Ads Area

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023 - October 2023 Monthly Current Affairs in Bengali

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023 - October 2023 Monthly Current Affairs in Bengali

October 2023 Monthly Current Affairs in Bengali
October 2023 Monthly Current Affairs in Bengali


বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় বন্ধুরা,
কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023 - October 2023 Monthly Current Affairs in Bengali তে থাকছে ১৮২টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023।

October 2023 Monthly Current Affairs in Bengali - এই পোস্টে আপনাদের জন্য অক্টোবর ২০২৩ এর গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি বিশেষ ভূমিকা পালন করবে। আমরা সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী Monthly Current Affairs in Bengali আপনাদের জন্য নিয়ে আসার।



October 2023 Monthly Current Affairs in Bengali



১) ভারতে প্রথম ইউপিআই এটিএম চালু করল কারা?

উত্তরঃ- হিতাচি পেমেন্ট সার্ভিসেস।


২) 'আইসিআইসিআই ব্যাঙ্ক'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে?

উত্তরঃ- সন্দীপ বক্সি।


৩) 'বিশ্বকর্মা যোজনা'র আওতায় ঋণের ওপর কত শতাংশ ভর্তুকি দেবে সরকার?

উত্তরঃ- ৮%।


৪) ৫ বছরের জন্য 'পেটিএম'এর নতুন সংবিধিবদ্ধ নিরীক্ষক হিসাবে নিযুক্ত হল কারা?

উত্তরঃ- এস.আর.বাটলিবোই অ্যান্ড অ্যাসোসিয়েটস এলএলপি।


৫) কোন বিমা কোম্পানি 'প্ল্যাটিনাম হেলথ প্ল্যান' আনল?

উত্তরঃ- অ্যাকো।


৬) শীর্ষস্থানীয় লুব্রিক্যান্ট ব্র্যান্ড 'মোবিল'এর প্রচারদূত হলেন কে?

উত্তরঃ- বলিউড অভিনেতা হৃতিক রোশন।


৭) ভারতের কোন রাজ্য সরকার 'মুখ্যমন্ত্রী সম্পূর্ণা পুষ্টি যোজনা' চালু করল?

উত্তরঃ- ওড়িশা


৮) 'এনফোর্সমেন্ট ডিরেক্টরেট'এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- রাহুল নবীন।


৯) 'অ্যালকেম ল্যাবরেটরিস লিমিটেড'এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- ড. বিকাশ গুপ্তা।


১০) শ্রীলঙ্কায়, ভারতের নতুন হাইকমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- সন্তোষ ঝা।


১১) ফুটবলের প্রচারের লক্ষ্যে, স্পেনের পেশাদার ফুটবল লিগ 'লা লিগা'র সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো কোন রাজ্য?

উত্তরঃ- পশ্চিমবঙ্গ।


১২) বিশ্বের বিখ্যাত পত্রিকা 'টাইম'এর তরফ থেকে প্রকাশিত 'বিশ্বের সেরা সংস্থা ২০২৩'এর তালিকায় একমাত্র ভারতীয় সংস্থা হিসেবে প্রথম ১০০-র মধ্যে জায়গা করে নিল কারা?

উত্তরঃ- ইনফোসিস।


১৩) 'বিশ্ব ওজন দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ১৬ সেপ্টেম্বর।


১৪) 'মাস্টারকার্ড ইন্ডিয়া'র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- রজনীশ কুমার।


১৫) কে 'আয়ুষ্মান ভব' অভিযানের সূচনা করলেন?

উত্তরঃ- দ্রৌপদী মুর্মু।


১৬) পুনেতে, মর্যাদাপূর্ণ 'ড.এ.এম. গোখলে পুরস্কার' পেলেন ভারতীয় সেনাবাহিনীর কোন চিকিৎসক?

উত্তরঃ- সঞ্জয় কুমার মিশ্র।


১৭) ফ্রান্স সরকারের তরফ থেকে, মর্যাদাপূর্ণ 'নাইট অফ দ্য অর্ডার অফ আর্টস অ্যান্ড লেটার্স' পেলেন কে?

উত্তরঃ- বিখ্যাত ভারতীয় ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্র।


১৮) 'অডিট ব্যুরো অফ সার্কুলেশনস'এর চেয়ারম্যান হলেন কে?

উত্তরঃ- শ্রীনিবাসন কে. স্বামী।



১৯) ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল এর তরফ থেকে, প্ল্যাটিনাম রেটিং-সহ 'গ্রীন রেলওয়ে স্টেশন' সার্টিফিকেট পেল কোন স্টেশন?

উত্তরঃ- অন্ধ্রপ্রদেশের 'বিজয়ওয়াড়া জংশন রেলওয়ে স্টেশন'


২০) 'হিন্দি দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ১৪ সেপ্টেম্বর।


২১) সম্প্রতি প্রয়াত উস্তাদ আলি জাকি হাদের (৫০ বছর) কোন বাদ্যযন্ত্রের পারদর্শী ছিলেন?

