Ads Area

ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স - Central Armed Police Force of India

ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স - Central Armed Police Force of India

ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স
ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স

নমস্কার বন্ধুরা, এই পেজে আমরা শেয়ার করলাম ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স যেখানে সাতটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স নিয়ে আলোচনা করা হয়েছে।


কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পাঁচটি ও প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে দুটি সহ মোট সাতটি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স রয়েছে। সেগুলি হল ᅳ

অসম রাইফেল, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশ, ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং সশস্ত্র সীমা বল।


ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স গুলি সম্পর্কে আমাদের জেনে রাখা খুবই প্রয়োজন। আজকের এই পাঠ থেকে আপনি ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স গুলির নাম, প্রতিষ্ঠাকাল, সদর দপ্তর, বর্তমান প্রধান, মোটো, কাজ ইত্যাদি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।








ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য


১) সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)


প্রতিষ্ঠাকাল ᅳ ২৭ জুলাই, ১৯৩৯

সদর দপ্তর ᅳ নতুন দিল্লি

বর্তমান প্রধান ᅳ কুলদীপ সিং

মোটো ᅳ Seva or Nishta

কাজ ᅳ দেশের মধ্যে কোনরকম তাৎক্ষণিক গন্ডগোলের সূচনা হলে এই ফোর্সকে প্রেরণ করা হয়ে থাকে সেই গন্ডগোল থামানোর জন্য। মূলত ভীড় নিয়ন্ত্রণ, দাঙ্গা রোধ, ভিআইপি ও গুরুত্বপূর্ণ ইনস্টলেশন রক্ষা, প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধারের কাজ করে থাকে।



২) অসম রাইফেল


প্রতিষ্ঠাকাল ᅳ ১৮৩৫

সদর দপ্তর ᅳ শিলং, মেঘালয়

বর্তমান প্রধান ᅳ পি সি নায়ার

মোটো ᅳ Sentinels of the North-East

কাজ ᅳ উত্তর-পূর্ব ভারতে জঙ্গি নাশকতা রোধ, উপজাতি আন্দোলনের কারণে সৃষ্ট গোলমাল রোধের উদ্দেশ্যে এই ফোর্স মোতায়েন করা হয়ে থাকে।



৩) বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF)


প্রতিষ্ঠাকাল ᅳ ১ ডিসেম্বর, ১৯৬৫

সদর দপ্তর ᅳ নতুন দিল্লি

বর্তমান প্রধান ᅳ পঙ্কজ কুমার সিং

মোটো ᅳ Duty unto Death

কাজ ᅳ ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারির উদ্দেশ্যে এই ফোর্স মোতায়েন করা হয়ে থাকে।



৪) সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)


প্রতিষ্ঠাকাল ᅳ ১০ মার্চ, ১৯৬৯

সদর দপ্তর ᅳ নতুন দিল্লি

বর্তমান প্রধান ᅳ শীল বর্ধন সিং

মোটো ᅳ Protection & Security

কাজ ᅳ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি শিল্প, খনি অঞ্চল, বিমান বন্দর, বন্দর প্রভৃতি অঞ্চলে নজরদারির উদ্দেশ্যে এই ফোর্স মোতায়েন করা হয়ে থাকে।



৫) ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশ (ITBP)


প্রতিষ্ঠাকাল ᅳ ২৪ অক্টোবর, ১৯৬২

সদর দপ্তর ᅳ নতুন দিল্লি

বর্তমান প্রধান ᅳ সঞ্জয় অরোরা

মোটো ᅳ Shaurya-Dridhata-Karm Nishta

কাজ ᅳ ভারত ও তিব্বত (বর্তমান চীন) সীমান্তে পাহারা ও নজরদারির উদ্দেশ্যে এই ফোর্স মোতায়েন করা থাকে।



৬) ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)


প্রতিষ্ঠাকাল ᅳ ২২ সেপ্টেম্বর, ১৯৮৬

সদর দপ্তর ᅳ নতুন দিল্লি

বর্তমান প্রধান ᅳ এম এ গণপতি

মোটো ᅳ Omnipresent Omnipotent Security

কাজ ᅳ দেশের আভ্যন্তরীণ সুরক্ষা সুনিশ্চিত করতে এবং দেশের যে কোনো অঞ্চলে জঙ্গি নাশকতা মোকাবেলার উদ্দেশ্যে এই ফোর্স মোতায়েন করা হয়ে থাকে।



৭) সশস্ত্র সীমা বল


প্রতিষ্ঠাকাল ᅳ ২০ ডিসেম্বর, ১৯৬৪

সদর দপ্তর ᅳ নতুন দিল্লি

বর্তমান প্রধান ᅳ সঞ্জয় অরোরা

মোটো ᅳ Service, Security & Brotherhood

কাজ ᅳ নেপাল ও ভুটান সীমান্তে নজরদারির উদ্দেশ্যে এই ফোর্স মোতায়েন করা হয়েছে।





Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad