Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 65

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 65

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 65
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 65

বাংলা জিকে ডায়েরি 📘

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আপনারা পাবেন General Knowledge in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General Knowledge in bengali - Part 65


১। পদার্থবিজ্ঞানের কোন শাখা তাপ ও তাপমাত্রা আর শক্তি ও কাজের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে কাজ করে?

➥ তাপগতিবিদ্যা (থার্মোডায়নামিক্স)।



২। অ্যান্টিসেপটিক সার্জারির জনক বলে কে পরিচিত?

➥ ব্রিটিশ সার্জন ড.জোসেফ লিস্টার।



৩। জিও স্টেশনারি স্যাটেলাইটের কক্ষপথের বেগ কত?

➥ ৩.০৮ কিলোমিটার/সেকেন্ড।



৪। কোন মৌলের 'ট্রিটিয়াম' নামে একটি আইসোটোপ আছে?

➥ হাইড্রোজেন (হাইড্রোজেনের ৩টি সবথেকে স্থিতিশীল আইসোটোপ: প্রোটিয়াম, ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম)।



৫। এলপিজি গ্যাসের গন্ধ সহজে লক্ষ্য করা যায় কীসের কারণে?

➥ ইথানেথিওল।



৬। 'সাদা সোনা' নামে কি পরিচিত?

➥ প্ল্যাটিনাম।



৭। প্রথম কৃত্রিমভাবে উৎপাদিত উপাদান কোনটি?

➥ টেকনেটিয়াম।



৮। অ্যামোনিয়াম সালফেটে কত শতাংশ নাইট্রোজেন থাকে?

➥ ২১%।



৯। বাঁধাকপির ভোজ্য অংশটি কোনটি?

➥ উদ্ভিজ্জ কুঁড়ি।



১০। 'সাইবারনাইফ' শব্দটি কিসের সঙ্গে সবথেকে ঘনিষ্ঠভাবে জড়িত?

➥ ক্যান্সার সার্জারি (এটি একটি রেডিয়েশন থেরাপি ডিভাইস)।



১১। নাসিক শিলালিপিতে কোন শাসকের কৃতিত্ব লিপিবদ্ধ আছে?

➥ গৌতমীপুত্র সাতকর্ণী।



১২। অশোকের কোন স্তম্ভের আদেশটি সব স্তম্ভের মধ্যে দীর্ঘতম?

➥ সপ্তম (সপ্তম স্তম্ভের আদেশে 'ধম্ম মহামত্ত' সম্পর্কে উল্লেখ করা হয়েছে)।



১৩। কোন যুগ/সম্প্রদায় 'জরওয়ে' সংস্কৃতির প্রতিনিধিত্ব করে?

➥ চ্যালকোলিথিক যুগ ('জরওয়ে' সংস্কৃতি ছিল একটি চ্যালকোলিথিক প্রত্নতাত্ত্বিক সংস্কৃতি, যার বেশিরভাগই মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশে ছড়িয়ে পড়ে)।



১৪। ১৭৬৫ থেকে ১৭৭২ সালের মধ্যে ইংরেজরা বাংলায় ডাকাত রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এটি কে বলেছিলেন?

➥ ভারতীয় পন্ডিত, সাংবাদিক, ইতিহাসবিদ, প্রশাসক ও কূটনীতিবিদ কে.এম.পান্নিকর।



১৫। ১৯৪৫ থেকে ১৯৪৭ সালের আলোচনার সময় মহাত্মা গান্ধী ও শ্রম সরকারের মধ্যে কে দূত হিসাবে কাজ করেছিলেন?

➥ রাজনীতিবিদ ও কূটনীতিবিদ সুধীর ঘোষ।



১৬। 'সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

➥ গোপালকৃষ্ণ গোখলে।



১৭। ১৫২৬ খ্রিষ্টাব্দ ভারতের ইতিহাসে তাৎপর্যপূর্ণ কেন?

➥ উত্তর ভারতে মোগল সাম্রাজ্যের ভিত্তি প্রতিষ্ঠা (১৫২৬ সালে পানিপথে ইব্রাহিম লোদীকে পরাজিত করার পর বাবর ভারতে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন)।



১৮। তান্না মিশ্রের নাম বদল করে তানসেন করেন কে?

➥ গোয়ালিয়রের রাজা বিক্রমজীৎ।



১৯। 'মনুচরিতম' এর রচয়িতা কে?

➥ আল্লাসানি পেদ্দানা।



২০। বাংলায় 'পিপালি' কিসের জন্য বেশি পরিচিত?

➥ প্রথম ডাচ কারখানা (১৬০৫ সালে অন্ধ্রপ্রদেশের মাসুলিপত্তনমে ডাচরা তাদের প্রথম কারখানা স্থাপন করে। ১৬৩০ সালে তারা বাংলায় (পিপালি) একটি কারখানা স্থাপন করে)।



২১। বিতর্কিত 'বাবলি প্রকল্প' হলো একটি বাঁধ, যা মহারাষ্ট্র সরকার কোন নদীর ওপর দিয়ে তৈরি করেছে?

➥ গোদাবরী।



২২। 'গ্র্যান্ড ট্রাঙ্ক রোড' বা, 'জিটি রোড' দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন ও দীর্ঘতম প্রধান সড়ক। এটি কোন কোন দেশের মধ্য দিয়ে অতিক্রম করে?

➥ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ।



২৩। 'টেংনুপাল হিল স্টেশন'টি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ মনিপুর।



২৪। মার্কিনী ধর্মপ্রচারক জন অ্যালেন চাউ ভারতের কোন দ্বীপে যাওয়ার সময় মারা যান?

➥ উত্তর সেন্টিনেল দ্বীপ (২০১৮ সালে ওই দ্বীপ পরিদর্শনের সময় মারা যান তিনি)।



২৫। ছোটনাগপুর মালভূমির কিছু অংশে এক ধরনের সমতল শীর্ষ টেবিলল্যান্ড রয়েছে। এগুলি স্থানীয় কোন নামে পরিচিত?

➥ প্যাট।



২৬। কোন কোন নদী থেকে 'ইন্দিরা গান্ধী' খালে জল আসে?

➥ সুতলেজ ও বিয়াস।



২৭। কিংরি-বিংরি, নীতি-মন এগুলি একধরনের কি?

➥ গিরিপথ।



২৮। মুকুটমনিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?

➥ কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলে।



২৯। পশ্চিমবঙ্গের কোথায় ফায়ার ক্লে পাওয়া যায়?

➥ রানীগঞ্জ।




আরো পড়ুন...

General knowledge in bengali

ভৌগলিক স্থানের ভিন্ন নাম

মোঘল সাম্রাজ্যের ইতিহাস - বাবর

মোঘল সাম্রাজ্যের ইতিহাস - হুমায়ুন

শের শাহ সুরির ইতিহাস



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad