W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 6 || ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৬
ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৬ |
বাংলা জিকে ডায়েরি 📘
এই পেজে W.B.C.S Preliminary GK Questions in Bengali Part 6 - ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৬ এ থাকছে ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি পরীক্ষায় কেবলমাত্র একটিই পেপার থাকবে। পেপারটি হবে অবজেক্টিভ টাইপ, যেখানে ২০০টি মাল্টিপল চয়েস কোশ্চেনস (MCQs) থাকবে। পেপারটি ২০০ নম্বরের হবে এবং সময় থাকবে আড়াই ঘন্টা। পেপারের মানটি হবে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখার স্নাতকদের জ্ঞানের সমতুল্য।
পেপারটিতে যেসব বিষয় সম্পর্কিত প্রশ্ন থাকবে সেগুলি হল-
১) ইংরেজি কম্পোজিশন - ২৫ নম্বর
২) জেনারেল সাইন্স - ২৫ নম্বর
৩) জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বর্তমান ঘটনা - ২৫ নম্বর
৪) ভারতের ইতিহাস - ২৫ নম্বর
৫) পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখসহ ভারতের ভূগোল - ২৫ নম্বর
৬) ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি - ২৫ নম্বর
৭) ভারতীয় জাতীয় আন্দোলন - ২৫ নম্বর
৮) সাধারণ মানসিক ক্ষমতা - ২৫ নম্বর
প্রিলিমিনারি পরীক্ষার অর্থ শুধুমাত্র প্রধান পরীক্ষার প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে স্ক্রিনিং টেস্ট হিসাবে পরিবেশন করা। এই পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরগুলি চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হবে না।
এই পর্ব গুলির মাধ্যমে W.B.C.S Preliminary GK Questions নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ২৫ টি করে প্রশ্ন নিয়ে পর্বগুলি বানানো হয়েছে।
ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান পর্ব - ৬
1) দুদুমিঞার আসল নাম কী?
A) মহম্মদ মহসীন
B) রামতনু পান্ডে
C) মৌলানা মুরাদ
D) আবদুল লতিফ
সঠিক উত্তরঃ A) মহম্মদ মহসীন
2) 'কেনারাম বেচারাম নীতি' নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে সম্পর্কিত?
A) কোল বিদ্রোহ
B) কুকি বিদ্রোহ
C) সাঁওতাল বিদ্রোহ
D) হো বিদ্রোহ
সঠিক উত্তরঃ C) সাঁওতাল বিদ্রোহ
3) মন্টেগু চেমসফোর্ড সংস্কারকে, কে দাসত্বের পরিকল্পনা বলে অভিহিত করেন?
A) চিত্তরঞ্জন দাস
B) লালা লাজপত রায়
C) মতিলাল নেহেরু
D) অ্যানি বেসান্ত
সঠিক উত্তরঃ A) চিত্তরঞ্জন দাস
4) মুসলিম লিগ সম্পর্কিত নিচের কোন তথ্যটি ভুল-
A) মুসলিম লিগের প্রথম সভাপতি ভিকার-উল-মুলক
B) 1940 সালের ফজলুল হক পাকিস্তান প্রস্তাব পেশ করে
C) অল ইন্ডিয়া মুসলিম ন্যাশনালিস্ট পার্টি স্থাপন করেন আবুল কালাম আজাদ
D) মুসলিম লিগের প্রথম অধিবেশন লখনউতে অনুষ্ঠিত হয়
সঠিক উত্তরঃ D) মুসলিম লিগের প্রথম অধিবেশন লখনউতে অনুষ্ঠিত হয়
5) 'রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ'এর নীতিগুলি তারা কোন গ্রন্থে লিপিবদ্ধ করেন?
A) ইন্ডিয়া ইন ট্রানজিশন
B) আমরা (We)
C) ইন্ডিয়া টু ডে
D) নিবন্ধ মালা
সঠিক উত্তরঃ B) আমরা (We)
◾ আরও পড়ুনঃ ষোড়শ মহাজনপদ বলতে কী বোঝায় - ষোড়শ মহাজনপদ ও রাজধানী
6) AITUC বা নিখিল ভারত ট্রেড ইউনিয়নের প্রথম সভাপতি কে ছিলেন?
A) মোহনলাল
B) এম.এন.জোশী
C) লালা লাজপত রায়
D) বি.পি.ওয়াদিয়া
সঠিক উত্তরঃ C) লালা লাজপত রায়
7) সিডিশন কমিটিতে ভারতীয় সদস্য কে বা কারা ছিলেন?
A) সি.ভি.কুমার স্বামী শাস্ত্রী
B) প্রভাস চন্দ্র মুখার্জী
C) স্যার বাশিল কট
D) A ও B
সঠিক উত্তরঃ A) সি.ভি.কুমার স্বামী শাস্ত্রী
8) জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য কংগ্রেস পক্ষ থেকে যে কমিটি নিয়োগ করা হয়, তার নেতৃত্ব দেন কে?
A) হাকিম আজমল খান
B) মতিলাল নেহেরু
C) মৌলানা আবুল কালাম আজাদ
D) চিত্তরঞ্জন দাস
সঠিক উত্তরঃ D) চিত্তরঞ্জন দাস
9) স্বদেশী আন্দোলনের সময় কলকাতায় কার অধ্যক্ষতায় জাতীয় কলেজ স্থাপন করা হয়?
A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) অরবিন্দ ঘোষ
C) রজনীকান্ত সেন
D) শচীন্দ্রনাথ
সঠিক উত্তরঃ B) অরবিন্দ ঘোষ
10) নিম্নলিখিত কোন তথ্যটি সাভারকর ভ্রাতৃদ্বয় সম্পর্কে সত্য নয়-
A) 1904 সালে তারা অভিনব ভারত নামক গুপ্ত সমিতি গঠন করেন
B) 1909 সালে মদন লাল ধিংড়া তার অনুপ্রেরণায় কার্জন উইলিকে গুলি করে হত্যা করেন
C) নাসিক ও গোয়ালিয়র ষড়যন্ত্র মামলায় 25 বছরের কারাদণ্ড হয়
D) ভি.ডি. সাভারকর 'The Ware of Independence' বইটি রচনা করেন
সঠিক উত্তরঃ B) 1909 সালে মদন লাল ধিংড়া তার অনুপ্রেরণায় কার্জন উইলিকে গুলি করে হত্যা করেন
◾ আরও পড়ুনঃ 1000+ Geography GK MCQ in Bengali - ভূগোল প্রশ্ন ও উত্তর
11) নিম্নলিখিত কোনটি লিন লিথগোর আগস্ট ঘোষণা সম্পর্কে মিথ্যা তথ্য?
A) ভারতের সংবিধান রচনার জন্য গণ পরিষদ গঠন করা হবে
B) বড়োলাটের কার্যনির্বাহী সমিতিতে ভারতীয়দের সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে
C) কংগ্রেস আগস্ট ঘোষণার সমর্থন জানায়
D) ডোমিনিয়ন মর্যাদা প্রদান করা হবে
সঠিক উত্তরঃ C) কংগ্রেস আগস্ট ঘোষণার সমর্থন জানায়
12) নিচের ঘটনার মধ্যে কোনটির জন্য ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেওয়া হয়?
A) 1928 সালে স্যান্ডার্সকে হত্যার জন্য
B) কাকোরি ষড়যন্ত্র মামলায়
C) সেন্ট্রাল লেজিসলেটর অ্যাসেম্বিলিতে বোমা নিক্ষেপের জন্য
D) লাহোর ষড়যন্ত্র মামলায়
সঠিক উত্তরঃ A) 1928 সালে স্যান্ডার্সকে হত্যার জন্য
13) 'শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়'- উক্তিটি কার?
A) দাদাভাই নৌরজি
B) গোপালকৃষ্ণ গোখলে
C) অরবিন্দ ঘোষ
D) চিত্তরঞ্জন দাশ
সঠিক উত্তরঃ D) চিত্তরঞ্জন দাশ
14) নিচের কোন ব্যক্তি নাইট উপাধি পাননি?
A) প্রফুল্লচন্দ্র রায়
B) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
C) রবীন্দ্রনাথ ঠাকুর
D) কেশব চন্দ্র সেন
সঠিক উত্তরঃ D) কেশব চন্দ্র সেন
15) আইন অমান্য আন্দোলনের সময় অসমে কে নেতৃত্ব দেন?
A) তরুণ রাম ফুকোন
B) উৎকল মনি
C) কালকা প্রসাদ
D) এম.এন রায়
সঠিক উত্তরঃ A) তরুণ রাম ফুকোন
◾ আরও পড়ুনঃ কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত - Person Associated with Musical Instrument
16) 1942 সালে 'ভারত ছাড়ো' আন্দোলনের খসড়া কার মাধ্যমে সমর্থিত হয়?
A) জওহরলাল নেহেরু
B) গান্ধীজী
C) বল্লভভাই প্যাটেল
D) রাজেন্দ্র প্রসাদ
সঠিক উত্তরঃ C) বল্লভভাই প্যাটেল
17) কোন ঘটনাটি দিপাবলী ঘোষণা নামে পরিচিত?
A) মন্টেগু চেমসফোর্ড আইন
B) 1929 আরউইনের ডোমিনিয়ন
C) 1940 আগস্ট অফার
D) 1946 সালের ওয়াভেল পরিকল্পনা
সঠিক উত্তরঃ B) 1929 আরউইনের ডোমিনিয়ন
18) বাংলার গভর্নর জ্যাকসনকে কে গুলি করে হত্যা করেন?
A) কানাইলাল ভট্টাচার্য
B) সুনিতী চৌধুরী
C) বীণা দাস
D) বিলম দাশগুপ্ত
সঠিক উত্তরঃ C) বীণা দাস
19) বাংলায় 'বেঙ্গল ভলেন্টিয়ার্স' কে গঠন করেন?
A) হেমচন্দ্র ঘোষ
B) জীতেন্দ্রনাথ লাহিড়ি
C) সুফি আম্বাপ্রসাদ
D) শচীন্দ্রনাথ শাসমল
সঠিক উত্তরঃ A) হেমচন্দ্র ঘোষ
20) 'এই বিদ্রোহ ছিল হিন্দু-মুসলিম ষড়যন্ত্র'- সিপাহী বিদ্রোহ সম্পর্কিত উপরিউক্ত উক্তিটি কার?
A) জে.ডব্লু.কি
B) আউট্রাম ও টেলর
C) ম্যালেশন
D) টি.আর. হোমস
সঠিক উত্তরঃ B) আউট্রাম ও টেলর
◾ আরও পড়ুনঃ ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান জিকে প্রশ্ন উত্তর
21) 1857 সালে নিম্নের কোনটি মহাবিদ্রোহের কারণ নয়?
A) 1856 সালে দ্বিতীয় বাহাদুর শাহের উত্তরাধিকারীকে মোঘল সম্রাট হিসেবে না মানা
B) তাঞ্জোরের রাজা ও নানা সাহেবের পেনশন বন্ধ
C) সার্ভিস এনলিস্টমেন্ট আইন পাশ
D) বার্মা অধিগ্রহণ
সঠিক উত্তরঃ D) বার্মা অধিগ্রহণ
22) টিপু সুলতান কোন ভক্তিবাদীর অনুরাগী ছিলেন?
A) মাধোবাচার্য
B) রামানন্দ
C) শঙ্করাচার্য
D) একনাথ
সঠিক উত্তরঃ C) শঙ্করাচার্য
23) 1919 সালের ভারত শাসন আইনে ট্রান্সফার তালিকায় নিচের কোনটি যুক্ত ছিল না?
A) শিক্ষা
B) মেডিক্যাল
C) জলসেচ
D) লাইব্রেরী
সঠিক উত্তরঃ C) জলসেচ
24) ঋক বৈদিক যুগের নদী পুরুশানী বর্তমানে কি নামে পরিচিত?
A) রাভী
B) সুতলেজ
C) ঝিলাম
D) চেনাব
সঠিক উত্তরঃ A) রাভী
25) কোন বছর 1800 থেকে 1500 খ্রিঃপূঃ 30টি ঋকবেদের পান্ডুলিপি UNESCO মেমোরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে?
A) 2008
B) 2009
C) 2006
D) 2007
সঠিক উত্তরঃ D) 2007
Read More...
◾ W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 1
◾ W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 2
◾ W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 3
◾ W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 4
◾ W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 5
Please do not enter any spam link in the comment box.