15th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
![]() |
15th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
15th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
15th May 2023 - Daily Current Affairs in Bengali
1. প্রথম কোন জ্যোতির্বিজ্ঞানী "গোবিন্দ স্বরূপ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড"এ ভূষিত হলেন?
A) তপন বৈদ্য
B) গগন মেহেতা
C) জয়ন্ত বিষ্ণু নারলিকার
D) সুমন্ত কাঠাপালিয়া
উত্তরঃ C) জয়ন্ত বিষ্ণু নারলিকার
2. অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রী কোথায় Sea Harrier Museum এর উদ্বোধন করলেন?
A) বিশাখাপত্তনম
B) কুর্নুল
C) গুন্টুর
D) নেল্লোর
উত্তরঃ A) বিশাখাপত্তনম
3. FIBA Basketball World Cup 2027 কোন দেশে অনুষ্ঠিত হবে?
A) সৌদি আরব
B) ভিয়েতনাম
C) কানাডা
D) কাতার
উত্তরঃ D) কাতার
4. ভারতীয় নৌবাহিনী এবং রয়েল থাই নৌবাহিনীর মধ্যে কোথায় 35তম CORPAT অনুশীলন অনুষ্ঠিত হলো?
A) আরব সাগর
B) এডেন সাগর
C) আন্দামান সাগর
D) দক্ষিণ চীন সাগর
উত্তরঃ C) আন্দামান সাগর
5. Twitter এর নতুন CEO পদে কে নিযুক্ত হলেন?
A) বিজ স্টোন
B) তুবা হাসান
C) ব্যাঙ্গালোর
D) লিন্ডা ইয়াকারিনো
উত্তরঃ D) লিন্ডা ইয়াকারিনো
6. উত্তরাখণ্ডের কোথায় বাজার সম্পর্কে সচেতনতা তৈরি করতে বাজরা উৎসব অনুষ্ঠিত হচ্ছে?
A) দেরাদুন
B) হরিদ্বার
C) নৈনিতাল
D) উত্তর কাশি
উত্তরঃ A) দেরাদুন
7. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী health emergency তালিকা থেকে কোন রোগকে বাদ দিলো?
A) COVID 19
B) mpox
C) TV
D) Birdflu
উত্তরঃ B) mpox
8. কোন রাজ্য সরকার "আয়ুষ্মান অসম মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা" নামে একটি প্রকল্প চালু করল?
A) উত্তর প্রদেশ
B) পাঞ্জাব
C) তামিলনাড়ু
D) আসাম
উত্তরঃ D) আসাম
9. ভারতের প্রথম রাজ্য হিসেবে নিজস্ব ইনস্টিটিউশন রেঙ্কিং ফ্রেমওয়ার্ক লঞ্চ করলো কে?
A) কেরালা
B) ত্রিপুরা
C) উত্তর প্রদেশ
D) উত্তরাখণ্ড
উত্তরঃ A) কেরালা
10. লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপ কোন শহরে টেকনোলজি সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করবে?
A) হায়দ্রাবাদ
B) বেঙ্গালুরু
C) কলকাতা
D) চেন্নাই
উত্তরঃ A) হায়দ্রাবাদ
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.