Ads Area

W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 4 || ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৪

W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 4 || ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৪

W.B.C.S Preliminary GK
W.B.C.S Preliminary GK


আজকের আলোচ্য বিষয় W.B.C.S Preliminary GK Questions in Bengali Part 4. ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৪'এ থাকছে ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 


ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি পরীক্ষায় কেবলমাত্র একটিই পেপার থাকবে। পেপারটি হবে অবজেক্টিভ টাইপ, যেখানে ২০০টি মাল্টিপল চয়েস কোশ্চেনস (MCQs) থাকবে। পেপারটি ২০০ নম্বরের হবে এবং সময় থাকবে আড়াই ঘন্টা। পেপারের মানটি হবে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখার স্নাতকদের জ্ঞানের সমতুল্য। 


পেপারটিতে যেসব বিষয় সম্পর্কিত প্রশ্ন থাকবে সেগুলি হল-

১) ইংরেজি কম্পোজিশন - ২৫ নম্বর

২) জেনারেল সাইন্স - ২৫ নম্বর

৩) জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বর্তমান ঘটনা - ২৫ নম্বর

৪) ভারতের ইতিহাস - ২৫ নম্বর

৫) পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখসহ ভারতের ভূগোল - ২৫ নম্বর

৬) ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি - ২৫ নম্বর

৭) ভারতীয় জাতীয় আন্দোলন - ২৫ নম্বর

৮) সাধারণ মানসিক ক্ষমতা - ২৫ নম্বর 


প্রিলিমিনারি পরীক্ষার অর্থ শুধুমাত্র প্রধান পরীক্ষার প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে স্ক্রিনিং টেস্ট হিসাবে পরিবেশন করা। এই পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরগুলি চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হবে না। 


এই পর্ব গুলির মাধ্যমে W.B.C.S Preliminary GK Questions নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ২৫ টি করে প্রশ্ন নিয়ে পর্বগুলি বানানো হয়েছে।



আরও পড়ুন...

WBCS Prelims GK All Part Get Here




ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান পর্ব - ৪



1) নিচের কোনটির ব্যর্থতার পর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল? 


A) সাইমন কমিশনের ভারত আগমন

B) ক্রিপস প্রস্তাব

C) ক্যাবিনেট মিশন

D) কোনোটিই নয় 


সঠিক উত্তরঃ B) ক্রিপস প্রস্তাব 



2) একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের কথা প্রথম কে বলেন? 


A) সৈয়দ আহমেদ খান

B) মহম্মদ ইকবাল

C) মহম্মদ আলি জিন্নাহ

D) কেউই নন 


সঠিক উত্তরঃ B) মহম্মদ ইকবাল 



3) প্রথম সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কখন গঠিত হয়? 


A) 1920 সালে

B) 1919 সালে

C) 1915 সালে

D) 1925 সালে 


সঠিক উত্তরঃ A) 1920 সালে 



4) 'গোল্ডেন থ্রেশহোল্ড' বইটি কার লেখা? 


A) অ্যানি বেসান্ত

B) সরোজিনী নাইডু

C) মহাত্মা গান্ধী

D) জওহরলাল নেহেরু 


সঠিক উত্তরঃ B) সরোজিনী নাইডু 



5) নিচের কোন প্রদেশে 1935-এর আইন দ্বারা কংগ্রেস মন্ত্রক গঠন হয়নি? 


A) পাঞ্জাব

B) মাদ্রাজ

C) ওড়িশা

D) বিহার 


সঠিক উত্তরঃ A) পাঞ্জাব 



6) নিচের কে 1918 সালে উত্তরপ্রদেশ কিষান সভা গঠনের সঙ্গে জড়িত নন? 


A) জওহরলাল নেহেরু

B) মদনমোহন মালব্য

C) ইন্দ্রনারায়ন দ্বিবেদী

D) গৌরীশংকর মিশ্র 


সঠিক উত্তরঃ A) জওহরলাল নেহেরু 



7) রামপ্রসাদ বিসমিল কোন ষড়যন্ত্র মামলার সঙ্গে জড়িত? 


A) আলিপুর

B) কাকোরি

C) মিরাট

D) কানপুর 


সঠিক উত্তরঃ B) কাকোরি 



8) 'সোমপ্রকাশ' পত্রিকা শুরু করেন: 


A) রাজা রামমোহন রায়

B) সুরেন্দ্রনাথ ব্যানার্জি

C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

D) দয়ানন্দ সরস্বতী 


সঠিক উত্তরঃ C) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 



9) ডঃ বি আর আম্বেদকরের মৃত্যু হয়: 


A) 1956 সালে

B) 1961 সালে

C) 1951 সালে

D) 1957 সালে 


সঠিক উত্তরঃ A) 1956 সালে 



10) 'রাষ্ট্রের ভিত্তি হলো জনগণের ইচ্ছা, পাশবিক বল নয়'- একথা কে বলেছেন? 


A) রিকার্ডো

B) গ্রিম

C) স্পেন্সর

D) জে এস মিল 


সঠিক উত্তরঃ B) গ্রিম 



11) গণতান্ত্রিক সমাজতন্ত্রের প্রবক্তা কে? 


A) বার্নস্টাইন

B) মার্কস

C) লেনিন

D) বার্ন হার্ডি 


সঠিক উত্তরঃ A) বার্নস্টাইন 



12) ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে? 


A) চতুর্থ অংশ

B) ষষ্ঠ অংশ

C) পঞ্চম অংশ

D) তৃতীয় অংশ 


সঠিক উত্তরঃ D) তৃতীয় অংশ 



13) কর্মের অধিকার হল: 


A) সাংবিধানিক অধিকার

B) মৌলিক অধিকার

C) অর্থনৈতিক অধিকার

D) মানবাধিকার 


সঠিক উত্তরঃ C) অর্থনৈতিক অধিকার 



14) অস্পৃশ্যতা নিষিদ্ধ করা হয়েছে কত নম্বর ধারায়? 


A) 18 নম্বর

B) 17 নম্বর

C) 16 নম্বর

D) 14 নম্বর 


সঠিক উত্তরঃ B) 17 নম্বর 



15) আইনের উৎস হল: 


A) ক্ষমতা

B) প্রথা

C) ধর্ম

D) ন্যায় বিচার 


সঠিক উত্তরঃ B) প্রথা 



16) ভারতের সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক অধিকার আছে? 


A) 10টি

B) 6টি

C) 2টি

D) 8টি 


সঠিক উত্তরঃ B) 6টি 



17) পশ্চিমবঙ্গের মানবাধিকার কমিশন গঠিত হয়েছে: 


A) 2000 সালে

B) 2006 সালে

C) 2005 সালে

D) 1995 সালে 


সঠিক উত্তরঃ D) 1995 সালে 



18) কোন রাজাদের আমলে অজন্তার গুহা নির্মিত হয়? 


A) পাল রাজা

B) সেন রাজা

C) চোল রাজা

D) কোনোটিই নয় 


সঠিক উত্তরঃ B) সেন রাজা 



19) দিল্লির প্রথম মহিলা শাসকের নাম কি? 


A) সুলতানা রাজিয়া

B) সুলতান হাসিনা

C) সুলতানা বেগম

D) কোনটিই নয় 


সঠিক উত্তরঃ A) সুলতানা রাজিয়া 



20) ভারতসভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 


A) 1890

B) 1884

C) 1885

D) 1876 


সঠিক উত্তরঃ D) 1876 



21) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? 


A) অশোক

B) বৃহদ্রধ

C) চন্দ্রগুপ্ত মৌর্য

D) কেউই নন 


সঠিক উত্তরঃ C) চন্দ্রগুপ্ত মৌর্য 



22) কে প্রতিষ্ঠা করেন মিত্রমেলা? 


A) রাজা রামমোহন রায়

B) দীনবন্ধু মিত্র

C) দয়ানন্দ সরস্বতী

D) বিনায়ক দামোদর সাভারকর 


সঠিক উত্তরঃ D) বিনায়ক দামোদর সাভারকর 



23) আইন-ই-আকবরী কে লিখেছিলেন? 


A) জাহাঙ্গীর

B) ফৈজি

C) আকবর

D) আবুল ফজল 


সঠিক উত্তরঃ D) আবুল ফজল 



24) সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? 


A) কালিদাস

B) বসুবন্ধু

C) অশ্বঘোষ

D) হরিষেণ 


সঠিক উত্তরঃ D) হরিষেণ 



25) কে প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা? 


A) কেশবচন্দ্র সেন

B) দয়ানন্দ সরস্বতী

C) বিদ্যাসাগর

D) রাজা রামমোহন রায় 


সঠিক উত্তরঃ D) রাজা রামমোহন রায়






More Important GK Link
1000+ Geography GK MCQ in Bengali Click Here


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad