Ads Area

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ | November 2022 Current Affairs in Bengali - Part 3

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ | November 2022 Current Affairs in Bengali - Part 3

November 2022 Current Affairs in Bengali
November 2022 Current Affairs in Bengali

প্রিয় বন্ধুরা,

এই পেজে আমরা শেয়ার করলাম November 2022 Current Affairs in Bengali - Part 3 যেখানে থাকছে ৪৮টি কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ প্রশ্ন উত্তর।


November 2022 Current Affairs in Bengali - Part 3 বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বেশিরভাগ পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। এই পেজে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ | November 2022 Current Affairs in Bengali - Part 3 এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs in Bengali শেয়ার করেছি।



Read More...

November 2022 Current Affairs in Bengali Part 1

November 2022 Current Affairs in Bengali Part 2



November 2022 Current Affairs in Bengali - Part 3 ::


১) রাজস্থানের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হিসাবে সাম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- উমেশ মিশ্র।



২) রাষ্ট্রসঙ্ঘের 'এয়ার ট্রান্সপোর্ট কমিটি'র চেয়ারপার্সন হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- শেফালি জুনেজা।



৩) কুকুরের কামড় ও হামলার ঘটনা রুখতে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি গৃহপালিত কুকুরদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করল?


উত্তরঃ- হরিয়ানা।



৪) কোন দেশ সম্প্রতি বিশ্বে প্রথম মুখ দিয়ে নেওয়ার করোনা টিকা চালু করল?


উত্তরঃ- চিন।



৫) সম্প্রতি মারা গেলেন বিশ্বের সবথেকে নোংরা ব্যক্তি আমৌ হাজি (৯৪ বছর)। তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন?


উত্তরঃ- ইরান।



৬) সম্প্রতি কোন দেশের মন্ত্রিসভা ব্যক্তিগত বিনোদনমূলক উদ্দেশ্যে গাঁজার ব্যবহারকে বৈধ ঘোষণা করার পরিকল্পনার প্রস্তাবে স্বীকৃতি দিল?


উত্তরঃ- জার্মানি।



৭) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'মহিলা-বান্ধব পর্যটন' প্রকল্প চালু করল?


উত্তরঃ- কেরালা।



৮) 'কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- সঙ্গীতা ভার্মা।



৯) কে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনা রাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান 'অর্ডার অফ দ্য লং লিফ পাইন' পেলেন?


উত্তরঃ- বিশিষ্ট ভারতীয় মার্কিন উদ্যোক্তা তথা কর্মী স্বদেশ চ্যাটার্জী।



১০) কোন শিক্ষা প্রতিষ্ঠান সম্প্রতি ২০২১ ও ২০২২ সালের জন্য, 'ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি পুরস্কার' পেল?


উত্তরঃ- আইআইটি মাদ্রাজ।



১১) ২০২৩ সালে ৯১ তম ইন্টারপোলের সাধারণ অধিবেশন আয়োজন করবে বিশ্বের কোন শহর?


উত্তরঃ- অস্ট্রিয়ার ভিয়েনা।



১২) সম্প্রতিক প্রয়াত পিনাকী চৌধুরী (৮২ বছর) কে ছিলেন?


উত্তরঃ- চলচ্চিত্র পরিচালক।



১৩) প্রথম এশিয়ান মার্কিনী হিসাবে, কে সম্প্রতি মার্কিনি মুদ্রায় স্থান পেলেন?


উত্তরঃ- প্রয়াত হলিউড অভিনেত্রী আন্না মে ওং।



১৪) ভারতের কোন রাজ্য সম্প্রতি দীপাবলি উপলক্ষে, একসঙ্গে ১৫.৭৬ লাখ প্রদীপ জ্বালিয়ে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ড' গড়ল?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



১৫) ভারতে, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রদ ূত হিসাবে সম্পত্তিকে মনোনীত হলেন?


উত্তরঃ- এলিজাবেথ জোনস।



১৬) 'ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স'এর তরফ থেকে, কোন চলচ্চিত্র সম্প্রতি সর্বকালের সেরা ভারতীয় চলচ্চিত্রের খেতাব পেল?


উত্তরঃ- সত্যজিৎ রায়ের পরিচালিত বাংলা চলচ্চিত্র 'পথের পাঁচালী'।



১৭) ভারতের অ্যান্ড্রয়েড মোবাইল ডিভাইস সংক্রান্ত ব্যবসায় প্রভাব খাটানোর অভিযোগে, কোন কোম্পানিকে সম্প্রতি ১,৩৩৭ কোটি টাকা জরিমানা করলো 'কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া'?


উত্তরঃ- সার্চ ইঞ্জিন জায়ান্ট 'গুগল'।



১৮) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এখন কে?


উত্তরঃ- ঋষি সুনক।



১৯) ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?


উত্তরঃ- জর্জিয়া মেলোনি।



২০) কোন দেশ সম্প্রতি 'ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স'এর 'কালো তালিকাভুক্ত' হল?


উত্তরঃ- মায়ানমার।



২১) ভারতের কোন রাজ্যের ১৫টি স্কুলে সম্প্রতি 'অনেস্টি শপ' চালু হল?


উত্তরঃ- কেরালা।



২২) সম্প্রতি প্রয়াত স্বপন সেনগুপ্ত (৯০ বছর) কে ছিলেন?


উত্তরঃ- সঙ্গীত পরিচালক।



২৩) চীনের প্রেসিডেন্ট এখন কে?


উত্তরঃ- শি জিনপিং।



২৪) সম্প্রতি ভারতের প্রথম 'মাইগ্রেশন মনিটরিং সিস্টেম'এর উদ্বোধন হল কোথায়?


উত্তরঃ- মুম্বই।



২৫) ২০২৩ সাল থেকে কোন দিনটিতে সরকারি স্কুলে ছুটি ঘোষণা করল নিউইয়র্ক প্রশাসন?


উত্তরঃ- দিওয়ালি।



২৬) কাকে সম্প্রতি প্রথম এশীয় তথা প্রথম ভারতীয় হিসাবে, বর্ণবাদ ও সংশ্লিষ্ট অসহিষ্ণুতার বিষয়ে স্বাধীন বিশেষজ্ঞ হিসাবে মনোনীত করল 'ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কাউন্সিল'?


উত্তরঃ- দলিত কর্মী ও প্রাক্তন অধ্যাপিকা ড. অশ্বিনী কে.পি।



২৭) সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় 'সিত্রাং'এর নামকরণ করেছে কোন দেশ?


উত্তরঃ- থাইল্যান্ড।



২৮) কোন খাবার সম্প্রতি খাদ্য বিভাগে 'সবথেকে জনপ্রিয় জিআই' পুরস্কার পেল?


উত্তরঃ- তেলেঙ্গানার হায়দরাবাদি হালিম।



২৯) 'কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া'র চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- জক্ষয় শাহ।



৩০) পরিবেশ রক্ষার্থে কে সম্প্রতি গুজরাতের কেভাডিয়ায় 'মিশন লাইফ' চালু করলেন?


উত্তরঃ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



৩১) ২০২২ সালে 'এডেলগিভ হারুন ইন্ডিয়া ফিলানথ্রপি' তালিকায়, কে সম্প্রতি দেশের সবথেকে উদার ব্যক্তি হিসাবে শীর্ষে স্থান পেলেন?


উত্তরঃ- 'এইচসিএল'এর প্রতিষ্ঠাতা শিব নাদার (১ বছরে সমাজসেবা খাতে ১,১৬১ কোটি টাকা দান করেছেন। দিনে প্রায় ৩ কোটি টাকার অনুদান দিয়েছেন তিনি)।



৩২) ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- সঞ্জয় মালহোত্রা।



৩৩) সম্প্রতি কোন দেশের রাষ্ট্রদূতকে ২০২২ সালের 'নোবেল পুরস্কার'এর অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হল?


উত্তরঃ- ইরান।



৩৪) কে সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদে, অরবিটাল রেল করিডর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন?


উত্তরঃ- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।



৩৫) সম্প্রতি 'স্টর্ম কোস্টার'কে বিশ্বের দ্রুততম ভার্টিক্যাল-লঞ্চ রোলার কোস্টার হিসাবে নামকরণ করল 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস'। এই 'স্টর্ম কোস্টার' কোথায় অবস্থিত?


উত্তরঃ- সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ে।



৩৬) 'স্যামসাং ইলেকট্রনিক্স'এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- জে ওয়াই লি।



৩৭) কোন প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা সম্প্রতি প্রথম দেশীয় 'ওভারহাউজার ম্যাগনেটোমিটার' তৈরি করলেন?


উত্তরঃ- ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ জিওম্যাগনেটিজম।



৩৮) সম্প্রতি লাদাখে দুর্গম এলাকায় সায়ক নদীর ওপর নতুন সেতুর উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। কত ফুট উচ্চতায় এই সেতুটি তৈরি হয়েছে?


উত্তরঃ- ১৪,০০০ ফুট।



৩৯) ভারতের নতুন প্রতিরক্ষা সচিব হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- আরামানে গিরিধর।



৪০) ভারতের কোন স্থান সম্প্রতি 'ইউনেস্কো'র অন্যতম বৃহত্তম বৈজ্ঞানিক সংস্থা 'ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জিওলজিক্যাল সায়েন্সেস'এর অধীনে তালিকাভুক্ত প্রথম ১০০টি জিওলজিক্যাল হেরিটেজ সাইটের মধ্যে একটি হিসাবে স্থান পেল?


উত্তরঃ- মেঘালয়ের পূর্ব খাসি পার্বত্য জেলার 'মাওমলুহ গুহা' (৭.২ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই 'মাওমলুহ গুহা'টি ভারতীয় উপমহাদেশের চতুর্থ দীর্ঘতম গুহা)।



৪১) সঙ্গীত ও বিনোদন কোম্পানি 'মির্চি'র চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- যতীশ মেহরিশি।



৪২) চিনে কোভিড-১৯ লকডাউনের বিধিনিষেধ তোলার ক্ষেত্রে প্রতিবাদ জানাতে, বাপ্পি লাহিড়ীর সুর করা কোন গানটিকে বেছে নেওয়া হয়েছে?


উত্তরঃ- 'ডিস্কো ড্যান্সার' চলচ্চিত্রের বিখ্যাত গান 'জিমি জিমি'।



৪৩) কোন দেশে সম্প্রতি শিখ যোদ্ধাদের সম্মান জানিয়ে স্মারক মূর্তির উন্মোচন করা হল?


উত্তরঃ- যুক্তরাজ্য।



৪৪) সম্প্রতি কোন জায়গাকে 'জাতীয় স্মৃতিসৌধ' হিসাবে ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?


উত্তরঃ- মানগড় ধাম।



৪৫) কোথায় ভারতের প্রথম 'অ্যাকোয়া পার্ক' ও উত্তর-পূর্ব ভারতের প্রথম 'মাছের জাদুঘর' তৈরি হতে চলেছে।


উত্তরঃ- অরুণাচল প্রদেশ।



৪৬) 'আইসিসি'র ক্রমতালিকায় 'টোয়েন্টি-২০ আন্তর্জাতিক'এ কে সম্প্রতি বিশ্বের ১ নম্বর ব্যাটার হিসাবে স্বীকৃতি পেলেন?


উত্তরঃ- ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব (তাঁর সংগ্রহ ৮৬৩ পয়েন্ট)।



৪৭) কে সম্প্রতি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে 'টোয়েন্টি-২০ বিশ্বকাপ'এর ইতিহাসে ১,০০০ প্রাণের মাইলফলক অতিক্রম করে ইতিহাস গড়লেন?


উত্তরঃ- বিরাট কোহলি।



৪৮) ২০২২-'২৩ সালের জন্য এফআইএইচ প্রো লিগ'এ ভারতীয় হকি দলের অধিনায়ক হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- হরমনপ্রীত সিং।



আরও পড়ুন...

কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম - Computer Related Full Forms in Bengali

জিকে প্রশ্ন ও উত্তর - GK Questions in Bengali Part 31

History GK Questions Answers in Bengali Part 6 - ইতিহাস জিকে প্রশ্ন উত্তর


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad