Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 | General Knowledge Questions Answers in bengali - Part 62

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 | General Knowledge Questions Answers in bengali - Part 62

General Knowledge Questions Answers in bengali - Part 62
General Knowledge Questions Answers in bengali - Part 62

বাংলা জিকে ডায়েরি 📘

General Knowledge Questions Answers in bengali এর এই পর্বে চাকরির পরীক্ষার জন্য বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


General Knowledge Questions Answers in bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আপনারা পাবেন General Knowledge Questions Answers in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর 2023 নিয়ে আলোচনা করেছি। এই General Knowledge Questions Answers in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General Knowledge Questions Answers in bengali


১। ইলেকট্রিক প্রেস, হিটার, ইলেকট্রিক কেটলি প্রভৃতি কোন উপাদান দিয়ে তৈরি?

➥ নাইক্রোম



২। শব্দের তীক্ষ্ণতার মাধ্যমে কি নির্ধারিত হয়?

➥ শব্দের তরঙ্গদৈর্ঘ্য



৩। পৃথিবীর পৃষ্ঠের কাছাকাছি একটি উপগ্রহ প্রদক্ষিণ করার সময়কাল কত?

➥ ৮৪.৬ মিনিট



৪। পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত?

➥ ০.০৪%



৫। প্রকৃতিতে বিপুলসংখ্যক জৈব যৌগের উপস্থিতির কারণ কি?

➥ কার্বনের ক্যাটিনেশন বৈশিষ্ট্য



৬। ভিটামিন 'বি১২'এর মূল উপাদান কোন ধাতু?

➥ কোবাল্ট



৭। 'ডিনামাইট'এর আবিষ্কারক কে?

➥ আলফ্রেড বার্নহার্ড নোবেল



৮। জীববিজ্ঞানের একটি শাখা 'লেপিডোপ্টেরোলজি' কোন বিষয় নিয়ে কাজ করে?

➥ মথ ও প্রজাপতি



৯। রাস্তা পারাপারের সময় ভয় পাওয়াকে কী বলে?

➥ অ্যাপিরোফোবিয়া



১০। আধুনিক ভারতের প্রথম গণ আন্দোলন কোনটি?

➥ স্বদেশী আন্দোলন



১১। আম্বেদকর কোন সম্প্রদায়ের মানুষ ছিলেন?

➥ মাহার



১২। অসমে 'ভারত ছাড়ো আন্দোলন'এ কোন নারী উল্লেখযোগ্য ভূমিকা নেন?

➥ কনকলতা বড়ুয়া



১৩। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন কে?

➥ জাঁ-ফ্রাঁসোয়া জারিজ



১৪। কোন সভ্যতাকে সামগ্রিকভাবে 'সিন্ধু-সরস্বতী' বলা হয়?

➥ হরপ্পা সভ্যতা



১৫। দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজনপদ কোনটি?

➥ অশ্মক



১৬। কনিষ্কের গলা কাটা মূর্তি কোথায় পাওয়া গেছে?

➥ মথুরা



১৭। বিষ্ণুর বাহন গরুড়ের প্রতিকৃতি যুক্ত মুদ্রা কে চালু করেছিলেন?

➥ দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৌর্য



১৮। মামুদ কোন মন্দির লুণ্ঠন করেছিলেন?

➥ গুজরাতের সোমনাথ মন্দির



১৯। উজ্জয়িনীর মহাকাল মন্দিরটি কে ধ্বংস করেছিলেন?

➥ ইলতুৎমিস



২০। কোন সিস্টেমে সবথেকে ভালো মানের কয়লা পাওয়া যায়?

➥ গন্ডোয়ানা (এখানে প্রায় ৯৮% কয়লা [অ্যানথ্রাসাইট ও বিটুমিনাস] পাওয়া যায়)



২১। 'ন্যাশনাল রিভার কনজারভেশন ডিরেক্টরেট'এর কার্যাবলী পর্যবেক্ষণ করে কোন মন্ত্রক?

➥ পরিবেশ ও বন মন্ত্রক



২২। কোন ভৌগলিক শব্দটি 'তিন দিকে জল দ্বারা বেষ্টিত ভূমি'র সঙ্গে সম্পর্কিত?

➥ উপদ্বীপ



২৩। বিশ্বের বৃহত্তম উপদ্বীপ কোনটি?

➥ আরব



২৪। সিন্ধু নদীর মাধ্যমে সৃষ্ট গিরিপথ কোনটি?

➥ বানিহাল



২৫। কোন খনিজের আরেকটি নাম 'বাদামি হীরা'?

➥ লিগনাইট



২৬। ভারতের প্রাচীনতম লৌহ ও ইস্পাত কোম্পানি কোনটি?

➥ টিসকো



২৭। কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম 'তিস্তা'?

➥ লাচেন ও লাচুং



২৮। তিনবিঘা করিডোর কোথায় অবস্থিত?

➥ পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বাংলাদেশ সীমান্তে



২৯। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়?

➥ পুরুলিয়া




আরো পড়ুন...

General knowledge in bengali with answers

বিভিন্ন খেলাধুলায় খেলোয়াড়ের সংখ্যা

বিভিন্ন খেলাধুলায় মাঠের নাম'এর তালিকা

বিবিধ খেলার বিভিন্ন বিষয়ের পরিমাপ সংক্রান্ত তথ্যাবলী

Regional Rural Bank | বিভিন্ন গ্রামীণ ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad