Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 3) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২
Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 3) |
Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 3) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।
Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।
Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 3)
✜ রাজস্থানের চতুর্থ ও ভারতের ৫২ তম বাঘ সংরক্ষণাগার কোনটি?
➥ রামগড় বিষধরী বাঘ সংরক্ষণাগার।
✜ সোমালিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ হাসান সেখ মোহাম্মদ।
✜ বিশ্বের দীর্ঘতম পায়ে হাঁটা ঝুলন্ত সেতু 'স্কাই ব্রিজ ৭২১' কোন দেশে চালু হয়েছে?
➥ চেক প্রজাতন্ত্র।
✜ 'বিশ্ব তামাক মুক্ত দিবস' কবে পালিত হয়?
➥ ৩১ মে।
✜ এ বছরের ৩১ মে, দক্ষিণেশ্বর কালীবাড়ির কততম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে?
➥ ১৬৭ তম।
✜ ভারতের কোন রাজ্যে সম্প্রতি ৪৭ বছর বয়সি এক লোক 'পশ্চিমী নীল জ্বর'এ মারা গেছেন?
➥ কেরালা।
✜ 'ইউনিসেফ'এর তরফ থেকে, ২০২২ সালে কে বার্ষিক 'রেডিও ৪ চাইল্ড পুরস্কার'এ '০১ সেরা কনটেন্ট পুরস্কার, ও 'ইমিউনাইজেশন চ্যাম্পিয়ন পুরস্কার' পেলেন?
➥ দক্ষিণ কাশ্মীরের রেডিও জকি উমর নিসার (আরজে উমর নামে পরিচিত)।
✜ 'জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া'র সমীক্ষা অনুযায়ী, কোথায় সম্প্রতি ভারতের সবথেকে বড় সোনার ভান্ডারের খোঁজ পাওয়া গেছে?
➥ বিহার-ঝাড়খন্ড সীমান্তবর্তী জামুই জেলায় (এই এলাকায় প্রায় ২৩ কোটি টন সোনা ও প্রায় ৩৭.৬ টন খনিজ আকরিক মজুত রয়েছে বলে জানা গেছে)।
✜ ভারতের প্রথম সেমি-হাই স্পিড মালবাহী ট্রেনের নাম কি?
➥ গতিশক্তি (এটি এ'বছরের ডিসেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে বলে মনে করা হচ্ছে)।
✜ কোথায় সম্প্রতি অত্যাধুনিক সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে?
➥ ওড়িশার ভুবনেশ্বরের 'ওড়িশা কম্পিউটার অ্যাপ্লিকেশন সেন্টার'এ।
✜ নামি গবেষণা সংস্থা 'সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি'র সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, মহিলাদের কর্মসংস্থানের ক্ষেত্রে সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে কোন রাজ্য?
➥ পশ্চিমবঙ্গ (চলতি বছর জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে প্রায় ৪৩.৭১ লাখ মহিলা কাজ পেয়েছেন বাংলায়)।
✜ কোথায় সম্প্রতি উত্তর ভারতের প্রথম ইন্ডাস্ট্রিয়াল বায়োটেক পার্কের উদ্বোধন করা হয়েছে?
➥ জম্মু ও কাশ্মীরের কাঠুয়ার কাছে অবস্থিত ঘাটিতে।
✜ ভারতের কোন রাজ্যের শিক্ষা দপ্তর সম্প্রতি 'স্কচ পুরস্কার' পেল?
➥ পশ্চিমবঙ্গ।
✜ কাকে সম্প্রতি লোকপালের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে মনোনীত করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ?
➥ বিচারপতি প্রদীপ কুমার মোহান্তি।
✜ কোন দেশ প্রথম ডিজিটাল আদমশুমারি আয়োজন করবে?
➥ বাংলাদেশ।
✜ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড. জিতেন্দ্র সিং কোথায় সম্প্রতি ভারতের প্রথম ল্যাভেন্ডার উৎসবের উদ্বোধন করলেন?
➥ জম্মুর ভাদেরওয়াহে।
✜ কে সম্প্রতি ভারতীয় সেনার অ্যাভিয়েশন কর্পসের কমব্যাট অ্যাভিয়েটর হিসেবে যোগ দিয়ে ইতিহাস গড়লেন?
➥ ক্যাপ্টেন অবিলাষা বরাক (সেনার এই শাখার প্রথম মহিলা কমব্যাট অ্যাভিয়েটর অফিসার হলেন তিনি)।
✜ সম্প্রতি পঞ্চম অর্থ কমিশন গঠন করল পশ্চিমবঙ্গ সরকার। কমিশনের চেয়ারম্যান হিসেবে কে মনোনীত হয়েছেন?
➥ 'ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট'এর প্রাক্তন অধ্যাপক অভিরূপ সরকার।
✜ সম্প্রতি প্রয়াত সিধু মুসে ওয়ালা (২৮ বছর) কে ছিলেন?
➥ পাঞ্জাবি সঙ্গিত শিল্পী।
✜ মার্কিনি মোবাইল অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি 'Kisi'র তরফ থেকে প্রকাশিত এক সমীক্ষা অনুযায়ী, ২০২২ সালে বাড়ি থেকে কাজ করার ক্ষেত্রে সেরা শহরগুলির তালিকায় শীর্ষ স্থানে রয়েছে কোন শহর?
➥ সিঙ্গাপুর।
✜ কোন দেশ বিশ্বের বৃহত্তম পেট্রোলিয়াম গবেষণা কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নিয়েছে?
➥ কুয়েত।
✜ কোন পাসের নামানুসারে অরুণাচল প্রদেশের নতুন বানর প্রজাতির নাম রাখা হয়েছে?
➥ সেলা পাস ('সেলা পাস'এর নাম অনুসারে এই প্রজাতিটির নাম রাখা হয়েছে 'সেলা ম্যাকাক')।
✜ লন্ডন কাউন্সিলে প্রথম দলিত মহিলা মেয়র হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ ভারতীয় বংশোদ্ভূত মহিন্দার কে মিধা।
✜ 'বিশ্ব বাণিজ্য সংস্থা'র বাণিজ্য সংক্রান্ত প্রযুক্তিগত বাধা বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ আনোয়ার হোসেন শাইক (১০ বছর পর, কোনো ভারতীয় এই পদে এলেন)।
✜ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ বিবেক কুমার।
✜ ২০২২ সালে 'কান চলচ্চিত্র উৎসব'এ সেরা তথ্যচিত্রের সম্মান 'L'Oeild'Or' পুরস্কার ('গোল্ডেন আই' পুরস্কার হিসেবেও পরিচিত) জিতে নিল বাঙালি চলচ্চিত্র পরিচালক শৌণক সেন পরিচালিত তথ্যচিত্র। তথ্যচিত্রটির নাম কি?
➥ 'All That Breathes'।
✜ কে সম্প্রতি 'SHRESHTA' (স্কিম ফর রেসিডেন্সিয়াল এডুকেশন ফর স্টুডেন্টস ইন টার্গেটেড এরিয়াস) প্রকল্প চালু করলেন?
➥ কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ড. বীরেন্দ্র কুমার (তপশিলি জাতির গরীব মেধাবী শিক্ষার্থীরা এই প্রকল্পের ফলে উপকৃত হবেন)।
✜ কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া সম্প্রতি কোথায় 'ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া'র জাতীয় খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করলেন?
➥ বিহারের রাক্সাউল শহরে।
✜ ভারতের কোন রাজ্য সরকার জুলাই থেকে রাজ্যে একক-ব্যবহারের প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করল?
➥ পাঞ্জাব।
✜ সম্প্রতি প্রথম ভারতীয় হিসেবে পেশাদার পপ শিল্পী হলেন কে?
➥ ওড়িশার ভুবনেশ্বরের বাসিন্দা সঙ্গীতশিল্পী ১৮ বছর বয়সী শ্রেয়া লেনকা (দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মহিলা ব্যান্ড 'ব্ল্যাকসোয়ান'এর সদস্য হলেন তিনি)।
✜ কে সম্প্রতি 'বান্দা সিং বাহাদুর শহীদ স্মৃতিস্তম্ভ পোস্টার' প্রকাশ করলেন?
➥ কেন্দ্রীয় সংস্কৃতি প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
✜ কোথায় ভারতীয় বায়ুসেনার ঐতিহ্য কেন্দ্র তৈরি হতে চলেছে?
➥ চণ্ডীগড়।
✜ কোন দেশে সম্প্রতি বিশ্বের সবথেকে বড় উদ্ভিদের খোঁজ পাওয়া গেছে?
➥ অস্ট্রেলিয়া (এটি আদতে একটি একক উদ্ভিদ, যা প্রায় ১৮০ বর্গ কিলোমিটার বা ৭০ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত)।
✜ ২০২২ সালে কে মর্যাদাপূর্ণ 'স্ক্রিপস ন্যাশনাল স্পেলিং বি' জিতলেন?
➥ ভারতীয় বংশোদ্ভূত টেক্সাসের বাসিন্দা অষ্টম শ্রেণীর ছাত্রী ১৪ বছর বয়সি হরিণী লোগান (২৬টি শব্দের মধ্যে ২১টি শব্দের বানান সঠিকভাবে করেছেন তিনি)।
✜ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে '১৪৪০০' নামে একটি অ্যাপ চালু করল?
➥ অন্ধ্রপ্রদেশ সরকার।
✜ 'সশস্ত্র সীমা বল'এর ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?
➥ সুজয় লাল থাওসেন।
✜ 'বিশ্ব বাইসাইকেল দিবস' কবে পালিত হয়?
➥ ৩ জুন।
More Current Affairs |
Link |
---|---|
Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 2) |
Please do not enter any spam link in the comment box.