W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 1 || ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
W.B.C.S Preliminary GK Questions in Bengali |
আজকের আলোচ্য বিষয় W.B.C.S Preliminary GK Questions in Bengali Part 1. ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর এর ১তম পর্বে থাকছে ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।
ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি পরীক্ষায় কেবলমাত্র একটিই পেপার থাকবে। পেপারটি হবে অবজেক্টিভ টাইপ, যেখানে ২০০টি মাল্টিপল চয়েস কোশ্চেনস (MCQs) থাকবে। পেপারটি ২০০ নম্বরের হবে এবং সময় থাকবে আড়াই ঘন্টা। পেপারের মানটি হবে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখার স্নাতকদের জ্ঞানের সমতুল্য।
পেপারটিতে যেসব বিষয় সম্পর্কিত প্রশ্ন থাকবে সেগুলি হল-
১) ইংরেজি কম্পোজিশন - ২৫ নম্বর
২) জেনারেল সাইন্স - ২৫ নম্বর
৩) জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বর্তমান ঘটনা - ২৫ নম্বর
৪) ভারতের ইতিহাস - ২৫ নম্বর
৫) পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখসহ ভারতের ভূগোল - ২৫ নম্বর
৬) ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি - ২৫ নম্বর
৭) ভারতীয় জাতীয় আন্দোলন - ২৫ নম্বর
৮) সাধারণ মানসিক ক্ষমতা - ২৫ নম্বর
প্রিলিমিনারি পরীক্ষার অর্থ শুধুমাত্র প্রধান পরীক্ষার প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে স্ক্রিনিং টেস্ট হিসাবে পরিবেশন করা। এই পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরগুলি চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হবে না।
এই পর্ব গুলির মাধ্যমে W.B.C.S Preliminary GK Questions নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ২৫ টি করে প্রশ্ন নিয়ে পর্বগুলি বানানো হয়েছে।
আরও পড়ুন...
▶ WBCS Prelims GK All Part Get Here
ডব্লু. বি. সি. এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান পর্ব - ১
1) অবাত শ্বসন প্রক্রিয়াটি ঘটে কোষের কোথায়?
A) মাইটোকনড্রিয়াতে
B) সাইটোপ্লাজমে
C) (A) এবং (B) উভয়ই
D) ক্লোরোপ্লাস্টে
সঠিক উত্তরঃ B) সাইটোপ্লাজমে
2) শ্বসনের সাধারণ পর্যায় হল-
A) প্রান্তীয় শ্বসন
B) ক্রেবস চক্র
C) গ্লাইকোলাইসিস
D) সাইটোক্রোম পথ
সঠিক উত্তরঃ C) গ্লাইকোলাইসিস
3) সন্ধানে উৎপন্ন পদার্থ সঞ্চিত হয়:
A) কোষের বাইরে
B) কোষ গহ্বরে
C) মাইটোকনড্রিয়াতে
D) সাইটোপ্লাজমে
সঠিক উত্তরঃ A) কোষের বাইরে
4) কোহল সন্ধান সম্পন্ন হয়:
A) ইস্টে
B) হাইড্রাতে
C) প্যারামেসিয়ামে
D) স্পাইরোগাইরাতে
সঠিক উত্তরঃ A) ইস্টে
5) ব্ল্যাকম্যান বিক্রিয়া বলতে বোঝায়?
A) অন্ধকার দশাকে
B) ফটোলাইসিসকে
C) গ্লাইকোলাইসিসকে
D) আলোক দশাকে
সঠিক উত্তরঃ A) অন্ধকার দশাকে
6) কোন কলার মাধ্যমে জল মাটি থেকে উদ্ভিদের পাতায় পৌঁছায়?
A) জাইলেম
B) ফ্লোয়েম
C) কোলেনকাইমা
D) প্যারেনকাইমা
সঠিক উত্তরঃ A) জাইলেম
7) গলার কাছে কোন অ্যানাল গ্রন্থি থাকে?
A) থাইরয়েড
B) পিটুইটারি
C) প্যারাথাইরয়েড
D) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ A) থাইরয়েড
8) কোন কোষ বিভাজনের সময় একটি মাতৃকোষ চারটি অপত্য কোষ সৃষ্টি করে?
A) মাইটোসিস
B) মায়োসিস
C) অ্যামাইটোসিস
D) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ B) মায়োসিস
9) সাইটোপ্লাজমের জলীয় অংশকে কি বলে?
A) প্রোটোপ্লাজম
B) জাইলেম
C) ফ্লোয়েম
D) হায়ালোপ্লাজম
সঠিক উত্তরঃ D) হায়ালোপ্লাজম
10) ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বন মিশ্রণ কি নামে পরিচিত?
A) পারমুটিট
B) নাইট্রোলিম
C) সোপমাইড
D) কার্বোরান্ডাম
সঠিক উত্তরঃ B) নাইট্রোলিম
11) কোন বন্ধনের দ্বারা NH₃ ও BF₃ সংযুক্ত হয়?
A) হাইড্রোজেন বন্ধন
B) সমযোজী বন্ধন
C) অসমযোজী বন্ধন
D) আয়নীয় বন্ধন
সঠিক উত্তরঃ C) অসমযোজী বন্ধন
12) পাইরোলিগনিয়াস অ্যাসিডে কোন পদার্থ নেই?
A) মিথানল
B) ফর্মিক অ্যাসিড
C) অ্যাসিটোন
D) অ্যাসিটিক অ্যাসিড
সঠিক উত্তরঃ B) ফর্মিক অ্যাসিড
13) নিচের কোন লবনটির দ্রাব্যতা উষ্ণতার সঙ্গে বৃদ্ধি পায়?
A) CaSO₄
B) NaCl
C) Na₂SO₄
D) KNO₃
সঠিক উত্তরঃ D) KNO₃
14) ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়ামের শতকরা হার কত?
A) 60%
B) 100%
C) 50%
D) 40%
সঠিক উত্তরঃ D) 40%
15) নিচের কোন দ্রাবকে খাদ্যলবন সর্বাধিক দ্রাব্য?
A) জল
B) বেঞ্জিন
C) কার্বন টেট্রাক্লোরাইড
D) অ্যামোনিয়া
সঠিক উত্তরঃ A) জল
16) প্লাটিনাম দ্বারা হাইড্রোজেন গ্যাস শোষণের ধর্মকে কি বলা হয়?
A) জারণ
B) বিজারণ
C) অন্তর্ধৃতি
D) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ C) অন্তর্ধৃতি
17) রান্নার পাত্রের যে গুণ থাকা প্রয়োজন তা হল-
A) উচ্চতাপ পরিবাহিতা
B) উচ্চতাপ শোষণ ক্ষমতা
C) নিম্ন আপেক্ষিক তাপ
D) সবকটিই
সঠিক উত্তরঃ D) সবকটিই
18) গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য গাড়ির রেডিয়েটরে জল ব্যবহার করা হয়, কারণ-
A) জল রেডিয়েটরের ক্ষতি করে না
B) জলের সান্দ্রতা কম
C) জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি
D) জল সহজলভ্য
সঠিক উত্তরঃ C) জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি
19) একটি ঘনককে একটি বৃহদাকার অবতল দর্পণের সামনে রাখা হল, ঘনকটির প্রতিবিম্ব হবে একটি:
A) ঘনক
B) গোলক
C) আয়তন
D) অন্য আকারের ত্রিমাত্রিক বস্তু
সঠিক উত্তরঃ D) অন্য আকারের ত্রিমাত্রিক বস্তু
20) জলের মধ্যে বায়ুর বুদবুদ কি ধরনের লেন্সের মত কাজ করে?
A) উভাবতল লেন্স
B) উত্তলাবতল লেন্স
C) উভতল লেন্স
D) অবতলোত্তল লেন্স
সঠিক উত্তরঃ A) উভাবতল লেন্স
21) লেন্সের চারপাশে বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা ঘন অন্য কোনো মাধ্যম থাকলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য:
A) একই থাকে
B) বাড়ে
C) কমে
D) কোনোটিই নয়
সঠিক উত্তরঃ B) বাড়ে
22) যন্ত্র দ্বারা কোন ধরনের বাধা অতিক্রম করা যায় না?
A) অভিকর্ষ বাধা
B) জাড্য বাধা
C) প্লবতা বাধা
D) ঘর্ষণ বাধা
সঠিক উত্তরঃ C) প্লবতা বাধা
23) দুটি সমান্তরাল দর্পণের মাঝে রাখা একটি বস্তুর কটি প্রতিবিম্ব তৈরি হবে?
A) একটিও নয়
B) অসীম
C) একটি
D) দুটি
সঠিক উত্তরঃ B) অসীম
24) নিচের কোন রাজ্যে তপশিলি জাতির সংখ্যা সর্বাধিক?
A) অরুণাচল প্রদেশ
B) হিমাচল প্রদেশ
C) সিকিম
D) মধ্যপ্রদেশ
সঠিক উত্তরঃ D) মধ্যপ্রদেশ
25) নীচের কোনটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত?
A) মায়ানমার
B) পাকিস্তান
C) ইন্দোনেশিয়া
D) শ্রীলঙ্কা
সঠিক উত্তরঃ A) মায়ানমার
More Important GK | Link |
---|---|
ষোড়শ মহাজনপদ সম্পর্কে আলোচনা | Click Here |
Please do not enter any spam link in the comment box.