Ads Area

ভারতের নদনদী - Rivers of India | Geography GK in Bengali - ভূগোল জিকে প্রশ্ন উত্তর || Part 6

ভারতের নদনদী - Rivers of India | Geography GK in Bengali - ভূগোল জিকে প্রশ্ন উত্তর || Part 6

Rivers of India | Geography GK in Bengali
Rivers of India | Geography GK in Bengali

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পেজে ভারতের নদনদী - Rivers of India সম্পর্কিত 28টি Geography GK in Bengali - ভূগোল জিকে প্রশ্ন উত্তর শেয়ার করলাম।


বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভূগোল থেকে সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। পৃথিবীর ভূগোল, আন্তর্জাতিক ভূগোল, ভারতের ভূগোল, পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই প্রয়োজন।


Geography GK in Bengali, ভূগোল জিকে প্রশ্ন উত্তর, bhugol gk, bhugol gk question, geography gk question, geography gk topics, geography gk mock test in bengali, indian geography mcq in bengali, indian geography gk question, ভারতের ভূগোল mcq, ভারতের ভূগোল প্রশ্ন উত্তর, পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর, ভূগোল GK, ভূগোল mcq প্রশ্ন উত্তর, ভূগোল প্রশ্ন ও উত্তর 2023, ভারতের ভূগোল কুইজ, ভারতের ভূগোল mcq for wbcs, পশ্চিমবঙ্গের ভূগোল mcq ইত্যাদি সমস্ত টপিকগুলি আমরা এই সিরিজের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসব যেগুলি আগামী সরকারী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো একবার ভালো করে দেখে নিন আর দেখুন কতগুলি উত্তর আপনার জানা আছে।




Rivers of India | Geography GK in Bengali


1. কোন নদীটি ভারত থেকে পাকিস্তান প্রবাহিত হয়েছে?


A) শতদ্রু

B) বেতোয়া

C) ঘাঘরা

D) তাপ্তি


উত্তরঃ (A) শতদ্রু



2. কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে?


A) কোশী

B) ঝিলাম

C) চেনাব

D) রাভি


উত্তরঃ (A) কোশী



3. বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী?


A) সিন্ধু

B) কোশী

C) পদ্মা

D) ব্রহ্মপুত্র


উত্তরঃ (C) পদ্মা



4. ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি?


A) নর্মদা

B) কৃষ্ণা

C) ব্রহ্মপুত্র

D) গোদাবরী


উত্তরঃ (D) গোদাবরী



5. দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি?


A) কাবেরী

B) গোদাবরী

C) নর্মদা

D) কৃষ্ণা


উত্তরঃ (D) কৃষ্ণা



6. কাবেরী নদী কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে?


A) মহাবালেশ্বর পর্বত

B) হিমালয় পর্বত

C) পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরির কাছে তালাকাবেরী

D) ত্রিম্বক উচ্চভূমি


উত্তরঃ (C) পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরির কাছে তালাকাবেরী



7. সিন্ধু নদীর উৎস কোথায়?


A) বিন্ধ্য পর্বত

B) মানস সরোবরের নিকট

C) হিমালয়

D) ত্রিম্বক উচ্চভূমি


উত্তরঃ (B) মানস সরোবরের নিকট



8. ব্রহ্মপুত্রের উৎপত্তিস্থল কোথায়?


A) কৈলাস পর্বত

B) সাতপুরা

C) মানস সরোবর

D) হিমালয় পর্বত


উত্তরঃ (A) কৈলাস পর্বত



9. উৎপত্তিস্থলে গঙ্গা নদী কি নামে পরিচিত?


A) মন্দাকিনী

B) গঙ্গা

C) অলকানন্দা

D) ভাগীরথী


উত্তরঃ (D) ভাগীরথী



10. লুনি নদীর উৎপত্তিস্থল কোথায়?


