Ads Area

Current Affairs October 2022 - Part 4 | কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২

Current Affairs October 2022 - Part 4 | কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২

Current Affairs October 2022 - Part 4
Current Affairs October 2022 - Part 4

প্রিয় বন্ধুরা,

বাংলা জিকে ডায়েরি'র এই পেজে আমরা শেয়ার করলাম Current Affairs October 2022 - Part 4 যেখানে থাকছে ৪৬টি কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২.


Current Affairs October 2022 - Part 4 বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেকোনো ধরনের SSC, PSC, RRB, BANK ইত্যাদি পরীক্ষায় বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বেশিরভাগ পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। এই পেজে আমরা Current Affairs October 2022 - Part 4 | কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।



আরও পড়ুন...

কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২

◾ কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২২




Current Affairs October 2022 - Part 4 ::



১) রাজ্যের সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ শোনার জন্য, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'সিএম দা হাইসি' নামে একটি ওয়েব পোর্টালের সুবিধা চালু করল?


উত্তরঃ- মনিপুর।



২) ৩ দশক পর, ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল খুলল?


উত্তরঃ- জম্মু ও কাশ্মীর।



৩) ভারতের প্রথম রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে, কারা সম্প্রতি ১০০% সতর্কতামূলক ডোজ সম্পন্ন করল?


উত্তরঃ- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।



৪) 'এনএলসি ইন্ডিয়া লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- প্রসন্ন কুমার মোতুপাল্লি।



৫) 'মাদ্রাজ হাইকোর্ট'এর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- টি.রাজা।



৬) ২০২২ সালে 'গ্লোবাল ক্রিপ্টো অ্যাডপশন ইনডেক্স'এ ভারতের স্থান কত?


উত্তরঃ- চতুর্থ।



৭) ভারতীয় নির্বাচন কমিশনের উপনির্বাচন কমিশনার হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- অজয় ভাদু।



৮) 'ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট' ও 'ইউনিসেফ' সাম্প্রতিক কোন দূরদর্শন ও ইউটিউব সিরিজ চালু করল?


উত্তরঃ- দূর সে নমস্তে (কোভিড-১৯ অতি মারির পরে বিশ্বে স্বাস্থ্যকর অভ্যাসের প্রচার করতে এই সিরিজটি চালু করা হয়েছে)।



৯) পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে, ভারতে কবে অন্ত্যোদয় দিবস পালিত হয়?


উত্তরঃ- ২৫ সেপ্টেম্বর।



১০) কোন ৫টি দেশ সম্প্রতি 'এশিয়ান পাম তেল জোট' গঠন করল?


উত্তরঃ- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপাল।



১১) রাজ্যের মেয়েদের ক্ষমতায়ন ও সুরক্ষিত করার লক্ষ্যে, ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'হামার বেটি হামার মান' প্রচার চালু করার সিদ্ধান্ত নিল?


উত্তরঃ- ছত্রিশগড় সরকার।



১২) 'ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ'এর ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- ড. রাজিব বাহল।



১৩) কোন দেশ সম্প্রতি ব্রাজিলকে টপকে, চিনি উৎপাদনে বিশ্ব সেরার শিরোপা পেল?


উত্তরঃ- ভারত।



১৪) কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি কোথায় দেশের দ্বিতীয় 'রাষ্ট্রীয় আদর্শ বেদ বিদ্যালয়'এর উদ্বোধন করলেন?


উত্তরঃ- উড়িষ্যার পুরীতে।



১৫) ২০২২ সালে কে রাষ্ট্রসঙ্ঘের শরণার্থী সংস্থা'র মর্যাদাপূর্ণ 'ন্যানসেন পুরস্কার'এর জন্য মনোনীত হলেন?


উত্তরঃ- প্রাক্তন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল (তিনি ছাড়াও এই পুরস্কার পাচ্ছে আফ্রিকার সর্ব-স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপক দল 'দ্য এমবেরা ফায়ার ব্রিগেড', মার্কিন যুক্তরাষ্ট্রের আইনজীবী ভিসেন্টা গঞ্জালেজ, মায়ানমারের মানবাধিকার সংস্থা 'মিকসোয় মায়ানমার' ও ইরাকের স্ত্রীরোগ বিশেষজ্ঞ নাঘাম হাসান)।



১৬) 'ভারতীয় পর্যটন পরিসংখ্যান ২০২২' অনুসারে, কোন জায়গা সম্প্রতি 'তাজমহল'কে পিছনে ফেলে, বিদেশি দর্শনার্থীদের সংখ্যায় সেরার তকমা পেল?


উত্তরঃ- তামিলনাড়ুর 'মামাল্লাপুরম'।



১৭) ২০২২ সালে 'শানমুঘা আর্টস, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ আকাদেমি'র তরফ থেকে কে সম্প্রতি 'রামানুজন পুরস্কার' পেলেন?


উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের 'ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়'এর সহকারী অধ্যাপক ইউনকিং ট্যাং।



১৮) ২০২২ সালে, 'আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন'এর তরফ থেকে কে 'দেবেন্দ্র লাল মেমোরিয়াল মেডেল' পেলেন?


উত্তরঃ- রক্সি ম্যাথিউ কোল (তিনি পুণের 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রাফিক্যাল মেটেওরোলজি'র বিজ্ঞানী)।



১৯) কে সম্প্রতি মেঘালয়ের রাজ্যপাল হিসাবে অতিরিক্ত দায়িত্ব নিলেন?


উত্তরঃ- অরুণাচল প্রদেশের রাজ্যপাল বি. ডি. মিশ্র।



২০) কে সম্প্রতি 'গেইল (ইন্ডিয়া) লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে দায়িত্ব নিলেন?


উত্তরঃ- সন্দীপ কুমার গুপ্তা।



২১) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'বন্দে মাতরম' উদ্যোগ চালু করল?


উত্তরঃ- মহারাষ্ট্র (এই উদ্যোগের অধীনে, ফোনে বা মোবাইলে কথা বলার সময় বা যেকোনো বৈঠকে কথোপকথন শুরুর আগে রাজ্যের সরকারি কর্মচারীদের 'হ্যালো'র বদলে 'বন্দে মাতরম' বলা বাধ্যতামূলক করা হয়েছে)।



২২) ২০২২ সালে কেন্দ্রীয় সরকারের বার্ষিক পরিচ্ছন্নতা সমীক্ষা 'স্বচ্ছ সর্ভেক্ষণ পুরস্কার'এ কোন শহর সম্প্রতি ভারতের পরিচ্ছন্ন শহরের তকমা পেল?


উত্তরঃ- মধ্যপ্রদেশের শহর ইন্দোর।



২৩) 'ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল ফেডারেশন'এর ভাইস প্রেসিডেন্ট হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- 'ইসরো'র বিজ্ঞানী ড. অনিল কুমার।



২৪) 'ইন্ডিয়ান আমেরিকান চেম্বার্স অফ কমার্স'এর ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- প্রখ্যাত আইনজীবী ললিত ভাসিন।



২৫) কে সম্প্রতি ৩২ তম 'বিহারী পুরস্কার'এর জন্য মনোনীত হলেন?


উত্তরঃ- লেখক ড. মাধব হাদা (২০১৫ সালে প্রকাশিত সাহিত্য সমালোচনামূলক বই 'Pachrang Chola Pahar Sakhi Ri'এর জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি)।



২৬) কোন গ্রাম পঞ্চায়েত সম্প্রতি দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল স্বাক্ষর পঞ্চায়েত হওয়ার গৌরব অর্জন করল?


উত্তরঃ- কেরালার তিরুবন্তপুরম জেলার পুল্লামপাড়া গ্রাম পঞ্চায়েত।



২৭) গরিবদের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করার লক্ষ্যে ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'আশারা' পেনশন চালু করল?


উত্তরঃ- তেলেঙ্গানা (এটি রাজ্যের বয়স্ক, বিধবা, শারীরিকভাবে অক্ষম ও বিড়ি শ্রমিকদের পেনশন সুবিধা পাওয়ার জন্য একটি কল্যাণমূলক প্রকল্প)।



২৮) কোথায় সম্প্রতি বিশ্বের বৃহত্তম বায়ু-সৌর হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র চালু করল 'আদানি গ্রীন এনার্জি লিমিটেড'?


উত্তরঃ- রাজস্থানের জয়সলমেরে।



২৯) সম্প্রতি তামিলনাড়ুর সালেম জেলার মেট্টুর বাঁধের কাছে কাবেরী নদীতে 'প্যাঙ্গাশিয়াস' গোত্রের একটি নতুন ক্যাটফিশ প্রজাতি আবিষ্কার করলেন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ-ন্যাশনাল ব্যুরো অফ জেনেটিক রিসোর্সেস'এর বিজ্ঞানীরা। এটির নাম কি রাখা হয়েছে?


উত্তরঃ- Pangasius Icaria।



৩০) প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে, তার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে, কোথায় সম্প্রতি 'নয়াঘাট ক্রসিং'এর নাম বদল করে 'লতা মঙ্গেশকর চক' করা হল?


উত্তরঃ- অযোধ্যা।



৩১) সম্প্রতি দেশের ৩টি প্রধান রেলওয়ে স্টেশনকে নতুন করে সাজিয়ে তোলার বিষয়ে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই ৩টি স্টেশনের নাম কি?


উত্তরঃ- নয়াদিল্লি, আহমেদাবাদ ও মুম্বাইয়ের 'ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল'।



৩২) 'উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়'এর অন্তর্বর্তী উপাচার্য হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- ওমপ্রকাশ মিশ্র।



৩৩) সেনেগাল প্রজাতন্ত্রে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- ডিংকর আস্থানা।



৩৪) ভারতের নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান।



৩৫) ২০২২ সালে 'গ্লোবাল ইনোভেশন ইনডেক্স'এ ভারতের স্থান কত?


উত্তরঃ- ৪০।



৩৬) ইউনাইটেড নেশনস সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাকশন পুরস্কারে কে সম্প্রতি 'চেঞ্জমেকার' পুরস্কার পেলেন?


উত্তরঃ- ভারতীয় মহিলাধিকার কর্মী সৃষ্টি বক্সী।



৩৭) সম্প্রতি ভারতের কোন রাজ্যের 'দুয়ারে রেশন' প্রকল্প অবৈধ ও জাতীয় খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী হিসাবে ঘোষিত হল?


উত্তরঃ- পশ্চিমবঙ্গ।



৩৮) 'হিরো মোটোকর্প'এর প্রচার দূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- দক্ষিণ ভারতীয় অভিনেতা কোনিদেলা রামচরণ তেজা।



৩৯) 'অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া'র চেয়ারম্যান হিসাবে সাম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- এন.এস.রাজন।



৪০) বিশ্বের বৃহত্তম জঙ্গল সাফারি পার্ক কোথায় তৈরি হতে চলেছে?


উত্তরঃ- হরিয়ানার গুরুগ্রাম।



৪১) ভারতের নতুন অ্যাটর্নি জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- আর. ভেঙ্কটরামানি।



৪২) 'টাইম ম্যাগাজিন'এর তরফ থেকে প্রকাশিত ১০০ জন উদীয়মান নেতার তালিকায় কে সম্প্রতি একমাত্র ভারতীয় হিসাবে স্থান পেলেন?


উত্তরঃ- ভারতের বৃহত্তম টেলিকম সংস্থা 'রিলায়েন্স জিও'র চেয়ারম্যান আকাশ আম্বানি।



৪৩) 'এমপ্লয়ীজ স্টেট ইনসিউরেন্স কর্পোরেশন'এর ডিরেক্টর জেনারেল হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?


উত্তরঃ- রাজেন্দ্র কুমার।



৪৪) ২০২৯ সালে কোন দেশ 'এশিয়ান শীতকালীন গেমস' আয়োজন করবে?


উত্তরঃ- সৌদি আরব।



৪৫) 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল'এর বিচারে, কারা সম্প্রতি সেপ্টেম্বরের সেরা মহিলা ও পুরুষ খেলোয়াড়ের শিরোপা পেলেন?


উত্তরঃ- যথাক্রমে ভারতের হরমনপ্রীত কৌর ও পাকিস্তানের মহম্মদ রিজওয়ান।



৪৬) 'আন্তর্জাতিক হকি ফেডারেশন'এর বিচারে, কে সম্প্রতি 'বর্ষসেরা পুরুষ খেলোয়াড়'এর শিরোপা পেলেন?


উত্তরঃ- ভারতীয় ডিফেন্ডার হরমোনপ্রীৎ সিং।



আরও পড়ুন...

Current Affairs October 2022 - Part 1

◾ Current Affairs October 2022 - Part 2

◾ Current Affairs October 2022 - Part 3


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad