কয়েকটি ছত্রাকজাত অ্যান্টিবায়োটিকের এবং কয়েকটি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিকের উৎস ও ব্যবহার - Sources and Uses of Some Fungal Antibiotics and Some Bacterial Antibiotics
 |
Some Fungal Antibiotics and Some Bacterial Antibiotics |
নমস্কার বন্ধুরা, এই পেজে আমরা আলোচনা করব কয়েকটি ছত্রাকজাত অ্যান্টিবায়োটিকের এবং কয়েকটি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিকের উৎস ও ব্যবহার। চিকিৎসা ক্ষেত্রে আমরা অনেক সময় এই ধরনের কয়েকটি ছত্রাকজাত অ্যান্টিবায়োটিকের এবং কয়েকটি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিকের নাম শুনে থাকি।
এই পেজে আমরা এই ধরনের কয়েকটি ছত্রাকজাত অ্যান্টিবায়োটিকের এবং কয়েকটি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিকের উৎস ও ব্যবহার তালিকার আকারে আপনাদের জন্য নিয়ে এসেছি যেখান থেকে কোন প্রশ্ন চাকরির পরীক্ষায় এসে থাকলে আপনি সহজে উত্তর দিতে পারবেন। বেশ কিছু চাকরির পরীক্ষার ক্ষেত্রে কোন কোন সময় এই ধরনের প্রশ্ন এসেছে। আজকের এই তালিকাটি আপনাদের পরীক্ষা প্রস্তুতিতে খুব সাহায্য করবে।
কয়েকটি ছত্রাকজাত অ্যান্টিবায়োটিকের উৎস ও ব্যবহার
নাম |
উৎস |
ব্যবহার |
পেনিসিলিন |
পেনিসিলিয়াম নোটেটাম |
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া নিউমোনিয়া, রিউম্যাটিক জ্বর এবং টনশালাইটিসের জন্য ব্যবহৃত হয়। |
গ্রিসিওফুলবিন |
পেনিসিলিয়াম গ্রিসিওফুলবাম |
মাইকোসিসের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। |
সেফালোস্পেরিন |
সেফালোস্পেরিয়াম অ্যাক্রিমনিয়ম |
গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, টাইফয়েড প্রভৃতির জন্য ব্যবহৃত হয়। |
জহরেন্স |
অ্যাসপারজিলাস প্রজাতি |
স্মলপক্স, ইনফ্লুয়েঞ্জা, লিউকোডার্মা প্রভৃতির জন্য ব্যবহৃত হয়। |
ক্ল্যাভিসিন |
অ্যাসপারজিলাস ক্ল্যাভাটাস |
সমস্ত ধরনের ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
ফ্ল্যাভিসিন |
অ্যাসপারজিলাস ফ্ল্যাভাস এবং অ্যাসপারজিলাস ফুমিগেটাস |
ব্যাকটেরিয়াজাত রোগের বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
কয়েকটি ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিকের উৎস ও ব্যবহার
নাম |
উৎস |
ব্যবহার |
স্ট্রেপটোমাইসিন |
স্ট্রেপটোমাইসিন গ্রিসিয়াস |
গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, রেবিট ফিবার ইনফ্লুয়েঞ্জা, মেনিনজাইটিস, রক্ত আমাশয় প্রভৃতির বিরুদ্ধে এটি ব্যবহার করা হত। |
অ্যাক্টিডিন |
স্ট্রেপটোমাইসিন গ্রিসিয়াস |
ছত্রাকের কারণে ঘটিত উদ্ভিদ রোগের বিরুদ্ধে এটি ব্যবহৃত হত। |
ক্লোরোমাইটেসিন |
স্ট্রেপটোকক্কাস ভেনিজুয়েলা |
গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, টাইফয়েড, রিকেটসিয়াস প্রভৃতি রোগের বিরুদ্ধে ব্যবহৃত হত। |
টেট্রাসাইক্লিন |
স্ট্রেপটোকক্কাস অরিফেসিয়েন্স |
গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, রিকেটসিয়াস রোগের বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
টেরামাইসিন |
স্ট্রেপটোকক্কাস রিমোসাস |
গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
এরিথ্রোমাইসিন |
স্ট্রেপটোকক্কাস এরিথ্রেরাস |
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, হুপিং কফ এবং ডিপথেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
নিওমাইসিন |
স্ট্রেপটোকক্কাস ফ্রাডিয়া |
গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ এবং টিবি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
অ্যাম্পোমাইসিন |
স্ট্রেপটোকক্কাস ক্যারাস |
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
অ্যাম্পোটেরিসিন |
স্ট্রেপটোকক্কাস নোডোসাস |
ইস্ট এবং ছত্রাকের বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
লিউকোমাইসিন |
স্ট্রেপটোকক্কাস বিটাসোয়েনসিস |
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
ট্রিকোমাইসিন |
স্ট্রেপটোকক্কাস হাচিজোয়েনসিস |
ইস্ট এবং ছত্রাকের বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
ভায়োমাইসিন |
স্ট্রেপটোকক্কাস ফ্লোরিডা |
গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং টিবি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
ব্যাসিট্রাসিন |
ব্যাসিলাস সাবটিলিয়াস |
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
গ্রামিসিডিন |
ব্যাসিলাস ব্রেবিস |
গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
টাইরোট্রিসিন |
ব্যাসিলাস ব্রেবিস |
গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
পলিমিক্সিন-বি |
অ্যারোব্যাসিলাস পলিমিক্স |
গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়। |
More Important GK |
Link |
সমস্ত ভিটামিনের রাসায়নিক নাম ও তাদের উৎসের তালিকা |
Click Here |
Please do not enter any spam link in the comment box.