জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর || জিকে প্রশ্ন ও উত্তর - GK Questions in Bengali Part 31
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর |
প্রিয় বন্ধুরা,
GK Questions in Bengali Part 31 তে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 30টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করা হল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। বাংলা জিকে ডায়েরি এর এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য GK Questions in Bengali প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য GK Questions in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর - পর্ব ৩১
১। বৃক্কের পাথর মূলত কি?
➥ অক্সালেটের কেলাস।
২। পতঙ্গের মাধ্যমে পরাগসংযোগ হলে তাকে কি বলে?
➥ এন্টোমেফিলি।
৩। লিভার সিরোসিসের প্রধান কারণ কি?
➥ অত্যাধিক মদ্যপান।
৪। কোন শ্রেণীর মাছের ফুলকা কানকোয়া দিয়ে ঢাকা থাকে?
➥ অস্থিময় শ্রেণীর।
৫। উদ্ভিদজগতে শৈবাল ও ছত্রাকে একত্রে কি বলে?
➥ থ্যালোফাইটা।
৬। যে নালিকা বান্ডিলে ফ্লোয়েমকে ঘিরে জাইলেম থাকে, তাকে কি বলে?
➥ লেপ্টোসেন্ট্রিক।
৭। কি কারনে মানুষের শরীরে রক্ত জমাট বাঁধে না?
➥ হেপারিন থাকার জন্য।
৮। ফিতাকৃমির কোন তন্ত্রের দরকার হয় না?
➥ পাচনতন্ত্র।
৯। মুক্তগর্ভপত্রি পুষ্প থেকে তৈরি ফলের নাম কি?
➥ গুচ্ছিত ফল।
১০। ম্যালেরিয়া রোগের জীবাণু ও স্ত্রী অ্যানোফিলিস মশার পারস্পরিক সম্পর্ক প্রথম কে বের করেন?
➥ রোনাল্ড রস।
১১। কঠোর তপস্যায় যারা সিদ্ধিলাভ করেন, তাদের কি বলে?
➥ নির্গন্থ।
১২। 'কৈবল্যজ্ঞান' কি?
➥ দিব্যজ্ঞান।
১৩। বালপুত্রদেব কে?
➥ যবদ্বিপের শৈলেন্দ্র বংশীয় রাজা।
১৪। 'সফরনামা' গ্রন্থটি কার লেখা?
➥ ইবন বতুতা।
১৫। আমির তৈমুর কোন অঞ্চলের অধিপতি ছিলেন?
➥ ফরগনা।
১৬। কোন সুলতান প্রথম রাজকোষ থেকে কৃষকদের জন্য কৃষি ঋণের ব্যবস্থা করেন?
➥ মহম্মদ বিন তুঘলক।
১৭। 'প্রিয়দর্শী' উপাধি কে নেন?
➥ সম্রাট অশোক।
১৮। বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন?
➥ হর্ষঙ্ক।
১৯। জৈন ধর্মের মূল লক্ষ্য কি?
➥ আত্মার মুক্তি।
২০। 'কুলপা' কাকে বলা হত?
➥ পরিবারের কর্তাকে।
২১। কোন শিলাকে 'স্তরিভূত শিলা' বলে?
➥ পাললিক শিলা।
২২। কয়লা কোন শ্রেণীর শিলা?
➥ জৈব শিলা বা, অঙ্গারময়।
২৩। কি ধরনের শিলাগঠিত অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রাধান্য দেখতে পাওয়া যায়?
➥ চুনাপাথর গঠিত অঞ্চলে।
২৪। তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম কি?
➥ সাংপো।
২৫। পলি, কাদা প্রভৃতি পদার্থ নদী কিভাবে বহন করে?
➥ ভাসমান প্রক্রিয়ায়।
২৬। একটি নিয়ত বায়ুপ্রবাহের নাম কি?
➥ আয়ন বায়ু।
২৭। কাদাপাথর পরিবর্তিত হয়ে কিসে পরিণত হয়?
➥ স্লেট পাথরে।
২৮। ভারতের কোন সীমান্তে নেপাল অবস্থিত?
➥ উত্তর সীমান্তে।
২৯। পৃথিবীর গতিশীলতা কোন বিজ্ঞানী প্রমাণ করেন?
➥ ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট।
৩০। 'হ্যালির ধূমকেতু' কে আবিষ্কার করেন?
➥ স্যার এডমন্ড হ্যালি।
More Important GK | Link |
---|---|
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পর্ব - ২৯ | Click Here |
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পর্ব - ৩০ | Click Here |
Please do not enter any spam link in the comment box.