বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি | Locomotory Organs and Locomotion Methods of Different Animals
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি |
নমস্কার বন্ধুরা,
এই পেজে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি সম্পর্কিত তালিকা শেয়ার করলাম যেখানে আপনারা বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও তাদের গমন পদ্ধতি জানতে পারবেন।
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি সম্পর্কিত তালিকা থেকে আপনি এই বিষয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই করতে পারবেন যেমন প্যারামেসিয়াম এর গমন পদ্ধতি? মাছের গমন পদ্ধতি? অ্যামিবার গমন পদ্ধতি? প্যারামেসিয়াম এর গমন অঙ্গ? পাখির গমন পদ্ধতি? ফ্লাজেলা কার গমন অঙ্গ? টিকটিকির গমন পদ্ধতি? শামুকের গমন পদ্ধতির নাম কি? তিমির গমন অঙ্গের নাম কি? কেঁচোর গমন পদ্ধতির নাম কি? সিলিয়া কার গমন অঙ্গ? ইত্যাদি।
বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলি লক্ষ্য করলে দেখতে পাবেন বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম, বিভিন্ন প্রাণীর গমন পদ্ধতির নাম সম্পর্কিত বিষয় থেকে প্রশ্ন আসে। আজকের এই তালিকাটি আপনাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে খুব সাহায্য করবে।
বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ ও গমন পদ্ধতি
প্রাণীর নাম | গমন অঙ্গ | গমন পদ্ধতি |
---|---|---|
হাইড্রা | কর্ষিকা | লুপিং ও সামারসল্টিং |
অ্যামিবা | ক্ষণপদ | অ্যামিবয়েড |
ইউগ্লিনা | ফ্ল্যাজেলা | ফ্ল্যাজেলিয় চলন |
জোঁক | চোষক অঙ্গ | লুপিং |
শামুক | মাংসল পদ | স্লিপিং |
ঝিনুক | মাংসল পদ | স্লিপিং |
কেঁচো | সিটি বা সিটা | ক্রিপিং |
কাঠবেড়ালি | প্যাটাজিয়াম | নিষ্ক্রিয় উড্ডয়ন |
চামচিকা | অস্থিযুক্ত প্যাটাজিয়াম | উড্ডয়ন |
তারামাছ | টিউব ফিট | লুপিং |
শুশুক | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
চিংড়ি | প্লিওপড | সুইমিং |
তিমি | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
প্যারামেসিয়াম | সিলিয়া | সিলিয়ারি চলন |
আরশোলা | ডানা ও পা | ফ্লাইং ও ওয়াকিং |
অক্টোপাস | পেশি | সুইমিং |
মাছ | পাখনা | সন্তরণ |
ব্যাঙ | পা | ক্রলিং, লিপিং, সুইমিং |
বাদুড় | অস্থিযুক্ত প্যাটাজিয়াম | উড্ডয়ন |
পাখি | ডানা ও পা | ফ্লাইং ও ওয়াকিং |
ডলফিন | পুচ্ছ ও ফ্লিপার | সন্তরণ |
মাছি | একজোড়া ডানা | ফ্লাইং |
মানুষ | হাত ও পা | রানিং, ওয়াকিং, সুইমিং, ক্রলিং |
প্রজাপতি | দুইজোড়া ডানা | ফ্লাইং |
মথ | দুইজোড়া ডানা | ফ্লাইং |
টিকটিকি | পা | ক্রলিং |
সাপ | পেশি | ঋজুরেখ |
পিঁপড়ে | টার্সাল অ্যাডেসিভ প্যাড | ক্রিপিং |
মৌমাছি | ডানা ও পা | ফ্লাইং ও ওয়াকিং |
Please do not enter any spam link in the comment box.