কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম - Computer Related Full Forms in Bengali
কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম |
প্রিয় বন্ধুরা,
এই পেজে আমরা শেয়ার করলাম কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম যেখানে কম্পিউটারের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ কিছু ফুল ফর্ম প্রশ্ন উত্তর আকারে দেওয়া হয়েছে।
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এইধরনের কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম - Computer Related Full Forms বিষয় থেকে অনেক প্রশ্নই আসতে দেখা গেছে। আজকের এই পেজে আমরা ৬০টির বেশি গুরুত্বপূর্ণ কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম নিয়ে আলোচনা করেছি। আগামী পরীক্ষাগুলির জন্য এই পোস্টটি একবার ভালো করে দেখে নিন। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।
কম্পিউটার সম্পর্কিত ফুল ফর্ম ::
✿ 'COMPUTER' এর পুরো নাম কি?
➥ Common Operating Machine Purposely Used for Technological and Educational Research (কমন অপারেটিং মেশিন পারপাসলি ইউজড ফর টেকনোলজিক্যাল এন্ড এডুকেশনাল রিসার্চ)।
✿ 'PC' এর পুরো নাম কি?
➥ Personal Computer (পার্সোনাল কম্পিউটার)।
✿ 'URL' এর পুরো নাম কি?
➥ Uniform Resource Locator (ইউনিফর্ম রিসোর্স লোকেটর)।
✿ 'VDU' এর পুরো নাম কি?
➥ Visual Display Unit (ভিজুয়াল ডিসপ্লে ইউনিট)।
✿ 'USB' এর পুরো নাম কি?
➥ Universal Serial Bus (ইউনিভার্সাল সিরিয়াল বাস)।
✿ 'PDF' এর পুরো নাম কি?
➥ Portable Document Format (পোর্টেবল ডকুমেন্ট ফরমেট)।
✿ 'HTTP' এর পুরো নাম কি?
➥ Hyper Text Transfer Protocol (হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল)।
✿ 'IBM' এর পুরো নাম কি?
➥ International Business Machines (ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন)।
✿ 'BIOS' এর পুরো নাম কি?
➥ Basic Input Output System (বেসিক ইনপুট আউটপুট সিস্টেম)।
✿ 'CU' এর পুরো নাম কি?
➥ Control Unit (কন্ট্রোল ইউনিট)।
✿ 'WWW' এর পুরো নাম কি?
➥ World Wide Web (ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব)।
✿ 'LED' এর পুরো নাম কি?
➥ Light Emitting Diode (লাইট ইমিটিং ডায়োড)।
✿ 'WiFi' এর পুরো নাম কি?
➥ Wireless Fidelity (ওয়ারলেস ফিডালিটি)
✿ 'HPC' এর পুরো নাম কি?
➥ High Performance Computing (হাই পারফরম্যান্স কম্পিউটিং)।
✿ 'MU' এর পুরো নাম কি?
➥ Memory Unit (মেমোরি ইউনিট)।
✿ 'MAC' এর পুরো নাম কি?
➥ Media Access Control (মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল)।
✿ 'IOS' এর পুরো নাম কি?
➥ iPhone Operating System (আইফোন অপারেটিং সিস্টেম)।
✿ 'JPEG' এর পুরো নাম কি?
➥ Joint Photographic Experts Group (জয়েন্ট ফটোগ্রাফি এক্সপার্টস গ্রুপ)।
✿ 'HLL' এর পুরো নাম কি?
➥ High-level programming language (হাই-লেবেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ)।
✿ 'GSM' এর পুরো নাম কি?
➥ Global System for Mobile Communication (গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন)।
✿ 'BIT' এর পুরো নাম কি?
➥ Binary Digit (বাইনারি ডিজিট)
✿ 'FDD' এর পুরো নাম কি?
➥ Floppy Disk Drive (ফ্লপি ডিস্ক ড্রাইভ)।
✿ 'PDP' এর পুরো নাম কি?
➥ Programmed Data Processor (প্রোগ্রাম ডেটা প্রসেসর)।
✿ 'BPS' এর পুরো নাম কি?
➥ Bits Per Second (বিটস পার সেকেন্ড)।
✿ 'FD' এর পুরো নাম কি?
➥ Floppy Disk (ফ্লপি ডিস্ক)।
✿ 'PD' এর পুরো নাম কি?
➥ Pen drive/Public domain (পেন ড্রাইড/পাবলিক ডোমেন)।
✿ 'LAN' এর পুরো নাম কি?
➥ Local Area Network (লোকাল এরিয়া নেটওয়ার্ক)।
✿ 'HD' এর পুরো নাম কি?
➥ High Definition (হাই ডেফিনেশন)।
✿ 'CD' এর পুরো নাম কি?
➥ Compact Disc (কমপ্যাক্ট ডিস্ক)
✿ 'AI' এর পুরো নাম কি?
➥ Artificial Intelligence (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স)।
✿ 'HDR' এর পুরো নাম কি?
➥ High Dynamic Range (হাই ডাইনামিক রেঞ্জ)।
✿ 'HDD' এর পুরো নাম কি?
➥ Hard Disk Drive (হার্ড ডিস্ক ড্রাইভ)।
✿ 'SSD' এর পুরো নাম কি?
➥ Solid State Drive (সলিড স্টেট ড্রাইভ)।
✿ 'LCD' এর পুরো নাম কি?
➥ Liquid Crystal Display (লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে)।
✿ 'ALU' এর পুরো নাম কি?
➥ Arithmetic Logic Unit (অ্যারিথমেটিক লজিক ইউনিট)।
✿ 'VAN' এর পুরো নাম কি?
➥ Value Added Network (ভ্যালু অ্যাডেড নেটওয়ার্ক)।
✿ 'GIF' এর পুরো নাম কি?
➥ Graphics Interchange Format (গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট)।
✿ 'SMPS' এর পুরো নাম কি?
➥ Switched Mode Power Supply (সুইচড মোড পাওয়ার সাপ্লাই)।
✿ 'PNG' এর পুরো নাম কি?
➥ Portable Network Graphics (পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স)।
✿ 'DOS' এর পুরো নাম কি?
➥ Disk Operating System (ডিস্ক অপারেটিং সিস্টেম)।
✿ 'HTML' এর পুরো নাম কি?
➥ Hyper Text Markup Language (হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ)।
✿ 'IE' এর পুরো নাম কি?
➥ Interner Explorer (ইন্টারনেট এক্সপ্লোরার)।
✿ 'DP' এর পুরো নাম কি?
➥ Display Picture (ডিসপ্লে পিকচার)।
✿ 'EMI' এর পুরো নাম কি?
➥ Electromagnetic interference (ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স)।
✿ 'DOC' এর পুরো নাম কি?
➥ Document (ডকুমেন্ট)।
✿ 'BK' এর পুরো নাম কি?
➥ Backup (ব্যাকআপ)।
✿ 'GPS' এর পুরো নাম কি?
➥ Global Positioning System (গ্লোবাল পজিশনিং সিস্টেম)।
✿ 'PPI' এর পুরো নাম কি?
➥ Pixels per inch (পিক্সেলস পার ইঞ্চ)।
✿ 'PCU' এর পুরো নাম কি?
➥ Process Control Unit (প্রসেস কন্ট্রোল ইউনিট)।
✿ 'PPT' এর পুরো নাম কি?
➥ Power Point Presentation (পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন)।
✿ 'UPS' এর পুরো নাম কি?
➥ Uninterruptible Power Supply (আনইন্টারেপ্টটেবল পাওয়ার সাপ্লাই)।
✿ 'RAM' এর পুরো নাম কি?
➥ Random Access Memory (রেন্ডম এক্সেস মেমোরি)।
✿ 'ROM' এর পুরো নাম কি?
➥ Read Only Memory (রিড অনলি মেমোরি)।
✿ 'SATA' এর পুরো নাম কি?
➥ Serial Advance Technology Attachment (সিরিয়াল এডভান্স টেকনোলজি অ্যাটাচমেন্ট)।
✿ 'DVD' এর পুরো নাম কি?
➥ Digital Video Disc (ডিজিটাল ভিডিও ডিস্ক)।
✿ 'IP' এর পুরো নাম কি?
➥ Internet Protocol (ইন্টারনেট প্রটোকল)।
✿ 'GIS' এর পুরো নাম কি?
➥ Geographic Information System (জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম)।
✿ 'DDS' এর পুরো নাম কি?
➥ Digital Data Storage (ডিজিটাল ডাটা স্টোরেজ)।
✿ 'FTP' এর পুরো নাম কি?
➥ File Transfer Protocol (ফাইল ট্রান্সফার প্রোটোকল)।
✿ 'SMS' এর পুরো নাম কি?
➥ Short Message Service (শর্ট মেসেজ সার্ভিস)।
✿ 'VGA' এর পুরো নাম কি?
➥ Video Graphics Array (ভিডিও গ্রাফিক্স অ্যারে)।
✿ 'XML' এর পুরো নাম কি?
➥ Extensible Markup Language (এক্সটেনসেবল মার্কাপ লেঙ্গুয়েজ)।
✿ 'WAN' এর পুরো নাম কি?
➥ Wide Area Network (ওয়াইড এরিয়া নেটওয়ার্ক)।
✿ 'MMS' এর পুরো নাম কি?
➥ Multimedia Messaging Service (মাল্টিমিডিয়া মেসেজিং সার্ভিস)।
আরও পড়ুন...
◾ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর পর্ব - ৩১
◾ ইতিহাস জিকে প্রশ্ন উত্তর পর্ব - ৬
◾ ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল তালিকা
Please do not enter any spam link in the comment box.