Ads Area

W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 3 || ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৩

W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 3 || ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৩

W.B.C.S Preliminary GK
W.B.C.S Preliminary GK


আজকের আলোচ্য বিষয় W.B.C.S Preliminary GK Questions in Bengali Part 3. ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৩ এ থাকছে ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।


ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি পরীক্ষায় কেবলমাত্র একটিই পেপার থাকবে। পেপারটি হবে অবজেক্টিভ টাইপ, যেখানে ২০০টি মাল্টিপল চয়েস কোশ্চেনস (MCQs) থাকবে। পেপারটি ২০০ নম্বরের হবে এবং সময় থাকবে আড়াই ঘন্টা। পেপারের মানটি হবে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখার স্নাতকদের জ্ঞানের সমতুল্য।


পেপারটিতে যেসব বিষয় সম্পর্কিত প্রশ্ন থাকবে সেগুলি হল-

১) ইংরেজি কম্পোজিশন - ২৫ নম্বর

২) জেনারেল সাইন্স - ২৫ নম্বর

৩) জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বর্তমান ঘটনা - ২৫ নম্বর

৪) ভারতের ইতিহাস - ২৫ নম্বর

৫) পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখসহ ভারতের ভূগোল - ২৫ নম্বর

৬) ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি - ২৫ নম্বর

৭) ভারতীয় জাতীয় আন্দোলন - ২৫ নম্বর

৮) সাধারণ মানসিক ক্ষমতা - ২৫ নম্বর


প্রিলিমিনারি পরীক্ষার অর্থ শুধুমাত্র প্রধান পরীক্ষার প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে স্ক্রিনিং টেস্ট হিসাবে পরিবেশন করা। এই পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরগুলি চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হবে না।

এই পর্ব গুলির মাধ্যমে W.B.C.S Preliminary GK Questions নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ২৫ টি করে প্রশ্ন নিয়ে পর্বগুলি বানানো হয়েছে।


আরও পড়ুন...

WBCS Prelims GK All Part Get Here




ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান পর্ব - ৩



1) নিচের কে ভক্তি আন্দোলনের অন্যতম সমর্থক ছিলেন না?


A) কবীর

B) নানক

C) শঙ্করাচার্য

D) রামানন্দ


সঠিক উত্তরঃ C) শঙ্করাচার্য



2) কার দার্শনিক মতবাদ অদ্বৈতবাদ নামে পরিচিত?


A) শঙ্করাচার্য

B) বসুমিত্র

C) নাগার্জুন

D) রামানুজাচার্য


সঠিক উত্তরঃ A) শঙ্করাচার্য



3) বেসিনের চুক্তি ইংরেজদের সঙ্গে কোন পেশোয়ার হয়েছিল?


A) বালাজি বাজিরাও

B) মাধর রাও

C) দ্বিতীয় বাজিরাও

D) প্রথম বাজিরাও


সঠিক উত্তরঃ C) দ্বিতীয় বাজিরাও



4) ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র হল:


A) বেঙ্গল গেজেট

B) দি হিন্দু

C) বোম্বে সমাচার

D) বেঙ্গল ক্রনিকলস


সঠিক উত্তরঃ A) বেঙ্গল গেজেট



5) 'দেবসমাজ' প্রতিষ্ঠা করেন:


A) শিবনারায়ণ অগ্নিহোত্রী

B) রামকৃষ্ণ পরমহংস

C) বল্লভভাই প্যাটেল

D) দাদাভাই নওরোজি


সঠিক উত্তরঃ A) শিবনারায়ণ অগ্নিহোত্রী



6) 1870 সালে পূর্ণ সর্বজনীন সভার নেতা কে ছিলেন?


A) জাস্টিন রানাডে

B) কে টি কেলাং

C) ফিরোজশাহ মেহতা

D) সুরেন্দ্রনাথ ব্যানার্জি


সঠিক উত্তরঃ A) জাস্টিন রানাডে



7) নিচের কোন বিশ্ববিদ্যালয় লর্ড ক্যানিং স্থাপন করেননি?


A) বম্বে

B) মাদ্রাজ

C) ক‌্যালকাটা

D) দিল্লি


সঠিক উত্তরঃ D) দিল্লি



8) নিচের কোন বেদে গায়ত্রী মন্ত্র আছে?


A) ঋগ্বেদ

B) সামবেদ

C) যজুর্বেদ

D) উপনিষদ


সঠিক উত্তরঃ A) ঋগ্বেদ



9) নিচের কোন মুঘল শাসকের রাজত্বকাল দীর্ঘতম ছিল?


A) ফারুকশিয়র

B) মহম্মদ শাহ

C) জাহান্দার শাহ

D) বাহাদুর শাহ


সঠিক উত্তরঃ B) মহম্মদ শাহ



10) ভারতের প্রথম সুতাকল কোথায় স্থাপিত হয়েছিল?


A) কোয়েম্বাটুর

B) বোম্বে

C) আমেদাবাদ

D) সুরাট


সঠিক উত্তরঃ B) বোম্বে



11) কারা প্রথম স্বর্ণ মুদ্রা প্রচলন করেছিল?


A) শক

B) পার্থিয়ান

C) কুষাণ

D) ইন্দো-গ্রিক


সঠিক উত্তরঃ D) ইন্দো-গ্রিক



12) 'গাথা সপ্তশতী' কোন সাতবাহন শাসকের সম্পর্কে লিখিত?


A) বশিষ্ঠপুত্র পুলুময়ী

B) হল

C) যজ্ঞ সাতকর্ণী

D) গৌতমীপুত্র সাতকর্ণী


সঠিক উত্তরঃ B) হল



13) নিচের কোন অঞ্চলটি অশোকের রাজত্বের অন্তর্ভুক্ত ছিল না?


A) কনৌজ

B) মাদ্রাজ

C) তক্ষশীলা

D) কাশ্মীর


সঠিক উত্তরঃ B) মাদ্রাজ



14) নিচের কোন মহাজনপদ যমুনার তীরে অবস্থিত ছিল?


A) মৎস্য

B) বৎস

C) অবন্তী

D) অঙ্গ


সঠিক উত্তরঃ B) বৎস



15) আলেকজান্ডার মারা যান:


A) তক্ষশীলায়

B) জেড্রোসিয়ায়

C) ব্যাবিলনে

D) পাটালায়


সঠিক উত্তরঃ C) ব্যাবিলনে



16) নিচের কোনটি প্রাচীন ভারতের একটি রাজ্য ছিল না?


A) হাম্পি

B) বৎস

C) কোশল

D) অবন্তী


সঠিক উত্তরঃ A) হাম্পি



17) বৌদ্ধ ও জৈন ধর্ম উভয়ই কোন বিষয়ের উপর জোর দিয়েছিল?


A) আত্মোন্নতি

B) ভগবানের পূজা

C) অহিংসা

D) কোনোটিই নয়


সঠিক উত্তরঃ C) অহিংসা



18) নিচের কোন শাসক বৌদ্ধধর্ম গ্রহণ করেননি?


A) অশোক

B) হর্ষবর্ধন

C) সমুদ্রগুপ্ত

D) কণিষ্ক


সঠিক উত্তরঃ C) সমুদ্রগুপ্ত



19) চতুর্থ বৌদ্ধ সংগীতির আয়োজন করেছিলেন:


A) চন্দ্রগুপ্ত

B) অশোক

C) কণিষ্ক

D) হর্ষবর্ধন


সঠিক উত্তরঃ C) কণিষ্ক



20) কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজই মূল লক্ষ্য হিসেবে স্থির হয়?


A) লখনউ

B) কলকাতা

C) মাদ্রাজ

D) বম্বে


সঠিক উত্তরঃ B) কলকাতা



21) গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন?


A) গোপালকৃষ্ণ গোখলে

B) বাল গঙ্গাধর তিলক

C) লালা লাজপত রাই

D) দাদাভাই নওরোজি


সঠিক উত্তরঃ A) গোপালকৃষ্ণ গোখলে



22) কোন ভারতীয় বিপ্লবী সুভাষচন্দ্র বসুকে ভারতীয় জাতীয় সৈনদল গঠনে সহায়তা করেন


A) রাসবিহারী বসু

B) বটুকেশ্বর দত্ত

C) সূর্য সেন

D) রামপ্রসাদ বিসমিল


সঠিক উত্তরঃ A) রাসবিহারী বসু



23) 'দ্য ইন্ডিয়ান সোশিওলজিস্ট' নামক জার্নালটি শুরু করেছিলেন:


A) যতীন্দ্রনাথ মুখার্জি

B) ভিকাজি কামা

C) শ্যামজি কৃষ্ণ ভার্মা

D) দাদাভাই নওরোজি


সঠিক উত্তরঃ C) শ্যামজি কৃষ্ণ ভার্মা



24) দ্বৈত শাসন ভারতে চালু হয়:


A) ভারত শাসন আইন, 1935

B) ভারত শাসন আইন, 1947

C) ভারত শাসন আইন, 1909

D) ভারত শাসন আইন, 1919


সঠিক উত্তরঃ D) ভারত শাসন আইন, 1919



25) মহাত্মা গান্ধীকে প্রথম 'জাতির জনক' বলেন:


A) সুভাষচন্দ্র বসু

B) জওহরলাল নেহরু

C) বল্লভভাই প্যাটেল

D) চক্রবর্তী রাজাগোপালাচারি


সঠিক উত্তরঃ A) সুভাষচন্দ্র বসু






More Important GK Link
ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ২ Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad