Ads Area

Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 2) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 2) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 2)
Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 2)

Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 2) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।







Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 2)



✜ উত্তরাখণ্ডের 'করবেট টাইগার রিজার্ভ'এর ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ নরেশ কুমার।


✜ কোন দেশ সম্প্রতি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ 'এভারেস্ট'এ বিশ্বের উচ্চতম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করল?


➥ চীন (সমুদ্রপৃষ্ঠ থেকে ৮,৮৩০ মিটার উচ্চতায় এই স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে)।


✜ সম্প্রতি নিজের নতুন দল গড়ার কথা ঘোষণা করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। দলটির নাম কী?


➥ জন সুরজ।


✜ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি অসুস্থ খামার পশুদের জন্য ভ্রাম্যমান ভেটেরিনারি স্বাস্থ্য পরিষেবা চালু করল?


➥ ত্রিপুরা সরকার।


✜ কোন চলচ্চিত্র সম্প্রতি ২০২২ সালে লস অ্যাঞ্জেলেসে ভারতীয় চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে, 'সেরা ফিচার চলচ্চিত্র'এর জন্য 'গ্র্যান্ড জুরি পুরস্কার' পেল?


➥ আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত 'ওয়ান্স আপন এ টাইম ইন ক্যালকাটা' চলচ্চিত্র।


✜ কাকে সম্প্রতি পাবলিক পলিসির প্রধান হিসেবে মনোনীত করল 'গুগল ইন্ডিয়া'?


➥ অর্চনা গুলাটি।


✜ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপদেষ্টা হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ তরুণ কাপুর।


✜ কে সম্প্রতি 'সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস'এর চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব নিলেন?


➥ সঙ্গীতা সিং।


✜ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'মুখ্যমন্ত্রী মিতান যোজনা' চালু করল?


➥ ছত্রিশগড় (এই প্রকল্পের অধীনে, ছত্রিশগড়ের বাসিন্দারা তাদের দোরগোড়ায় প্রায় ১০০টি সরকারি পরিষেবা পাবেন)।


✜ কে সম্প্রতি 'পরম বিশিষ্ট সেবা মেডেল' পেলেন?


➥ ভারতের সেনাপ্রধান মনোজ পান্ডে।


✜ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে শপথ নিলেন?


➥ ইউন সুক-ইওল।


✜ ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ রাজীব কুমার।


✜ ভারতের প্রথম 'মধুর গ্রাম' কোনটি?


➥ মহারাষ্ট্রের মহাবালেশ্বরের 'মাংঘর'।


✜ কোথায় সম্প্রতি ভারতের প্রথম বায়ো গ্যাস চালিত বৈদ্যুতিক যানবাহন চার্জিং স্টেশন চালু হল?


➥ মহারাষ্ট্রের মুম্বই।


✜ ২০২২-'২৪ সালের জন্য, সর্বসম্মতিক্রমে 'অ্যাসোসিয়েশন অফ এশিয়ান ইলেকশন অথরিটি'এর সভাপতিত্বের জন্য নির্বাচিত হলো কোন দেশ?


➥ ভারত।


✜ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ রনিল বিক্রমসিংহে।


✜ প্রথম এশিয়ান দেশ হিসেবে সম্প্রতি ন্যাটো সাইবার ডিফেন্স গ্রুপে যোগ দিল কারা?


➥ দক্ষিণ কোরিয়া।


✜ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি 'লাডলি লক্ষ্মী প্রকল্প'এর দ্বিতীয় পর্ব চালু করল?


➥ মধ্য প্রদেশ।


✜ ২০২২ সালে পঞ্চম 'রোমেন রোল্যান্ড বই পুরস্কার' পেল ফরাসি উপন্যাস 'Meursault, contre-enquete'এর বাংলা অনুবাদ 'মারসো বিরুদ্ধ-সাক্ষ্য'। এটি কে বাংলা ভাষায় অনুবাদ করেন?


➥ তৃণাঞ্জন চক্রবর্তী।


✜ বিখ্যাত সঙ্গীতশিল্পী পণ্ডিত শিবকুমার শর্মা (৮৪ বছর) কোন বাদ্যযন্ত্রে পারদর্শী ছিলেন?


➥ সন্তুর।


✜ ভারতের কোন রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের মধ্যে পুষ্টির অভাব দূর করতে, রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষার্থীদের জন্য 'প্রাতরাস প্রকল্প' চালু করার সিদ্ধান্ত নিল?


➥ তামিলনাড়ু সরকার।


✜ ঘূর্ণিঝড় 'অশনি'র নামকরণ করেছে কোন দেশ?


➥ শ্রীলংকা (সিংহলি ভাষায় এর অর্থ 'ক্রোধ')।


✜ কে সম্প্রতি প্রথম 'বাংলা আকাদেমি পুরস্কার' পেলেন?


➥ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (তার 'কবিতা বিতান' কাব্যগ্রন্থের জন্য পুরস্কৃত হয়েছেন তিনি)।


✜ 'হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ পুষ্প কুমার জোশী।


✜ কে সম্প্রতি এই নিয়ে মোট ২৬ বার বিশ্বের সর্বোচ্চ স্থান 'মাউন্ট এভারেস্ট'এর শৃঙ্গে পৌঁছে নজির গড়লেন?


➥ নেপালের কিংবদন্তি পর্বতারোহী ৫২ বছর বয়সি কামি রিতা শেরপা।


✜ ২০২২-'২৩ সালের জন্য 'কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি'র প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ সঞ্জীব বাজাজ।


✜ সম্প্রতি প্রথম বিদেশি পর্বতারোহী হিসাবে সবথেকে বেশিবার (১৬ বার) বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ 'মাউন্ট এভারেস্ট'এর চূড়ায় আরোহণ করে নজির গড়লেন কে?


➥ ইংল্যান্ডের বাসিন্দা কেন্টন কুল।


✜ 'ইন্ডিগো'র চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ পিটার এলবার্স।


✜ কে সম্প্রতি সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে, এভারেস্ট বেস ক্যাম্পে (৫,৩৬৪ মিটার) পৌঁছে নজির গড়ল?


➥ ১০ বছর বয়সি মুম্বইয়ের মেয়ে রিদম মামানিয়া।


✜ 'ইনফোসিস'এর চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর এখন কে?


➥ সলিল পারেখ।


✜ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি সব বিভাগে আউটসোর্স কর্মীদের মধ্যে মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণের নির্দেশ দিল?


➥ কর্ণাটক সরকার।


✜ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ অ্যান্থনি অ্যালবানিজ।


✜ 'দ্য ল্যানসেট প্ল্যানেটারি হেলথ জার্নাল'এ প্রকাশিত দূষণ সংক্রান্ত সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, দূষণ মানচিত্রে বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে কোন দেশ?


➥ ভারত।


✜ কে সম্প্রতি 'আইআইটি মাদ্রাজ'এ, দেশের প্রথম সফল ৫জি অডিও ও ভিডিও কল টেষ্ট করলেন?


➥ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।


✜ কোন রাজ্য দেশে এই প্রথমবারের মতো, রাষ্ট্রীয় মালিকানাধীন ওভার দ্য টপ প্ল্যাটফর্ম 'CSpace' চালু করতে চলেছে?


➥ কেরালা।


✜ কে সম্প্রতি 'মাউন্ট এভারেস্ট'এর চূড়ায় উঠে পিয়ানো বাজিয়ে নজির গড়লেন?


➥ মেক্সিকোর ১৯ বছর বয়সি জুয়ান দিয়েগো মার্টিনেজ।


✜ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান 'কাশ্মীর বিদ্যালয়'এর প্রথম মহিলা উপাচার্য হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ নিলোফার খান।


✜ ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ এলিজাবেথ বোর্ন।




More Current Affairs

Link

Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 1)

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad