আজকের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা: WBCS, SSC, ও অন্যান্য পরীক্ষার জন্য - ২ মে ২০২৫
Bangla GK DiaryMay 02, 2025
0
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা: WBCS, SSC, ও অন্যান্য পরীক্ষার জন্য - ২ মে ২০২৫
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স - ২ মে ২০২৫
আজকের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স WBCS, SSC, ও অন্যান্য পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তথ্যসহ প্রশ্নোত্তর।
২ মে ২০২৫-এর বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন ও উত্তরের মাধ্যমে প্রতিদিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরা হয়েছে এই পোস্টে। WBCS, SSC, Railway, ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এটি অত্যন্ত উপযোগী। পরীক্ষার্থীরা নিয়মিত পড়লে সাধারণ জ্ঞানে ভালো নম্বর পেতে সাহায্য করবে।
আজকের কারেন্ট অ্যাফেয়ার্স - ২ মে ২০২৫
Q1. কোন দেশ সম্প্রতি আরশিয়া সাত্তারকে 'Officer of the Order of Arts and Letters' সম্মানে ভূষিত করেছে?
A. ফ্রান্স
B. জাপান
C. চীন
D. ব্রিটেন
✅ সঠিক উত্তর: A. ফ্রান্স
Q2. নিম্নলিখিত কোন রাজ্যে কোকবরক দিবস পালিত হয়?
A. মেঘালয়
B. ত্রিপুরা
C. অরুণাচল প্রদেশ
D. ওড়িশা
✅ সঠিক উত্তর: B. ত্রিপুরা
Q3. কোন রাজ্যে আফ্রিকান সোয়াইন ফিভারের প্রাদুর্ভাবের ফলে এক মাসের মধ্যে 3000 এর বেশি শূকর মারা গেছে?
A. নাগাল্যান্ড
B. ত্রিপুরা
C. মিজোরাম
D. মনিপুর
✅ সঠিক উত্তর: C. মিজোরাম
Q4. "রামানুজন: জার্নি অফ আ গ্রেট ম্যাথমেটিশিয়ান" এর লেখক কে?
A. অরুণ সিংহল
B. দেবেন্দ্র কুমার শর্মা
C. তরুণ বর্ম
D. a ও b
✅ সঠিক উত্তর: D. a ও b
Q5. কোন দল রিয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে কাপ জিতেছে?
A. এরেনাস
B. ভ্যালেন্সিয়া
C. অ্যাটলেটিকো মাদ্রিদ
D. বার্সেলোনা
✅ সঠিক উত্তর: D. বার্সেলোনা
Q6. কোন রাজ্য সরকার কৃষ্ণা ঢোকলেকে শিব ছত্রপতি রাজ্য ক্রীড়া পুরস্কারে ভূষিত করেছে?
A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. তামিলনাড়ু
D. উত্তর প্রদেশ
✅ সঠিক উত্তর: B. মহারাষ্ট্র
Q7. বোয়িং কোম্পানির ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কে নিযুক্ত হন?
A. স্টেসি শায়ার
B. ডেভিড এল. ক্যালহাউন
C. থমাস জেফারসন
D. কার্নি জন
✅ সঠিক উত্তর: A. স্টেসি শায়ার
Q8. সম্প্রতি কোন শহরের সানাই জিআই ট্যাগের স্বীকৃতি পেয়েছে?
A. মুম্বাই
B. বেনারস
C. চেন্নাই
D. দেরাদুন
✅ সঠিক উত্তর: B. বেনারস
Q9. TCS এর ম্যানেজিং ডিরেক্টর ও CEO পদে কে নিযুক্ত হলেন?
A. রমেশ শর্মা
B. ভারতে সুব্রক্ষণ্যম
C. অতুল প্রসাদ
D. অভিক সান্যাল
✅ সঠিক উত্তর: B. ভারতে সুব্রক্ষণ্যম
Q10. "Developing Vibrant Village Program" কখন আয়োজন করা হবে?
A. ১০ থেকে ২০ মে
B. ১৫ থেকে ২০ মে
C. ২০ থেকে ৩০ মে
D. ১৫ থেকে ৩০ মে
✅ সঠিক উত্তর: D. ১৫ থেকে ৩০ মে
Q11. আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্স এর সদর দপ্তর কোথায় স্থাপিত হবে?
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স প্রস্তুতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের (২ মে ২০২৫) গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলি মনোযোগ দিয়ে পড়া ও অনুশীলন করলে WBCS, SSC, Railway ইত্যাদি পরীক্ষায় সাধারণ জ্ঞান বিভাগে ভালো নম্বর পাওয়া সম্ভব। তাই নিয়মিত এই ধরনের আপডেট পড়া ও মনে রাখা অভ্যাসে পরিণত করুন।
Please do not enter any spam link in the comment box.