Ads Area

ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান জিকে প্রশ্ন উত্তর - World Heritage Site of India GK Questions in Bengali

ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান জিকে প্রশ্ন উত্তর - World Heritage Site of India GK Questions in Bengali

ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান জিকে প্রশ্ন উত্তর
ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান জিকে প্রশ্ন উত্তর

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,


➢ 2022 সালের আগস্ট মাসের UNESCO এর হিসাব অনুযায়ী সারা বিশ্বে 167 টি দেশজুড়ে মোট 1145 টি World Heritage Site রয়েছে। এর মধ্যে 897 টি সাংস্কৃতিক, 218 টি প্রাকৃতিক এবং 39 টি মিশ্র।


➢ ইতালিতে সব থেকে বেশি UNESCO World Heritage Site আছে। এখানে 58 টি UNESCO World Heritage Site রয়েছে।


➢ ভারতের মোট 40 টি UNESCO World Heritage Site রয়েছে।


➢ 1983 সালে অজন্তা গুহা, ইলোরা গুহা, আগ্রা দুর্গ এবং তাজমহল প্রথম UNESCO World Heritage Site-এর তালিকাভুক্ত হয়।


➢ 2021 সালে গুজরাটের ধোলাবিরা নামক প্রত্নতাত্ত্বিক স্থানটি সর্বশেষ UNESCO World Heritage Site-এর মর্যাদা লাভ করে।


➢ পশ্চিমবঙ্গের দুটি UNESCO World Heritage Site রয়েছে, সুন্দরবন ন্যাশনাল পার্ক (1987) এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (1999)।


➢ বিশ্ব ঐতিহ্য দিবস (World Heritage Day) পালিত হয় 18 এপ্রিল।




ভারতের বিশ্ব ঐতিহ্যবাহী স্থান জিকে প্রশ্ন উত্তর - World Heritage Site of India GK Questions in Bengali



1. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?


A) উত্তরাখণ্ড

B) আসাম

C) রাজস্থান

D) পশ্চিমবঙ্গ


উত্তরঃ B) আসাম


◾ ভারতীয় একশৃঙ্গ গন্ডারের বৃহত্তম আবাসস্থল।

◾ 1974 সালে ন্যাশনাল পার্কের মর্যাদা পায়।

◾ এটি 1985 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পায়।


2. কেওলাদেও ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?


A) ওড়িশা

B) পশ্চিমবঙ্গ

C) রাজস্থান

D) বিহার


উত্তরঃ C) রাজস্থান


◾ 1982 সালে ন্যাশনাল পার্কের মর্যাদা পায়।

◾ 1985 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


3. মানস ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত?


A) আসাম

B) উত্তর প্রদেশ 

C) সিকিম

D) মনিপুর


উত্তরঃ A) আসাম


◾ 1973 সালে এটিকে "ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র" (টাইগার রিজার্ভ) ঘোষণা করা হয়।

◾ 1985 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


4. নন্দাদেবী ন্যাশনাল পার্ক ও ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোন রাজ্যে অবস্থিত?


A) উত্তরাখণ্ড

B) মহারাষ্ট্র

C) কর্ণাটক

D) হিমাচল প্রদেশ


উত্তরঃ A) উত্তরাখণ্ড


◾ 1988 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


5. সুন্দরবন ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?


A) মহারাষ্ট্র

B) কর্ণাটক

C) পশ্চিমবঙ্গ

D) ঝাড়খন্ড


উত্তরঃ C) পশ্চিমবঙ্গ


◾ 1977 সালে অভয়ারণ্যের মর্যাদা পায়।

◾ 1987 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


6. গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?


A) কর্ণাটক

B) মধ্যপ্রদেশ

C) উত্তরাখণ্ড

D) হিমাচল প্রদেশ


উত্তরঃ D) হিমাচল প্রদেশ


◾ 2014 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


7. The Architectural Work of Le Corbusier কোন রাজ্যে অবস্থিত?


A) উত্তরাখণ্ড

B) তামিলনাড়ু

C) হরিয়ানা

D) চন্ডিগড়


উত্তরঃ D) চন্ডিগড়


◾ 2016 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


8. Victorian and Art Deco Ensemble কোন রাজ্যে অবস্থিত?


A) মহারাষ্ট্র

B) বিহার

C) রাজস্থান

D) গুজরাট


উত্তরঃ A) মহারাষ্ট্র


◾ এটি একটি স্থাপত্য রীতি। এরমধ্যে বম্বে হিগন কোর্ট, রাজাবাই ক্লক টাওয়ার, ইরোস সিনেমা, মুম্বাই বিশ্ববিদ্যালয় ইত্যাদি রয়েছে।

◾ 2018 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


9. আমেদাবাদ শহর কোন রাজ্যে অবস্থিত?


A) রাজস্থান

B) গুজরাট

C) পাঞ্জাব

D) উত্তর প্রদেশ


উত্তরঃ B) গুজরাট


◾ 2017 সালের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পায়।


10. জয়পুর শহর কোন রাজ্যে অবস্থিত?


A) মহারাষ্ট্র

B) ছত্রিশগড়

C) রাজস্থান

D) বিহার


উত্তরঃ C) রাজস্থান


◾ জয়পুরকে গোলাপি শহর বা Pink City বলা হয়।

◾ 2019 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।

◾ 1727 সালে দ্বিতীয় জয় সিং এর আমলে এই শহরের গোড়াপত্তন হয়।

◾ বিদ্যাধর ভট্টাচার্য শহরের স্থাপত্যনকশা করেন।


11. নালন্দা বিশ্ববিদ্যালয় কোন রাজ্যে অবস্থিত?


A) রাজস্থান

B) ছত্রিশগড়

C) উত্তর প্রদেশ

D) বিহার


উত্তরঃ D) বিহার


◾ এটি 2016 সালে ঐতিহ্যবাহী স্থানের তকমা পায়।

◾ 415 খ্রিস্টাব্দে কুমার গুপ্ত নালন্দা তৈরি করেন।


12. রানী-কি-ভাব কোন রাজ্যে অবস্থিত?


A) গুজরাট

B) অন্ধ্রপ্রদেশ

C) রাজস্থান

D) দিল্লি


উত্তরঃ A) গুজরাট


◾ এটি একটি বিখ্যাত প্রাচীন পাতকুয়ো।

◾ এর ছবি ভারতের 100 টাকার নোটে দেখতে পাওয়া যায়।

◾ 2014 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


13. যন্তর মন্তর কোন রাজ্যে অবস্থিত?


A) অন্ধ্রপ্রদেশ

B) রাজস্থান

C) গুজরাট

D) দিল্লি


উত্তরঃ B) রাজস্থান


◾ এটি কয়েকটি জ্যোতির্বিজ্ঞান যন্ত্র স্থাপত্যের সমষ্টি।

◾ মহারাজা দ্বিতীয় জয়সিংহ দিল্লিতে তারই নির্মিত যন্তর মন্তরের আদলে এটি নির্মাণ করেন।

◾ 2010 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


14. লালকেল্লা কোন রাজ্যে অবস্থিত?


A) গুজরাট

B) মুম্বাই

C) দিল্লী

D) রাজস্থান


উত্তরঃ C) দিল্লী


◾ এটি মুঘল সম্রাট শাহজাহান (1628-58) কর্তৃক নির্মিত একটি প্রাসাদ দুর্গ।

◾ 2007 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।

◾ এর ছবি ভারতের 500 টাকার নোটে দেখতে পাওয়া যায়।


15. Champaner-Pavagadh Archaeological Park কোন রাজ্যে অবস্থিত?


A) দিল্লি

B) রাজস্থান

C) অন্ধ্রপ্রদেশ

D) গুজরাট


উত্তরঃ D) গুজরাট


◾ এই প্রাচীন শহরটি একমাত্র প্রাক মুঘল শহর যা সম্পূর্ণ আবিষ্কৃত অবস্থায় অদ্যাবধি বিদ্যমান।

◾ এটি 2004 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পায়।


16. ছত্রপতি শিবাজী টার্মিনাস কোন রাজ্যে অবস্থিত?


A) মহারাষ্ট্র

B) তামিলনাড়ু 

C) মধ্যপ্রদেশ

D) বিহার


উত্তরঃ A) মহারাষ্ট্র


◾ এর পূর্ব নাম ভিক্টোরিয়া টার্মিনাস।

◾ এটি মধ্য রেলের প্রধান কার্যালয়।

◾ 2014 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


17. ভীমবেটকা গুহা কোন রাজ্যে অবস্থিত?


A) বিহার

B) মধ্যপ্রদেশ

C) তামিলনাড়ু

D) মহারাষ্ট্র


উত্তরঃ B) মধ্যপ্রদেশ


◾ বিন্ধ পর্বতমালার পাদদেশে এই প্রস্তরক্ষেত্র অবস্থিত।

◾ এখানে পাঁচটি প্রস্তরক্ষেত্র অংশে (মেসোলিথিক যুগ থেকে ঐতিহাসিক যুগ পর্যন্ত) সময়ের চিত্রকলা রক্ষিত আছে।

◾ 2003 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


18. মহাবোধি মন্দির কোন রাজ্যে অবস্থিত?


A) মহারাষ্ট্র

B) অন্ধ্রপ্রদেশ

C) বিহার

D) তামিলনাড়ু 


উত্তরঃ C) বিহার


◾ এই মন্দিরটি 2002 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়।

◾ এখানে সিদ্ধার্থ গৌতম বুদ্ধত্ব লাভ করেন।

◾ মন্দিরের পশ্চিম দিকে পবিত্র বোধিবৃক্ষটি অবস্থিত।

◾ সম্রাট অশোক (304 খ্রিস্টপূর্ব-232 খ্রিস্টপূর্ব) নির্মাণ করেছিলেন।


19. হুমায়ুনের সমাধি কোন রাজ্যে অবস্থিত?


A) মধ্যপ্রদেশ

B) বিহার

C) মহারাষ্ট্র

D) দিল্লি


উত্তরঃ D) দিল্লি


◾ 1569-70 সালের মুঘল সম্রাট হুমায়ুনের বিধবা পত্নী বিগা বেগম (হাজি বেগম) এটি নির্মাণ করান।

◾ এই সমাধিস্থলটি "মুঘল রাজবংশের সমাধিক্ষেত্র" নামেও পরিচিত।

◾ 1993 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


20. কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?


A) সিকিম

B) ওড়িশা

C) মহারাষ্ট্র

D) উত্তর প্রদেশ


উত্তরঃ A) সিকিম


◾ 2016 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়।


21. তাজমহল কোন রাজ্যে অবস্থিত?


A) ওড়িশা

B) উত্তর প্রদেশ

C) সিকিম

D) মহারাষ্ট্র


উত্তরঃ B) উত্তর প্রদেশ


◾ সম্রাট শাহজাহানের পত্নী বেগম মুমতাজ মহলের (আরজুমান্দ বানু বেগম) স্মৃতিতে এই সৌধটি নির্মিত হয়।

◾ প্রধান স্থাপত্য শিল্পী ছিলেন ওস্তাদ আহমদ লাহৌরি।

◾ এই সমাধিসৌধটি তৈরি করতে সময় লেগেছিল 16 বছর।

◾ 1983 সালে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়।


22. ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত?


A) উত্তর প্রদেশ

B) ওড়িশা

C) মহারাষ্ট্র

D) সিকিম


উত্তরঃ C) মহারাষ্ট্র


◾ এটি বৌদ্ধধর্ম, হিন্দুধর্ম ও জৈনধর্মের সাংস্কৃতিক কলার একটি মিশ্র কেন্দ্র।

◾ 1983 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।

◾ এর ছবি ভারতের 20 টাকার নোটে দেখতে পাওয়া যায়।


23. অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত?


A) মধ্যপ্রদেশ

B) উত্তর প্রদেশ

C) ওড়িশা

D) মহারাষ্ট্র


উত্তরঃ D) মহারাষ্ট্র


◾ এখানে মোট 31টি প্রস্তরখোদিত গুহা স্মারক বিদ্যমান।

◾ 1983 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


24. আগ্রা দুর্গ কোন রাজ্যে অবস্থিত?


A) উত্তর প্রদেশ

B) কর্ণাটক

C) হরিয়ানা

D) মধ্য প্রদেশ


উত্তরঃ A) উত্তর প্রদেশ


◾ নির্মাণ কাজ শুরু হয় ষোড়শ শতাব্দীতে আকবরের রাজত্বকালে, শেষ হয় অষ্টাদশ শতাব্দীতে ঔরঙ্গজেবের রাজত্বকালে।

◾ 1983 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


25. কোনার্কের সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত?


A) উত্তরাখণ্ড

B) ওড়িশা

C) রাজস্থান

D) কর্ণাটক


উত্তরঃ B) ওড়িশা


◾ এটি "ব্ল্যাক প্যাগোডা" নামে পরিচিত।

◾ এই মন্দিরটি নির্মাণ করার পূর্ব গঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব।

◾ এটি সূর্যের চব্বিশ চক্রবিশিষ্ট রথের আকারে নির্মিত।

◾ 1984 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।

◾ এর ছবি ভারতের 10 টাকার নোটে দেখতে পাওয়া যায়।


26. হাম্পি মন্দির কোন রাজ্যে অবস্থিত?


A) মধ্যপ্রদেশ

B) উত্তর প্রদেশ

C) ওড়িশা

D) কর্ণাটক


উত্তরঃ D) কর্ণাটক


◾ হাম্পিতে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী বিজয়নগরের ধ্বংসাবশেষ রয়েছে।

◾ 1986 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।

◾ এর ছবি ভারতের 50 টাকার নোটে দেখতে পাওয়া যায়।


27. মহাবলিপুরমের মন্দির কোন রাজ্যে অবস্থিত?


A) মধ্যপ্রদেশ

B) কর্ণাটক

C) উত্তর প্রদেশ

D) তামিলনাড়ু


উত্তরঃ D) তামিলনাড়ু


◾ এটি সপ্তম ও অষ্টম শতাব্দীতে পল্লব রাজারা নির্মাণ করিয়েছিলেন।

◾ 1984 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


28. খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত?


A) কেরালা

B) তেলেঙ্গানা

C) মধ্যপ্রদেশ

D) অন্ধ্রপ্রদেশ


উত্তরঃ C) মধ্যপ্রদেশ


◾ এইগুলি চান্দেলা রাজবংশ কর্তৃক নির্মিত হিন্দু ও জৈন ধর্মস্থান।

◾ 1986 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


29. ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত?


A) বিহার

B) উত্তর প্রদেশ

C) তামিলনাড়ু

D) মধ্যপ্রদেশ


উত্তরঃ B) উত্তর প্রদেশ


◾ এটি মুঘল সম্রাট আকবর দ্বারা নির্মিত হয়।

◾ 1986 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


30. কুতুব মিনার কোন রাজ্যে অবস্থিত?


A) দিল্লি

B) মহারাষ্ট্র

C) হরিয়ানা

D) উত্তরাখণ্ড


উত্তরঃ A) দিল্লি


◾ এখানে ইলতুৎমিসের সমাধি এবং একটি লৌহ স্তম্ভ রয়েছে।

◾ বিশ্বের সবচেয়ে উঁচু ইট মিনার।

◾ উচ্চতা 72.5 মিটার।

◾ কুতুবউদ্দিন আইবক নির্মাণের কাজ শুরু করেন। ইলতুৎমিসের রাজত্বকালে শেষ হয়।

◾ 1993 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


31. সাঁচি স্তুপ কোন রাজ্যে অবস্থিত?


A) তামিলনাড়ু

B) মধ্যপ্রদেশ

C) দিল্লি

D) মহারাষ্ট্র


উত্তরঃ B) মধ্যপ্রদেশ


◾ সম্রাট অশোকের রাজত্বকালে এই স্মারকগুলি গড়ে উঠেছিল।

◾ 1989 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।

◾ এর ছবি ভারতের 200 টাকার নোটে দেখতে পাওয়া যায়।


32. এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত?


A) পাঞ্জাব

B) কেরালা

C) মহারাষ্ট্র

D) অন্ধ্রপ্রদেশ


উত্তরঃ C) মহারাষ্ট্র


◾ এখানে পাঁচটি হিন্দু গুহা ও দুটি বৌদ্ধ গুহা রয়েছে।

◾ এটি 1987 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পায়।


33. চোল মন্দির কোন রাজ্যে অবস্থিত?


A) মহারাষ্ট্র

B) মধ্যপ্রদেশ

C) কর্ণাটক

D) তামিলনাড়ু


উত্তরঃ D) তামিলনাড়ু


◾ চোল সম্রাটদের দ্বারা নির্মিত।

◾ মন্দিরগুলি হল তাঞ্জাভুরের বৃহদেশ্বর মন্দির, গঙ্গইকোণ্ড চোলীশ্বরমের বৃহদীশ্বর মন্দির ও দরসুরমের ঐরাবতেশ্বর মন্দির।


34. নিচের কোনটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান?


A) রাজস্থানের পাহাড়ি দুর্গসমূহ

B) দীঘার সমুদ্রসৈকত

C) কলকাতার ভিক্টোরিয়া

D) পুরীর মন্দির


উত্তরঃ A) রাজস্থানের পাহাড়ি দুর্গসমূহ


◾ এই দুর্গগুলি হল চিতোরগড় দুর্গ, কুম্ভলগড় দুর্গ, রণথম্বোর দুর্গ, অম্বর দুর্গ, জয়সলমীর দুর্গ, গগ্রোন দুর্গ।

◾ এই দুর্গগুলির অভ্যন্তরে বিশাল এলাকা এমনকি গোটা গ্রাম অবস্থিত থাকতে পারে।

◾ 2013 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


35. নিচের কোন রাজ্যের Mountain Railways বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পেয়েছে?


A) তামিলনাড়ু

B) বিহার

C) মধ্যপ্রদেশ

D) মহারাষ্ট্র


উত্তরঃ A) তামিলনাড়ু


◾ Mountain Railways এর অন্তর্ভুক্ত দার্জিলিং হিমালয়ান রেল (1999), দার্জিলিং, পশ্চিমবঙ্গ / নীলগিরি পার্বত্য রেল (2005) উটি, তামিলনাড়ু / কালকা সিমলা রেল (2008), হিমাচল প্রদেশ ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত রয়েছে।


36. নিচের কোন পর্বতমালাটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান?


A) পূর্বঘাট পর্বতমালা

B) সাতপুরা পর্বতমালা

C) আরাবল্লী পর্বতমালা

D) পশ্চিমঘাট পর্বতমালা


উত্তরঃ D) পশ্চিমঘাট পর্বতমালা


◾ সহ্যাদ্রি, কুদ্রেমুখ পাহাড়, তলকাবেরী উপত্যকা, নীলগিরি, আন্নামালাই পর্বতমালা, পেরিয়ার জাতীয় উদ্যান ও অগস্ত্যমালাই পাহাড় - এর জন্য পশ্চিমঘাট পর্বতমালা বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের আওতায় আনা হয়।

◾ 2012 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


37. গোয়ার Churches and Convents কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পেয়েছে?


A) 1955

B) 1966

C) 1986

D) 1988


উত্তরঃ C) 1986


◾ গোয়ার এই স্মারকগুলি "প্রাচ্যের রোম" নামে পরিচিত।

◾ 1986 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।


38. কর্নাটকের "Group of Monuments at Pattadakal" কত সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পেয়েছে?


A) 1977

B) 1987

C) 1997

D) 2000


উত্তরঃ B) 1987


◾ পট্টডাকাল একটি হিন্দু তীর্থস্থল। এখানে আটটি শিব মন্দির ও একটি শৈব মঠ বিদ্যমান।

◾ চত্বরের মধ্যেই পাপনাথ মন্দির ও একটি জৈন মন্দির অবস্থিত।


39. কাকাতিয়া রুদ্রেশ্বরা মন্দির কোন রাজ্যে অবস্থিত?


A) গুজরাট

B) তেলেঙ্গানা

C) রাজস্থান

D) মহারাষ্ট্র


উত্তরঃ B) তেলেঙ্গানা


◾ 2021 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।

◾ রামাপ্পা মন্দির (তেলেঙ্গানা) ভারতের 39 তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।


40. ধোলাভিরা প্রত্নতাত্ত্বিক কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?


A) কেরালা

B) হিমাচল প্রদেশ

C) গুজরাট

D) কর্ণাটক


উত্তরঃ C) গুজরাট


◾ 2021 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত হয়।

◾ ভারতের 40 তম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হল গুজরাটের ধোলাভিরার হরপ্পা শহর।

◾ এটি 1968 সালে প্রত্নতাত্ত্বিক জগৎগতি জোশী দ্বারা আবিষ্কৃত হয়েছিল।

◾ এটি কচ্ছ জেলায় অবস্থিত।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad