16th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
16th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
16th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
16th May 2023 - Daily Current Affairs in Bengali
1. CBI এর নতুন ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
A) সমীর সিং
B) প্রদীপ জয়সওয়াল
C) প্রবীণ সুদ
D) নিতিন শর্মা
উত্তরঃ C) প্রবীণ সুদ
2. ভারতের 82 তম গ্র্যান্ডমাস্টার হলেন কে?
A) ভুপ্পালা প্রণীত
B) অপরেশ বর্মা
C) কৌস্তভ জানা
D) প্রণয় গুপ্তা
উত্তরঃ A) ভুপ্পালা প্রণীত
3. আন্তর্জাতিক পরিবার দিবস (International Family Day) কবে পালিত হয়?
A) 15 মে
B) 14 মে
C) 13 মে
D) 12 মে
উত্তরঃ A) 15 মে
4. কোন রাজ্যের তুঙ্গনাথ মন্দির ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষিত হতে চলেছে?
A) কেরালা
B) তামিলনাড়ু
C) উত্তরাখণ্ড
D) মহারাষ্ট্র
উত্তরঃ C) উত্তরাখণ্ড
5. কোন কেন্দ্রীয় মন্ত্রক SAKSHAM Learning Management Information System চালু করলো?
A) Ministry of Health
B) Ministry of Coal
C) Ministry of Home Affairs
D) Ministry of Education
উত্তরঃ A) Ministry of Health
6. কেন্দ্রীয় সরকার লোকেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো ট্র্যাক করতে ও ট্রেস করতে কোন নতুন পোর্টাল লঞ্চ করলো?
A) Sarathi Portal
B) Sanchar Sathi Portal
C) Mobile Sathi Portal
D) mobile Tracking Sathi Portal
উত্তরঃ B) Sanchar Sathi Portal
7. ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া Samudra Shakti 2023 অনুষ্ঠিত হতে চলেছে?
A) ভিয়েতনাম
B) ইন্দোনেশিয়া
C) জার্মানি
D) জাপান
উত্তরঃ B) ইন্দোনেশিয়া
8. কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যান মন্ত্রী নরেন্দ্র সিং তোমর কোথায় "ইন্টিগ্রেটেড বায়োলজিক্যাল কন্ট্রোল ল্যাবরেটরি" উদ্বোধন করলেন?
A) হায়দ্রাবাদ
B) লে
C) ব্যাঙ্গালোর
D) বিশাখাপত্তনম
উত্তরঃ A) হায়দ্রাবাদ
9. কোন ব্যাঙ্ক electronic bank guarantee system চালু করল?
A) HDFC Bank
B) Axis Bank
C) Bank of Baroda
D) Yes Bank
উত্তরঃ C) Bank of Baroda
10. কোন দল 13 তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ 2023 জিতেছে?
A) Hockey Haryana
B) Hockey Jharkhand
C) Hockey Odisha
D) Hockey Uttar Pradesh
উত্তরঃ A) Hockey Haryana
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.