জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 | General Knowledge Questions Answers in bengali - Part 63
![]() |
General Knowledge Questions Answers in bengali - Part 63 |
বাংলা জিকে ডায়েরি 📘
General Knowledge Questions Answers in bengali এর এই পর্বে চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ৩০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।
General Knowledge Questions Answers in bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আপনারা পাবেন General Knowledge Questions Answers in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 নিয়ে আলোচনা করেছি। এই General Knowledge Questions Answers in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।
General Knowledge Questions Answers in bengali
১। চোখের কোন অংশ তারারন্ধ্রকে ছোট ও বড় হতে সাহায্য করে?
➥ আইরিস
২। আতা কোন জাতীয় ফল?
➥ গুচ্ছিত
৩। কোন স্তর থেকে হৃৎপিণ্ডের কপাটিকা তৈরি হয়?
➥ মেসোকার্ডিয়াম
৪। উটের কুঁজ কিসের গঠন?
➥ অ্যাডিপোজ কলা
৫। কোন উদ্ভিদে পত্ররন্ধ্র থাকে না?
➥ নিমজ্জিত উদ্ভিদে
৬। জলের খরতা স্থায়ীভাবে দূর করার জন্য কোন কোন দ্রব্য ব্যবহার করা হয়?
➥ কলিচুন ও সোডিয়াম কার্বনেট
৭। 'অয়েল অফ মিরাবেন' কাকে বলে?
➥ নাইট্রোবেঞ্জিন
৮। পরীক্ষাগারে বিকারক রূপে কোন লবণ ব্যবহার করা হয়?
➥ সোডিয়াম কার্বনেট
৯। কোন পর্যায়ের সবগুলি মৌলই তেজস্ক্রিয়?
➥ সপ্তম পর্যায়ের
১০। মোলার আয়তনের মান কিসের উপর নির্ভরশীল?
➥ গ্যাসের চাপ ও উষ্ণতার উপর
১১। ভারতের কোন বিদেশী শাসনকর্তারা 'ক্ষত্রপ' উপাধি ধারণ করেন?
➥ উত্তর-পশ্চিম ভারতের শক শাসনকর্তারা
১২। রণজিৎ সিংহ কোন মিসলের অধিপতি ছিলেন?
➥ সুকারচুকিয়া
১৩। ১৮৭৭ সালে ভারতের প্রথম শ্রমিক ধর্মঘট কোথায় হয়েছিল?
➥ নাগপুর
১৪। 'পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ দফতর' কার আমলে স্থাপিত হয়?
➥ লর্ড ডালহৌসি
১৫। 'দাক্ষিণাত্য হাঙ্গামা' কোন বছর শুরু হয়?
➥ ১৮৭৫ সাল
১৬। বাঘা যতীন কোন যুদ্ধে মারা যান?
➥ বুড়িবালামের যুদ্ধ
১৭। গদর পার্টি কোথায় তৈরি হয়েছিল?
➥ সানফ্রান্সিসকো
১৮। বাবা রামচন্দ্র কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন?
➥ কৃষক আন্দোলন
১৯। কোন আন্দোলনের মাধ্যমে জওহরলাল নেহেরু রাজনীতিতে প্রবেশ করেন?
➥ হোমরুল আন্দোলন
২০। ভারতীয়রা কত সাল থেকে 'সিভিল সার্ভিস পরীক্ষা' দেওয়ার অধিকার পেয়েছিলেন?
➥ ১৮৮৫
২১। ভারতে কোন ধরনের খামার চাষ হয়?
➥ নিবিড় পদ্ধতির
২২। ভারতের কোন অঞ্চলে প্রথম খনিজ তৈল পাওয়া যায়?
➥ উত্তর-পূর্ব অসমে
২৩। ভারতে কবে পাটশিল্পের সূচনা হয়?
➥ ১৮৫৫ সালে
২৪। 'ভারতের রাঢ়' কাকে বলে?
➥ দুর্গাপুরকে
২৫। ভারতের কোন শহরকে 'মূলধনের শহর' বলে?
➥ মুম্বই
২৬। প্রতিটি অক্ষরেখাকে প্রতিটি দ্রাঘিমারেখা কিভাবে ছেদ করেছে?
➥ লম্বভাবে
২৭। কোন পর্বতশ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করেছে?
➥ পীরপাঞ্জল পর্বতশ্রেণী
২৮। 'বক্সা-জয়ন্তী' পাহাড় কোন শিলায় গঠিত?
➥ পাললিক শিলা
২৯। 'ব্রাহ্মণী জলপ্রপাত' কোন পাহাড়ে আছে?
➥ অযোধ্যা পাহাড়
৩০। কিসের প্রভাবে কাশ্মীরে শীতকালে বৃষ্টিপাত হয়?
➥ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে
আরো পড়ুন...
➜ General knowledge in bengali with answers
➜ ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ জিকে প্রশ্ন ও উত্তর
➜ ভারতের বিখ্যাত মন্দির জিকে প্রশ্ন ও উত্তর
➜ Flok Dances of India - GK Questions in Bengali
➜ এসএসসি এমটিএস জিকে প্রশ্ন উত্তর
Please do not enter any spam link in the comment box.