A) সাতপুরা পর্বত

B) কৈলাস পর্বত

C) আরাবল্লী পর্বতের পুষ্কর উপত্যকা

D) হিমালয় পর্বত


উত্তরঃ (C) আরাবল্লী পর্বতের পুষ্কর উপত্যকা



11. গঙ্গার প্রধান উপনদীর নাম কি?


A) ঘর্ঘরা

B) গোমতী

C) শোন

D) যমুনা


উত্তরঃ (D) যমুনা



12. সুবর্ণরেখা নদীর উৎপত্তিস্থল কোথায়?


A) ছোটনাগপুর মালভূমি

B) রাজমহল পাহাড়

C) তাল হ্রদ

D) হিমালয়


উত্তরঃ (A) ছোটনাগপুর মালভূমি



13. নর্মদা নদী জব্বলপুরের কাছে কোন জলপ্রপাত সৃষ্টি করেছে?


A) ধুয়াধার

B) যোগ

C) শিবসমুদ্রম

D) কপিলধারা


উত্তরঃ (A) ধুয়াধার



14. কোন দুই নদীর ব-দ্বীপের মধ্যে 'চিল্কা হ্রদ অঞ্চল' অবস্থিত?


A) গোদাবরী-কৃষ্ণা

B) মহানদী-গোদাবরী

C) গঙ্গা-মহানদী

D) কৃষ্ণা-কাবেরী


উত্তরঃ (B) মহানদী-গোদাবরী



15. দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় কেন?


A) প্রায়ই বন্যা হয় বলে

B) মৃত্তিকা ক্ষয় করার জন্য

C) বিপদজনক জলপ্রপাতের জন্য

D) কোনোটিই নয়


উত্তরঃ (A) প্রায়ই বন্যা হয় বলে



16. সাতপুরা ও বিন্ধ্যপর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে?


A) মাহী

B) তাপ্তি

C) নর্মদা

D) সবরমতী


উত্তরঃ (C) নর্মদা



17. কোন নদীর উপর 'নাগার্জুন সাগর' প্রকল্প অবস্থিত?


A) গোদাবরী

B) কাবেরী

C) কৃষ্ণা

D) ভাগীরথী


উত্তরঃ (C) কৃষ্ণা



18. 'ত্রাসের নদী' নামে পরিচিত কোন নদী?


A) তোর্সা

B) তিস্তা

C) জলঢাকা

D) মহানন্দা


উত্তরঃ (B) তিস্তা



19. নিম্নোক্ত কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে?


A) কাবেরী

B) গোদাবরী

C) তাপ্তি

D) মহানদী


উত্তরঃ (C) তাপ্তি



20. কোন নদী 'বৃদ্ধ গঙ্গা' নামে পরিচিত?


A) গোদাবরী

B) কাবেরী

C) মহানদী

D) কৃষ্ণা


উত্তরঃ (A) গোদাবরী



21. মহানদী কোন রাজ্যে উৎপত্তি হয়েছে?


A) উত্তর প্রদেশ

B) মধ্য প্রদেশ

C) বিহার

D) ছত্রিশগড়


উত্তরঃ (D) ছত্রিশগড়



22. পূর্ব ধৌলিগঙ্গা কার উপনদী?


A) অলকানন্দা

B) শারদা

C) কালী

D) গোমতী


উত্তরঃ (C) কালী



23. কোন নদীর উপর হিরাকুঁদ পরিকল্পনা করা হয়েছে?


A) শতদ্রু

B) চন্দ্রভাগা

C) মহানদী

D) বিপাশা


উত্তরঃ (C) মহানদী



24. ফারাক্কা বাঁধ পরিকল্পনা নেওয়ার কারণ কি?


A) পশ্চিমবঙ্গের বিদ্যুৎ সরবরাহ

B) হুগলি নদীতে জল সরবরাহ

C) বিহার জলপরিবহনের জন্য

D) পশ্চিমবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ


উত্তরঃ (B) হুগলি নদীতে জল সরবরাহ



25. 'পঞ্চনদের দেশ' কাকে বলে?


A) উত্তর প্রদেশ

B) জম্মু ও কাশ্মীর

C) পাঞ্জাব

D) হরিয়ানা


উত্তরঃ (C) পাঞ্জাব



26. মাহি নদীর উৎপত্তিস্থল কি?


A) সাতপুরা পর্বতশ্রেণী

B) বিন্ধ্য পর্বতশ্রেণী

C) আরাবল্লী পর্বতশ্রেণী

D) নীলগিরি পর্বত


উত্তরঃ (B) বিন্ধ্য পর্বতশ্রেণী



27. সবরমতি নদী ভারতের কোন রাজ্য থেকে উৎপন্ন হয়েছে?


A) বাংলা

B) গুজরাট

C) হরিয়ানা

D) রাজস্থান


উত্তরঃ (D) রাজস্থান



28. হাম্পি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?


A) কৃষ্ণা

B) তুঙ্গভদ্রা

C) কাবেরী

D) গোদাবরী


উত্তরঃ (B) তুঙ্গভদ্রা




Important Note:- ভারতের নদনদী


গঙ্গা:


➢ দৈর্ঘ্য ➙ 2525 কিমি।

➢ বামতীরের উপনদী ➙ গোমতী, গণ্ডক, ঘাঘরা, কোসি, রামগঙ্গা ও মহানন্দা

➢ ডানতীরের উপনদী ➙ যমুনা, শোন

➢ মোহনা ➙ বঙ্গোপসাগর।



সিন্ধু:


➢ দৈর্ঘ্য ➙ 2880 কিমি কিন্তু ভারতে 1114 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের বোখার চু বা সিঙ্গ খাবাব হিমবাহ।

➢ ডানতীরের উপনদী ➙ শিয়ক, শিগার, গিলগিট

➢ বামতীরের উপনদী ➙ বিতস্তা (ঝিলাম), চন্দ্রভাগা (চেনাব), ইরাবতী (রাভি), শতদ্রু (সুতলেজ) ও বিপাশা (বিয়াস)

➢ মোহনা ➙ আরবসাগর।

সিন্ধু জলচুক্তি 1960 অনুসারী ভারত ও পাকিস্তানের মধ্যে জলচুক্তি হয়। যার মধ্যে ভারত সিন্ধু ও তার উপনদী (যথা ঝিলাম এবং চন্দ্রভাগা) এর জলের 20% ব্যবহার করতে পারবে।



ব্রহ্মপুত্র:


➢ দৈর্ঘ্য ➙ 2906 কিমি, ভারতে 885 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ তিব্বতের মানস সরোবরের প্রায় 90 কিমি দক্ষিণ-পূর্ব চেমায়ুং-দুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি হয়েছে।

ব্রহ্মপুত্রে মাজুলী দ্বীপ আছে।

যমুনা পদ্মার সহিত মিলিত হয়েছে।

➢ ডানতীরের উপনদী ➙ সুবর্ণসিরি, কামেং, মানস, তিস্তা, সংকোশ

➢ বামতীরের উপনদী ➙ বুড়িদিহং, ধানসিরি, কোপিলি

➢ মোহনা ➙ বঙ্গোপসাগর।



শতদ্রু (সুতলেজ):


সিন্ধু নদীর পাঁচটি উপনদীর মধ্যে দীর্ঘতম হল শতদ্রু।

➢ উৎপত্তিস্থল ➙ রাক্ষসতাল হ্রদের নিকট।

➢ গতিপথ ➙ শিপকিলা গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে হিমাচল প্রদেশে প্রবেশ করেছে।

➢ উপনদী ➙ বিপাশা



কোশী:


কোশী নদী সাতটি উপনদীর কারণে সপ্তকোশী নামেও পরিচিত।

➢ গতিপথ ➙ এটি নেপালে উৎপন্ন হয়েছে এবং বিহারের পূর্ণিয়ার দক্ষিণে গঙ্গায় মিলিত হয়েছে।

এটি বিহারের দুঃখ হিসেবে পরিচিত।



গোদাবরী:


➢ দৈর্ঘ্য ➙ 1465 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতের নাসিকে

➢ গতিপথ ➙ মহারাষ্ট্র ও অন্ধপ্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রাজামান্দ্রীর নিকট 4টি শাখায় বিভক্ত হয়ে ব-দ্বীপ গঠন করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।

এটি দক্ষিণ ভারতের বৃহত্তম ও দীর্ঘতম নদী, তাই এটিকে 'দক্ষিণ ভারতের গঙ্গা' বলা হয়।



কৃষ্ণা:


➢ দৈর্ঘ্য ➙ 1400 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ।

➢ গতিপথ ➙ মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বিজয়ওয়াড়ার নিকট বঙ্গোপসাগরে পড়েছে।

➢ উপনদী ➙ কয়না, ভীমা, ঘাটপ্রভা, মালপ্রভা, মুসি, তুঙ্গভদ্রা।

➢ মোহনা ➙ বঙ্গোপসাগর।



কাবেরী:


➢ দৈর্ঘ্য ➙ 805 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ কর্নাটকের পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে।

➢ গতিপথ ➙ কর্ণাটক ও তামিলনাড়ুর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে তিরুচিরাপল্লীর নিকট দু'ভাগে বিভক্ত হয়েছে। উত্তর দিকের অংশের নাম কোলেরুন এবং দক্ষিণ দিকের অংশ কাবেরী নামে প্রবাহিত হয়েছে।

কাবেরী নদীর শিবসমুদ্রম ও হোগেনাক্কাল জলপ্রপাত উল্লেখযোগ্য।

➢ উপনদী ➙ হেমবতী, সিমসা, লক্ষণতীর্থ, ভবানী, অমরাবতী, হেরেঙ্গি

➢ মোহনা ➙ বঙ্গোপসাগর।



লুনি:


➢ দৈর্ঘ্য ➙ 495 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ রাজস্থানের আজমিরের দক্ষিণ-পশ্চিমে আরাবল্লী পর্বতশ্রেণীর পুষ্কর উপত্যকা।

➢ গতিপথ ➙ উৎসব থেকে রাজস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কচ্ছের রণে মিলিত হয়েছে। বর্ষাকাল ছাড়া অন্য সময়ে শুকনো থাকে।

➢ উপনদী ➙ সুক্রি ও জওয়াই

➢ মোহনা ➙ কচ্ছের রন।



যমুনা:


➢ দৈর্ঘ্য ➙ 1376 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ যমুনোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।

➢ গতিপথ ➙ যমুনোত্রী হিমবাহ থেকে প্রবাহিত হয়ে এলাহাবাদের নিকট গঙ্গার সাথে মিলিত হয়েছে।

➢ ডানতীরের উপনদী ➙ চম্বল, বেতোয়া, কেন, সিন্ধ

➢ বামতীরের উপনদী ➙ টোনস, হিন্দোন, সারদা, কুন্টা, ঋষিগঙ্গা



নর্মদা:


➢ দৈর্ঘ্য ➙ 1312 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ মধ্যভারতের মহাকাল পর্বতের অমরকন্টক শৃঙ্গ থেকে।

➢ গতিপথ ➙ বিন্ধ্য ও সাতপুরার মধ্যবর্তী সংকীর্ণ গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যের মধ্য দিয়ে ভারুচ এর নিকট খাম্বাত উপসাগরে পড়েছে। জব্বলপুরের ভোরঘাটের নিকট ধুঁয়াধার জলপ্রপাত সৃষ্টি হয়েছে।

➢ উপনদী ➙ হিরণ, বর্ণা, ওরসাং

➢ মোহনা ➙ খাম্বাত উপসাগর।



দামোদর:


দামোদর নদী বাংলার দুঃখ নামে পরিচিত।

➢ উৎস ➙ ঝাড়খণ্ডের লোহারদাগা জেলায় ছোটনাগপুর মালভূমির অন্তর্গত পালামৌ পর্বত।

➢ মিলনস্থল ➙ হুগলি নদী, পশ্চিমবঙ্গের হাওড়া জেলা

➢ দৈর্ঘ্য ➙ 592 কিমি।

➢ তীরবর্তী শহর ➙ বোকারো, দুর্গাপুর, বর্ধমান (পূর্ব বর্ধমান), উদয়নারায়নপুর, আমতা

➢ ডানতীরের উপনদী ➙ শালী

➢ বামতীরের উপনদী ➙ বরাকর, কোনার, জামুনিয়া, নুনিয়া



তিস্তা:


➢ উৎস ➙ সিকিমের জেমু হিমবাহ।

➢ দৈর্ঘ্য ➙ 411 কিমি।

➢ তীরবর্তী শহর ➙ সিংতাম, রংপো, কালিম্পং, জলপাইগুড়ি, মেখলিগঞ্জ

➢ মিলনস্থল ➙ বাংলাদেশের যমুনা নদী

➢ ডানতীরের উপনদী ➙ রঙ্গেত নদী, রিংইয়ং ছু, রাঙাপ ছু

➢ বামতীরের উপনদী ➙ রংপো নদী, লাচুং নদী, রানীখোলা, রেলি নদী, তালুং নদী, দিক ছু, লাং লাং চু



তাপ্তি:


➢ দৈর্ঘ্য ➙ 724 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ মধ্যপ্রদেশের মহাদেব পর্বতের মুলতাই উচ্চভূমি থেকে

➢ গতিপথ ➙ উৎস থেকে প্রবাহিত হয়ে সাতপুরা ও অজন্তা পাহাড়ের মধ্যবর্তী সংকীর্ণ গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুরাটের নিকট খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। এই নদীর মোহনায় ব-দ্বীপ নেই।

➢ উপনদী ➙ পূর্ণা, গিরনা, শিপ্রা, বেতুল, গাঞ্জাল

➢ মোহনা ➙ খাম্বাত উপসাগর



মহানদী:


➢ দৈর্ঘ্য ➙ 858 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ ছত্রিশগড়ের রায়পুর জেলার সিহাওয়ার উচ্চভূমি।

➢ গতিপথ ➙ উৎস স্থল থেকে ছত্রিশগড় ওড়িশার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে কটকের নিকট বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে।

➢ উপনদী ➙ শিবনাথ, হাসদেব, মান্দ, ইব, ব্রাহ্মণী

➢ মোহনা ➙ বঙ্গোপসাগর



মাহী:


➢ দৈর্ঘ্য ➙ 583 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ বিন্ধ্য পর্বতশ্রেণী

➢ উপনদী ➙ বিশ্বামিত্র, সোম, আনস, পানাস

➢ মোহনা ➙ খাম্বাত উপসাগর



সবরমতী:


➢ দৈর্ঘ্য ➙ 371 কিমি।

➢ উৎপত্তিস্থল ➙ রাজস্থানের আরাবল্লী পর্বত।

➢ গতিপথ ➙ উৎসস্থল থেকে গুজরাটের সমভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

➢ উপনদী ➙ সেধি, ওয়াকুল, হার্নব, মেসবা, ভাএক

➢ মোহনা ➙ খাম্বাত উপসাগর



তুঙ্গভাদ্রা:


➢ দৈর্ঘ্য ➙ 710 কিমি।

তুঙ্গভাদ্রা কর্ণাটক রাজ্যের শিমোগা জেলার কুলডি গ্রামের কাছে তুঙ্গা নদী এবং ভদ্রা নদীর সঙ্গম থেকে সৃষ্টি হয়েছে।

➢ উপনদী ➙ ভদ্রা, হরিদ্রা, বেদবতী, তুঙ্গ, ভারদা ও কুমদাবতী।

➢ মোহনা ➙ কৃষ্ণা নদী



Read More...

বিভিন্ন নদীর মিলনস্থল || ভারতের ও পৃথিবীর নদ-নদীর মিলনস্থল

WBP Constable GK in Bengali - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

GK Questions in Bengali - জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad