Current Affairs in Bengali - কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ | Part 4

November 2022 Current Affairs in Bengali
November 2022 Current Affairs in Bengali

প্রিয় বন্ধুরা,

এই পেজে আমরা শেয়ার করলাম November 2022 Current Affairs in Bengali - Part 4 যেখানে থাকছে ৪৭টি কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ প্রশ্ন উত্তর।


November 2022 Current Affairs in Bengali এর মোট ৪টি পর্ব আপনাদের জন্য শেয়ার করা হল যেখানে ১৫০ টির বেশি November 2022 Current Affairs দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি 'Current Affairs'এ পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। এই পোস্টে November 2022 Current Affairs in Bengali এর Part 4 দেওয়া হল যেটি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। November 2022 Current Affairs in Bengali এর আগের ৩টি পর্ব নিচে দেওয়া হল।



Read More...

November 2022 Current Affairs in Bengali - 1

November 2022 Current Affairs in Bengali - 2

November 2022 Current Affairs in Bengali - 3




November 2022 Current Affairs in Bengali - Part 4


১) প্রাক্তন মার্কিনী সেনেটর এডওয়ার্ড মুর কেনেডি'কে সম্প্রতি মর্যাদাপূর্ণ মরণোত্তর 'ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার' সম্মান দিল কোন দেশ?


উত্তরঃ- বাংলাদেশ।



২) সম্প্রতি খবরে থাকা 'মাচ্ছু' নদীর উপর 'মরবি' সেতু ভারতের কোন রাজ্যে অবস্থিত?


উত্তরঃ- গুজরাত।



৩) কোন দেশ সম্প্রতি নতুন 'ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি' প্রকাশ করল?


উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।



৪) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্প্রতি কোথায় উত্তর ভারতের প্রথম ডেটা সেন্টার উদ্বোধন করলেন?


উত্তরঃ- গ্রেটার নয়ডা।



৫) সম্প্রতি প্রয়াত জামশেদ জিজি ইরানি (৮৬ বছর) কে ছিলেন?


উত্তরঃ- শিল্পপতি ('ভারতের স্টিল ম্যান' হিসাবে পরিচিত ছিলেন তিনি)।



৬) ভারতের সব রাজ্যের ভ্রমণ করতে, কে সম্প্রতি ২০,০০০ কিলোমিটার সাইকেল চালানো শুরু করলেন?


উত্তরঃ- মধ্যপ্রদেশের ক্রীড়াবিদ ও পর্বতারোহী আশা রাজুভাই মালব্য।



৭) নিজেদের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির জন্য সম্প্রতি 'ওয়েস্টটিংহাউজ ইলেকট্রিক কোম্পানি'কে বেছে নিল পোল্যান্ড। এটি কোন দেশের কোম্পানি?


উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।



৮) গুজরাতের ভাদোদরায়, স্পেনের এয়ারবাসের সঙ্গে যৌথ উদ্যোগে ভারতীয় বিমানবাহিনীর জন্য 'সি-২৯৫' পরিবহন বিমান তৈরি করবে কোন ভারতীয় সংস্থা?


উত্তরঃ- টাটা গোষ্ঠী।



৯) উত্তরাখন্ডে কোন দেশের সঙ্গে 'যুদ্ধ অভ্যাস' নামে সেনা অনুশীলন অনুষ্ঠিত করবে ভারত?


উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্র।



১০) সম্প্রতি ভারতের ৫৩ তম তথা উত্তর প্রদেশের চতুর্থতম বাঘ সংরক্ষণাগরের স্বীকৃতি পেল কোন সংরক্ষণাগার?


উত্তরঃ- রানিপুর বাঘ সংরক্ষণাগার।



১১) কোথায় সম্প্রতি 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব'এর উদ্বোধন করা হল?


উত্তরঃ- কলকাতা।



১২) পশ্চিমবঙ্গ সরকারের কোন সমাজকল্যাণমূলক প্রকল্প সম্প্রতি 'স্কচ পুরস্কার' পেল?


উত্তরঃ- লক্ষীর ভান্ডার ('নারী ও শিশু কল্যাণ বিভাগ'এ এই পুরস্কার পেল তারা)।



১৩) ভারতের কোন রাজ্যে সম্প্রতি ১৬টি শিশু বান্ধব থানার উদ্বোধন করা হয়েছে?


উত্তরঃ- ওড়িশা।



১৪) কোন আধাসামরিক বাহিনীতে সম্প্রতি প্রথমবারের মতো ২ মহিলা অফিসার কে ইন্সপেক্টর জেনারেল পদে উন্নীত করা হল?


উত্তরঃ- সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স।



১৫) ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কম্যান্ডের প্রধান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- লেফটেন্যান্ট জেনারেল অজয় কুমার সিং।



১৬) প্রতি বছর কোন দিনটিতে দেশজুড়ে সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে 'ভারতীয় ভাষা দিবস' হিসেবে পালনের নির্দেশিকা জারি করল 'বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন'?


উত্তরঃ- ১১ ডিসেম্বর।



১৭) ব্রাজিলের প্রেসিডেন্ট এখন কে?


উত্তরঃ- লুইজ ইনাসিও লুলা দা সিলভা।



১৮) 'স্ট্যাটিস্টা'র রিপোর্ট অনুযায়ী, প্রতিরক্ষায় কর্মচারীর নিরিখে সম্প্রতি বিশ্বের বৃহত্তম নিয়োগকারী সংস্থা হিসেবে স্বীকৃতি পেল কোন দেশের প্রতিরক্ষা মন্ত্রক?


উত্তরঃ- ভারত।



১৯) 'কলিন্স অভিধান'এর বিচারে, সম্প্রতি '২০২২ সালের সেরা শব্দ' হিসেবে নির্বাচিত হলে কোন শব্দ?


উত্তরঃ- পার্মাক্রাইসিস ('পার্মাক্রাইসিস' শব্দের অর্থ হল, যুদ্ধ, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার সময় বা কাল)।



২০) অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগরের হলঙ্গিতে অবস্থিত 'গ্রিনফিল্ড বিমানবন্দর'এর নাম বদলে কি রাখা হচ্ছে?


উত্তরঃ- দোনি পোলো বিমানবন্দর।



২১) 'আইসিএআর-সুগারক্যান ব্রিদিং ইনস্টিটিউট'এর প্রথম মহিলা ডিরেক্টর কে?


উত্তরঃ- ড.জি.হেমপ্রভা।



২২) কোথায় সম্প্রতি একটি বৈদ্যুতিন যন্ত্রপাতি উৎপাদনের ক্লাস্টার গড়া হবে বলে জানালেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর?


উত্তরঃ- মহারাষ্ট্রের পুণেতে রঞ্জনগাঁও এলাকায়।



২৩) 'ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক' সম্প্রতি কোথায় ভারতের প্রথম ভাসমান আর্থিক স্বাক্ষরতা শিবির আয়োজন করল?


উত্তরঃ- শ্রীনগরের ডাল লেকে।



২৪) লন্ডনে অনুষ্ঠিত ২৪ তম 'ওয়ার্ল্ড কমিউনিকেশন পুরস্কার' অনুষ্ঠানে, কারা সম্প্রতি 'ক্লাউড নেটিভ পুরস্কার' পেল?


উত্তরঃ- জিও প্ল্যাটফর্মস লিমিটেড।



২৫) ভারতের দ্বিতীয় শহর হিসাবে কারা সম্প্রতি সফলভাবে মিউনিসিপাল বন্ড ইস্যু করল?


উত্তরঃ- গুজরাতের ভাদোদরা।



২৬) 'উইপ্রো লিমিটেড'এর চিফ অপারেটিং অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- অমিত চৌধুরী।



২৭) সম্প্রতি প্রয়াত শ্যাম শরণ নেগি (১০৫ বছর) কে ছিলেন?


উত্তরঃ- ভারতের প্রথম ভোটার।



২৮) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্যের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিন ১০ মিনিট যোগাভ্যাস করা বাধ্যতামূলক করল?


উত্তরঃ- কর্ণাটক।



২৯) সোশ্যাল নেটওয়ার্ক কোম্পানি 'ট্যুইটার'এর চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে?


উত্তরঃ- এলন মাস্ক।



৩০) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি অষ্টম শ্রেণির স্কুল পাঠ্যবইতে, ভারতের প্রথম মহিলা মুসলিম শিক্ষিকা ফতিমা শেখের সম্পর্কে তথ্য অন্তর্ভুক্ত করল?


উত্তরঃ- অন্ধ্রপ্রদেশ।



৩১) 'এনার্জি এফিশিয়েন্সি সার্ভিস লিমিটেড'এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- বিশাল কাপুর।



৩২) 'ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- শুভ্রকান্ত পান্ডা।



৩৩) কে সম্প্রতি ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মান "শেভালিয়ার দে এল অরড্রে দেস আর্টস এট দেস"এ ভূষিত হলেন?


উত্তরঃ- কর্ণাটকের কণ্ঠশিল্পী, সুরকার, মানবতাবাদী ও বক্তা অরুণা সাইরাম।



৩৪) কে সম্প্রতি ইজরায়েলের প্রধানমন্ত্রী হিসাবে আবার ক্ষমতায় ফিরলেন?


উত্তরঃ- বেঞ্জামিন নেতানিয়াহু।



৩৫) কোন দেশ সম্প্রতি বিশ্বের সবথেকে দীর্ঘতম যাত্রীবাহী ট্রেন চালিয়ে রেকর্ড তৈরি করল?


উত্তরঃ- সুইৎজারল্যান্ড।



৩৬) কোথায় সম্প্রতি ভারতের বৃহত্তম উইন্ড টারবাইন ইনস্টল করল 'আদানি নিউ ইন্ডাস্ট্রিজ লিমিটেড'?


উত্তরঃ- গুজরাতের মুন্দ্রা।



৩৭) কে সম্প্রতি 'ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে অতিরিক্ত দায়িত্ব নিলেন?


উত্তরঃ- ভেতসা রামা কৃষ্ণ গুপ্তা।



৩৮) সম্প্রতি প্রয়াত এলা ভট্ট (৮৯ বছর) কে ছিলেন?


উত্তরঃ- সমাজকর্মী।



৩৯) ২০২২ সালে ভারতের কোন রাজ্য 'সিভিল এয়ার নেভিগেশন সার্ভিসেস অর্গানাইজেশন' সম্মেলন আয়োজন করেছে?


উত্তরঃ- গোয়া।



৪০) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'লাখপতি দিদি যোজনা' চালু করল?


উত্তরঃ- উত্তরাখণ্ড (২০২৫ সালের মধ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলি থেকে ১.২৫ লাখ মহিলাকে 'লাখপতি' করার প্রস্তুতি নিচ্ছে উত্তরাখণ্ড সরকারের গ্রামীণ উন্নয়ন বিভাগ)।



৪১) 'ফোর্বস' পত্রিকা তরফ থেকে করা, ২০২২ সালের 'বিশ্বের সেরা নিয়োগকর্তাদের রেঙ্কিং' অনুসারে, সম্প্রতি ভারতের সেরা নিয়োগকর্তার স্বীকৃতি পেল কারা?


উত্তরঃ- রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্মচারীর সংখ্যা ২,৩০,০০০)।



৪২) বিশ্বের প্রথম বৈদিক ঘড়ি কোথায় তৈরি হতে চলেছে?


উত্তরঃ- মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরে।



৪৩) ২০২২ সালে কে কেরালা সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার 'এজুথাচান পুরস্কার'এর জন্য মনোনীত হলেন?


উত্তরঃ- প্রখ্যাত মালায়ালাম উপন্যাসিক ও ছোট গল্প লেখক এ. সেথুমাধবন।



৪৪) কে সম্প্রতি ৫ বছরের জন্য 'রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড'এর স্বাধীন পরিচালক হিসাবে মনোনীত হলেন?


উত্তরঃ- কুন্দাপুর ভামান কামাথ।



৪৫) সম্প্রতি নতুন এআই/এমএল চ্যাটবোট চালু করল 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া'। চ্যাটবোটটির নাম কি


উত্তরঃ- আধার মিত্র।



৪৬) কোন ফুটবলার সম্প্রতি এডুকেশনাল টেকনোলজি কোম্পানি 'বাইজুস'এর সামাজিক উদ্যোগ 'সবার জন্য শিক্ষা'র প্রথম গ্লোবাল প্রচারদূত হিসেবে মনোনীত হলেন?


উত্তরঃ- লিওনেল মেসি।



৪৭) ২০২৩ সালে 'ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ'এ 'পাঞ্জাব কিংস' দলের অধিনায়ক হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- শিখর ধাওয়ান।



Read More...

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad