Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 64

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 64

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 64
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 64

বাংলা জিকে ডায়েরি 📘

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ৩০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আপনারা পাবেন General Knowledge in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General Knowledge in bengali - Part 64


১। হাইড্রোজেন বোম কোন নীতির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে?

➥ অনিয়ন্ত্রিত সংযোজন বিক্রিয়া।



২। আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ?

➥ তির্যক তরঙ্গ।



৩। কোনো বস্তুর তাপ শোষণ ক্ষমতা কিসের ওপর নির্ভর করে?

➥ রঙ।



৪। জ্বর কমানোর ওষুধ কোন নামে পরিচিত?

➥ অ্যান্টিপাইরেটিক।



৫। সোনা ও রুপোর পরিশোধনে কোন অ্যাসিড ব্যবহৃত হয়?

➥ নাইট্রিক অ্যাসিড।



৬। অবস্থা পরিবর্তনের সময় পদার্থকে যে তাপ দেওয়া হয়, তাকে কি বলে?

➥ লীন তাপ।



৭। নিউট্রন আবিষ্কারের জন্য ব্রিটিশ পদার্থবিদ জেমস চ্যাডউইক কবে 'নোবেল' পুরস্কার পান?

➥ ১৯৩৫ সাল।



৮। কোন জাতীয় খাদ্যকে 'প্রোটিন বাঁচোয়া খাদ্য' বলে?

➥ শ্বেতসার জাতীয় খাদ্যকে।



৯। জীবনকোশে কোন যৌগের মধ্যে শক্তি জমা থাকে?

➥ অ্যাডিনোসিন ট্রাই ফসফেট



১০। পরিণত লোহিত কণিকা বিভাজনে অক্ষম কেন?

➥ নিউক্লিয়াস অনুপস্থিত।



১১। 'ক্রিপস মিশন'এর ব্যর্থতার পর ভারতে কোন আন্দোলন শুরু হয়েছিল?

➥ ভারত ছাড়ো আন্দোলন।



১২। প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় গাওয়া হয়?

➥ রাজগৃহে।



১৩। কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন?

➥ স্কন্দগুপ্ত।



১৪। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে মোট কতগুলি মহাজনপদ ছিল?

➥ ১৬টি।



১৫। উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়?

➥ মহাপদ্ম নন্দ।



১৬। কুষাণ সম্রাট কনিষ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন?

➥ বৌদ্ধ।



১৭। কোন বইয়ে গিয়াস উদ্দিন তুঘলকের সিংহাসন লাভের বর্ণনা আছে?

➥ তুঘলক নামা।



১৮। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কি?

➥ মুলা শঙ্কর।



১৯। কোন বৈদেশিক শক্তি প্রথম ভারত আক্রমণ করেছিল?

➥ পারসিক।



২০। প্রাচীনকালে কোন শাসকের শাসনকালে মৎস্যন্যায় দেখা দিয়েছিল?

➥ শশাঙ্ক।



২১। রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমে অবস্থিত?

➥ অলকানন্দা ও মন্দাকিনী।



২২। ভারতের সবথেকে বড় তৈলশোধনাগার কোথায় অবস্থিত?

➥ জামনগর (গুজরাট)।



২৩। পৃথিবীর অনুসূর অবস্থা কোন দিনটিতে দেখা যায়?

➥ ৩ জানুয়ারি।



২৪। 'সিয়াচেন' হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত?

➥ কারাকোরাম।



২৫। কোন নদী বরাবর মুকুটমনিপুর বাঁধ অবস্থিত?

➥ কংসাবতী।



২৬। কোন শিল্পকে 'শিল্প দানব' বলা হয়?

➥ পেট্রোকেমিক্যাল শিল্প।



২৭। 'মানস সরোবর' কোথায় অবস্থিত?

➥ কৈলাস পর্বতশ্রেণী।



২৮। বহুদিন ধরে আবহবিকার প্রাপ্ত শিলা কিসে পরিণত হয়?

➥ মাটি।



২৯। 'বেথুয়াডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য' পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

➥ নদীয়া।



৩০। 'ইউনেস্কো' কবে সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্যবাহী স্থান' হিসাবে ঘোষণা করে?

➥ ১৯৮৭।




আরো পড়ুন...

General knowledge in bengali

ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা

কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2023

Food SI GK Mock Test in Bengali

ভারতের নদনদী - Rivers of India | Geography GK in Bengali



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad