Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 66

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 66

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 66
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 66

বাংলা জিকে ডায়েরি 📘

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৮টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আপনারা পাবেন General Knowledge in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General Knowledge in bengali - Part 66


১। একটি থার্মোসেটিং প্লাস্টিকের উদাহরণ দাও?

➥ টেফলন।



২। এখনকার দিনে হলুদ বাতিগুলি প্রায়শই রাস্তার আলো হিসাবে ব্যবহৃত হয়। এই বাতিগুলিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?

➥ সোডিয়াম।



৩। স্টেনলেস স্টিল উৎপাদনে লোহার সঙ্গে ব্যবহৃত গুরুত্বপূর্ণ ধাতু কি?

➥ ক্রোমিয়াম।



৪। উপাদানের ঘনত্বকে প্রতিনিধিত্ব করে-

➥ ভর/আয়তন।



৫। কোন তরলের সান্দ্রতা সবথেকে বেশি?

➥ মধু।

 


৬। সুপার ইম্পোজিং তরঙ্গের দুটি ঘনিষ্ঠ ফ্রিকোয়েন্সির পার্থক্য কি নামে পরিচিত?

➥ বিট ফ্রিকোয়েন্সি।



৭। পলিসাইথেমিয়া কি সংক্রান্ত রোগ?

➥ লোহিত রক্তকণিকা।



৮। পেঁয়াজ, ড্যাফোডিল ও টিউলিপ কোন ধরনের কাণ্ড?

➥ বাল্ব কাণ্ড।



৯। কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়?

➥ অশোক।



১০। 'চেদী মহাজনপদ'এর রাজধানীর নাম ছিল?

➥ শুক্তিমতি।



১১। দুই সাগরের মধ্যবর্তী ভূমি বিজয়ী হিসাবেও বিখ্যাত ছিলেন কে?

➥ বিন্দুসার।



১২। কোন ভাইসরয় 'দেবদাসী প্রথা' বাতিল করেন?

➥ লর্ড রিডিং ('দেবদাসী প্রথা' অনুসারে, নারীদের মনে করা হত যেন তাঁরা ঈশ্বরের সঙ্গে বিবাহিত)।



১৩। 'দুন্দাস বিল' কত সালে প্রবর্তিত হয়?

➥ ১৭৮৩।



১৪। উইনস্টন চার্চিল কত সালে গান্ধীজীকে 'অর্ধনগ্ন' ও 'বিদ্রোহী ফকির' বলে উল্লেখ করেছিলেন?

➥ ১৯৩১।



১৫। 'The Blue Mutiny' বিটির লেখক কে?

➥ ব্লেয়ার বি.ক্লিং।



১৬। কোন পত্রিকাটি 'ভারতীয় কমিউনিস্ট পার্টি'র অঙ্গ ছিল?

➥ ভ্যানগার্ড।



১৭। বিজয়নগর সাম্রাজ্যের রাজা তিরুমালা রায় কোন ধরনের মুদ্রা জারি করেছিলেন?

➥ বরাহ (এটি একটি সোনার মুদ্রা, যার আনুমানিক ওজন ছিল ৩.৪ গ্রাম)।



১৮। ১১ শতকের কবি জয়দেবের সংস্কৃত কবিতা কোন নৃত্যধারার ভিত্তি হয়ে উঠেছে?

➥ ওড়িশি (রাধা ও কৃষ্ণের প্রেম সংক্রান্ত বিষয়ে লেখার জন্য বিখ্যাত ছিলেন জয়দেব)।



১৯। ভারতে কৃষি পণ্যের জন্য সার্টিফিকেশন চিহ্ন কোনটি?

➥ আগমার্ক।



২০। ভারতে বপন করা ফসলের আনুমানিক পরিমাণ কত?

➥ ১৪ কোটি হেক্টর।



২১। ১ থেকে ৫ মিলিয়ন জনসংখ্যা বিশিষ্ট শহরগুলিকে কি বলে?

➥ মেট্রোপলিটন।



২২। ভারতের ক্ষুদ্রতম জেলার নাম কি?

➥ পুদুচেরির মাহে।



২৩। গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে শুরু হয়ে কোথায় শেষ হয়েছে?

➥ বঙ্গোপসাগর।



২৪। ভারতের কোন রাজ্য কালো মাটির জন্য বিখ্যাত?

➥ গুজরাত।



২৫। কোন শিল্পে কাঁচামাল হিসাবে বক্সাইট ব্যবহার করা হয়?

➥ অ্যালুমিনিয়াম।



২৬। 'সরিষ্কা' ও 'রণথম্ভোর' কোন পশু সংরক্ষণের জন্য বিখ্যাত?

➥ বাঘ।



২৭। দামোদর নদের প্রধান শাখানদীর নাম কি?

➥ মুণ্ডেশ্বরী।



২৮। উত্তরবঙ্গের সমভূমি কোন দিক থেকে কোন দিকে ঢালু?

➥ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে।



আরো পড়ুন...

General knowledge in bengali

বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কের প্রতিষ্ঠাকাল, প্রতিষ্ঠাতা, কার্যালয়, বর্তমান পদাধিকারী ও ট্যাগলাইন তালিকা

ভারতীয় নতুন মুদ্রার নোটের বৈশিষ্ট্য

বিভিন্ন প্রাণীর গর্ভকাল তালিকা

বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি



Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad