Ads Area

ভারতের কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম তালিকা 2023 - ভারতের ভূগোল

ভারতের কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম তালিকা 2023 - ভারতের ভূগোল

ভারতের কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম তালিকা 2023 - ভারতের ভূগোল
ভারতের কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম তালিকা 2023 - ভারতের ভূগোল

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পাঠে আলোচনা করব 2023 অনুযায়ী ভারতের কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম তার একটি সুন্দর তালিকা।

ভারতের কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম তালিকা 2023 থেকে আমরা জানতে পারব এবছর অর্থাৎ 2023 সালে কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম হয়েছে। ভারতের ভূগোল এর এই টপিক থেকে প্রায়ই এইধরনের প্রশ্ন বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির পরীক্ষায় দেখা গেছে। যে কোনো পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আজকের এই ভারতের কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম তালিকা 2023 খুবই সাহায্য করবে। নীচে দেওয়া তালিকাটি অবশ্যই একবার দেখে নিন।



ভারতের ফসলের প্রকারভেদ:-


খারিফ শস্য:

◾ খারিফ শস্য বর্ষার মরসুমে চাষ করা হয় বলে এগুলি বর্ষার ফসল হিসাবেও পরিচিত।

◾ এই ফসলগুলিকে বর্ষার শুরুতে বপন করা হয়।

◾ ধান, ভুট্টা, বাজরা, রাগী, জোয়ার, সয়াবিন, চিনাবাদাম, তুলা ইত্যাদি, এই সবগুলি হল এক ধরনের খারিফ শস্য।



জায়িদ শস্য:

◾ জায়িদ মরসুম হল খারিফ এবং রবি মরসুমের মধ্যেকার সময়ের এক সংক্ষিপ্ত মরসুম।

◾ এই মরসুমে উৎপাদিত হওয়া শস্যগুলি জায়িদ শস্য নামে পরিচিত।

◾ কুমড়ো, শসা, তরমুজ, করলা ইত্যাদি, এই সবগুলি হল এক ধরনের জায়িদ শস্য।



রবি শস্য:

◾ এই শস্যগুলিকে বর্ষার মরসুমের শেষে বা শীতের মরসুমের শুরুতে বপন করা হয়।

◾ এই শস্যগুলি শীতকালীন ফসল হিসাবে পরিচিত।

◾ গম, সরিষা, ডাল, বার্লি ইত্যাদি, এই সবগুলি হল এক ধরনের রবি শস্য।



অর্থকরী ফসল:

◾ একটি অর্থকরী ফসল হল যেটি বাজারে বিক্রি করে লাভের জন্য চাষ করা হয়।

◾ আজ বিশ্বব্যাপী উৎপাদিত অধিকাংশ ফসল জাতীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির জন্য চাষ করা অর্থকরী ফসল।

◾ উন্নয়নশীল দেশগুলোতে উৎপাদিত অর্থকরী ফসলের বেশির ভাগই উন্নত দেশগুলোর কাছে ভালো দামে বিক্রি করা হয়।

◾ সুপরিচিত অর্থকরী ফসলের মধ্যে রয়েছে কফি, চা, কোকো, তুলা এবং আখ।



খাদ্য শস্য:

◾ মানব জনসংখ্যাকে খাওয়ানোর জন্য যে ফসলগুলি ফলানো হয় সেগুলি খাদ্যশস্য হিসাবে পরিচিত।

◾ দেশে প্রচুর খাদ্যশস্য জন্মায়।



তৈলবীজ:

◾ যেসব শস্য থেকে তেল পাওয়া যায়, সেগুলিকে বলে তৈলবীজ।

◾ ভারতের দুই ধরনের তৈলবীজ উৎপন্ন হয়-

1) ভোজ্য তৈলবীজ (সরষে, তিল, চিনাবাদাম, সয়াবিন প্রভৃতি)

2) অভোজ্য তৈলবীজ (তিসি, রেড়ি প্রভৃতি)



তন্তু ফসল:

◾ যেসব শস্য বা ফসল থেকে আঁশ বা তন্তু পাওয়া যায়, সেইসব শস্য তন্তু ফসল নামে পরিচিত।

◾ এই জাতীয় ফসল একবার রোপন করলে মাত্র একবারই ফসল পাওয়া যায়। তাই প্রতিবছর ফসল পাওয়ার জন্য নতুন করে চারাগাছ রোপন করতে হয়। যেমন পাট, তুলো, শন ও মেস্তা।



বাগিচা ফসল:

◾ প্রধানত রপ্তানির উদ্দেশ্যে বৃহদায়তন খামারে প্রচুর মূলধন বিনিয়োগ করে যে ফসল উৎপাদন করা হয়, সেইসব ফসল বাগিচা ফসল নামে পরিচিত।

◾ এই ধরনের ফসল সাধারনত ফল, পানীয় এবং মশলারূপে ব্যবহার করা হয়।

◾ এই জাতীয় ফসলের গাছ একবার রোপন করলে বহুবছর তা থেকে ফসল পাওয়া যায়, যেমন - চা, কফি, রবার, ফল ও মশলা।



ভারতের কোন রাজ্য কোন ফসল উৎপাদনে প্রথম তালিকা 2023


ফসল রাজ্য
ধান পশ্চিমবঙ্গ
গম উত্তর প্রদেশ
জোয়ার মহারাষ্ট্র
বাজরা রাজস্থান
ভুট্টা কর্ণাটক
রাগী কর্ণাটক
বার্লি/যব রাজস্থান
তুর ডাল মধ্যপ্রদেশ
ছোলা মধ্যপ্রদেশ
মুগ ডাল রাজস্থান
তামাক পশ্চিমবঙ্গ
চিনাবাদাম গুজরাট
ক্যাস্টর বীজ গুজরাট
তিল পশ্চিমবঙ্গ
সূর্যমুখী কর্ণাটক
আখ উত্তর প্রদেশ
তুলো গুজরাট
পাট পশ্চিমবঙ্গ
কফি কর্ণাটক
চা আসাম
খাদ্যশস্য উত্তর প্রদেশ
বিমলিল ডাল (Urad) মধ্যপ্রদেশ



Read More...

ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023

পৃথিবীর বৃহত্তম, ক্ষুদ্রতম, উচ্চতম, দীর্ঘতম ও গভীরতম

ভারতের অরণ্য ও স্বাভাবিক উদ্ভিদ - ভারতের স্বাভাবিক উদ্ভিদ প্রশ্ন উত্তর

ভারতের কৃষি - ভারতীয় কৃষির বৈশিষ্ট্য - ভারতীয় কৃষির সমস্যা ও সমাধান

ভারতের মৃত্তিকা, শ্রেণীবিভাগ ও বৈশিষ্ট্য


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad