কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ | November 2022 Current Affairs in Bengali - Part 2
![]() |
November 2022 Current Affairs in Bengali |
প্রিয় বন্ধুরা,
এই পেজে আমরা শেয়ার করলাম November 2022 Current Affairs in Bengali - Part 2 যেখানে থাকছে ৪৯টি কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ প্রশ্ন উত্তর।
November 2022 Current Affairs in Bengali - Part 2 বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বেশিরভাগ পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। এই পেজে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর ২০২২ | November 2022 Current Affairs in Bengali - Part 2 এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs in Bengali শেয়ার করেছি।
Also Read...
❒ November 2022 Current Affairs in Bengali - Part 1
November 2022 Current Affairs in Bengali - Part 2 ::
১) মহিলাদের জরায়ুর ক্যান্সারের স্ক্রীনিং এর জন্য একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সক্ষম ডিভাইস তৈরি করেছে নয়া দিল্লির 'অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস'। এটির নাম কি?
উত্তরঃ- কল্পস্কোপ।
২) বিশ্বের প্রথম অভিনেতা হিসাবে কে মহাকাশে শুটিং করতে চলেছেন?
উত্তরঃ- হলিউড অভিনেতা টম ক্রুজ।
৩) গিনি প্রজাতন্ত্রে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- অবতার সিং।
৪) 'ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন'এর এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- ভুবনেশ্বরের লোকসভা সদস্য অপরাজিতা সারঙ্গী।
৫) 'রাজস্থান হাইকোর্ট'এর প্রধান বিচারপতি হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- পঙ্কজ মিত্তল।
৬) কোন বিমানবন্দর সম্প্রতি ভারতের প্রথম 'সবুজ বিমানবন্দর'এর আখ্যা পেল?
উত্তরঃ- মুম্বাইয়ের 'ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর'।
৭) সম্প্রতি মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর মন্দিরে, দীর্ঘ মহাকাল লোক করিডরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি কত কিলোমিটার দীর্ঘ?
উত্তরঃ- ৯০০ মিটার।
৮) মাছ উৎপাদনে সম্প্রতি বিশ্বে কততম স্থান অর্জন করল ভারত?
উত্তরঃ- তৃতীয়।
৯) সম্প্রতি কোন কোম্পানির প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন রবি কুমার এস.?
উত্তরঃ- ইনফোসিস।
১০) ২০২২ সালে 'ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার'এর তরফ থেকে প্রকাশিত 'লিভিং প্ল্যানেট রিপোর্ট' অনুযায়ী, বিগত ৫০ বছরে বন্যপ্রাণী জনসংখ্যা কত শতাংশ কমেছে?
উত্তরঃ- ৬৯%।
১১) ২০২৩ সালে 'প্রবাসী ভারতীয় দিবস' সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ- মধ্যপ্রদেশের ইন্দোর।
১২) কোথায় সম্প্রতি চতুর্থ 'বন্দে ভারত এক্সপ্রেস'এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
উত্তরঃ- হিমাচল প্রদেশের উনা জেলায়।
১৩) সম্প্রতি কোন রাজনৈতিক দলের নতুন প্রেসিডেন্ট হিসাবে মনোনীত হলেন মল্লিকার্জুন খারগে?
উত্তরঃ- কংগ্রেস।
১৪) ২০২২ সালে 'গ্লোবাল পেনশন ইনডেক্স'এ ভারতের স্থান কত?
উত্তরঃ- ৪১।
১৫) শকুন সংরক্ষণের জন্য ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি একটি রাজ্য স্তরের কমিটি গঠন করল?
উত্তরঃ- তামিলনাড়ু সরকার।
১৬) 'ইন্ডিয়া ট্রেড প্রমোশন অর্গানাইজেশন'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- প্রদীপ সিং খারোলা।
১৭) ভারতের কোন রাজ্যে সম্প্রতি 'মিশন স্কুল অফ এক্সিলেন্স'এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
উত্তরঃ- গুজরাট।
১৮) ২০২২ সালে কোন দেশে 'গ্লোবাল ইউথ ক্লাইমেট সামিট' অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ- বাংলাদেশ।
১৯) সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন লিজ ট্রাস?
