জিকে প্রশ্ন ও উত্তর - General Knowledge Questions with Answers in Bengali Part 29
General Knowledge Questions with Answers in Bengali Part 29 |
প্রিয় বন্ধুরা,
General Knowledge Questions with Answers in Bengali Part 29 এ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হল।
General Knowledge Questions with Answers in Bengali বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। বাংলা জিকে ডায়েরি এর এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব General Knowledge Questions with Answers in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য General Knowledge Questions with Answers in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
আরো পড়ুন...
➜ জিকে প্রশ্ন ও উত্তর (All Part)
General Knowledge Questions with Answers in Bengali ::
১। 'ফাজ' কথাটির অর্থ কি?
➥ ভক্ষক।
২। ওয়াশিং মেশিন কে আবিষ্কার করেন?
➥ হ্যামিলটন স্মিথ।
৩। কোন অনুজীবে মেসোজোম দেখা যায়?
➥ ব্যাকটেরিয়া।
৪। কি থেকে রেয়ন তৈরি করা হয়?
➥ সেলুলোজ।
৫। কোন জাতীয় শস্য মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়াতে সাহায্য করে?
➥ ডাল জাতীয় শস্য।
৬। কোনো মৌলের যোজ্যতা স্থির করতে একক হিসাবে কি ধরা হয়?
➥ হাইড্রোজেনের যোজ্যতা।
৭। তিমির শ্বাস অঙ্গের নাম কি?
➥ ফুসফুস।
৮। মেন্ডেল বর্ণিত জিনের প্রকৃতি কি?
➥ ফ্যাক্টর।
৯। স্নায়ুকোশের কোথায় নিজল দানা দেখা যায়?
➥ কোশদেহ অংশে।
১০। 'ফোবিয়া সেন্ট্রালিস' মানুষের দেহের কোন অঙ্গে দেখা যায়?
➥ চোখে।
১১। গিলেটিন যন্ত্র কে আবিষ্কার করেন?
➥ ফরাসি চিকিৎসক ড. গিলোটিন।
১২। 'দ্য ওয়েলথ অফ নেশনস' বইটির লেখক কে?
➥ অ্যাডাম স্মিথ।
১৩। ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন?
➥ মহম্মদ-বিন-তুঘলক।
১৪। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
➥ কর্ণসুবর্ণ।
১৫। 'ফরাসি বিপ্লব'এর ৩টি নীতি কি ছিল?
➥ সাম্য, মৈত্রী ও স্বাধীনতা।
১৬। কবে 'বাস্তিল দুর্গ' আক্রমণ করা হয়েছিল?
➥ ১৭৮৯ সালের ১৪ জুলাই।
১৭। কবে, কাদের মধ্যে নীলনদের যুদ্ধ হয়?
➥ ১৭৯৮ সালে ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে।
১৮। দ্বিতীয় পুলকেশী কে ছিলেন?
➥ চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা।
১৯। কোন সুলতান আগ্রা নগরটি তৈরি করান?
➥ সিকান্দার লোদী।
২০। 'কুণিক' উপাধি কে ধারণ করেন?
➥ অজাতশত্রু।
২১। রাজস্থান মরু অঞ্চলে সব চলমান বালিয়াড়িকে কি বলে?
➥ ধ্রিয়ান।
২২। লুনি নদী কোথায় পড়েছে?
➥ কচ্ছের রাণ অঞ্চলে।
২৩। পার্বত্য অঞ্চলে নদীর প্রধান কাজ কি?
➥ ক্ষয়কার্য।
২৪। বায়ু বাহিত পলি নিম্নভূমিতে সঞ্চিত হয়ে সৃষ্ট সমতল ভূমিকে কি বলে?
➥ লোয়েস সমভূমি।
২৫। 'শিবসমুদ্রম জলপ্রপাত' কোন নদীর গতিপথে অবস্থিত?
➥ কাবেরী নদী।
২৬। আফগানিস্তানের অবস্থানকে কি বলে?
➥ স্থলবেষ্টিত বা, মহাদেশীয়।
২৭। পাকিস্তানের জলবায়ু কি প্রকৃতির?
➥ শুষ্ক ও চরম প্রকৃতির।
২৮। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাতকে নাম কি?
➥ লু।
২৯। ভারতের প্রথম সুতাকলটি কোথায় গড়ে উঠেছিল?
➥ ঘুসুড়ি।
৩০। কোন পদ্ধতিতে সৌরতাপ পৃথিবীতে পৌঁছায়?
➥ বিকিরণ।
আরও পড়ুন...
◾ বর্তমানে ভারতে কে কোন পদে আছেন 2022
◾ Current Affairs October 2022 - Part 4
◾ মৌর্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ
◾ States and Union Territory Capitals in India
Please do not enter any spam link in the comment box.