উত্তরঃ- রুদ্র বীণা


২২) 'ন্যাসকম'এর ভাইস-চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- সিন্ধু গঙ্গাধরন।


২৩) 'জীবনকৃতি সম্মান-আকাদেমিয়া' পেলেন কে?

উত্তরঃ- 'জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়'এর ভাইস চ্যান্সেলর অধ্যাপিকা নাজমা আখতার।


২৪) ভারতের কোন রাজ্য 'কালাইগনার মাগালির উরিমাই থোপাই থিত্তম' নামে নারী অধিকার তহবিল চালু করল?

উত্তরঃ- তামিলনাড়ু।


২৫) 'বিশ্ব গণ্ডার দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২২ সেপ্টেম্বর।


২৬) ভারতের কোন রাজ্য সরকার 'মুখ্যমন্ত্রী শ্রমিক কল্যাণ যোজনা' চালু করল?

উত্তরঃ- অরুণাচল প্রদেশ।


২৭) ২০২৭ সালে 'ইন্টারন্যাশনাল কংগ্রেস অন কেমিস্ট্রি অফ সিমেন্ট' কনফারেন্স আয়োজন করবে কোন দেশ?

উত্তরঃ- ভারত।


২৮) ভারতের কোন রাজ্য সরকার ২৯ জুন দিনটিকে, 'ব্যবসায়ী কল্যাণ দিবস' হিসাবে পালনের সিদ্ধান্ত নিল?

উত্তরঃ- উত্তর প্রদেশ।


২৯) কোন কোম্পানি 'মেটাভার্স'এ, ভারতের প্রথম ভার্চুয়াল জুয়েলারি শোরুম চালু করল?

উত্তরঃ- সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস (এটির নাম 'সেনকোভার্স)।


৩০) ২০২৪ সালে 'প্রজাতন্ত্র দিবস'এর কুচকাওয়াজে প্রধান অতিথি হিসাবে ভারত কাকে আমন্ত্রণ জানিয়েছে?

উত্তরঃ- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।


৩১) বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ক্ষেত্রে 'রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার' নামে একটি নতুন জাতীয় পুরস্কার চালু করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। ক'টি বিভাগে এই পুরস্কার দেওয়া হবে?

উত্তরঃ- ৪।


৩২) সম্প্রতি প্রয়াত অখিল মিশ্র (৬৭ বছর) কে ছিলেন?

উত্তরঃ- অভিনেতা।


৩৩) 'আন্তর্জাতিক শান্তি দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২১ সেপ্টেম্বর।


৩৪) দেশের গ্রামীণ যুব সম্প্রদায়ের জন্য 'স্কিলস অন হুইলস' নামে একটি বিশেষ উদ্যোগ চালু করলেন কে?

উত্তরঃ- কেন্দ্রীয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।


৩৫) ভারতে এই প্রথম রূপান্তরকামী সম্প্রদায়ের মানুষদের জন্য 'আউটপেশেন্ট ডিপার্টমেন্ট' (ওপিডি) চালু করল কোন হসপিটাল?

উত্তরঃ- দিল্লির 'রাম মনোহর লোহিয়া হসপিটাল'।


৩৬) প্রথম এশিয়ান যৌথ সামরিক মহড়া কোথায় হয়েছে?

উত্তরঃ- ইন্দোনেশিয়া।


৩৭) ভারতের পুরনো সংসদ ভবনের নতুন নাম কি?

উত্তরঃ- সংবিধান সদন।


৩৮) ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এবছরের সেপ্টেম্বরে সামুদ্রিক নিরাপত্তা ও সচেতনতা জোরদার করতে কোন উপকূলীয় নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে?

উত্তরঃ- অপারেশন সজাগ।


৩৯) 'পেঙ্গুইন রেন্ডম হাউজ'এর স্থায়ী চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- নীহার মালব্য।


৪০) 'বিশ্ব অ্যালঝাইমার্স দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২১ সেপ্টেম্বর।


৪১) কে ওমকারেশ্বরে, আদি শঙ্করাচার্যের ১০৮ ফুট লম্বা মূর্তির উন্মোচন করলেন?

উত্তরঃ- মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।


৪২) সম্প্রতি লোকসভায় পাশ হলো ঐতিহাসিক মহিলা সংরক্ষণ বিল। বিলটির নাম কি?

উত্তরঃ- নারী শক্তি বন্দন অধিনিয়ম।


৪৩) কে নয়াদিল্লিতে, এশিয়া প্যাসিফিক মানবাধিকার ফোরামের সভা উদ্বোধন করেছেন?

উত্তরঃ- রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।


৪৪) কেন্দ্রীয় সরকারের চালু করা 'কিষান ঋণ পোর্টাল'এর উদ্দেশ্য কি?

উত্তরঃ- কৃষকদের 'কিষান ক্রেডিট কার্ড'এর অধীনে ভর্তুকিযুক্ত ঋণ প্রদান।


৪৫) গুজরাট উপকূলের ভাবনগর জেলার আলং শহরের কাছে খাম্বাত উপসাগর থেকে কোন বিরল ধাতব পদার্থ আবিষ্কার করেছেন 'জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র বিজ্ঞানীরা?

উত্তরঃ- ভ্যানাডিয়াম।


৪৬) দক্ষিণ আফ্রিকার কোন জায়গায় ৩ বছর পর এবছরের সেপ্টেম্বরে 'গান্ধী ওয়াক' আবার শুরু হয়েছে?

উত্তরঃ- জোয়ানেসবার্গ


৪৭) 'ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার প্রোভাইডারস অ্যাসোসিয়েশন'এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- ধনঞ্জয় যোশী।


৪৮) সিঙ্গাপুরের মর্যাদাপূর্ণ 'লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ' পেলেন কে?

উত্তরঃ- অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (জনসেবায় বিশিষ্ট অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান পেলেন তিনি)।


৪৯) জম্মু ও কাশ্মীরের 'উধমপুর রেল স্টেশন'এর নতুন নাম কি?

উত্তরঃ- শহীদ ক্যাপ্টেন তুষার মহাজন রেলওয়ে স্টেশন (শহীদ ক্যাপ্টেন তুষার মহাজনের নামে এই নামকরণ করা হয়েছে)।


৫০) সম্প্রতি 'ইউনেস্কো'র বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত হল 'হোয়াসালা' রাজবংশের বিশেষ স্থাপত্যের ৩টি মন্দির। এগুলি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ- কর্ণাটক।


৫১) ভারত কোন দেশের কাছে জি-২০ প্রেসিডেন্সি হস্তান্তর করেছে?

উত্তরঃ- ব্রাজিল।


৫২) কিরীটেশ্বরী সম্প্রতি 'ভারতের সেরা পর্যটন গ্রাম' হিসাবে নির্বাচিত হয়েছে। এটি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

উত্তরঃ- মুর্শিদাবাদ।


৫৩) কাজী ফয়েজ ইসা কোন দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন?

উত্তরঃ- পাকিস্তান।


৫৪) এবছর 'নরম্যান ই বোরলাগ অ্যাওয়ার্ড ফর ফিল্ড রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন' পেলেন কে?

উত্তরঃ- ওড়িয়া বিজ্ঞানী ড. স্বাতী নায়ক।


৫৫) এবছর আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ স্পন্সর করবে কোন কোম্পানি?

উত্তরঃ- মাহিন্দ্রা


৫৬) এ বছর আইএসএসএফ বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে সোনার পদক পেলেন কে?

উত্তরঃ- ভারতীয় শুটার এলাভেনিল ভালারিভান।


৫৭) এবছর 'পথশিশুদের জন্য ক্রিকেট বিশ্বকাপ' কোথায় হয়েছে?

উত্তরঃ- চেন্নাই।


৫৮) ভারতের ৩৭ তম 'জাতীয় গেমস'এর থিম সঙ্গীতে কন্ঠ দিয়েছেন কোন অভিনেতা?

উত্তরঃ- অমিতাভ বচ্চন।


৫৯) ২০২৪ সালে উদ্বোধনী 'জায়েদ চ্যারিটি ম্যারাথন' আয়োজন করবে কোন রাজ্য?

উত্তরঃ- কেরল।


৬০) এবছর 'এশিয়া কাপ' জিতল কোন দল?

উত্তরঃ- ভারত (শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে)।


৬১) ভারতীয় ফুটবল দলের বিশ্বব্যাপী অংশীদার ও অফিসিয়াল এয়ারলাইন হল কারা?

উত্তরঃ- ইন্ডিগো।


৬২) এবছর পুরুষদের ক্রিকেট বিশ্বকাপের থিম গান 'দিল জশন বোলে'তে সুর দিয়েছেন কে?

উত্তরঃ- প্রীতম।


৬৩) মার্কিন যুক্তরাষ্ট্রের কোন ৩টি শহরকে ২০২৪ সালের 'আইসিসি পুরুষ টোয়েন্টি-২০ বিশ্বকাপ'এর জায়গা হিসেবে স্বীকৃতি দিল 'আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল'?

উত্তরঃ- ডালাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্ক।


৬৪) ভারতে 'হোয়াটসঅ্যাপ বিজনেস' মেসেজিংয়ের জন্য ইউপিআই পেমেন্ট চালু করল 'মেটা'। এজন্য কোন কোন প্ল্যাটফর্মের সঙ্গে অংশীদারিত্ব করেছে 'হোয়াটসঅ্যাপ'?

উত্তরঃ- 'রাজোরপে' ও 'পেইউ'।


৬৫) কান্তার ব্র্যান্ডজ শীর্ষ ৭৫ সবথেকে মূল্যবান ভারতীয় ব্র্যান্ডস রিপোর্টে ভারতের সবথেকে মূল্যবান ব্র্যান্ডের তকমা পেল কারা?

উত্তরঃ- টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (সংস্থাটির ব্র্যান্ড ভ্যালু ৪২,৮৬৯ বিলিয়ন মার্কিন ডলার)।


৬৬) 'ইন্টেল ইন্ডিয়া'র প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- গোকুল সুব্রমনিয়াম।


৬৭) ভারতের প্রথম কোন রাজ্য সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য স্বতঃপ্রণোদিত জন্ম নিবন্ধন প্রক্রিয়া কার্যকর করল?

উত্তরঃ- উত্তর প্রদেশ।


৬৮) কে নয়াদিল্লিতে, প্রধানমন্ত্রী কিষাণ এআই চ্যাটবট (কিষাণ ই-মিত্র) চালু করলেন?

উত্তরঃ- কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী কৈলাস চৌধুরী।


৬৯) "বিশ্ব পরিবেশ স্বাস্থ্য দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২৬ সেপ্টেম্বর।


৭০) 'ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার'এর ডিরেক্টর এখন কে?

উত্তরঃ- বিবেক ভাসিন।


৭১) ওড়িশা বিধানসভার প্রথম মহিলা অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হলেন কে?

উত্তরঃ- প্রমিলা মালিক।


৭২) উত্তরাখণ্ডের কোন দুটি জেলাকে 'স্বদেশ দর্শন যোজনা ২.০' প্রকল্পের অন্তর্ভুক্ত করল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক?

উত্তরঃ- চম্পাবত ও পিথোরাগড়।


৭৩) কোন দেশের সংসদে ১,০০০ বছরের পুরনো ২টি ভিনগ্রহীর মৃতদেহ প্রদর্শন করা হয়েছে?

উত্তরঃ- মেক্সিকো।


৭৪) 'ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া'র তরফ থেকে 'খাদ্য প্রাণী' তকমা পেল উত্তর-পূর্ব ভারতের কোন পশু?

উত্তরঃ- মিথুন।


৭৫) গত ৫৩ বছরের মধ্যে এই প্রথম হংকংকে হারিয়ে, বিশ্বের সবথেকে মুক্ত অর্থনীতির দেশের শিরোপা পেল কারা?

উত্তরঃ- সিঙ্গাপুর।


৭৬) 'সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট'এর প্রেসিডেন্ট পদে মনোনীত হলেন কে?

উত্তরঃ- সুরেশ গোপী।


৭৭) দেশের চতুর্থ (উত্তর প্রদেশ, উত্তরাখন্ড ও অরুনাচল প্রদেশের পর) রাজ্য হিসাবে ই-মন্ত্রীসেবা ব্যবস্থা চালু করল কারা?

উত্তরঃ- ত্রিপুরা।


৭৮) মধ্যপ্রদেশ সরকারের তরফ থেকে, মর্যাদাপূর্ণ 'একলব্য পুরস্কার' পেলেন কে?

উত্তরঃ- পালক শর্মা (ডাইভিংয়ে ব্যতিক্রমী কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে)।


৭৯) ভারতের প্রথম 'লাইটহাউস উৎসব' কোথায় শুরু হয়েছে?

উত্তরঃ- গোয়া।


৮০) কোন দেশের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার ঘোষণা করল চীন?

উত্তরঃ- সিরিয়া।


৮১) 'অন্ত্যোদয় দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২৫ সেপ্টেম্বর।


৮২) সচিবালয়ের কাজগুলিকে দ্রুত ও স্বচ্ছভাবে নিষ্পত্তি করতে, একটি 'অফিসার ডেস্ক সিস্টেম' চালু করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য?

উত্তরঃ- উত্তর প্রদেশ।


৮৩) কোন দেশে বিশ্বের প্রাচীনতম কাঠের কাঠামো আবিষ্কার করেছেন প্রত্নতত্ত্ববিদরা?

উত্তরঃ- জাম্বিয়া।


৮৪) 'ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল' কোন রাজ্যের জলাশয়ে চলাচলকারী ক্রুজ জাহাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে?

উত্তরঃ- মধ্যপ্রদেশ।


৮৫) ভারতের কোন রাজ্যের 'বিশ্বনাথ ঘাট'কে দেশের সেরা পর্যটন গ্রামের মর্যাদা দিল কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক?

উত্তরঃ- অসম।


৮৬) কোন দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বারাক ট্যাঙ্ক উন্মোচন করেছে?

উত্তরঃ- ইজরায়েল।


৮৭) কোন দেশের প্রাক্তন প্রেসিডেন্ট জর্জিও নাপোলিটানো (৯৮ বছর) সম্প্রতি মারা গেলেন?

উত্তরঃ- ইতালি।


৮৮) ভারতের কোন প্রাক্তন রাষ্ট্রপতির নামানুসারে একটি সামুদ্রিক টার্ডিগ্রেড প্রজাতির নামকরণ করা হয়েছে?

উত্তরঃ- এপিজে আবদুল কালাম (এর নামকরণ করা হয়েছে 'ব্যাটিলিপস কালামি')।


৮৯) 'ফ্রি ফ্রম ফুড' অনুষ্ঠান সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তরঃ- দুবাই।


৯০) প্রথম ভারতীয় পর্বতারোহী হিসাবে, এই মরশুমে বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 'মাউন্ট মানাসলু' জয় করলেন কে?

উত্তরঃ- সুনীল কুমার।


৯১) মধ্য প্রদেশের সপ্তম বাঘ সংরক্ষণাগার কোনটি?

উত্তরঃ- বীরাঙ্গনা দুর্গাবতী বাঘ সংরক্ষণাগার।


৯২) সম্প্রতি প্রয়াত মানকম্বু সম্বাসিবন স্বামীনাথন (৯৮ বছর) কোন বিপ্লবের জনক ছিলেন?

উত্তরঃ- সবুজ।


৯৩) কে দিল্লির 'কর্তব্য পথ'এ, ভারতের প্রথম সবুজ হাইড্রোজেন ফুয়েল সেল বাসের উদ্বোধন করলেন?

উত্তরঃ- কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস আর আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি।


৯৪) 'আন্তর্জাতিক অনুবাদ দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ৩০ সেপ্টেম্বর।


৯৫) প্রথম দেশীয়ভাবে তৈরি সাবমেরিন 'হাইকুন' উন্মোচন করল কারা?

উত্তরঃ- তাইওয়ান।


৯৬) ৭৫ দিন ব্যাপী ভারতীয় ভাষা উৎসব কোথায় শুরু হয়েছে?

উত্তরঃ- লখনৌ।


৯৭) ভারতের প্রথম মানচিত্র জাদুঘর কোথায় চালু করা হয়েছে?

উত্তরঃ- উত্তরাখণ্ডের মুসৌরি (এটির নাম 'স্যার জর্জ এভারেস্ট কার্টোগ্রাফি মিউজিয়াম')।


৯৮) ভারতের কোন রাজ্য সরকার গৃহহীনদের জন্য 'মুখ্যমন্ত্রী গ্রামীণ আবাস ন্যায় যোজনা' চালু করল?

উত্তরঃ- ছত্তিশগড়।


৯৯) 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের জন্য ৩টি 'জাতীয় পুরস্কার ' পেল কোন রাজ্য?

উত্তরঃ- ছত্তিশগড়।


১০০) 'টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড'এর চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- বনমালী আগরওয়াল।


১০১) সুরগুজা (অম্বিকাপুর) জেলার সীতাপুর উন্নয়ন ব্লকের উলকিয়া গ্রামে প্রথম ফুড পার্কের উদ্বোধন হল। এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তরঃ- ছত্তিশগড়‌।


১০২) 'ইউনিয়ন পাব্লিক সার্ভিস কমিশন'এর সদস্য হিসাবে শপথ নিলেন কে?

উত্তরঃ- ড. দীনেশ দাসা।


১০৩) কোন দেশ সফলভাবে পৃথিবীর কক্ষপথে 'নূর-৩' ইমেজিং স্যাটেলাইট স্থাপন করল?

উত্তরঃ- ইরান।


১০৪) 'ধনলক্ষ্মী ব্যাঙ্ক'এর পার্ট-টাইম চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- কে.এন.মধুসূদনন।


১০৫) খাদ্য শিল্পে লিঙ্গ সমতা উন্নীত করার জন্য, 'FOSCOS' পোর্টালে 'বিশেষ বিভাগ' নামে একটি নতুন বিধান চালু করল কারা?

উত্তরঃ- ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া।


১০৬) ভারতের কোন রাজ্য সরকার পানশালা, হোটেল ও রেস্তরাঁয় হুঁকো নিষিদ্ধ ঘোষণা করল?

উত্তরঃ- হরিয়ানা।


১০৭) 'বিশ্ব পর্যটন দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২৭ সেপ্টেম্বর


১০৮) পলিথিন বর্জ্য নিষ্পত্তি করতে, ভারতের কোন রাজ্য ৩টি পলিথিন বর্জ্য ব্যাঙ্ক চালু করল?

উত্তরঃ- উত্তরাখণ্ড।


১০৯) 'বিশ্ব হৃদপিন্ড দিবস' কবে পালিত হয়?

উত্তরঃ- ২৯ সেপ্টেম্বর।


১১০) কোন দেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ভূমিকম্পের সতর্কবার্তা পরিষেবা চালু করল মার্কিনি ইন্টারনেট সংস্থা 'গুগল'

উত্তরঃ- ভারত।


১১১) ২০২৪ সালে 'অস্কার' পুরস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হতে চলেছে কোন চলচ্চিত্র?

উত্তরঃ- মালয়লম চলচ্চিত্র '২০১৮'।


১১২) ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের নিজস্ব ক্রীড়া ব্র্যান্ডটির নাম কি?

উত্তরঃ- ডিনাইন স্পোর্টস।


১১৩) 'মেটোজিপি ভারত'এর টাইটেল স্পন্সর কারা?

উত্তরঃ- ইন্ডিয়ান অয়েল।


১১৪) এবছর 'সিঙ্গাপুর গ্র্যাঁ প্রি' জিতলেন কে?

উত্তরঃ- কার্লোস সেঞ্জ।


১১৫) এবছর 'এশিয়ান গেমস'এ মহিলাদের ক্রিকেটে সোনার পদক পেল কোন দেশের মহিলা ক্রিকেট দল?

উত্তরঃ- ভারত (শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে)।


১১৬) এবছর উদ্বোধনী 'মোটোজিপি ভারতীয় গ্র্যাঁ প্রি' জিতলেন কে?

উত্তরঃ- ইতালিয়ান মোটরসাইকেল রেসার মার্কো বেজেচি।


১১৭) আইসিসি'র বিচারে, 'আগস্টের সেরা পুরুষ খেলোয়াড়'এর শিরোপা পেলেন কে?

উত্তরঃ- পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।


১১৮) আইসিসি'র বিচারে, 'আগস্টের সেরা মহিলা খেলোয়াড়'এর শিরোপা পেলেন কে?

উত্তরঃ- আয়ারল্যান্ডের আর্লেন কেলি।


১১৯) ক্রিকেটের সব ফরম্যাটে (একদিনের ক্রিকেট, টোয়েন্টি-২০ ও টেস্ট) বিশ্বের ১ নম্বর দলের শিরোপা পেল কোন দল?

উত্তরঃ- ভারত।


১২০) রোহন বোপান্না কোন খেলার সঙ্গে যুক্ত?

উত্তরঃ- টেনিস।


১২১) এবছর 'এশিয়ান গেমস'এ ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে ভারতের পুরুষ দল কোন পদক পেল?

উত্তরঃ- সোনা।


১২২) 'এসবিআই লাইফ ইন্সিওরেন্স'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- অমিত ঝিংরান।


১২৩) 'বিশ্বব্যাঙ্ক'এর তথ্য অনুযায়ী, ২০২৩-'২৪ আর্থিক বছরে ভারতের জিডিপি গ্রোথ কত শতাংশ হবে?

উত্তরঃ- ৬.৩%।


১২৪) আরও কত বছরের জন্য আবার 'ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক'এর ডেপুটি গভর্নর হিসাবে নিযুক্ত হলেন এম.রাজেশ্বর রাও?

উত্তরঃ- ১।


১২৫) 'পেইউ'এর গ্লোবাল চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- অনির্বাণ মুখার্জি।


১২৬) এবছরের সেপ্টেম্বরে, জিএসটি সংগ্রহের পরিমাণ মোট কত টাকা?

উত্তরঃ- ১.৬৩ লাখ কোটি টাকা।


১২৭) 'ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক'এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- মুনীশ কাপুর।


১২৮) কোন কোম্পানি 'ইন্দাস' নামে নিজস্ব অ্যাপ স্টোর চালু করল?

উত্তরঃ- ফোনপে।


১২৯) 'অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অফ ইন্ডিয়া'র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- সৌগত গুপ্তা।


১৩০) ভারতের কোন রাজ্যে সম্প্রতি পিত্র পক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে?

উত্তরঃ- বিহার।


১৩১) ২০২১ সালের জন্য, 'দাদাসাহেব ফালকে জীবনকৃতি সম্মান' পেতে চলেছেন কে?

উত্তরঃ- অভিনেত্রী ওয়াহিদা রহমান।


১৩২) 'মিডিয়া রিসার্চ ইউজারস কাউন্সিল ইন্ডিয়া'র চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে?

উত্তরঃ- শৈলেশ গুপ্তা।


১৩৩) ১৯,০২৪ ফুট উচ্চতায় একটি আন্তর্জাতিক ফ্যাশন সফলভাবে আয়োজন করে বিশ্ব রেকর্ড করলো উমলিং লা। এটি কোথায় অবস্থিত?

উত্তরঃ- লাদাখ।


১৩৪) 'বিশ্ব জলাতঙ্ক দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ২৮ সেপ্টেম্বর।



১৩৫) ভারতের মোট কত শতাংশ গ্রাম ওডিএফ প্লাস'এর মর্যাদা পেয়েছে?


উত্তরঃ- ৭৫।



১৩৬) বিহার কোন জেলায় দ্বিতীয় বাঘ সংরক্ষণ কেন্দ্র পেতে চলেছে?


উত্তরঃ- কাইমুর।



১৩৭) কোন প্রতিষ্ঠানের গবেষকরা ঐতিহ্যগত সিলিকন ভিত্তিক ট্রানজিস্টর প্রতিস্থাপন করার জন্য এক বিশেষ ধরনের পাওয়ার সুইচ তৈরি করেছেন?


উত্তরঃ- 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স', বেঙ্গালুরু।



১৩৮) সম্প্রতি প্রয়াত মাইকেল গ্যাম্বন (৮২ বছর) কোন চলচ্চিত্রে প্রফেসর ডাম্বলডোরের ভূমিকায় অভিনয় করেছিলেন?


উত্তরঃ- হ্যারি পটার।



১৩৯) এবছর 'ওয়ার্ল্ড ট্যালেন্ট ব্যাঙ্কিং'এ ভারতের স্থান কত?


উত্তরঃ- ৫৬।



১৪০) এবছর 'গ্লোবাল ইনোভেশন ইনডেক্স'এ ভারতের স্থান কত?


উত্তরঃ-৪০।



১৪১) ভগৎ সিং এর জন্মবার্ষিকী কোন দিনটিতে পালিত হয়?


উত্তরঃ- ২৮ সেপ্টেম্বর।



১৪২) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি গুজরাতের কোথায় এফএম রিলে স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন?


উত্তরঃ- দাহোদ।



১৪৩) উত্তরপ্রদেশে মহিলা বীট অফিসারদের কি নামে ডাকা হবে?


উত্তরঃ- শক্তি দিদি।



১৪৪) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নবম ব্রিকস পার্লামেন্টারি ফোরামে অংশগ্রহণের জন্য কোন ব্যক্তি পার্লামেন্টারি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন?


উত্তরঃ- রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ন সিং।



১৪৫) 'বিশ্ব শিক্ষক দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৫ অক্টোবর।



১৪৬) ভারতের বাইরে ড.বি. আর.আম্বেদকরের সবথেকে বড় মূর্তি কোথায় উন্মোচন করা হয়েছে?


উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে।



১৪৭) কোন দেশের সঙ্গে 'সম্প্রীতি' নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত?


উত্তরঃ- বাংলাদেশ।



১৪৮) ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের 'বাসোহলি পশমিনা' জিওগ্রাফিকাল ইন্ডিগেশন ট্যাগ পেল?


উত্তরঃ- জম্মু ও কাশ্মীর।



১৪৯) এবছর গ্লোবাল মোবাইল স্পিড র‍্যাঙ্কিংয়ে ভারতের স্থান কত?


উত্তরঃ- ৪৭।



১৫০) মালদ্বীপের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে?


উত্তরঃ- মোহাম্মদ মুইজ্জু।



১৫১) 'বিশ্ব প্রাণী দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৪ অক্টোবর।



১৫২) দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দ্রুতগতির বুলেট ট্রেন চালু করল কোন দেশ?


উত্তরঃ- ইন্দোনেশিয়া (ট্রেনটির নাম 'হুশ')।



১৫৩) প্রথম মহিলা হিসাবে, 'কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন'এর তরফ থেকে মর্যাদাপূর্ণ 'গ্লোবাল ইন্ডিয়ান পুরস্কার' পেলেন কে?


উত্তরঃ- প্রখ্যাত লেখিকা, মানবপ্রেমী সুধা মূর্তি।



১৫৪) পরিবেশ ও মানব স্বাস্থ্যের ঝুঁকির কারণে ভারতের কোন রাজ্য কনোকার্পাস উদ্ভিদ নিষিদ্ধ করেছে?


উত্তরঃ- গুজরাত।



১৫৫) কে 'CRIIIO 4 GOOD' নামে একটি নতুন অনলাইন জীবন দক্ষতা শেখার মডিউল চালু করলেন?


উত্তরঃ- কেন্দ্রীয় শিক্ষা ও দক্ষতা উন্নয়ন আর উদ্যোক্তা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।



১৫৬) ভারতের কোন রাজ্য সরকার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 'গ্রাম ন্যায়ালয়' বা, 'গ্রাম আদালত' স্থাপন করার সিদ্ধান্ত নিল?


উত্তরঃ- কর্ণাটক।



১৫৭) রাজ্যের ৯ জন ইসরো বিজ্ঞানীকে ২৫ লাখ টাকা করে দিল ভারতের কোন রাজ্য?


উত্তরঃ- তামিলনাড়ু।



১৫৮) ৫০ তম 'ভারত আন্তর্জাতিক বয়ন মেলা' কোথায় হয়েছে?


উত্তরঃ- তামিলনাড়ুর তিরুপুর।



১৫৯) 'বিশ্ব প্রকৃতি দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৩ অক্টোবর।



১৬০) ভারতের প্রথম রাজ্য হিসাবে, জাত সমীক্ষার রিপোর্ট প্রকাশ করল কোন রাজ্য?


উত্তরঃ- বিহার।



১৬১) জম্মু ও কাশ্মীরে 'বর্জ্যের বিরুদ্ধে যুদ্ধ' উদ্যোগের দূত হিসাবে মনোনীত হলেন কে?


উত্তরঃ- ক্যাপ্টেন রানা সিং।



১৬২) 'প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া'র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- কে.এন.শান্ত কুমার।



১৬৩) সম্প্রতি প্রয়াত অশ্বিন দানি (৭৯ বছর) কোন কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন?


উত্তরঃ- এশিয়ান পেইন্টস।



১৬৪) 'ইন্ডিয়ান নিউজপেপার সোসাইটি'র প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- রাকেশ শর্মা।



১৬৫) 'চন্ডীগড় ওয়েলফেয়ার ট্রাস্ট' ও 'এনআইডি ফাউন্ডেশন' সম্প্রতি কিসের জন্য 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ড' গড়লো?


উত্তরঃ- ২৪ ঘন্টায় সবথেকে বেশি স্যানিটারি প্যাকেট বিতরণ।



১৬৬) 'আন্তর্জাতিক প্রবীণ দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১ অক্টোবর।



১৬৭) এবছর 'শম্মুগা আর্টস, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ আকাদেমি'র তরফ থেকে, 'রামানুজন পুরস্কার' পাচ্ছেন কে?


উত্তরঃ- রুইজিয়াং ঝাং (গণিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে এই সম্মান পাচ্ছেন তিনি)।



১৬৮) ২০২৪ সালে 'বিশ্ব বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং'এ কোন বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে রয়েছে?


উত্তরঃ- অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।



১৬৯) এবছর 'তাসখন্দ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'এ কে ভারতের প্রতিনিধিত্ব করেছেন?


উত্তরঃ- কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড.এল.মরুপান।



১৭০) ২০২৪ সালে প্রতিরক্ষা খাতের খরচ ৭০% বাড়াবে কোন দেশ?


উত্তরঃ- রাশিয়া।



১৭১) ভারতের কোন রাজ্যের বিধানসভা জমি অধিগ্রহণ বিল পাস করল?


উত্তরঃ- ওড়িশা।



১৭২) 'বর্ডার রোড অর্গানাইজেশন'এর ডিরেক্টর জেনারেল এখন কে?


উত্তরঃ- লেফটেন্যান্ট জেনারেল রঘু শ্রীনিবাসন।



১৭৩) কোথায় প্রতিবন্ধী মানুষদের জন্য দেশের প্রথম হাই-টেক স্পোর্টস ট্রেনিং সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?


উত্তরঃ- মধ্য প্রদেশের গোয়ালিয়র।



১৭৪) প্রথম এশিয়ান পুরুষ খেলোয়াড় ও ভারতীয় খেলোয়াড় হিসাবে আন্তর্জাতিক টেনিসের 'হল অফ ফেম'এ জায়গা করে নিলেন কে?


উত্তরঃ- কিংবদন্তি টেনিস খেলোয়াড় লিয়েন্ডার পেজ।



১৭৫) 'সুব্রত কাপ' কোন খেলার সঙ্গে যুক্ত?


উত্তরঃ- ফুটবল।



১৭৬) এবছর 'কলকাতা ফুটবল লিগ' জিতল কোন দল?


উত্তরঃ- মহামেডান স্পোর্টিং ক্লাব (মোহনবাগান সুপার জায়ান্ট কে হারিয়ে)।



১৭৭) 'টোয়েন্টি-২০' ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচে প্রথম দল হিসাবে ৩০০ রানের গণ্ডি অতিক্রম করল কারা?


উত্তরঃ- নেপাল ('এশিয়ান গেমস'এ নেপাল ও মঙ্গোলিয়ার মধ্যে ম্যাচে টোয়েন্টি-20 ক্রিকেটে সর্বোচ্চ ৩১৪/৩ রান করেছে তারা)।



১৭৮) এবছর ফর্মুলা ১ 'জাপানিজ গ্র্যাঁ প্রি' জিতলেন কে?


উত্তরঃ- ম্যাক্স ভারস্তাপেন।



১৭৯) এবছর আহমেদাবাদে, পুরুষদের ওডিআই ক্রিকেট বিশ্বকাপের 'বৈশ্বিক দূত' হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- শচীন টেন্ডুলকার।



১৮০) এবছর আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য কোন দেশের ক্রিকেট দলের মেন্টর হিসাবে নিযুক্ত হলেন অজয় জাদেজা?


উত্তরঃ- আফগানিস্তান।



১৮১) এড়ছর পুরুষদের সাফ অনূর্ধ-১৯ চ্যাম্পিয়নশিপ জিতল কোন দল?


উত্তরঃ- ভারত (পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে)।



১৮২) 'এশিয়ান গেমস'এ মহিলাদের ৫,০০০ মিটার রেসিংয়ে সোনার পদক পেলেন কে?


উত্তরঃ- ভারতীয় তারকা পারুল চৌধুরী।



Read More...

General Knowledge Questions Answers in bengali - Part 63

Food SI GK Mock Test in Bengali Part - 14

Kolkata Police Constable Mock Test in Bengali - Part 40


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad