Ads Area

পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি - Tribes of West Bengal || West Bengal GK

পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি - Tribes of West Bengal || West Bengal GK

পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি - Tribes of West Bengal || West Bengal GK
পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি - Tribes of West Bengal || West Bengal GK

বাংলা জিকে ডায়েরি 📘

এই পোস্টে আপনাদের জন্য থাকছে পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি - Tribes of West Bengal || West Bengal GK যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি নিয়ে আলোচনা করা হয়েছে।

পশ্চিমবঙ্গে যেসব উপজাতিগুলি সাধারণত লক্ষ্য করা যায় সেগুলি হল - ওঁরাও উপজাতি, রাজবংশী জাতি, মুন্ডা উপজাতি, ভুটিয়া উপজাতি, জালিয়া কৈবর্ত জাতি, বাগদি জাতি, মাগ উপজাতি, সাঁওতাল উপজাতি, খাসিয়া উপজাতি, নমঃশূদ্র জাতি, টোটো।



পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি - Tribes of West Bengal


ওঁরাও উপজাতি:-


◾ এরা ভারতের ঝাড়খন্ড, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গ রাজ্যে বাস করে।

◾ এরা সাধারণত কুরুখ ভাষায় কথোপকথন করে থাকে। তাই এদেরকে কুরুখ জাতীও বলা হয়।

◾ ওঁরাওদের প্রধান উৎসবের নাম কারাম। বর্তমানে তারা সনাতন ও খ্রিস্টান ধর্ম পালন করে।

◾ এদের প্রধান পেশা হল স্থানান্তর কৃষি।



রাজবংশী জাতি:-


◾ পশ্চিমবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলার সমতল অঞ্চলে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার কিছু অংশে বাংলা ভাষাভাষীর এই জাতিগোষ্ঠী বসবাস করেন।

◾ এদের প্রধান ধর্মীয় উৎসবগুলো হল - পাঁচকন্যা পূজা, বিষহরি পূজা, বেষমা পূজা, খরা-অনাবৃষ্টি কাটাতে হুদুমা পূজা, ব্যাঙের বিয়ে প্রভৃতি।

◾ এদের ভাষা হল 'কামতাপুরী' বা 'রাজবংশী ভাষা'। এদের ভাওয়াইয়া সঙ্গীত ভারতবর্ষের অন্যতম সুনামধন্য সঙ্গীত।



মুন্ডা উপজাতি:-


◾ ভারতের ঝাড়খন্ড ও ছত্রিশগড় রাজ্যের ছোটনাগপুর অঞ্চল, মধ্যপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে এদের বাস।

◾ মুন্ডা জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে তার নাম মুন্ডারি।

◾ মুন্ডা দের ধর্মীয় দেবতার নাম সিং, বোঙ্গা বা সূর্য।

◾ মুন্ডাদের বিশেষ পছন্দের খাদ্য হচ্ছে ভাত, রুটি, কাঁচা ফল এবং অন্যান্য। এদের খাদ্য তালিকায় ইঁদুর, শামুক, কুচিয়া, কাঁকড়া ইত্যাদি বিদ্যমান।



ভুটিয়া উপজাতি:-


◾ এদের প্রধান ধর্ম বৌদ্ধ ধর্ম।

◾ এরা সাধারণত সিকিমী এবং নেপালী ভাষায় কথা বলে থাকে।

◾ এরা উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং এবং কালিংপঙ-এ বসবাস করে থাকে।

◾ চ্যাং এদের প্রধান সুধারস।



জালিয়া কৈবর্ত জাতি:-


◾ এরা মূলত আসাম, উত্তর-পশ্চিমবঙ্গ, ওড়িশা ও পূর্ব বিহার এবং এর সাথে বাংলাদেশ, নেপাল, ভুটান ও অন্যান্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে এদের উৎপত্তি এবং বসবাস।

◾ জালিয়া কৈবর্ত হল একটি আদিবাসী উপজাতি যা পরবর্তীতে সংস্কৃতায়নের মাধ্যমে হিন্দু বর্ণ বা সম্প্রদায়ে রূপান্তরিত হয়।

◾ এদের প্রধান পেশা মাছ ধরা।



বাগদি জাতি:-


◾ বাগদি (বর্গক্ষত্রিয়) এক প্রকার হিন্দু তপসিলি জাতিবিশেষ।

◾ পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, বীরভূম ইত্যাদি জেলায় প্রচুর সংখ্যায় বাগদিরা বাস করেন।

◾ এদের ভাষা বাংলা।

◾ এরা সাধারণত পেশায় জেলে এবং ভূমিহীন কৃষিশ্রমিক হয়ে থাকে।



মাগ উপজাতি:-


◾ এরা উত্তরবঙ্গে বসবাস করে। এছাড়া এরা ত্রিপুরা রাজ্যেও বসবাস করে। ত্রিপুরা রাজ্যের স্থানীয় জনগণ এদেরকে মগ বা মাঘ বলে ডাকে।

◾ ইয়েনপিউ হল এদের নাটক এবং জাটপিউ হল এদের নৃত্য।

◾ বৌদ্ধ ধর্ম হল এদের প্রধান ধর্ম।



সাঁওতাল উপজাতি:-


◾ দিনাজপুর জেলার বীরগঞ্জ, নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ি, চিরিরবন্দর, কাহারোল এবং রংপুর জেলার পীরগঞ্জে সাঁওতালরা অধিক সংখ্যায় বাস করে।

◾ আদিকাল থেকেই কৃষিকে এরা প্রধান পেশা হিসেবে গ্রহণ করেছে।

◾ সাঁওতাল পুরুষরা আগে সাদা থান কাপড়ের ধুতি পরতেন। বর্তমানে পাঁঞ্চি, ধুতি, পায়জামা, গামছা ব্যবহার করে। নারীরা 'ফতা' নামের দুই খন্ডের কাপড় পরে থাকে।

◾ ভাত সাঁওতালদের প্রধান খাদ্য। মাছ, কাকড়া, শুকর, মোরগ, মুরগি, মাংস এদের খুব প্রিয় খাবার।

◾ সাঁওতালি ভাষায় দেবতাকে বলে 'বোংগা'। এদের প্রধান দেবতা সূর্যদেব। 'করম' হল এদের প্রধান উৎসব।



খাসিয়া উপজাতি:-


◾ পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে বাস করে।

◾ এরা সাধারণত কৃষিকাজ করে থাকে।

◾ ভাত ও মাছ তাদের প্রধান খাদ্য, তাদের মধ্যে কাঁচা সুপারি ও পান খাবার প্রচলন খুব বেশি।

◾ এরা সাধারণত খাসিয়া ভাষায় কথা বলে থাকে।

◾ এদের প্রধান উৎসব হল কর্মা, সোহরাই, সারহুল ইত্যাদি।



নমঃশূদ্র জাতি:-


◾ এই গোষ্ঠীর বিস্তার লক্ষ্য করা যায় মূলত ভারতের পশ্চিমবঙ্গে ও বাংলাদেশে।

◾ এরা সাধারণত হীরা, বালা, বিশ্বাস, মন্ডল, হালদার, হাওলাদার, সরকার, সিকদার, মজুমদার, দাস, রায় ইত্যাদি পদবি ব্যবহার করে।

◾ নমঃশূদ্র জাতিকে 'চন্ডাল জাতি' নামে আখ্যাত করা হয়।



টোটো:-


◾ টোটো হল ভারতের পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার টোটোপাড়া নামক একটি ছোট ছিটমহলে বসবাসকারী একটি উপজাতি গোষ্ঠী।

◾ টোটোপাড়া হিমালয়ের পাদদেশে ভুটান এবং পশ্চিমবঙ্গের সীমান্তরেখার দক্ষিণে (তোর্সা নদীর পশ্চিম তীরে) অবস্থিত।

◾ টোটোদের প্রধান খাবার মারুয়া (বাজরা থেকে তৈরি একধরনের খাবার)।

◾ এছাড়াও টোটোদের খাবারের মধ্যে রয়েছে ভাত, চুরা (চিঁড়ে), দুধ এবং দই, ছাগল, শুকর ও হাঁস-মুরগির মাংস এবং এরা সব ধরনের মাছ খায়।

◾ টোটোরা উঁচু বাঁশের কুঁড়েঘরে বাস করে।

◾ এরা মূলত প্রকৃতির পূজা করে থাকে।

◾ টোটোদের দুটি প্রধান দেবতা রয়েছে, তারা হলেন ইশপা ও চিমা।



Read More...

বাঙালি কবি ও লেখকদের ছদ্মনামের তালিকা

ভারতের কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম তালিকা 2023

হরপ্পা সভ্যতার আবিষ্কৃত স্থান ও আবিষ্কারকগণ

ভারতের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়াম

প্রাচীন ভারতের ইতিহাস রচনায় লিপি ও মুদ্রার গুরুত্ব


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad