Ads Area

Competitive GK Questions in Bengali Part 28 - অনলাইন জিকে প্রশ্ন ও উত্তর

Competitive GK Questions in Bengali Part 28 - অনলাইন জিকে প্রশ্ন ও উত্তর

Competitive GK Questions in Bengali Part 28
Competitive GK Questions in Bengali Part 28

প্রিয় বন্ধুরা,

Competitive GK Questions in Bengali Part 28 এ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে 29টি গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করা হল।


Competitive GK Questions in Bengali বিভিন্ন সরকারি চাকরি যেমন Railway Group D, RRB NTPC, PSC, WBCS, SSC CHSL, SSC CGL, SSC MTS, WB Police, WBP SI, WBP Constable, Miscellaneous, Bank, ইত্যাদি পরীক্ষায় আসতে থাকে। বাংলা জিকে ডায়েরি এর এই পেজে তাই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য গুরুত্বপূর্ণ কিছু Competitive GK Questions in Bengali দেওয়া হল।


এই পর্বগুলির মাধ্যমে আমরা আপনাদের জন্য নিয়ে আসব Competitive GK Questions in Bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ অনলাইন জিকে প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এবং এই পর্বগুলি সমস্ত রকম পরীক্ষা প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য Competitive GK Questions in Bengali দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।




Competitive GK Questions in Bengali Part 28 ::


১। ক্ষুদ্রতম করোটি স্নায়ু কোনটি?

➥ অপটিক।


২। 'বায়োটা' কি?

➥ কোন নির্দিষ্ট স্থানের সব প্রজাতির জীবের একত্রীকরণ।


৩। কে প্রথম কেঁচোকে 'কৃষকের বন্ধু' বলেন?

➥ ডারউইন।


৪। লায়োনেট গ্রন্থির ক্ষরণ উপাদানের কাজ কি?

➥ উজ্জ্বলতা নিয়ন্ত্রণ করা।


৫। প্রথম স্বয়ংক্রিয় টেলিফোন এক্সচেঞ্জ কে আবিষ্কার করেন?

➥ অ্যালমন ব্রাউন স্ট্রওজার (১৮৮৯ সালে)।


৬। ফুসফুসীয় শিরায় কি ধরনের রক্ত প্রবাহিত হয়?

➥ বিশুদ্ধ রক্ত।


৭। কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়?

➥ ভিটামিন বি ১২।


৮। গ্রাসনালীর ক্রমসংকোচনকে কি বলে?

➥ পেরিস্টলসিস।


৯। পাকস্থলীর কোন অংশে গ্রাসনালী সংযুক্ত থাকে?

➥ কার্ডিয়াক প্রান্তে।


১০। রক্তের উৎস্রোত সংক্রান্ত 'অধিপ্রাণ মতবাদ' কোন বিজ্ঞানীর প্রবর্তন?

➥ জগদীশচন্দ্র বসু।


১১। 'সমৃদ্ধ ব্রিটিশ ভারত' বইটির লেখক কে?

➥ উইলিয়াম ডিগবি।


১২। বিপিনবিহারী গাঙ্গুলি কোন গুপ্ত সমিতির সঙ্গে যুক্ত ছিলেন?

➥ আত্মোন্নতি সমিতি।


১৩। 'পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দফতর' কার আমলে স্থাপিত হয়?

➥ লর্ড ডালহৌসি।


১৪। 'বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়'এর প্রতিষ্ঠাতা কে?

➥ মদনমোহন মালব্য।


১৫। 'সাইমন কমিশন'এর সদস্য সংখ্যা কত ছিল?

➥ ৭ জন।


১৬। কোন যুদ্ধের পর ব্রিটিশরা প্রত্যক্ষভাবে ভারত শাসন করতে শুরু করে?

➥ সিপাহী বিদ্রোহ।


১৭। কংগ্রসের কোন অধিবেশনে প্রথমবার 'বন্দেমাতরম' গাওয়া হয়?

➥ করকাতা অধিবেশন।


১৮। 'পাঞ্জাব কেশরী' কাকে বলা হত?

➥ লালা লাজপত রায়।


১৯। বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয় কোন পত্রিকায়?

➥ সঞ্জীবনী।


২০। মোগল আমলে অর্থবেদের অনুবাদ করেন কে?

➥ হাজি ইব্রাহিম।


২১। 'মন্দাকিনী' নদীর উৎসস্থল কোথায়?

➥ কেদারনাথের কাছে ঘোড়াবাড়ি হিমবাহ।


২২। 'চিল্কা' কি জাতীয় হ্রদ?

➥ লবণাক্ত।


২৩। এলাহাবাদের প্রাচীন নাম কি?

➥ প্রয়াগ।


২৪। একই দ্রাঘিমাবিশিষ্ট দুটি স্থানের মিল কোথায় থাকে?

➥ সৌরসময়।


২৫। পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময় লাগে?

➥ ১.৩ সেকেন্ড।


২৬। 'ঘাটপ্রভা প্রকল্প' কোথায় আছে?

➥ কর্নাটকের ঘাটপ্রভা নদীতে।


২৭। প্রবাল ও সামুদ্রিক প্রাণীর দেহজাত বালুকণা জমাট বেঁধে যে শিলা তৈরি হয় তাকে কি বলে?

➥ ওপেল।


২৮। ব্যাসল্ট শিলার পরিবর্তিত রূপ কি?

➥ অ্যাম্ফিবোলাইট।


২৯। 'খাদার' কি?

➥ নতুন পলিমাটি।




More Important GK Link
অনলাইন জিকে প্রশ্ন ও উত্তর পর্ব - ২৭ Click Here



আরও পড়ুন...

ভারতের উল্লেখযোগ্য জাদুঘর ও অবস্থান তালিকা

100+ Indian Architecture History GK in Bengali

1000+ Geography GK MCQ in Bengali

নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? নিষ্ক্রিয় গ্যাস কয়টি ও কি কি?

ভারতীয় নতুন মুদ্রার নোটের বৈশিষ্ট্য


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad