Ads Area

Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 4) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 4) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২

Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 4)
Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 4)

Monthly Current Affairs in Bengali - বিভিন্ন সাম্প্রতিক সরকারি চাকরির পরীক্ষায় ভাল ফলাফল পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। GA বিভাগে বেশিরভাগ নম্বর পেতে হলে কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়টিতে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এই পেজে আমরা Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 4) - কারেন্ট অ্যাফেয়ার্স ২০২২ এর কিছু গুরুত্বপূর্ণ Current Affairs শেয়ার করেছি।


Monthly Current Affairs, কারেন্ট অ্যাফেয়ার্স বিষয়ে প্রস্তুত নেওয়ার জন্য সর্বোত্তম উপায়। প্রতিদিনের Current Affairs গুলি মনে রাখা সম্ভব নাও হতে পারে তবে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সের (Monthly Current Affairs) মধ্যে এক-লাইনার প্রশ্ন-উত্তরের মাধ্যমে সর্বাধিক উপকার পাওয়া যেতে পারে। আপনি কারেন্ট অ্যাফেয়ার্সে পরিশ্রম না করে ভাল নম্বর অর্জন করতে পারবেন না। বেশিরভাগ পরীক্ষায় এই Current Affairs বিষয়টি অন্য যে কোনও বিষয়ের চেয়ে অনেক বেশি নম্বর বহন করে। প্রত্যেক পরীক্ষায় Current Affairs এর গুরুত্ব কতটা তা আপনি নিজেই যাচাই করে বুঝতে পারবেন।




Monthly Current Affairs in Bengali - June 2022 (Part - 4)



✜ 'মেটা' প্ল্যাটফর্মের চিফ অপারেটিং অফিসার হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ জ্যাভিয়ার অলিভান।


✜ কোন দেশ সম্প্রতি এশিয়ার বৃহত্তম লিক্যুইড মিরর টেলিস্কোপ 'ইন্টারন্যাশনাল লিক্যুইড মিরর টেলিস্কোপ' স্থাপন করল?


➥ ভারত (এটি ভারতের প্রথম লিক্যুইড মিরর টেলিস্কোপ, যা 'আর্যভট্ট রিসার্চ ইনস্টিটিউট অফ অবজার্ভেশনাল সায়েন্সেস'এর মালিকাধীন 'দেবস্থল অবজার্ভেটরি ক্যাম্পাস'এ স্থাপন করা হয়েছে)।


✜ ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি সরকারি কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে, কাগজের স্ট্যাম্প পেপার বাতিল করে ই-স্ট্যাম্প সুবিধা চালু করল?


➥ পাঞ্জাব সরকার।


✜ 'ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার'এর ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ রাজেশ গেরা।


✜ ভারতের কোন বিমানবন্দর গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে বিমানবন্দরের সব যানকে বৈদ্যুতিক যান দিয়ে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে?


➥ দিল্লির 'ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর'।


✜ কোন দেশ সম্প্রতি মানবসম্পন্ন মহাকাশযান 'শেনঝাউ-১৪'এর সফল উৎক্ষেপণ করল?


➥ চিন।


✜ প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ সম্প্রতি ভারতের কোন রাজ্যে 'সন্ত কবির আকাদেমি ও রিসার্চ সেন্টার'এর উদ্বোধন করেছেন?


➥ উত্তর প্রদেশে।


✜ ভারতীয় ড্রোন স্টার্টআপ 'গারুদা অ্যারোস্পেস'এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।


✜ কে সম্প্রতি নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছ থেকে, মরণোত্তর 'কীর্তি চক্র পুরস্কার' পেলেন?


➥ জম্মু ও কাশ্মীর পুলিশের কনস্টেবল আলতাফ হোসেন ভাট।


✜ ভারতের কোন রাজ্যে সম্প্রতি প্রথম ড্রোন ব্যবহার করে পার্সেল বিতরণ সম্পূর্ণ করল 'ভারতীয় ডাক বিভাগ'?


➥ গুজরাট (এই পার্সেলে মূলত চিকিৎসা সংক্রান্ত সামগ্রী ছিল)।


✜ কর্নাটকের চিফ সেক্রেটারি হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ নন্দিতা শর্মা।


✜ 'ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি'র ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ জুলফিকর হাসান।


✜ কোন শহরে সম্প্রতি মেঘালয় রাজ্যের প্রথম 'টেস্ট উওমেনস কনফারেন্স' আয়োজিত হয়েছে?


➥ শিলং।


✜ কারা সম্প্রতি বিশ্বের প্রথম স্বীকৃত সংস্থা হিসেবে 'মেটাভার্স'এ তাদের নিজস্ব ভার্চুয়াল অফিস তৈরি করল?


➥ অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন।


✜ 'ইন্টারন্যাশনাল অ্যালুমিনিয়াম ইনস্টিটিউট'এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ সতীশ পাই।


✜ কোন দেশ সম্প্রতি বিশ্বে প্রথমবারের মতো, ডিজিটাল ইলেকট্রনিক্সের জন্য রাইট টু রিপেয়ার (মেরামতের অধিকার) বিল পাস করল?


➥ মার্কিন যুক্তরাষ্ট্র।


✜ ব্যবসা ও আর্থিক সংবাদ সংস্থা 'কুইন্টিলিয়ন বিজনেস মিডিয়া লিমিটেড'এর ডিরেক্টর হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ সঞ্জয় পুগালিয়া।


✜ ২০২২ সালে ২২ তম 'আইফা পুরস্কার'এ কে 'সেরা অভিনেতা'র সম্মান পেলেন?


➥ ভিকি কৌশল 'সর্দার উধম' চলচ্চিত্রের জন্য)।


✜ দেশের প্রথম মোবাইল পরিষেবা নেটওয়ার্ক কোম্পানি হিসেবে, কারা সম্প্রতি পূর্ব লাদাখের প্যাংগং হ্রদের কাছাকাছি 'স্প্যাংমিক' নামে একটি প্রত্যন্ত গ্রামে ৪জি মোবাইল পরিষেবা সম্প্রসারিত করে নজির গড়ল?


➥ রিলায়েন্স জিও।


✜ আলবেনিয়ার প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে মনোনীত হলেন?


➥ বজরাম বেগজ।


✜ ২০২১-'২২ সালে 'স্টেট ফুড সিকিউরিটি ইনডেক্স'এ ভারতের কোন রাজ্য শীর্ষস্থানে রয়েছে?


➥ তামিলনাড়ু।


✜ ওড়িশার এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে, পারমাণবিক সক্ষম 'অগ্নি-৪' ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করলো ভারত। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা কত কিলোমিটার?


➥ ৪,০০০ কিলোমিটার।


✜ ২০২২ সালে 'মুম্বই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'এ কোন চলচ্চিত্র সেরা ডকুমেন্টারি চলচ্চিত্রের জন্য, 'সোনার শঙ্খ পুরস্কার' জিতল?


➥ ডাচ ডকুমেন্টারি চলচ্চিত্র 'টার্ন ইওর বডি টু দ্য সান'।


✜ কোথায় সম্প্রতি 'ন্যাশনাল ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট'এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ?


➥ নয়া দিল্লী।


✜ সিকিমের রাজ্য প্রজাপতি কোনটি?


➥ ব্লু ডিউক।


✜ ২০২২ সালে 'এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইনডেক্স'এ ভারতের স্থান কত?


➥ ১৮০।


✜ সম্প্রতি কোথায় 'মাই প্যাড মাই রাইট' প্রোগ্রাম চালু হয়েছে?


➥ লেহ।


✜ ভারতীয় মহিলা ক্রিকেটার মিতালী রাজ সম্প্রতি কোন ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন?


➥ আন্তর্জাতিক ক্রিকেট।


✜ ২০২২ সালের জুনে প্রকাশিত সর্বশেষ আইসিসি মহিলাদের একদিনের আন্তর্জাতিক ব্যাটিং রেঙ্কিংয়ে মিতালী রাজের স্থান কত?


➥ সপ্তম।




More Current Affairs

Link

Monthly Current Affairs - June 2022 Part - 1

Click Here

Monthly Current Affairs - June 2022 Part - 2

Click Here

Monthly Current Affairs - June 2022 Part - 3

Click Here


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad