ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023 - Top Mineral Producing States in India 2023
ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023 |
বাংলা জিকে ডায়েরি 📘
প্রিয় বন্ধুরা,
এই পাঠে আপনাদের জন্য থাকছে ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023 - Top Mineral Producing States in India 2023 in Bengali.
আজকের এই তালিকা থেকে আপনি জানতে পারবেন 2023 সাল অনুযায়ী ভারতের কোন রাজ্য কোন খনিজ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023 আপনাদের খনিজ বিভাগের অনেক প্রশ্নের উত্তরের সমাধানে সাহায্য করবে। অনুগ্রহ করে নিচে দেওয়া ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023 - List of Top Mineral Producing States in India 2023 in Bengali পাঠটি দেখুন। ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকাটি আপনাদের পরীক্ষা প্রস্তুতিকে সহযোগিতা করতে সাহায্য করবে।
ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা 2023
খনিজ পদার্থ | রাজ্য |
---|---|
লোহা | ওড়িশা |
ম্যাঙ্গানিজ | মধ্যপ্রদেশ |
ক্রোমাইট | ওড়িশা |
নিকেল | ওড়িশা |
কোবাল্ট | ঝাড়খণ্ড |
বক্সাইট | ওড়িশা |
তামা | মধ্যপ্রদেশ |
সোনা | বিহার |
রূপো | রাজস্থান |
সিসা | রাজস্থান |
টিন | ছত্তিশগড় |
ম্যাগনেসিয়াম | তামিলনাড়ু |
চুনাপাথর | মধ্যপ্রদেশ |
অভ্র | অন্ধ্রপ্রদেশ |
অ্যাসবেসটস | রাজস্থান |
জিপসাম | রাজস্থান |
হীরা | মধ্যপ্রদেশ |
কয়লা | ঝাড়খন্ড |
পেট্রোলিয়াম | মহারাষ্ট্র |
ইউরেনিয়াম | অন্ধপ্রদেশ |
থোরিয়াম | কেরালা |
ডলোমাইট | ছত্তিশগড় |
Read More...
◾ বিভিন্ন ভিটামিন এবং খনিজের অভাবজনিত রোগ সমূহের তালিকা
◾ বিভিন্ন ধাতু ও খনিজ পদার্থ ঘটিত রোগ
◾ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিখ্যাত উৎসব ও সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য
Please do not enter any spam link in the comment box.