উত্তরঃ- যুক্তরাজ্য।
২০) ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি তাদের প্রথম সরকারি ইংরেজি মাধ্যম কলেজের উদ্বোধন করল?
উত্তরঃ- ত্রিপুরা।
২১) ভারতের নতুন 'কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস' হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- ভারতী দাশ।
২২) ২২ তম 'বিশ্ব ব্লকচেইন সম্মেলন' কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?
উত্তরঃ- দুবাই।
২৩) 'জেপি মর্গ্যান ভারত'এর প্রধান হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- কৌস্তব কুলকার্নি।
২৪) ২০২২ সালে কে 'স্যার সৈয়দ এক্সিলেন্স আন্তর্জাতিক পুরস্কার' পেলেন?
উত্তরঃ- বিখ্যাত মার্কিনি ইতিহাসবিদ তথা অধ্যাপিকা বারবারা ড্যালি মেটকাফ।
২৫) ২০২২ সালে কে 'বুকার পুরস্কার' পেলেন?
উত্তরঃ- শ্রীলংকার লেখক সেহান করুণা তিলাকা (গৃহযুদ্ধের নিষ্ঠুরতা ও মৃত্যু পরবর্তী জীবন নিয়ে লেখা উপন্যাস 'The Seven Moons of Maali Almeida'এর জন্য এই পুরস্কার পেলেন তিনি)।
২৬) সম্প্রতি 'ভুবনেশ্বর রেলওয়ে স্টেশন'এ, ভারতের প্রথম অ্যালুমিনিয়াম মালবাহী র্যাকের উদ্বোধন করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এটির নাম কি?
উত্তরঃ- 61 BOBRNHSM1।
২৭) সম্প্রতিক প্রয়াত নিপন গোস্বামী (৮০ বছর) কে ছিলেন?
উত্তরঃ- অভিনেতা।
২৮) স্লোভাক প্রজাতন্ত্রে, ভারতের রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- অপূর্বা শ্রীবাস্তব।
২৯) কোথায় সম্প্রতি ভারতের প্রথম হিন্দি ভাষায় এমবিবিএস কোর্সের বই প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?
উত্তরঃ- মধ্য প্রদেশের ভোপালে।
৩০) কোথায় সম্প্রতি 'পরম কামরূপা' নামে সুপার কম্পিউটার সুবিধা চালু করলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু?
উত্তরঃ- অসমের আইআইটি গুয়াহাটি।
৩১) 'ইসরো'র 'আদিত্য-এল১' মিশনের প্রধান বিজ্ঞানী হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- ড. শঙ্করসুহ্মণ্যন কে.।
৩২) কোন ভারতীয় সম্প্রতি মর্যাদাপূর্ণ 'আকাদেমিয়া অপথ্যালমোলজিক্যাল ইন্টারন্যাশনালিস'এর সদস্য হিসাবে মনোনীত হলেন?
উত্তরঃ- 'এল ভি প্রসাদ আই ইনস্টিটিউট'এর এক্সিকিউটিভ চেয়ারম্যান ড. প্রশান্ত গর্গ।
৩৩) সম্প্রতি প্রয়াত ড. দিলীপ মহলানবীশ (৮৮ বছর) কিসের জনক?
উত্তরঃ- ওআরএস।
৩৪) সম্প্রতি টেনিস তারকা নোভাক জকোভিচের নামানুসারে, একটি নতুন প্রজাতির পোকার নামকরণ করলেন সার্বিয়ান বিজ্ঞানীরা। এটির নাম কি?
উত্তরঃ- ডুভালিয়াস ডকোভিচি।
৩৫) সম্প্রতি 'পান্না বাঘ সংরক্ষণাগার'এর বাঘেদের জন্য একটি নতুন সংরক্ষণাগার তৈরীর অনুমোদন দিল 'মধ্যপ্রদেশ ওয়াইল্ডলাইফ বোর্ড'। এই সংরক্ষণাগাটির নাম কি রাখা হবে?
উত্তরঃ- দুর্গাবতী বাঘ সংরক্ষণাগার।
৩৬) সম্প্রতি দিল্লিতে মোট কটি জেলা সৈনিক বোর্ড স্থাপনের অনুমোদন দিলেন লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা?
উত্তরঃ- ৪টি।
৩৭) সম্প্রতি আনুষ্ঠানিকভাবে কোন দিনটিকে 'সপ্তাহের সবথেকে খারাপ দিন' হিসাবে ঘোষণা করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস?
উত্তরঃ- সোমবার।
৩৮) কাকে সম্প্রতি নতুন রাজস্ব সচিব হিসেবে মনোনীত করল কেন্দ্রীয় সরকার?
উত্তরঃ- সঞ্জয় মালহোত্রা।
৩৯) কোন ২ দেশ সম্প্রতি 'আন্তর্জাতিক সৌর জোট'এর সভাপতি ও সহ-সভাপতি দেশ হিসাবে পুনঃনির্বাচিত হলো?
উত্তরঃ- ভারত ও ফ্রান্স।
৪০) সম্প্রতি রাজস্থানের রাজসমন্দ জেলার নাথদ্বারা এলাকায় উন্মোচিত হল বিশ্বের উচ্চতম শিব মূর্তি। মূর্তিটির নাম কি?
উত্তরঃ- বিশ্বাস স্বরূপম (এই শিব মূর্তিটির উচ্চতা ৩৬৯ ফুট)।
৪১) রাজস্থানের যোধপুরে সম্প্রতি কোন দেশের সঙ্গে 'গারুদা VII' নামে যৌথ বায়ুসেনা অনুশীলন শুরু করল ভারত?
উত্তরঃ- ফ্রান্স।
৪২) রাজ্যের সম্পূর্ণ ট্যাক্সি ইন্ডাস্ট্রির জন্য ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি কমন মোবাইল অ্যাপ চালু করার সিদ্ধান্ত নিল?
উত্তরঃ- গোয়া।
৪৩) কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল সম্প্রতি কোথায় 'আয়ুশ উৎসব'এর উদ্বোধন করলেন?
উত্তরঃ- কাশ্মীর।
৪৪) আইভরি কোস্ট প্রজাতন্ত্রে, ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে সম্প্রতি কে মনোনীত হলেন?
উত্তরঃ- ড. রাজেশ রঞ্জন।
৪৫) সাইবার ও আর্থিক অপরাধ দমন রুখতে, ভারতের কোন রাজ্য সরকার 'সাইবার ইন্টেলিজেন্স ইউনিট' গড়বে।
উত্তরঃ- মহারাষ্ট্র।
৪৬) সম্প্রতি ভারতের কোন রাজ্যে 'তেরাই হাতি সংরক্ষণাগার' স্থাপনের বিষয়ে অনুমোদন দিলো কেন্দ্রীয় সরকার?
উত্তরঃ- উত্তর প্রদেশ।
৪৭) পর্যটকদের আকর্ষণ করতে, কোথায় সিঙ্গাপুরের আদলে আন্ডারওয়াটার পার্ক গড়া হবে?
উত্তরঃ- দীঘা।
৪৮) সম্প্রতি 'জল জীবন মিশন'এর আওতায়, ১০০% পরিবারে কলের জলের সংযোগ দিল কোন রাজ্য?
উত্তরঃ- গুজরাত।
৪৯) বিমান বিশ্লেষণী সংস্থা 'ওএজি'র তরফ থেকে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, বিশ্বের ১০টি ব্যস্ততম বিমানবন্দরের তালিকায় সম্প্রতি ভারতের কোন বিমানবন্দর স্থান পেল?
উত্তরঃ- দিল্লির 'ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর'।
আরও পড়ুন...
◾ ভারতের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সমাধিস্থল
◾ নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার - Inert Gases
Please do not enter any spam link in the comment box.