Ads Area

মোঘল সাম্রাজ্যের ইতিহাস - হুমায়ুন | History of Mughal Empire - Humayun in Bengali

মোঘল সাম্রাজ্যের ইতিহাস - হুমায়ুন | History of Mughal Empire - Humayun in Bengali

History of Mughal Empire - Humayun in Bengali
History of Mughal Empire - Humayun in Bengali

❖ মোগল সম্রাট হুমায়ুন (১৫৩০ - ১৫৫৬ খ্রিঃ)


❑ পিতা বাবরের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন জৈষ্ঠ পুত্র হুমায়ুন।

❑ 'হুমায়ুন' শব্দটির অর্থ ভাগ্যবান।

❑ হুমায়ুনের আরও তিন ভাই ছিল যথাক্রমে - কামরান, আশকরি ও হিন্দাল।

❑ কামরান কাবুলের শাসক নিযুক্ত হন।

❑ আশকরি ছিলেন সম্বলের জায়গীরদার।

❑ হিন্দাল ছিলেন আলোয়ার ও মেওয়াটের শাসক।

❑ হুমায়ুন ইরান (পারস্য) থেকে মীর সৈয়দ আলি ও আব্দুল সামাদ নামে দুজন চিত্রকরকে ভারতে আনেন।

❑ বাবরের কন্যা হুমায়ুনের বোন গুলবদন বেগম হুমায়ুন সম্পর্কে 'হুমায়ুননামা' গ্রন্থটি রচনা করেন।

❑ হুমায়ুনের বন্ধু জহর আফতাচি হুমায়ূনকে নিয়ে 'তারিখ-ই-হুমায়ূনি' নামক গ্রন্থ লেখেন।

❑ চিতোরের রানা বিক্রমাদিত্যের মা কর্ণবতী হুমায়ূনকে একটি রাখি পাঠিয়ে ভাই বলে সম্বোধন করেছিলেন।

❑ দিল্লিতে হুমায়ুনের সমাধিস্থল অবস্থিত। বর্তমানে যেটি একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।



❖ হুমায়ুনের শাসনকাল কে তিনভাগে ভাগ করা যায় -


❑ প্রথম ভাগ (১৫৩০ - ১৫৪০ খ্রিঃ) - প্রথম শাসন


❑ দ্বিতীয় ভাগ (১৫৪০ - ১৫৫৫ খ্রিঃ) - শেরশাহের কাছে পরাজয় ও দিল্লি হারানো


❑ তৃতীয় ভাগ (১৫৫৫ - ১৫৫৬ খ্রিঃ) - দিল্লি পুনরুদ্ধার ও মোঘল শাসন পুনঃপ্রতিষ্ঠা



❖ প্রথম ভাগ (১৫৩০ - ১৫৪০ খ্রিঃ)


❑ 'কালিঞ্জর' দুর্গ জয় : ১৫৩১ খ্রিস্টাব্দে হুমায়ূন বুন্দেলখন্ডের 'কালিঞ্জর' দুর্গ জয় করেন প্রতাপ রুদ্রকে হারিয়ে।


❑ দাদরার যুদ্ধ : ১৫৩২ খ্রিস্টাব্দে ইব্রাহিম লোদীর ভাই মামুদ লোদী, গুজরাটের শাসক বাহাদুর শাহ ও বিহারের আফগান নেতা শের খাঁ হুমায়ুনের বিরুদ্ধে দাদারার যুদ্ধে সম্মুখীন হন এবং হুমায়ুন আফগানদের পরাস্ত করেন।


❑ চিতোর জয় : ১৫৩৪ খ্রিস্টাব্দে হুমায়ুন চিতোর জয় করেন।


❑ চম্পানীর দুর্গ অধিকার : ১৫৩৫ খ্রিস্টাব্দে গুজরাটের শাসক বাহাদুর শাহকে হুমায়ুন পরাজিত করে চম্পানীর দুর্গ অধিকার করেন। হুমায়ুন তার ভাই আশকরি কে গুজরাটের শাসক নিয়োগ করেন।


❑ চুনার দুর্গ জয় : ১৫৩৭ খ্রিস্টাব্দে তিনি চুনার দুর্গ জয় করেন। শের খাঁ হুমায়ুনের বশ্যতা মেনে নিয়েছিল।


❑ চৌসার যুদ্ধ : হুমায়ুনের বাংলাদেশে অবস্থানকালে শের খাঁ গৌড় ত্যাগ করে বারানসি, জৌনপুর ও কনৌজ দখল করেন। হুমায়ুন শের খাঁ কে বাধা দেওয়ার জন্য বিশাল সেনাবাহিনী নিয়ে বক্সারের কাছে চৌসার যুদ্ধে ১৫৩৯ খ্রিঃ ২৬ জুন অংশগ্রহণ করেন এবং হুমায়ুন পরাজিত হয়ে কোনরকমে আগ্রায় ফিরে আসেন।


❑ কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ : পরের বছর অর্থাৎ ১৫৪০ খ্রিস্টাব্দের ১৭ই মে মোঘল সম্রাট হুমায়ুন আফগান নেতা শের খাঁ'র বিরুদ্ধে কনৌজের যুদ্ধে শামিল হন। কনৌজের যুদ্ধে হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হয়ে সস্ত্রীক পারস্যে পালিয়ে যায়। শের খাঁ (১৫৪০ - ১৫৪৫ খ্রিঃ) দিল্লি দখল করেন এবং 'শেরশাহ' উপাধি নেন।



❖ দ্বিতীয় ভাগ (১৫৪০ - ১৫৫৫ খ্রিঃ)


❑ এই পনেরো বছর হুমায়ুন ভ্রাম্যমাণ জীবন যাপন করেন। লাহোরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও ভাই কামরানের বাধায় সম্ভব হয়নি। অমরকোটের রাজা বীরশাল তাকে আশ্রয় দেন।


❑ এইসময় অমরকোট দুর্গে ১৫ই অক্টোবর ১৫৪২ খ্রিস্টাব্দে হামিদা বানু তার পুত্র আকবরের জন্ম দেন। ১৫৪৩ খ্রিস্টাব্দ নাগাদ হুমায়ুন পারস্য শাসক শাহ তহমাম্প এর কাছে আশ্রয় লাভ করেন।


❑ ১৫৪৫ খ্রিস্টাব্দে শাহ তহমাম্প এর সহযোগিতায় হুমায়ুন কান্দাহার দখল করেন। ১৫৪৬ খ্রিস্টাব্দে উজবেকদের হারান।


❑ ১৫৫৩ খ্রিস্টাব্দে হুমায়ুন অপর তিন ভাই কে পরাস্ত ও হত্যা করেন।


❑ ১৫৫৪ খ্রিস্টাব্দে তিনি বন্ধু বৈরাম খাঁ'র সাহায্যে পেশোয়ার দখল করেন।


❑ ১৫৫৫ খ্রিস্টাব্দে তিনি বৈরাম খাঁ'র সাহায্যে দিল্লির শেষ আফগান শাসক সিকান্দার শূরকে পরাজিত করে দিল্লি দখল করেন।



❖ তৃতীয় ভাগ (১৫৫৫ - ১৫৫৬ খ্রিঃ)


❑ ১৫৫৫ খ্রিস্টাব্দের ২৩ জুলাই সম্রাট হুমায়ুন পুনরায় দিল্লির সিংহাসনে বসেন এবং কিছুদিন পর আগ্রা জয় করেন।


❑ ১৫৫৬ খ্রিস্টাব্দের ২৪ জানুয়ারি হুমায়ুন নিজ পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান।



গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর:


1. হুমায়ুন কোথায় জন্মগ্রহণ করেন?


A) ফারগানা

B) ইসলামাবাদ

C) কাবুল

D) চম্পানীর


উত্তরঃ- C) কাবুল


2. হুমায়ুনের পিতা কে?


A) ওমর শেখ মির্জা

B) বাবর

C) আকবর

D) শের শাহ সুরি


উত্তরঃ- B) বাবর


3. হুমায়ুন শব্দের অর্থ কি?


A) সূর্যের জ্যোতি

B) প্রবল সাহসী

C) বীর যোদ্ধা

D) ভাগ্যবান


উত্তরঃ- D) ভাগ্যবান


4. কত সালে হুমায়ুন বুন্দেলখন্ড কালিঞ্জর দুর্গ দখল করেন?


A) 1563

B) 1531

C) 1532

D) 1536


উত্তরঃ- B) 1531


5. দাদরার যুদ্ধ কত সালে হয়?


A) 1532

B) 1536

C) 1545

D) 1550


উত্তরঃ- A) 1532


6. 1537 সালে কে চুনার দুর্গ জয় করেন?


A) বাবর

B) মামুদ লোদী

C) শেরশাহ

D) হুমায়ুন


উত্তরঃ- D) হুমায়ুন


7. চৌসার যুদ্ধ (1539) কাদের মধ্যে হয়েছিল?


A) বাবর ও ইব্রাহিম লোদী

B) মামুদ লোদী ও হুমায়ুন

C) হুমায়ুন ও শের শাহ সুরি

D) কোনোটিই নয়


উত্তরঃ- C) হুমায়ুন ও শের শাহ সুরি


8. কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল?


A) 1589

B) 1563

C) 1536

D) 1540 


উত্তরঃ- D) 1540


9. শেরশাহের কাছে পরাজিত হয়ে হুমায়ুন কোথায় আশ্রয় লাভ করেন?


A) চিতোরে

B) অমরকোটে

C) দাক্ষিণাত্যে

D) কোনোটিই নয়


উত্তরঃ- B) অমরকোটে


10. আকবর কোথায় জন্মগ্রহণ করেন?


A) অমরকোট দুর্গে

B) চিতোরে

C) বাংলায়

D) বিহারে


উত্তরঃ- A) অমরকোট দুর্গে


11. কত সালে হুমায়ুন পুনরায় দিল্লি উদ্ধার করেন?


A) 1552

B) 1553

C) 1556

D) 1555


উত্তরঃ- D) 1555


12. হুমায়ূনের মৃত্যু কিভাবে হয়?


A) সিঁড়ি থেকে পড়ে

B) ঘোড়ায় চড়তে গিয়ে

C) বার্ধক্য রোগে

D) যুদ্ধে আক্রান্ত হয়ে


উত্তরঃ- A) সিঁড়ি থেকে পড়ে


13. হুমায়ুননামা গ্রন্থটি কে লেখেন?


A) হুমায়ুন

B) বাবর

C) গুলবদন বেগম

D) আকবর


উত্তরঃ- C) গুলবদন বেগম


14. 'তারিখ-ই-হুমায়ূনি' কে লেখেন?


A) হুমায়ুন

B) গুলবদন বেগম

C) আকবর

D) জহর আফতাচি


উত্তরঃ- D) জহর আফতাচি


15. Humayun Tomb কোথায় অবস্থিত?


A) দিল্লি

B) আগ্রা

C) লখনৌ

D) গুজরাট


উত্তরঃ- A) দিল্লি





More Important GK Link
ভৌগলিক স্থানের ভিন্ন নাম Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad