Ads Area

ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023 - Top Mineral Producing States in India 2023

ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023 - Top Mineral Producing States in India 2023

ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023
ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023

বাংলা জিকে ডায়েরি 📘

প্রিয় বন্ধুরা,

এই পাঠে আপনাদের জন্য থাকছে ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023 - Top Mineral Producing States in India 2023 in Bengali.


আজকের এই তালিকা থেকে আপনি জানতে পারবেন 2023 সাল অনুযায়ী ভারতের কোন রাজ্য কোন খনিজ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023 আপনাদের খনিজ বিভাগের অনেক প্রশ্নের উত্তরের সমাধানে সাহায্য করবে। অনুগ্রহ করে নিচে দেওয়া ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023 - List of Top Mineral Producing States in India 2023 in Bengali পাঠটি দেখুন। ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকাটি আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে সহযোগিতা করতে সাহায্য করবে।



ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023


খনিজ পদার্থ রাজ্য
লোহা ওড়িশা
ম্যাঙ্গানিজ মধ্যপ্রদেশ
ক্রোমাইট ওড়িশা
নিকেল ওড়িশা
কোবাল্ট ঝাড়খণ্ড
বক্সাইট ওড়িশা
তামা মধ্যপ্রদেশ
সোনা বিহার
রূপো রাজস্থান
সিসা রাজস্থান
টিন ছত্তিশগড়
ম্যাগনেসিয়াম তামিলনাড়ু
চুনাপাথর মধ্যপ্রদেশ
অভ্র অন্ধ্রপ্রদেশ
অ্যাসবেসটস রাজস্থান
জিপসাম রাজস্থান
হীরা মধ্যপ্রদেশ
কয়লা ঝাড়খন্ড
পেট্রোলিয়াম মহারাষ্ট্র
ইউরেনিয়াম অন্ধপ্রদেশ
থোরিয়াম কেরালা
ডলোমাইট ছত্তিশগড়



Read More...

বিভিন্ন ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ সমূহের তালিকা

বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব ও সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad