জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 68
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 68 |
বাংলা জিকে ডায়েরি 📘
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৮টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আপনারা পাবেন General Knowledge in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General Knowledge in bengali - Part 68
১। 'হাইপোগ্লাইসেমিয়া' ও 'হাইপারগ্লাইসেমিয়া' শব্দদুটি কিসের সঙ্গে সম্পর্কিত?
➥ ব্লাড সুগার ('হাইপোগ।লাইসেমিয়া' হল লো ব্লাড সুগার ও 'হাইপারগ্লাইসেমিয়া' হল হাই ব্লাড সুগার)।
২। প্রথম মানুষের পাকস্থলীতে পরিপাক প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন কে?
➥ মার্কিন সেনাবাহিনীর সার্জন উইলিয়াম বিউমন্ট।
৩। সবুজ শৈবাল কোন নামে পরিচিত?
➥ ক্লোরোফাইসি।
৪। কোন রঙে সালোকসংশ্লেষের হার সবথেকে বেশি?
➥ লাল।
৫। 'অ্যানকিলোস্টোমিয়াসিস' রোগের কারণ কি?
➥ হুকওয়ার্ম।
৬। 'ল্যাকটোমিটার' (দুধের নমুনার বিশুদ্ধতা নির্ণয় করতে ব্যবহৃত) ও 'হাইড্রোমিটার' (তরল পদার্থের ঘনত্ব নির্ণয় করতে ব্যবহৃত) কোন নীতির উপর ভিত্তি করে তৈরি?
➥ আর্কিমিডিস।
৭। একটি মিউজিকাল নোটের গুণমান কিসের উপর নির্ভর করে?
➥ হরমোনিক্সের উপস্থিতির উপর।
৮। কোন মেসোপটেমীয় সভ্যতার একজন মহিলা, যিনি বিশ্বের প্রথম নথিভুক্ত রসায়নবিদ হিসেবেও পরিচিত?
➥ তাপ্পুতি বা, তাপ্পুতি বেলাতেকাল্লিম।
৯। কোন প্রতীক গৌতম বুদ্ধের নির্বাণকে নির্দেশ করে?
➥ বোধিবৃক্ষ।
১০। কোন রাজবংশের শাসকরা 'দেবপুত্র' উপাধি গ্রহণ করেছিলেন?
➥ কুষাণ।
১১। 'সুদর্শন হ্রদ' কোন রাজার আমলে খনন করা হয়?
➥ চন্দ্রগুপ্ত মৌর্য।
১২। সিদ্ধশীল নীতির কথা কোন ধর্মে বলা হয়েছে?
➥ জৈন ধর্ম।
১৩। সুলতানি আমলে 'দিওয়ান-ই-উইজারাত' নামে অর্থ বিভাগের প্রধান কে ছিলেন?
➥ ওয়াজির।
১৪। যুদ্ধবিমান 'এনোলা গে' কীসের সঙ্গে যুক্ত?
➥ হিরোশিমা বোমা হামলা (এটি একটি বোয়িং বি-২৯ সুপারফরট্রেস বোমারু বিমান)।
১৫। চিনের মহাপ্রাচীর কোন শাসকের আমলে তৈরি হয়েছিল?
➥ কিন শি হুয়াং।
১৬। ভারতের প্রাচীন শিল্প ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে 'ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট' কে প্রতিষ্ঠা করেছিলেন?
➥ অবনীন্দ্রনাথ ঠাকুর।
১৭। 'আধুনিক ভারতের নির্মাতা' কাকে বলা হয়?
➥ রাম মোহন রায়'কে।
১৮। 'এরিভারিয়া' চোল প্রশাসনকে কিসের প্রতিনিধিত্ব করে?
➥ ট্যাঙ্ক কমিটি।
১৯। দাক্ষিণাত্যের মালভূমির প্রধান ফসল কোনটি?
➥ কটন।
২০। মুম্বইয়ের 'থানে ক্রিক অভয়ারণ্য'এর কোন অংশটি ম্যানগ্রোভ আচ্ছাদনের অধীনে রয়েছে?
➥ পশ্চিম অংশ।
২১। ভারতে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?
➥ নীলগিরি।
২২। নেপালের কোন জাতীয় উদ্যানটি ভারতের 'বাল্মীকি জাতীয় উদ্যান'এর সম্প্রসারণ?
➥ চিতওয়ান জাতীয় উদ্যান।
২৩। ভারতের সুবর্ণ চতুষ্কোণ প্রকল্পে যোগদানকারী শহরগুলি কোনগুলি?
➥ দিল্লি, মুম্বই, চেন্নাই, কলকাতা।
২৪। ভারতের কোন রাজ্য 'চিনির বাটি' নামে পরিচিত?
➥ উত্তর প্রদেশ।
২৫। মাটির ক্ষয় কিসের মাধ্যমে বন্ধ করা যায়?
➥ বনায়ন।
২৬। 'বক্সা' পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
➥ সাংচুলি।
২৭। 'দ্বারকেশ্বর' নদী কোন স্থান থেকে উৎপত্তি লাভ করেছে?
➥ পুরুলিয়া জেলার তিলবনি উচ্চভূমি থেকে।
২৮। 'কংসাবতী' নদী কোন নদীর সঙ্গে মিলিত হয়েছে?
➥ হুগলী নদী।
আরো পড়ুন...
➜ General Knowledge in bengali - Part 67
➜ General Knowledge in bengali - Part 66
➜ General Knowledge in bengali - Part 65
➜ General Knowledge in bengali - Part 64
➜ General Knowledge in bengali - Part 63
Please do not enter any spam link in the comment box.