Ads Area

W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 2 || ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ২

W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 2 || ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ২

W.B.C.S Preliminary GK

W.B.C.S Preliminary GK

আজকের আলোচ্য বিষয় W.B.C.S Preliminary GK Questions in Bengali Part 2. ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর এর ২তম পর্বে থাকছে ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।


ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি পরীক্ষায় কেবলমাত্র একটিই পেপার থাকবে। পেপারটি হবে অবজেক্টিভ টাইপ, যেখানে ২০০টি মাল্টিপল চয়েস কোশ্চেনস (MCQs) থাকবে। পেপারটি ২০০ নম্বরের হবে এবং সময় থাকবে আড়াই ঘন্টা। পেপারের মানটি হবে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখার স্নাতকদের জ্ঞানের সমতুল্য।


পেপারটিতে যেসব বিষয় সম্পর্কিত প্রশ্ন থাকবে সেগুলি হল-

১) ইংরেজি কম্পোজিশন - ২৫ নম্বর

২) জেনারেল সাইন্স - ২৫ নম্বর

৩) জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বর্তমান ঘটনা - ২৫ নম্বর

৪) ভারতের ইতিহাস - ২৫ নম্বর

৫) পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখসহ ভারতের ভূগোল - ২৫ নম্বর

৬) ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি - ২৫ নম্বর

৭) ভারতীয় জাতীয় আন্দোলন - ২৫ নম্বর

৮) সাধারণ মানসিক ক্ষমতা - ২৫ নম্বর

প্রিলিমিনারি পরীক্ষার অর্থ শুধুমাত্র প্রধান পরীক্ষার প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে স্ক্রিনিং টেস্ট হিসাবে পরিবেশন করা। এই পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরগুলি চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হবে না।


এই পর্ব গুলির মাধ্যমে W.B.C.S Preliminary GK Questions নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ২৫ টি করে প্রশ্ন নিয়ে পর্বগুলি বানানো হয়েছে।



আরও পড়ুন...

WBCS Prelims GK All Part Get Here




ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান পর্ব - ২



1) নিচের কোন রাজ্যে অভ্র উত্তোলন হয়?


A) তামিলনাড়ু

B) অন্ধ্রপ্রদেশ

C) কেরল

D) সবকটি


সঠিক উত্তরঃ D) সবকটি



2) ভারতের প্রমাণ সময় হল-


A) 84.5° পূর্ব

B) 82.5° পূর্ব

C) 85.5° পূর্ব

D) 86.5° পূর্ব


সঠিক উত্তরঃ B) 82.5° পূর্ব



3) নিচের কোন রাজ্য কফি উৎপাদন করে না?


A) কেরল

B) অন্ধ্রপ্রদেশ

C) কর্ণাটক

D) তামিলনাড়ু


সঠিক উত্তরঃ B) অন্ধ্রপ্রদেশ



4) নিচের কোনটি বাগিচা ফসল নয়?


A) রবার

B) চা

C) কফি

D) আখ


সঠিক উত্তরঃ D) আখ



5) নিচের কোন রাজ্যে গম উৎপাদন হয় না?


A) তামিলনাড়ু

B) মহারাষ্ট্র

C) পশ্চিমবঙ্গ

D) কর্ণাটক


সঠিক উত্তরঃ A) তামিলনাড়ু



6) ডিজেল লোকোমোটিভ তৈরি হয়:


A) পেরাম্বুর

B) জামশেদপুর

C) বারাণসী

D) কাপুরথালা


সঠিক উত্তরঃ C) বারাণসী



7) নিচের কোন রাজ্যে কফি সর্বাধিক পরিমাণে উৎপাদন হয়?


A) অসম

B) অরুণাচল প্রদেশ

C) কর্ণাটক

D) কেরল


সঠিক উত্তরঃ C) কর্ণাটক



8) ভারতের সবচেয়ে বড় কয়লাখনি ভান্ডার হল:


A) ওড়িশায়

B) ঝাড়খন্ডে

C) মধ্যপ্রদেশে

D) ছত্রিশগড়ে


সঠিক উত্তরঃ B) ঝাড়খন্ডে



9) নিচের শহরগুলির মধ্যে দক্ষিণতম শহর কোনটি?


A) রায়পুর

B) ভোপাল

C) উদয়পুর

D) কলকাতা


সঠিক উত্তরঃ A) রায়পুর



10) ভারতের কোন রাজ্যের উপকূল সবচেয়ে দীর্ঘ?


A) অন্ধ্রপ্রদেশ

B) কর্ণাটক

C) তামিলনাড়ু

D) গুজরাট


সঠিক উত্তরঃ D) গুজরাট



11) নিচের কোন রাজ্যের স্থলভাগ সবচেয়ে বড়?


A) সিকিম

B) ত্রিপুরা

C) নাগাল্যান্ড

D) গোয়া


সঠিক উত্তরঃ D) গোয়া



12) সিংভূম কেন বিখ্যাত?


A) তামা

B) লোহা

C) কয়লা

D) B এবং C উভয়ই


সঠিক উত্তরঃ D) B এবং C উভয়ই



13) ভারতের প্রথম জাতীয় উদ্যান হল:


A) বন্দিপুর জাতীয় উদ্যান

B) ভেলভাদনা জাতীয় উদ্যান

C) করবেট জাতীয় উদ্যান

D) পেরিয়ার জাতীয় উদ্যান


সঠিক উত্তরঃ C) করবেট জাতীয় উদ্যান



14) 'শ্বেত বিপ্লব' কোন বিষয়ের সাথে যুক্ত?


A) ডেয়ারি

B) সিল্ক

C) মৎস

D) খাদ্য


সঠিক উত্তরঃ A) ডেয়ারি



15) নিচের কোন শহরটি সমুদ্রতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?


A) যোধপুর

B) নাগপুর

C) দিল্লি

D) বেঙ্গালুরু


সঠিক উত্তরঃ D) বেঙ্গালুরু



16) নিচের কোন জাতীয় সড়কপথ মহারাষ্ট্রের মধ্য দিয়ে গিয়েছে?


A) NH7

B) NH6

C) NH5

D) NH4


সঠিক উত্তরঃ B) NH6



17) পারাদ্বীপ বন্দর থেকে বিদেশে রপ্তানিজাত প্রধান দ্রব্য নিচের কোনটি?


A) মাছ

B) লৌহ আকরিক

C) চা

D) ধান


সঠিক উত্তরঃ B) লৌহ আকরিক



18) উত্তর-পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?


A) বিলাসপুর

B) কলকাতা

C) ভুবনেশ্বর

D) গোরখপুর


সঠিক উত্তরঃ D) গোরখপুর



19) ইন্দ্রাবতি ব্যাঘ্র সংরক্ষনকেন্দ্র কোথায় অবস্থিত?


A) ছত্রিশগড়

B) কেরালা

C) ওড়িশা

D) কর্নাটক


সঠিক উত্তরঃ A) ছত্রিশগড়



20) নিচের কোন রাজ্যে লিগনাইট পাওয়া যায়?


A) ওড়িশা

B) গুজরাট

C) উত্তরপ্রদেশ

D) পশ্চিমবঙ্গ


সঠিক উত্তরঃ B) গুজরাট



21) গুজরাটের প্রাচীন নাম কি ছিল?


A) তেলেঙ্গানা

B) কচ্ছের রণ

C) সৌরাষ্ট্র

D) কোঙ্কণ


সঠিক উত্তরঃ C) সৌরাষ্ট্র



22) কুতুবমিনারের কাজ শেষ করেন কে?


A) মহম্মদ বিন তুঘলক

B) কুতুবউদ্দিন আইবক

C) আরাম শাহ

D) ইলতুৎমিস


সঠিক উত্তরঃ D) ইলতুৎমিস



23) আড়াই দিন কা ঝোপড়া কোথায় অবস্থিত?


A) দিল্লি

B) আজমীর

C) বদায়ুন

D) কোনটিই নয়


সঠিক উত্তরঃ B) আজমীর



24) চারমিনার কে তৈরি করেছিলেন?


A) ইব্রাহিম কুতুব শাহ

B) কোয়ালি কুতুব শাহ

C) দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ

D) আলী আদিল শাহ


সঠিক উত্তরঃ B) কোয়ালি কুতুব শাহ



25) নীচের কে 'অন্ধ্র ভোজ' নামে পরিচিত?


A) কৃষ্ণদেব রায়

B) কোয়ালি কুতুব শাহ

C) বুক্ক

D) দ্বিতীয় দেব রায়


সঠিক উত্তরঃ A) কৃষ্ণদেব রায়






More Important GK Link
W.B.C.S Preliminary GK Questions Part 1 Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad