Ads Area

W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 5 || ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৫

W.B.C.S Preliminary GK Questions in Bengali || Part 5 || ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৫

ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৫
ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৫

এই পেজে W.B.C.S Preliminary GK Questions in Bengali Part 5 - ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব ৫ এ থাকছে ২৫ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন।


ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি পরীক্ষায় কেবলমাত্র একটিই পেপার থাকবে। পেপারটি হবে অবজেক্টিভ টাইপ, যেখানে ২০০টি মাল্টিপল চয়েস কোশ্চেনস (MCQs) থাকবে। পেপারটি ২০০ নম্বরের হবে এবং সময় থাকবে আড়াই ঘন্টা। পেপারের মানটি হবে কোন বিশ্ববিদ্যালয়ের যে কোন শাখার স্নাতকদের জ্ঞানের সমতুল্য।


পেপারটিতে যেসব বিষয় সম্পর্কিত প্রশ্ন থাকবে সেগুলি হল-

১) ইংরেজি কম্পোজিশন - ২৫ নম্বর

২) জেনারেল সাইন্স - ২৫ নম্বর

৩) জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বর্তমান ঘটনা - ২৫ নম্বর

৪) ভারতের ইতিহাস - ২৫ নম্বর

৫) পশ্চিমবঙ্গের বিশেষ উল্লেখসহ ভারতের ভূগোল - ২৫ নম্বর

৬) ভারতীয় রাজনীতি এবং অর্থনীতি - ২৫ নম্বর

৭) ভারতীয় জাতীয় আন্দোলন - ২৫ নম্বর

৮) সাধারণ মানসিক ক্ষমতা - ২৫ নম্বর


প্রিলিমিনারি পরীক্ষার অর্থ শুধুমাত্র প্রধান পরীক্ষার প্রার্থী বাছাই করার উদ্দেশ্যে স্ক্রিনিং টেস্ট হিসাবে পরিবেশন করা। এই পরীক্ষায় প্রার্থীদের প্রাপ্ত নম্বরগুলি চূড়ান্ত নির্বাচনের জন্য বিবেচিত হবে না।


এই পর্ব গুলির মাধ্যমে W.B.C.S Preliminary GK Questions নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ ২৫ টি করে প্রশ্ন নিয়ে পর্বগুলি বানানো হয়েছে।


আরও পড়ুনঃ

ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর



ডব্লু.বি.সি.এস প্রিলিমিনারি সাধারণ জ্ঞান পর্ব - ৫



1) আলোর কোন ধর্মের জন্য বোঝা যায় যে আলো হল একটি তীর্যক তরঙ্গ?


A) প্রতিসরণ

B) আলোর পোলারাইজেশন

C) বিচ্ছুরণ

D) বিক্ষেপণ


সঠিক উত্তরঃ B) আলোর পোলারাইজেশন



2) গামা রশ্মি (y) হল একপ্রকার-


A) High Energy Electron 

B) Low Energy Electron

C) High Energy Electro Magnetic Wave

D) High Energy Positrons Wave


সঠিক উত্তরঃ C) High Energy Electro Magnetic Wave



3) চোখের কোন অংশে প্রতিবিম্ব গঠিত হয়?


A) কর্ণিয়া

B) লেন্স

C) অপটিক্যাল নার্ভ

D) আইরিশ


সঠিক উত্তরঃ A) কর্ণিয়া



4) নিচের কোন পদার্থের জলীয় দ্রবণকে 'Brime' বলা হয়?


A) NaCl

B) NaOH

C) NaHCO₃

D) Na₂CO₃


সঠিক উত্তরঃ A) NaCl



5) কোল গ্যাসের প্রধান উপাদান কী কী?


A) CO + N₂ + CH₄

B) CO + H₂ + CH₄

C) O₂H₄ + O₂

D) CO₂ + H₂ + N₂


সঠিক উত্তরঃ B) CO + H₂ + CH₄



6) দুটি অসমপ্রকৃতির গ্যামেটের মিলন বলা হয়-


A) সিনগ্যামী

B) আইসোগ্যামী

C) উগ্যামী

D) অন্যাইসোগ্যামী


সঠিক উত্তরঃ D) অন্যাইসোগ্যামী



7) ইলেকট্রিক হিটারে নাইক্রোমের তার ব্যবহার করার কারণ-


A) রোধ খুব বেশি

B) গলনাঙ্ক খুব বেশি

C) নাইক্রোমের তার বিদ্যুতের সুপরিবাহী

D) দীর্ঘসময় তাপ ধরে রাখে


সঠিক উত্তরঃ B) গলনাঙ্ক খুব বেশি



8) কোন শর্তে একটি গ্যাস 'আদর্শ' গ্যাসের আচরণ করবে?


A) নিম্ন চাপে

B) উচ্চ উষ্ণতায়

C) নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়

D) উচ্চ চাপে ও নিম্ন উষ্ণতায়


সঠিক উত্তরঃ C) নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতায়



9) বৃষ্টির জলের PH কত নীচে থাকলে সেই জলকে 'অ্যাসিড বৃষ্টি' বলা হয়?


A) 5.6

B) 7

C) 7.4

D) 3


সঠিক উত্তরঃ A) 5.6



10) নিচের বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়ার একটি উদাহরণ-

C₂H₅Cl + KOH = C₂H₅OH + KCl


A) Decomposition Reactions

B) Combination Reactions

C) Substitution Reactions

D) Displacement Reactions


সঠিক উত্তরঃ C) Substitution Reactions



11) কুয়াশা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক-

(i) কুয়াশার বিস্তার দশা হল তরল

(ii) কুয়াশার বিস্তার মাধ্যম হল গ্যাসীয়


A) (i) শুধু সঠিক

B) (ii) শুধু সঠিক

C) (i) ও (ii) সঠিক

D) কোনোটিই সঠিক নয়


সঠিক উত্তরঃ C) (i) ও (ii) সঠিক



12) পারফিউমের বোতলে কোন গ্যাস ভর্তি থাকে?


A) বিউটেন-আইসোবিউটেন

B) প্রোপেন মিথেন

C) ইথেন

D) অ্যালকোহল ও হাইড্রোজেন


সঠিক উত্তরঃ A) বিউটেন-আইসোবিউটেন



13) হার্ট পেসমেকারে কোন তেজষ্ক্রিয় উপাদান ব্যবহার করা হয়?


A) প্লুটেনিয়াম

B) রেকন

C) রেডিয়াম

D) ইউরেনিয়াম


সঠিক উত্তরঃ A) প্লুটেনিয়াম



14) NGT -এর পুরো কথা কী?


A) National Green Tribunal

B) National Green Tribe

C) New Green Tribunal

D) New Green Tribe


সঠিক উত্তরঃ A) National Green Tribunal



15) নিচের কোন প্রাণীকে 'জীবন্ত জীবাশ্ম' বলা হয়?


A) অ্যামিবা

B) পেরিপেটাস

C) আপেল শামুক

D) সমুদ্র শশা


সঠিক উত্তরঃ B) পেরিপেটাস



16) নীচের কোন ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে?


A) নাইট্রোক্রোমোনাস

B) নাইট্রোক্রোম

C) রাইজোবিয়াম

D) সিউডোমোনাস


সঠিক উত্তরঃ D) সিউডোমোনাস



17) C₂H₂OH-এর রাসায়নিক নাম কী?


A) ইথাইল অ্যালকোহল

B) মিথাইল অ্যালকোহল

C) ইথাইল অ্যালডিহাইড

D) ফেনল


সঠিক উত্তরঃ A) ইথাইল অ্যালকোহল



18) লোহার মরিচা পড়ার ফলে লোহার ওজনের কীরূপ পরিবর্তন হয়?


A) হ্রাস পায়

B) বৃদ্ধি পায়

C) অপরিবর্তিত থাকে

D) কোনোটিই নয়


সঠিক উত্তরঃ B) বৃদ্ধি পায়



19) লবঙ্গের বিজ্ঞানসম্মত নাম কী?


A) Fieus religiosa

B) Cariandrum Sativam

C) Murraya Koenijii

D) Syzygium aromaticums


সঠিক উত্তরঃ D) Syzygium aromaticums



20) হ্যাভার সিয়ান তন্ত্র কিসের সঙ্গে সম্পর্কিত?


A) লিভার

B) অস্থি

C) হৃদপিন্ড

D) গ্রন্থি


সঠিক উত্তরঃ B) অস্থি



21) একটি তেজস্ক্রিয় আইসোটোপের অর্ধায়ু 5 দিন হলে কতদিন পরে তার 100 গ্রাম থেকে 6.25 গ্রামে পরিণত হবে-


A) 25 দিন

B) 12 দিন

C) 15 দিন

D) 20 দিন


সঠিক উত্তরঃ D) 20 দিন



22) ফিঙ্গার প্রিন্টের জন্য কোন রশ্মি ব্যবহৃত হয়?


A) আলট্রাভায়োলেট

B) ইনফ্রারেড

C) ভিজিবল

D) এক্স-রে


সঠিক উত্তরঃ A) আলট্রাভায়োলেট



23) জলের PH = 7. উষ্ণতা বৃদ্ধি করলে PH-এর কীরূপ পরিবর্তন হবে?


A) হ্রাস পাবে

B) বৃদ্ধি পাবে

C) অপরিবর্তিত থাকবে

D) প্রথমে হ্রাস পাবে তারপর বৃদ্ধি পাবে


সঠিক উত্তরঃ A) হ্রাস পাবে



24) টেফলনের রাসায়নিক নাম কি?


A) পলিভিনাইল ক্লোরাইড

B) পলিভিনাইল ফ্লুরাইড

C) পলিটেট্রা ফ্লুরো ইথিলিন

D) পলি হাইড্রোক্সি ফেনল


সঠিক উত্তরঃ C) পলিটেট্রা ফ্লুরো ইথিলিন



25) নিচের কোনটি অগ্রমস্তিষ্কের অংশ নয়-


A) সেরিব্রাম

B) স্যাক্রমাস

C) হাইপোথ্যালামাস

D) সেরিব্লাম


সঠিক উত্তরঃ D) সেরিব্লাম



Read More...

WBCS Prelims Question Paper 2023 - WBCS Answer Key 2023

পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি - Tribes of West Bengal

বাঙালি কবি ও লেখকদের ছদ্মনামের তালিকা

ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষার প্রশ্ন উত্তর

কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad