Ads Area

7th July 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

7th July 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

7th July 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs
7th July 2023 - Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs

বাংলা জিকে ডায়েরি 📘

7th July 2023 - Daily Current Affairs in Bengali পেজে আপনি পাবেন 11টি Bengali Current Affairs MCQs প্রশ্ন উত্তর। Daily Current Affairs in Bengali বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় ভালো স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।



Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs


Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভাগটির লক্ষ্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে সাধারণ জ্ঞান বাড়ানো এবং পরীক্ষা ভিত্তিক পড়াশোনা করতে সাহায্য করা।

Daily Current Affairs in Bengali || Bengali Current Affairs বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন – WBCS, PSC Clerkship, PSC Miscellaneous, PSC Food Sub Inspector, Kolkata Police Constable and Sub inspector, West Bengal Police Constable and Sub Inspector, School service commission, ICDS, IBPS, SBI, RRB, RBI, Railway, Staff Selection Commission, UPSC, State Pcs Exams ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি নেওয়া হয়েছে জনপ্রিয় ইউটিউব চ্যানেল Knowledge Account থেকে।



7th July 2023 - Daily Current Affairs in Bengali


1. ভারত ও কোন দেশের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক নৌ-মহড়া JIMEX 2023 অনুষ্ঠিত হচ্ছে?


উত্তরঃ জাপান



2. Basketball Federation of India এর সভাপতি পদে কে নিযুক্ত হলেন?


উত্তরঃ আধাভ অর্জুন



3. ভারতের বাইরে প্রথম কোন দেশে IIT ক্যাম্পাস স্থাপন করা হবে?


উত্তরঃ তানজানিয়া



4. Piramal Finance (a leading housing finance company) কোথায় প্রথম মহিলা পরিচালিত শাখা খুললো?


উত্তরঃ কোচিন



5. জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে পুরুষদের 800 মিটার ফ্রিস্টাইল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছে?


উত্তরঃ আরিয়ান নেহরা



6. 2023 আর্থিক বছরে ভারতে শীর্ষ ইলেক্ট্রনিক্স এক্সপোর্টার হলো কোন রাজ্য?


উত্তরঃ তামিলনাড়ু



7. আমেরিকার স্বাধীনতা দিবস কবে পালিত হয়?


উত্তরঃ 4 জুলাই



8. কে নতুন দিল্লিতে 'Bharat6G Alliance' চালু করেছেন?


উত্তরঃ অশ্বিনী বৈষ্ণব



9. ওয়ার্ল্ড আর্চারি ইউথ চ্যাম্পিয়নশিপ (World Archery Youth Championship) এ জুনিয়র মিক্সড টিম কম্পাউন্ড ইভেন্ট এ কে স্বর্ণপদক জিতেছে?


উত্তরঃ প্রিয়াংশ এবং অবনীত কৌর



10. কোন কেন্দ্রীয় মন্ত্রক মহিলাদের জন্য 'স্বর্ণিমা' (Swarnima) নামে নতুন স্কিম লঞ্চ করলো?


উত্তরঃ Ministry of Social Justice and Empowerment



11. ভারতের লয়েডস ব্যাঙ্কিং গ্রুপের প্রযুক্তি কেন্দ্রের MD ও CEO পদে কে নিযুক্ত হলেন


উত্তরঃ সিরিশা ভোরান্টি



Daily Current Affairs in Bengali


Daily Current Affairs in Bengali হল কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগের প্রস্তুতির সেরা উপায়। Daily Current Affairs in Bengali পেজে 2023 সালের যেকোনো রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ সাম্প্রতিক ঘটনাগুলি আপনাদের জন্য শেয়ার করেছি। তাই, এই বিভাগে ভালো ফলাফল পেতে আপনাদের সবাইকে এই ওয়েবসাইট অনুসরণ করার পরামর্শ দেওয়া হল।



Read More...

Daily Current Affairs in Bengali - July 2023


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad