17th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
![]() |
17th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs |
বাংলা জিকে ডায়েরি 📘
17th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 10টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।
Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।
17th May 2023 - Daily Current Affairs in Bengali
1. UPSC এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?
A) ডাঃ তপন ডেকা
B) তরুণ মজুমদার
C) ডাঃ রত্না শেঠি
D) ডাঃ মনোজ সোনি
উত্তরঃ D) ডাঃ মনোজ সোনি
2. কোন রাজ্য সরকার জগন্নানকু চেবুদাম কর্মসূচির অংশ হিসেবে একটি টোল-ফ্রি হেল্পলাইন নম্বর চালু করলেন?
A) অন্ধ্রপ্রদেশ
B) হিমাচল প্রদেশ
C) উত্তর প্রদেশ
D) মধ্যপ্রদেশ
উত্তরঃ A) অন্ধ্রপ্রদেশ
3. কোন এয়ারলাইন কোম্পানি ভুবনেশ্বর থেকে দুবাইয়ের মধ্যে সরাসরি ফ্লাইট পরিষেবা চালু করল?
A) GoAir
B) Vistara
C) Indigo
D) Air India
উত্তরঃ C) Indigo
4. 2022-2023 La Liga title জিতল কোন ফুটবল ক্লাব?
A) চেলসি
B) রিয়াল মাদ্রিদ
C) লিভারপুল
D) বার্সেলোনা
উত্তরঃ D) বার্সেলোনা
5. ভারতীয় ম্যাট্রেস ব্যান্ড Duroflex এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?
A) বিরাট কোহলি
B) স্মৃতি মন্দানা
C) রোহিত শর্মা
D) কে এল রাহুল
উত্তরঃ A) বিরাট কোহলি
6. কেন্দ্রীয় সরকার লোকেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো ট্র্যাক করতে ও ট্রেস করতে কোন নতুন পোর্টাল লঞ্চ করলো?
A) Sarathi Portal
B) Sanchar Sathi Portal
C) Mobile Sathi Portal
D) mobile Tracking Sathi Portal
উত্তরঃ B) Sanchar Sathi Portal
7. World Most Punctual Airport এর তকমা পেল ভারতের কোন বিমানবন্দর?
A) কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর, কোচিন
B) রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, হায়দ্রাবাদ
C) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী
D) ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দর, ব্যাঙ্গালোর
উত্তরঃ B) রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, হায়দ্রাবাদ
8. কোন কেন্দ্রীয় মন্ত্রী Meri Life App লঞ্চ করল?
A) অশ্বিনী বৈষ্ণব
B) পীযূষ গোয়েল
C) ভুপেন্দার যাদব
D) স্মৃতি ইরানি
উত্তরঃ C) ভুপেন্দার যাদব
9. ভারতের কোন রাজ্যে প্রথম Pod Taxi প্রকল্প চালু হলো?
A) উত্তর প্রদেশ
B) কেরালা
C) মহারাষ্ট্র
D) তামিলনাড়ু
উত্তরঃ A) উত্তর প্রদেশ
10. ভারত কোন দেশের সাথে যৌথভাবে সিতওয়ে বন্দর উদ্বোধন করল?
A) ভুটান
B) মায়ানমার
C) থাইল্যান্ড
D) শ্রীলঙ্কা
উত্তরঃ D) শ্রীলঙ্কা
Daily Current Affairs in Bengali
Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।
Please do not enter any spam link in the comment box.