Ads Area

18th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

18th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

18th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
18th May 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

18th May 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।



18th May 2023 - Daily Current Affairs in Bengali


1. ASEAN Tourism Forum 2024 কোন দেশে অনুষ্ঠিত হবে?


A) লাওস

B) কম্বোডিয়া

C) মালয়েশিয়া

D) জাপান


উত্তরঃ A) লাওস


2. Paytm এর সভাপতি ও CFO পদে কে নিযুক্ত হলেন?


A) সমীর সিং

B) অমর শর্মা

C) ভবেশ গুপ্তা

D) প্রবিন শর্মা


উত্তরঃ C) ভবেশ গুপ্তা


3. Xiaomi India এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কে নিযুক্ত হলেন?


A) পঙ্কজ ত্রিপাঠী

B) আয়ুষ্মান খুরানা

C) রোহিত শর্মা

D) কে এল রাহুল


উত্তরঃ A) পঙ্কজ ত্রিপাঠী


4. National Investment and Infrastructure Fund এর অন্তবর্তী কালীন ম্যানেজিং ডিরেক্টর ও CEO পদে কে নিযুক্ত হলেন?


A) রাজীব ধর

B) আশীষ চক্রবর্তী

C) গগন সিং

D) অমিত সিং


উত্তরঃ A) রাজীব ধর


5. জাতীয় ডেঙ্গু দিবস (National Dengue Day) কবে পালিত হয়?


A) 13 মে

B) 14 মে

C) 15 মে

D) 16 মে


উত্তরঃ D) 16 মে


6. India-EU Trade & Technology Council প্রথম মন্ত্রী পর্যায়ের সভা কোন শহরে অনুষ্ঠিত হয়েছে?


A) প্যারিস

B) রোম

C) ওয়ারশ

D) ব্রাসেলস


উত্তরঃ D) ব্রাসেলস


7. লুডোভিক ওডর দেশের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী (Caretaker Prime Minister) হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন?


A) বেলারুশ

B) ব্রাজিল

C) স্লোভাকিয়া

D) ঘানা


উত্তরঃ C) স্লোভাকিয়া


8. বাণিজ্য মন্ত্রকের সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ কোনটি?


A) নেদারল্যান্ড

B) রাশিয়া

C) কাতার

D) সৌদি আরব


উত্তরঃ A) নেদারল্যান্ড


9. Corporation Commission of India (CCI) এর চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হলেন?


A) রবনীত কৌর

B) রতন শর্মা

C) রঞ্জিত শর্মা

D) অমিত মেহেতা


উত্তরঃ A) রবনীত কৌর


10. Petroleum and Natural Gas Regulatory Board (PNGRB) এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন?


A) রঞ্জিত কুমার

B) গৌতম সরকার

C) অনিল কুমার জৈন

D) ভাস্কর আচার্য


উত্তরঃ C) অনিল কুমার জৈন


11. সিকিম রাজ্যের প্রতিষ্ঠা দিবস কবে পালিত হলো?


A) 14 মে

B) 16 মে

C) 15 মে

D) 17 মে


উত্তরঃ B) 16 মে



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad