২৯ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali
Bangla GK DiaryApril 30, 2025
0
২৯ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স | Daily Current Affairs in Bengali
২৯ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
২৯ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় পড়ুন, WBCS, SSC সহ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর সহ।
প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স (Daily Current Affairs in Bengali) হলো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির এক অপরিহার্য অংশ। আজ, ২৯ এপ্রিল ২০২৫, আমরা উপস্থাপন করছি দিনটির জাতীয়, আন্তর্জাতিক, অর্থনৈতিক ও ক্রীড়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘটনাবলি এবং তার উপর ভিত্তিক প্রশ্নোত্তর। এই তথ্যগুলি WBCS, SSC, RRB, Banking ইত্যাদি পরীক্ষায় সহায়ক হবে।
২৯ এপ্রিল ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Q1. সম্প্রতি ওড়িশার সিমলিপালকে আনুষ্ঠানিকভাবে ভারতের কততম জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে?
A. 102তম
B. 105তম
C. 107তম
D. 110তম
✅ সঠিক উত্তর: C. 107তম
Q2. কোন ভারতীয় ক্রিকেটার সম্প্রতি টি-টোয়েন্টি ক্রিকেটে 12,000 রান করা দ্বিতীয় ব্যক্তি হয়েছেন?
A. বিরাট কোহলি
B. রোহিত শর্মা
C. সূর্যকুমার যাদব
D. কে এল রাহুল
✅ সঠিক উত্তর: B. রোহিত শর্মা
Q3. নিম্নের কোন ব্যাক্তি ফিজির সর্বোচ্চ সম্মান, 'কম্প্যানিয়ন অব দ্য অর্ডার অফ ফিজি' সম্মানে ভূষিত হয়েছেন?
A. নরেন্দ্র মোদি
B. দ্রৌপদী মুর্মু
C. মধুসূদন সাই
D. রাতু নাইকামা লালাবালভু
✅ সঠিক উত্তর: C. মধুসূদন সাই
Q4. 2025 সালের এপ্রিলে ভারতের রিজার্ভ ব্যাংকের (RBI) ডেপুটি গভর্নর হিসেবে কাকে পুনরায় নিয়োগ করা হয়েছে?
A. টি রবি শঙ্কর
B. শক্তিকান্ত দাস
C. মাইকেল পাত্র
D. বি.ভি.আর সুব্রহ্মণিয়ান
✅ সঠিক উত্তর: A. টি রবি শঙ্কর
Q5. কোন রাজ্য সরকার বিদ্যুৎ চাহিদা পরিচালনার জন্য ভেহিকল-টু-গ্রিড (V2G) প্রযুক্তি ব্যবহার করার পরিকল্পনা করছে?
A. কর্ণাটক
B. কেরালা
C. তেলেঙ্গানা
D. তামিলনাড়ু
✅ সঠিক উত্তর: B. কেরালা
Q6. ভারত কোন দেশের সাথে 26টি রাফালে সামুদ্রিক যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে?
A. মার্কিন যুক্তরাষ্ট্র
B. রাশিয়া
C. ফ্রান্স
D. ইজরায়েল
✅ সঠিক উত্তর: C. ফ্রান্স
Q7. Asia Ranking 2025-এ, ভারতের কোন প্রতিষ্ঠান শীর্ষস্থানে রয়েছে?
A. Indian Institute of Science (IISc), Bengaluru
B. IIT Mumbai
C. Anna University
D. Banaras Hindu University
✅ সঠিক উত্তর: A. Indian Institute of Science (IISc), Bengaluru
Q8. সম্প্রতি অরুণাচল প্রদেশের 27টি জেলার মধ্যে কতগুলিকে আনুষ্ঠানিকভাবে ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করলো?
A. 10
B. 16
C. 20
D. 27
✅ সঠিক উত্তর: B. 16
Q9. মৎস্য বিভাগ 'Coastal States Meeting 2025' নিম্নলিখিত কোথায় আয়োজন করবে?
A. বিশাখাপত্তনম
B. সুরাট
C. ভোপাল
D. মুম্বাই
✅ সঠিক উত্তর: D. মুম্বাই
Q10. রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন?
আজকের (২৯ এপ্রিল ২০২৫) Bengali Current Affairs আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে এগিয়ে রাখবে। প্রতিদিন নিয়মিত এই ধরনের আপডেট পেতে আমাদের ব্লগটি অনুসরণ করুন এবং আপনার প্রস্তুতিকে আরও মজবুত করুন।
FAQ Section:
Q1: আজকের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় কোথায় পাওয়া যাবে?
উত্তর: আমাদের ব্লগে আপনি প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স বাংলায় MCQ আকারে পাবেন।
Q2: এই কারেন্ট অ্যাফেয়ার্স কোন কোন পরীক্ষার জন্য প্রযোজ্য?
উত্তর: WBCS, SSC, RRB, Banking, WBPSC, এবং অন্যান্য সমস্ত সরকারি পরীক্ষার জন্য উপযোগী।
Q3: কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য?
উত্তর: কারেন্ট অ্যাফেয়ার্স সাধারণত প্রতিটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ২০–২৫% প্রশ্নের উৎস হয়ে থাকে।
Please do not enter any spam link in the comment box.