Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২
Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 1) |
Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 1) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।
Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 1)
✜ কোথায় সম্প্রতি ভারতের প্রথম 'অমৃত সরোবর' তৈরি হল?
➥ উত্তরপ্রদেশের রামপুরের গ্রাম পঞ্চায়েত পাটওয়াইতে।
✜ কোন দেশ সম্প্রতি ৭৮,০০০ জাতীয় পতাকা নাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লো?
➥ ভারত (এর ফলে পাকিস্তানের ১৮ বছরের পুরনো রেকর্ড ভাঙলো। ২০০৪ সালে লাহোরে এক অনুষ্ঠানে ৫৬,০০০ পাকিস্তানি একসঙ্গে জাতীয় পতাকা নাড়িয়ে রেকর্ড গড়েন)
✜ স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ রবার্ট গোলব।
✜ 'টাটা ডিজিটাল'এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ নটরাজন চন্দ্রশেখরন।
✜ কে সম্প্রতি যুক্তরাজ্যের 'কমনওয়েলথ পয়েন্টস অফ লাইট পুরস্কার'এর জন্য মনোনীত হলেন?
➥ বাংলাদেশের শিক্ষামূলক সংস্থা 'বিদ্যানন্দ'এর প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস (আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া শিশুদের শিক্ষার সুযোগের উন্নতিতে অসামান্য কাজ করার জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি)।
✜ ভারতের প্রথম কার্বন নিরপেক্ষ পঞ্চায়েত কোনটি?
➥ জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার 'পল্লী' গ্রাম।
✜ সম্প্রতি বিশ্বের সবথেকে বয়স্ক মানুষ কেন তানাকা (১১৯ বছর ১০৭ দিন) মারা গেলেন। তিনি কোন দেশের বাসিন্দা ছিলেন?
➥ জাপান।
✜ মার্কিনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি 'ফাইজার' সম্প্রতি কোথায় 'গ্লোবাল ড্রাগ ডেভেলপমেন্ট সেন্টার'এর উদ্বোধন করল?
➥ তামিলনাড়ুর চেন্নাই শহরে, আইআইটি মাদ্রাজ রিসার্চ পার্ক ক্যাম্পাসে।
✜ ভারতের কোন রাজ্যে সম্প্রতি 'শিগেলা ব্যাকটেরিয়া'র কেস রিপোর্ট করা হয়েছে?
➥ কেরালা।
✜ ২০২২ সালে কে 'ওয়াঙ্গারি মাথাই ফরেস্ট চ্যাম্পিয়ন পুরস্কার' পেলেন?
➥ ক্যামেরুনের সেসিলে নডজেবেট (বন সংরক্ষণ ও বনের ওপর নির্ভরশীল মানুষের জীবনযাত্রার উন্নতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেলেন তিনি)।
✜ সাম্প্রতিক এক রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে এশিয়ার দেশগুলির মধ্যে কোন দেশে চিকিৎসা ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার সবথেকে বেশি?
➥ ভারতে (১৪%)।
✜ কে সম্প্রতি 'জাতীয় চলচ্চিত্র ঐতিহ্য মিশন'এর অধীনে, বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র পুনরুদ্ধার প্রকল্প চালু করলেন?
➥ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর।
✜ রাজস্থানের বারমের জেলার বালোত্রা এলাকার 'মিঞা কা বাদা' রেলওয়ে স্টেশনের নাম বদল করে নতুন নাম কি রাখা হয়েছে?
➥ মহেশ নগর হল্ট।
✜ ফ্রান্সের প্রেসিডেন্ট এখন কে?
➥ ইমানুয়েল ম্যাক্রন।
✜ ২০২২ সালে 'ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স'এ ভারতের স্থান কত?
➥ ১৫০।
✜ 'ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউইয়র্ক'এর পরিচালনা পর্ষদে সম্প্রতি কে নির্বাচিত হলেন?
➥ অরবিন্দ কৃষ্ণ।
Please do not enter any spam link in the comment box.