Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 67

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 67

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 67
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 67

বাংলা জিকে ডায়েরি 📘

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আপনারা পাবেন General Knowledge in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General Knowledge in bengali - Part 67


১। একটি সোনার আংটি ৫০% খাঁটি। এর বিশুদ্ধতা বিকল্পভাবে কিভাবে দেখানো যেতে পারে?

➥ ১২ ক্যারাট।



২। ভারতে আম পাকার জন্য সবথেকে বেশি ব্যবহৃত রাসায়নিক কোনটি?

➥ ক্যালসিয়াম কার্বাইড।



৩। ইঁদুরের বিষের রাসায়নিক নাম কি?

➥ জিঙ্ক ফসফাইড।



৪। পলিকট কিসের কিসের মিশ্রণ?

➥ পলিয়েস্টার ও কটন।



৫। ১৮ ক্যারেট সোনায় খাঁটি সোনার অনুপাত কত?

➥ ৭৫%।

 


৬। 'অফিওলোজি' কোন প্রাণী সংক্রান্ত অধ্যয়ন?

➥ সাপ।



৭। 'বায়ার প্রক্রিয়া' কিসের সঙ্গে সম্পর্কিত?

➥ অ্যালুমিনা উৎপাদন।



৮। প্রাণিজগতের বৃহত্তম ফিলাম কি?

➥ আর্থ্রোপোডা।



৯। অ্যাড্রিনাল গ্রন্থি শরীরের কোন অংশের ওপরে অবস্থিত?

➥ কিডনি।



১০। এক্স-রে কে আবিষ্কার করেন?

➥ উইলহ্যাম কনরাড রন্টজেন।



১১। বিশ্বের প্রথম তৈলচিত্র কোন দেশে পাওয়া গেছে?

➥ আফগানিস্তান (বামিয়ান গুহায়)।



১২। সামবেদের উপবেদকে কি বলা হয়?

➥ গান্ধর্বেদ।



১৩। 'হরবিজয়' কে রচনা করেছিলেন?

➥ রাজঙ্ক রত্নাকর (কৃত্রিম কবিতার যুগের অন্তর্গত একটি মহাকাব্য এটি)।



১৪। কোন বই কৃষ্ণের পূজোকে জনপ্রিয় করেছে?

➥ ভাগবত পুরাণ।



১৫। 'পাউনার আশ্রম' কোন সমাজকর্মীর সঙ্গে সম্পর্কিত?

➥ আচার্য বিনোবা ভাবে।



১৬। কোন ব্রিটিশ অফিসার কানপুরে ১৮৫৭ সালের বিদ্রোহ দমন করেছিলেন?

➥ কলিন ক্যাম্পবেল।



১৭। বাল গঙ্গাধর তিলককে ১৯০৮ সালে কোন অভিযোগে গ্রেফতার করা হয়েছিল?

➥ রাষ্ট্রদ্রোহ।



১৮। কোন বিপ্লবী 'বন্দী জীবন' বইটি রচনা করেছেন?

➥ শচীন্দ্রনাথ সান্যাল।



১৯। শুঙ্গ রাজবংশের শেষ শাসক কে ছিলেন?

➥ দেবভূতি।



২০। শক যুগের সূচনা করেন কোন রাজা?

➥ কণিষ্ক।



২১। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলরেখার দৈর্ঘ্য কত?

➥ ৭,৫১৭ কিলোমিটার।



২২। ভারত-মায়ানমার ফ্রেন্ডশিপ রোড ভারতের কোন রাজ্যকে মায়ানমারের সঙ্গে সংযুক্ত করেছে?

➥ মণিপুর।



২৩। 'রাম সেতু' কোন প্রণালীতে অবস্থিত?

➥ পক প্রণালী।



২৪। ভারতীয় উপকূলীয় জলের প্রধান দূষক কি?

➥ শিল্প বর্জ্য।



২৫। 'ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া' কবে প্রতিষ্ঠিত হয়?

➥ ১৯৮৮।



২৬। ভারতের বৃহত্তম শিপইয়ার্ড কোনটি?

➥ কোচি।



২৭। 'উরি' বাঁধটি জম্মু ও কাশ্মীরের কোন নদীর উপর অবস্থিত?

➥ ঝিলাম।



২৮। পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভের নাম কি?

➥ সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ।



২৯। চাপড়ামারি বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

➥ জলপাইগুড়ি।



আরো পড়ুন...

General knowledge in bengali

ব্রিটিশ শাসনাধীন সময় স্থাপিত উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক সংগঠন

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান গণের সরকারি বাসভবন তালিকা

কয়েকটি ছত্রাকজাত অ্যান্টিবায়োটিকের এবং কয়েকটি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিকের উৎস ও ব্যবহার

ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এবং আঞ্চলিক নৃত্য



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad