Ads Area

WBCS Prelims Question Paper 2023 - WBCS Answer Key 2023 || GK Questions in Bengali

WBCS Prelims Question Paper 2023 - WBCS Answer Key 2023 || GK Questions in Bengali

WBCS Prelims Question Paper 2023 - WBCS Answer Key 2023
WBCS Prelims Question Paper 2023 - WBCS Answer Key 2023

বাংলা জিকে ডায়েরি 📘

WBCS Prelims Question Paper 2023 - WBCS Answer Key 2023 || GK Questions in Bengali পোস্টে WBCS প্রিলি পরীক্ষা ২০২৩ এর প্রশ্নপত্র বিশ্লেষণ করা হয়েছে। বাংলা জিকে ডায়েরি থেকে WBCS Prelims Question Paper 2023 এর জিকে প্রশ্নগুলির অফিসিয়াল উত্তরগুলি দেওয়া হয়েছে। সকল ছাত্রছাত্রীদের জন্য WBCS Prelims Question Paper 2023 এর সমস্ত জিকে প্রশ্নোত্তর গুলি দেওয়া হয়েছে যাতে তারা তাদের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এখানে আমরা WBCS Prelims Questions Set C থেকে প্রশ্নগুলি নিয়েছি। নীচে দেওয়া WBCS প্রিলি পরীক্ষা ২০২৩ এর জিকে প্রশ্নের উত্তরগুলি একবার দেখে নিন।


WBCS Prelims Question Paper 2023 - GK Questions Answer in Bengali - Set C


Q 27. 1893 সালে বালগঙ্গাধর তিলক গণপতি উৎসব শুরু করেছিলেন। তিনি প্রথম শিবাজী উৎসব শুরু করেছিলেন-

A) 1884
B) 1885
C) 1896
D) 1897

উত্তরঃ- C) 1896


Q 28. নানাঘাট শিলালিপিতে কোন রাজার কীর্তিকাহিনী বর্ণিত আছে?


A) প্রথম সাতকর্ণী
B) গৌতমীপুত্র সাতকর্ণী
C) বশিষ্ঠপুত্র পুলমায়ী
D) যজ্ঞশ্রী সাতকর্ণী

উত্তরঃ- A) প্রথম সাতকর্ণী


Q 29. কোথায় ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয়?

A) কলিকাতা, ঘুষুড়ী-তে
B) কলিকাতার সিঁথির মোড়ে
C) নাগপুরে
D) থানে-তে

উত্তরঃ- A) কলিকাতা, ঘুষুড়ী-তে


Q 30. 1956 সালের রাজ্য পুনর্গঠন আইনের Part III-র মাধ্যমে নিম্নলিখিত কোন সংস্থাটি গঠিত হয়েছিল?

A) আন্তঃরাজ্য পরিষদ
B) আঞ্চলিক পরিষদ
C) ভাষা কমিশন
D) সারকারিয়া কমিশন

উত্তরঃ- B) আঞ্চলিক পরিষদ


Q 31. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠানসমূহে তপশিলি জাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা নেই?

A) রাজস্থান
B) আসাম
C) সিকিম
D) অরুণাচল প্রদেশ

উত্তরঃ- D) অরুণাচল প্রদেশ


Q 32. যে বিপ্লবের সঙ্গে ভারতে ডিম উৎপাদন জড়িত-

A) রুপালি
B) সোনালী
C) সাদা
D) তরল

উত্তরঃ- A) রুপালি


Q 33. নীচের কোন রোগটি অটোজোম ঘটিত?

A) হিমোফিলিয়া
B) থ্যালাসেমিয়া
C) বর্ণান্ধতা
D) উপরের সবকটিই

উত্তরঃ- B) থ্যালাসেমিয়া


Q 34. ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সম্রাট কে?
A) ধননন্দ
B) চন্দ্রগুপ্ত মৌর্য
C) বিম্বিসার
D) বিন্দুসার

উত্তরঃ- B) চন্দ্রগুপ্ত মৌর্য


Q 35. ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের উপর 'যুক্তিসংগত বাধানিষেধ' আরোপ করার ক্ষমতা কাকে দেওয়া হয়েছে?

A) রাষ্ট্রপতি
B) পার্লামেন্ট
C) সুপ্রিম কোর্ট
D) (B) এবং (C) উভয়ই

উত্তরঃ- B) পার্লামেন্ট


Q 36. কংগ্রেস শব্দটি গ্রহণ করা হয়েছিল

A) মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস থেকে।
B) উত্তর আমেরিকার ইতিহাস থেকে, মানুষের জমায়েত বোঝাবে।
C) ট্রেড ইউনিয়নের কংগ্রেস থেকে।
D) শিকাগোর বিশ্বধর্ম আন্দোলন থেকে।

উত্তরঃ- B) উত্তর আমেরিকার ইতিহাস থেকে, মানুষের জমায়েত বোঝাবে।


Q 37. ভারতের সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয় যার দ্বারা তা হল

A) ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, 1982
B) 1909-এর আইন
C) 1919-এর ভারত শাসন আইন
D) 1935-এর ভারত শাসন আইন

উত্তরঃ- C) 1919-এর ভারত শাসন আইন


Q 38. একটি ভাসমান বস্তু সুস্থির সাম্য অবস্থায় থাকলে, তার প্লবতা কেন্দ্র অবস্থিত হবে

A) ভারকেন্দ্রে
B) ভারকেন্দ্রের ওপরে
C) ভারকেন্দ্রের নীচে
D) যেকোনো স্থানে হতে পারে

উত্তরঃ- B) ভারকেন্দ্রের ওপরে


Q 39. গত দশকে মৌলিক মূল্যে প্রকৃত মোট মূল্য সংযোজনে সবচেয়ে বেশি অবদান কার?

A) জন, প্রশাসন, প্রতিরক্ষা ও অন্যান্য পরিষেবা
B) অর্থায়ন, ভূসম্পত্তি ও পেশাদার পরিষেবা
C) কারখানাজাত উৎপাদন, নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহ
D) বাণিজ্য, হোটেল, পরিবহন ও যোগাযোগ

উত্তরঃ- C) কারখানাজাত উৎপাদন, নির্মাণ, বিদ্যুৎ, গ্যাস ও জল সরবরাহ


Q 41. ভারতের প্রথম সংবাদপত্রের নাম

A) পার্থেনন
B) দিগর্শন
C) বেঙ্গল গেজেট / হিকি'জ গেজেট / হিকি'জ বেঙ্গল গেজেট
D) সমাচার দর্পণ

উত্তরঃ- C) বেঙ্গল গেজেট / হিকি'জ গেজেট / হিকি'জ বেঙ্গল গেজেট


Q 42. পান্ডুয়ার আদিনা মসজিদ কে নির্মাণ করেন?

A) ফিরোজ তুঘলক
B) হুসেন শাহ
C) সিকান্দর শাহ
D) জৈন-উল-আবেদিন

উত্তরঃ- C) সিকান্দর শাহ


Q 43. বীজের সুপ্তদশা ভঙ্গ করে কোন হরমোন?

A) অক্সিন
B) ডরমিন
C) সাইটোকাইনিন
D) জিব্বেরেলিন

উত্তরঃ- D) জিব্বেরেলিন


Q 44. নিম্নলিখিত কোন বিষয়ে রাজ্যসভা ও লোকসভা সমান ক্ষমতার অধিকারী?

A) সংবিধান সংশোধন
B) সরকার অবসারণ
C) অর্থবিল উত্থাপন
D) নতুন সর্বভারতীয় চাকরি সৃষ্টি

উত্তরঃ- A) সংবিধান সংশোধন


Q 45. কোন প্রতিষ্ঠানের সাহায্যে নীতি আয়োগ ভারতবর্ষে "নর্থ ইস্ট রিজিয়ন ডিসট্রিক্ট এসডিজি ইন্ডেক্স" প্রকাশ করেছে?

A) ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)
B) ওয়ার্ল্ড ব্যাঙ্ক (বিশ্ব ব্যাঙ্ক)
C) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক
D) আই. এম. এফ

উত্তরঃ- A) ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি)


Q 46. লাডাক মালভূমি অঞ্চলে মানুষের মৃত্যু বেশি হয় যে বৃষ্টিতে-

A) সীমান্ত বৃষ্টি
B) শিলাবৃষ্টি
C) মেঘ ভাঙা বৃষ্টি
D) পরিচালন বৃষ্টি

উত্তরঃ- C) মেঘ ভাঙা বৃষ্টি


Q 47. ভারতের অর্থ প্রদানের ভারসাম্যে কোনগুলি মূলধন অ্যাকাউন্টের অংশ?
1. বিদেশি ঋণ
2. বিদেশি বিনিয়োগ
3. বিদেশ থেকে আসা রেমিটেন্স
4. পোর্টফোলিও বিনিয়োগ


A) 1, 2 এবং 3
B) 1, 2 এবং 4
C) 2, 3 এবং 4
D) 1, 2, 3 এবং 4

উত্তরঃ- B) 1, 2 এবং 4


Q 48. একটি লোহার বলকে উত্তপ্ত করা হলে, শতকরা হারে সর্বোচ্চ বৃদ্ধি পাবে তার

A) ঘনত্ব
B) পৃষ্ঠতলের ক্ষেত্রফল
C) ব্যাস
D) আয়তন

উত্তরঃ- D) আয়তন


Q 49. একটি মাসের সপ্তম দিন শুক্রবার থেকে 3 দিন আগে হলে, 19 তম দিনটি কী বার হবে?

A) শনিবার
B) সোমবার
C) রবিবার
D) মঙ্গলবার

উত্তরঃ- C) রবিবার


Q 50. রেললাইনের ট্রাক মেরামতির জন্য থার্মিট পদ্ধতিতে যে বিজারক পদার্থটি ব্যবহৃত হয়, সেটি

A) আয়রন অক্সাইড
B) ধাতব অ্যালুমিনিয়াম
C) অ্যালুমিনিয়াম অক্সাইড
D) ধাতব আয়রন

উত্তরঃ- B) ধাতব অ্যালুমিনিয়াম


Q 51. একটি মুসলিম সংগঠন যে প্রথম বিশ্বযুদ্ধের সময় এই প্রস্তাব দেয় যে মুসলিমদের প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া উচিত এবং এই মর্মে কংগ্রেসের সঙ্গে চুক্তিতে আসা উচিত, সেটি হল

A) মুসলিম লিগ
B) আহমদিয়া আন্দোলন
C) এহরার লিগ
D) দেওবন্দ আন্দোলন

উত্তরঃ- C) এহরার লিগ


Q 52. একটি মৌলের আয়ন ধনাত্মক ত্রিযোজী। মৌলটির ভরসংখ্যা 27 এবং নিউট্রন সংখ্যা 14। আয়নে কটি ইলেকট্রন বর্তমান?

A) 13
B) 10
C) 14
D) 16

উত্তরঃ- B) 10


Q 53. মানুষের ক্ষুদ্রতম ও বৃহত্তম অন্তঃক্ষরা গ্রন্থিদ্বয়ের জোড়টি হল

A) পিটুইটারি-থাইরয়েড
B) থাইরয়েড-পিটুইটার
C) পিনিয়াল বডি-ডিম্বাশয়
D) পিনিয়াল বডি-থাইরয়েড

উত্তরঃ- D) পিনিয়াল বডি-থাইরয়েড


Q 54. তরলের দুটি কণা একত্রিত হয়ে একটি কণায় পরিণত হল, এই প্রক্রিয়ায় শক্তির

A) শোষণ হল।
B) মুক্তি হল।
C) তরলের আপেক্ষিক তাপের ওপর নির্ভর করে শোষণ বা মুক্তি হতে পারে।
D) শোষণ অথবা মুক্তি কোনটাই হল না।

উত্তরঃ- B) মুক্তি হল।


Q 55. 9g জলে অণুর সংখ্যা n হলে, 44g কার্বন-ডাই-অক্সাইডে অণুর সংখ্যা হবে

A) n
B) 2n
C) n/2
D) 3n

উত্তরঃ- B) 2n


Q 56. ভারতের বৃহত্তম কাগজ শিল্পকেন্দ্র-

A) বল্লারপুর
B) সালকিয়া
C) নেপানগর
D) নাগপুর

উত্তরঃ- A) বল্লারপুর


Q 57. ভাইকোম সত্যাগ্রহ 1924 সালে যে জন্য সংঘটিত হয়েছিল-

A) নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য
B) ভৌমধিকারীদের শোষণের বিরুদ্ধে লড়াই করার জন্য
C) সংবাদপত্রের উপর নিষেধাজ্ঞা সরানোর জন্য
D) ত্রাভাঙ্কর রাজ্যের প্রশাসনের গণতান্ত্রিকরণের জন্য

উত্তরঃ- A) নিম্ন জাতের হিন্দুদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়ার জন্য


Q 58. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি প্রত্যক্ষভাবে শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত?

A) অনুচ্ছেদ 17
B) অনুচ্ছেদ 19
C) অনুচ্ছেদ 23
D) অনুচ্ছেদ 24

উত্তরঃ- D) অনুচ্ছেদ 24


Q 59. সামাজিক-অর্থনৈতিক পরিকল্পনা নিম্নলিখিত তালিকার অন্তর্ভুক্তঃ

A) ইউনিয়ন তালিকা
B) রাজ্য তালিকা
C) যুগ্ম তালিকা
D) সংরক্ষিত তালিকা

উত্তরঃ- C) যুগ্ম তালিকা


Q 60. জলে দ্রবীভূত হয়, এমন যৌগটি সনাক্ত করো-

A) গ্লুকোজ
B) ইউরিয়া
C) অ্যাসিটোন
D) উপরের সবগুলি

উত্তরঃ- D) উপরের সবগুলি


Q 61. কোন জনন পদ্ধতিটি কেবলমাত্র উদ্ভিদে দেখা যায়?

A) অঙ্গজ জনন
B) অযৌন জনন
C) যৌন জনন
D) অপুংজনি

উত্তরঃ- A) অঙ্গজ জনন


Q 62. দুগ্ধজাত দ্রব্য উৎপাদন ভারতে তুলনামূলকভাবে কম-

A) কাঁচা দুধের চাহিদা বেশি
B) বেশি লোকের দুগ্ধজাত দ্রব্য ক্রয় করার ক্ষমতা কম
C) অধিকাংশ গরু শীর্ণকায়
D) উপরের সব কারণগুলি

উত্তরঃ- D) উপরের সব কারণগুলি


Q 63. কোন চালুক্য রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেন?

A) প্রথম পুলকেশী
B) দ্বিতীয় পুলকেশী
C) মঙ্গলেশ
D) কীর্তিবর্মন

উত্তরঃ- B) দ্বিতীয় পুলকেশী


Q 64. বোম্বাই ত্রিমূর্তি নামে কারা পরিচিত?

A) বি. জি. তিলক, জি. কে. গোখেল এবং এম. বি. নামজোশি
B) ফিরোজশাহ মেহতা, কে. টি. তেলাং এবং বদরুদ্দিন তায়েবজি
C) বি. জি. তিলক, জি. জি. আগারকার এবং জি. এইচ. দেশমুখ
D) দাদাভাই নৌরজি, কে. টি. তেলাং এবং আর. জি. ভান্ডারকার

উত্তরঃ- B) ফিরোজশাহ মেহতা, কে. টি. তেলাং এবং বদরুদ্দিন তায়েবজি


Q 65. একটি জলের কনা ভেঙ্গে দুটি কণায় পরিণত হল। কনা দুটির কোন ধর্মের যোগফল একক কণার সমান হবে?

A) ব্যাসার্ধ
B) পৃষ্ঠতলের ক্ষেত্রফল
C) পৃষ্ঠ শক্তি
D) আয়তন

উত্তরঃ- D) আয়তন


Q 66. নিম্নলিখিত কোন ব্রিটিশ আইনটি ভারতের পার্লামেন্টীয় সরকারের রূপরেখা উপস্থাপিত করেছিল?

A) 1793 খ্রিস্টাব্দের চার্টার আইন
B) 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন
C) 1853 খ্রিস্টাব্দের চার্টার আইন
D) 1833 খ্রিস্টাব্দের চার্টার আইন

উত্তরঃ- C) 1853 খ্রিস্টাব্দের চার্টার আইন


Q 67. ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা নেওয়া হয়েছে নিম্নলিখিত কোন দেশ থেকে?

A) রাশিয়া
B) ইংল্যান্ড
C) মার্কিন যুক্তরাষ্ট্র
D) জার্মানি

উত্তরঃ- A) রাশিয়া


Q 68. ভারতে আমন ধান চাষের সময়

A) বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয়।
B) বর্ষাকালে লাগিয়ে বর্ষাকালের শেষে কাটা হয়।
C) গ্রীষ্মকালে লাগিয়ে বর্ষা শেষে কাটা হয়।
D) গ্রীষ্মকালের প্রথম দিকে লাগিয়ে বর্ষা শেষে কাটা হয়।

উত্তরঃ- A) বর্ষাকালে লাগিয়ে শীতকালে কাটা হয়।


Q 69. কোন প্রতিষ্ঠান 'অ্যাডাপটেশন গ্যাপ রিপোর্ট 2022' প্রকাশ করেছে?

A) নীতি আয়োগ
B) ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউনেপ)
C) ওয়ার্ল্ড সোসাল ফোরাম (ডব্লিউ এস এফ)
D) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউ ই এফ)

উত্তরঃ- B) ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউনেপ)


Q 70. বঙ্গভঙ্গের পর যে দুটি নতুন প্রদেশের অস্তিত্ব তৈরি হয় তা হল

A) পূর্ব বাংলা এবং বাংলা
B) পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা
C) পূর্ব বাংলা এবং আসাম
D) পূর্ব বাংলা এবং উত্তর বাংলা

উত্তরঃ- A) পূর্ব বাংলা এবং বাংলা


Q 71. কোন ভারতীয় ক্রীড়াব্যক্তিত্ব সুইৎজারল্যান্ড ট্যুরিজমের দ্বারা 'ফ্রেন্ডশিপ অ্যামব্যাসাডর' পদে নিযুক্ত হয়েছেন?

A) পি. ভি. সিন্ধু
B) নীরজ চোপড়া
C) মেরি কম
D) বিরাট কোহলি

উত্তরঃ- B) নীরজ চোপড়া


Q 72. শিখদের দশম এবং শেষ গুরুর নাম কি?

A) গুরু রামদাস
B) গুরু হরগোবিন্দ
C) গুরু গোবিন্দ
D) গুরু তেগবাহাদুর

উত্তরঃ- C) গুরু গোবিন্দ


Q 73. একটি ধাতব বলের কেন্দ্রতে একটি গোলাকার গহ্বর রয়েছে। বলটিকে উত্তপ্ত করলে গহ্বরটির আয়তন

A) হ্রাস পাবে
B) বৃদ্ধি পাবে
C) একই থাকবে
D) ধাতুর প্রকৃতির ওপর নির্ভর করে বৃদ্ধি বা হ্রাস পেতে পারে

উত্তরঃ- B) বৃদ্ধি পাবে


Q 74. বিশ্বে ভারতের মান ডাক পরিসেবায়

A) তৃতীয়
B) দ্বিতীয়
C) প্রথম
D) চতুর্থ

উত্তরঃ- C) প্রথম


Q 77. ভারতবর্ষের কোন শহরে 'খাদি ফেষ্ট-2022' প্রদর্শনী অনুষ্ঠিত হয়?

A) আহমেদাবাদ
B) চেন্নাই
C) মুম্বাই
D) বারাণসী

উত্তরঃ- C) মুম্বাই


Q 78. ভারতের আমদানি খাতে কোন দ্রব্যটির জন্য সর্বাধিক ব্যয় হয়?

A) মূলধনি পণ্য
B) সোনা ও রুপা
C) ইলেকট্রনিক পণ্য
D) পেট্রোলিয়াম, তেল ও লুব্রিকেন্ট

উত্তরঃ- D) পেট্রোলিয়াম, তেল ও লুব্রিক্যান্ট


Q 80. 'ষোড়শ মহাজনপদ'-এর মধ্যে শেষ পর্যন্ত কোন মহাজনপদ-এর নেতৃত্বে ভারতে প্রথম সাম্রাজ্য গড়ে ওঠে?

A) কোশল
B) কোশী
C) মগধ
D) পাঞ্চাল

উত্তরঃ- C) মগধ


Q 81. পরিষেবা জীবিকার সর্বাধুনিক ও উন্নতমানের ক্রিয়াকলাপ হল

A) টার্সিয়ারি ক্রিয়াকলাপ
B) কুইনারি
C) কোয়ার্টারনারি
D) মাধ্যমিক

উত্তরঃ- B) কুইনারি


Q 82. Ocean Thermal Energy Conservation প্রক্রিয়ায় ভারতের বিদ্যুৎ উৎপাদিত হয়

A) কলকাতায়
B) হলদিয়ায়
C) মাদ্রাজে/চেন্নাইতে
D) পারাদ্বীপে

উত্তরঃ- C) মাদ্রাজে/চেন্নাইতে


Q 86. রাউরকেল্লা লৌহ ও ইস্পাত কারখানা অবস্থিত

A) কয়লাখনি অঞ্চলে
B) লৌহখনি অঞ্চলে
C) কয়লা ও লৌহখনির মধ্যবর্তী অঞ্চলে
D) দামোদর উপত্যকায়

উত্তরঃ- B) লৌহখনি অঞ্চলে


Q 87. মায়োপিয়ার কারণটি হল

A) অক্ষিগোলকের সংকোচন
B) অক্ষিগোলকের প্রসারণ
C) অপটিক স্নায়ুর শুষ্কতা
D) সবকটি ঠিক

উত্তরঃ- B) অক্ষিগোলকের প্রসারণ


Q 88. কে প্রতিষ্ঠা করেন আলীগড় অ্যাংলো- ওরিয়েন্টাল কলেজ?

A) নবাব সলিমুল্লা
B) লিয়াকৎ আলি
C) খান আব্দুল গফফর খান
D) স্যার সৈয়দ আহমেদ খান

উত্তরঃ- D) স্যার সৈয়দ আহমেদ খান


Q 89. কোন চোল রাজা 'গঙ্গোইকোণ্ড' অভিধা গ্রহণ করেন?

A) প্রথম রাজেন্দ্র চোল
B) প্রথম রাজরাজ
C) রাজাধিরাজ চোল
D) রাজেন্দ্র চোল দ্বিতীয়

উত্তরঃ- A) প্রথম রাজেন্দ্র চোল


Q 90. দাক্ষিণাত্য বিজয় নীতির সূচনা সর্বপ্রথম কোন সুলতান করেন?

A) আলাউদ্দিন খলজি
B) বলবন
C) ফিরোজ তুঘলক
D) মহম্মদ বিন তুঘলক

উত্তরঃ- A) আলাউদ্দিন খলজি


Q 92. 'কুমারসম্ভবম্' কার রচনা?

A) বিষ্ণুশর্মা
B) দণ্ডিণ
C) কালিদাস
D) সোমদেব

উত্তরঃ- C) কালিদাস


Q 93. দাদাভাই নৌরজি ব্রিটেনের হাউস অফ কমন্সে যে দলের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তা হল

A) কনজার্ভেটিভ
B) লিবারাল
C) লেবার
D) লেবার-লিবারাল যৌথ

উত্তরঃ- B) লিবারাল


Q 94. কোন দেশ লিঙ্গ স্বীকৃতি সংস্কার বিল পাশ করেছে?

A) ইংল্যান্ড
B) স্কটল্যান্ড
C) ইতালি
D) সুইৎজারল্যান্ড

উত্তরঃ- B) স্কটল্যান্ড


Q 95. নিম্নে উল্লেখিত কোনটি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত মৌলিক কর্তব্য নয়?

A) জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ সৌধ রক্ষা করা
B) বৈজ্ঞানিক অনুসন্ধিৎসার প্রসার সাধন করা
C) ভারতের ঐক্য ও সংহতি সমর্থন ও সংরক্ষণ করা
D) উপরের কোনটিই নয়

উত্তরঃ- A) জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ সৌধ রক্ষা করা


Q 96. ভারতবর্ষের রিজার্ভ ব্যাঙ্ক 2022 সালে কোন নতুন বিভাগের সৃষ্টি করেছে?

A) ডিপার্টমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
B) ডিপার্টমেন্ট অফ ফিন-টেক
C) ডিপার্টমেন্ট অফ ডেটা সায়েন্স
D) ডিপার্টমেন্ট অফ ডিজিটাল কারেন্সি

উত্তরঃ- B) ডিপার্টমেন্ট অফ ফিন-টেক


Q 97. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য নয়?

A) ভারতের একটি স্বাধীন আদালত আছে।
B) কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা স্পষ্টভাবে বন্টন করা হয়েছে।
C) রাজ্যসভায় যুক্তরাষ্ট্রীয় একক গুলির প্রতিনিধিত্ব অসম।
D) ভারতীয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় এককগুলির মধ্যে মতৈক্যের ফল।

উত্তরঃ- D) ভারতীয় যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রীয় এককগুলির মধ্যে মতৈক্যের ফল।


Q 98. সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তাঁর দ্বিতীয় রাজধানী স্থাপন করেন?

A) বিদিশা
B) মালব
C) বলভী
D) উজ্জয়িনী

উত্তরঃ- D) উজ্জয়িনী


Q 99. কোনটিকে সরকারী ব্যয় রূপে গণ্য করা হয় না?

A) স্থানীয় বাস পরিবহনকে দেওয়া ভর্তুকি
B) প্রতিরক্ষা খাতে ব্যয়
C) জাতীয় ঋণের সুদ প্রদান
D) সরকারী কোম্পানি দ্বারা বিনিয়োগ ব্যয়

উত্তরঃ- D) সরকারী কোম্পানি দ্বারা বিনিয়োগ ব্যয়


Q 100. Mg(s) + O₂(g) ➙ MgO(s) + শক্তি; উপরোক্ত বিক্রিয়াটি একটি

A) সংযোজন বিক্রিয়া
B) জারন বিক্রিয়া
C) তাপদায়ী বিক্রিয়া
D) উপরের সবগুলি

উত্তরঃ- D) উপরের সবগুলি


Q 101. 1526-এ প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে অনুষ্ঠিত হয়?

A) বাবার ও ইব্রাহিম লোদী
B) বাবর ও রাণা সঙ্গা
C) বাবর ও শের খান
D) আকবর ও হিমু

উত্তরঃ- A) বাবার ও ইব্রাহিম লোদী


Q 102. পিট আইল্যান্ড, যেখানে সাম্প্রতিককালে বহু তিমি মাছের মৃত্যু ঘটেছিল, সেটি কোন দেশে অবস্থিত?

A) ইন্দোনেশিয়া
B) নিউজিল্যান্ড
C) জাপান
D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তরঃ- B) নিউজিল্যান্ড


Q 103. 1907-এ কংগ্রেসের প্রথমবার ভাঙনের পর, 1918-তে দ্বিতীয়বারের জন্য ভাঙন ধরে যে ঘটনাকে কেন্দ্র করে তা হল

A) লখনৌ চুক্তি
B) মন্টেগু বিবৃতি
C) জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে শ্রীমতি অ্যানি বেসান্তের নির্বাচনকে কেন্দ্র করে
D) উপরের (B) এবং (C) উভয় কারণের জন্য

উত্তরঃ- B) মন্টেগু বিবৃতি


Q 104. 1940-এর অক্টোবর মাসে মহাত্মা গান্ধীর মনোনীত সত্যাগ্রহী যিনি ব্যক্তিগতভাবে সত্যাগ্রহ পালন করেছিলেন তিনি হলেন

A) সি. রাজাগোপালাচারি
B) বল্লভভাই প্যাটেল
C) ড. রাজেন্দ্র প্রসাদ
D) জে. বি. কৃপালনী

উত্তরঃ- C) ড. রাজেন্দ্র প্রসাদ


Q 105. 2023-24 সালে কেন্দ্রীয় বাজেটের অধিকাংশ ব্যয় কোন খাতে যায়?

A) সুদ পরিশোধ
B) কেন্দ্রীয় রাজস্বে রাজ্যগুলির ভাগ
C) কেন্দ্রীয় পৃষ্ঠপোষকতায় চলা পরিকল্পনা
D) ভর্তুকি

উত্তরঃ- A) সুদ পরিশোধ


Q 106. কোন দেশ 'Artificial Moon' (কৃত্রিম চাঁদ)-এর প্রকল্প গড়ে তুলেছে?

A) মার্কিন যুক্তরাষ্ট্র
B) চীন
C) রাশিয়া
D) ইজরায়েল

উত্তরঃ- B) চীন


Q 107. মিহিরকুল/মিহিরগুল কে ছিলেন?

A) শক রাজা
B) কুষাণ রাজা
C) হূন রাজা
D) পহ্লব রাজা

উত্তরঃ- C) হুন রাজা


Q 108. কোনটি ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির প্রভাব ফেলবে?
1. বাজারে RBI নতুন বন্ড প্রকাশ করছে
2. RBI SLR কমাচ্ছে
3. RBI ব্যাঙ্ক হার বাড়াচ্ছে
4. CRR অবলুপ্ত করা হচ্ছে


A) 1, 2 ও 3
B) শুধু 1 ও 4
C) শুধু 2 ও 4
D) শুধু 3 ও 4

উত্তরঃ- C) শুধু 2 ও 4


Q 109. কোনটি সরকারি বাজেটে মূলধন প্রাপ্তি বলে গণ্য করা হয় না?

A) ঋণ পুনরুদ্ধার
B) ভবিষ্য তহবিল আমানত
C) PSU disinvestment
D) অনুদান

উত্তরঃ- D) অনুদান


Q 110. গণপরিষদের সদস্যরা?

A) প্রাদেশিক আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হন।
B) জনগণ কর্তৃক প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
C) ব্রিটিশ সরকার কর্তৃক মনোনীত হন।
D) দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিত্ব করেন।

উত্তরঃ- A) প্রাদেশিক আইনসভাগুলি কর্তৃক নির্বাচিত হন।


Q 113. নীচের চারটি শব্দের মধ্যে তিনটি বাকি একটি শব্দের অন্তর্গত। সেই একমাত্র শব্দ কোনটি?
গ্লুকোকর্টিকয়েডস, অ্যাড্রিনলিন, মিনারেলোকর্টিকয়েডস, সুপ্রারেনাল গ্ল্যান্ড


A) মিনারেলোকর্টিকয়েডস
B) অ্যাড্রিনলিন
C) সুপ্রারেনাল গ্ল্যান্ড
D) গ্লুকোকর্টিকয়েডস

উত্তরঃ- C) সুপ্রারেনাল গ্ল্যান্ড


Q 114. ভারতের চা গবেষণা কেন্দ্র গড়ে তোলা হয়েছে আসামের

A) গুয়াহাটিতে
B) জোড়হাটে
C) তেজপুরে
D) ডিগবয়ে

উত্তরঃ- B) জোড়হাটে


Q 116. যে সময়ে বাল গঙ্গাধর তিলককে 'লোকমান্য' (সর্বজনীনভাবে সম্মানিত) উপাধি দেওয়া হয়েছিল তা হল-

A) স্বদেশী আন্দোলন
B) বৈপ্লবিক আন্দোলন
C) হোমরুল আন্দোলন
D) 1908-এ তার কারারোধ

উত্তরঃ- C) হোমরুল আন্দোলন


Q 118. নিম্নলিখিতদের মধ্যে কে পরপর ছয় বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন?

A) জহরলাল নেহেরু
B) দাদাভাই নৌরজি
C) আবুল কালাম আজাদ
D) গোপাল কৃষ্ণ গোখেল

উত্তরঃ- C) আবুল কালাম আজাদ


Q 120. এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়নের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত?

A) ম্যানিলা
B) ব্যাংকক
C) কলম্বো
D) মুম্বাই

উত্তরঃ- B) ব্যাংকক


Q 121. 1938-এ কে জাতীয় পরিকল্পনা কমিটির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, শিল্পায়নের উপর ভিত্তি করে অর্থনৈতিক বিকাশের পন্থা গ্রহণের নিমিত্তে?

A) সুভাষ চন্দ্র বোস
B) জহরলাল নেহেরু
C) মহাত্মা গান্ধী
D) মৌলানা আবুল কালাম আজাদ

উত্তরঃ- A) সুভাষ চন্দ্র বোস


Q 122. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের অ্যাপলেট বডি কোথায় অবস্থিত?

A) নিউইয়র্ক
B) জেনেভা
C) প্যারিস
D) হেগ

উত্তরঃ- B) জেনেভা


Q 123. ভারতের প্রধান তন্তু ফসল হল

A) পাট
B) কার্পাস
C) ফ্লাক্স
D) তিল

উত্তরঃ- B) কার্পাস


Q 124. ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত

A) মুন্নার
B) কুরনুল
C) চিকমাগালুর
D) মহীশূর

উত্তরঃ- C) চিকমাগালুর


Q 125. কোন কেন্দ্রীয় মন্ত্রিসভা পাইলট ফেস্ অফ দ্য ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্সের সাথে জড়িত?

A) মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
B) মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স
C) মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড আইটি
D) উপরের কোনোটিই নয়

উত্তরঃ- A) মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি


Q 126. ভারতবর্ষের কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে 'NEAT3.0' মঞ্চটি জডিত?

A) মিনিস্ট্রি অফ এডুকেশন
B) মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
C) মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি
D) মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স

উত্তরঃ- A) মিনিস্ট্রি অফ এডুকেশন


Q 128. 1886-তে কলিকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের ঐতিহাসিক গুরুত্ব ছিল এই যে-

A) ন্যাশনাল কনফারেন্স ও জাতীয় কংগ্রেসের সংযুক্তি ঘটেছিল।
B) দাদাভাই নওরোজি এর সভাপতিত্ব করেছিলেন।
C) পন্ডিতপ্রবর রাজেন্দ্রলাল মিত্র এর সংবর্ধনা কমিটির সভাপতিত্ব করেছিলেন।
D) উপরের সবকটিই

উত্তরঃ- A) ন্যাশনাল কনফারেন্স ও জাতীয় কংগ্রেসের সংযুক্তি ঘটেছিল।


Q 129. বাংলাদেশে ফরাজি আন্দোলন কে শুরু করেন?

A) তিতুমির
B) কানোয়ার সিং
C) দিগম্বর বিশ্বাস
D) হাজি শরিয়তুল্লা

উত্তরঃ- D) হাজি শরিয়তুল্লা


Q 130. ভারতে মিথেন গ্যাসের একটি প্রধান উৎস হল

A) ফুলের বাগান
B) ফলের বাগান
C) চা বাগান
D) ধান চাষের জমি

উত্তরঃ- D) ধান চাষের জমি


Q 131. প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়?

A) বৈশালী
B) পাটালিপুত্র
C) রাজগৃহ
D) মালব

উত্তরঃ- C) রাজগৃহ


Q 132. 1717 সালে কোন মুঘল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 'ফারমান' প্রদান করেন?

A) দ্বিতীয় বাহাদুর শাহ
B) দ্বিতীয় শাহ আলম
C) ফারুখশিয়ার
D) মুহম্মদ শাহ

উত্তরঃ- C) ফারুখশিয়ার


Q 133. ওবিসি সম্প্রদায়ের উপ-শ্রেণীকরণের জন্য যে কমিশন গঠিত হয়েছে তার প্রধান কে?

A) বিচারপতি জি. রোহিনী
B) বিচারপতি উদয় উমেশ ললিত
C) বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়
D) বিচারপতি সঞ্জয় পোড়েল

উত্তরঃ- A) বিচারপতি জি. রোহিনী


Q 134. বাংলা এবং ওড়িশায় গদর দলের নেতা ছিলেন

A) যতীন্দ্রনাথ মুখার্জী
B) যতীন্দ্রনাথ দাস
C) বারিন্দ্র ঘোষ
D) এম. এন. রায়

উত্তরঃ- A) যতীন্দ্রনাথ মুখার্জী


Q 136. পরিবেশ বজায় রাখা প্রকল্পগুলিতে যে আর্থিক উপকরণ দ্বারা বিনিয়োগ হয় তাদের বলা হয়

A) সবুজ বন্ড
B) প্রকৃতি বন্ড
C) অল্প নির্গমন বন্ড
D) পরিবেশ বন্ড

উত্তরঃ- A) সবুজ বন্ড


Q 137. সাম্প্রতিককালে লোকসভায় প্রস্তাবিত 'জন বিশ্বাস বিল'-এর প্রধান উদ্দেশ্য কী?

A) আতঙ্কবাদের বিরোধিতা
B) ব্যবসা-বাণিজ্যের সুবিধা
C) অপুষ্টি দূরীকরণ
D) পুলিশি আইন সংস্কার

উত্তরঃ- B) ব্যবসা-বাণিজ্যের সুবিধা


Q 138. গো-পালনে ভারত পৃথিবীতে

A) প্রথম
B) পঞ্চম
C) চতুর্থ
D) সপ্তম

উত্তরঃ- A) প্রথম


Q 139. 2023-24 সালে কেন্দ্র কোন খাতে ভর্তুকির সবচেয়ে বড় অংশ বরাদ্দ করেছে?

A) খাদ্য
B) ঋণের সুদ
C) সার
D) পেট্রোলিয়াম

উত্তরঃ- A) খাদ্য


Q 140. ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে সব থেকে উন্নত

A) পশ্চিম বাংলা
B) গুজরাত
C) অন্ধ্রপ্রদেশ
D) হরিয়ানা

উত্তরঃ- B) গুজরাত


Q 141. 2022-23 সালে কেন্দ্রীয় রাজস্বের প্রধান উৎস ছিল

A) কর্পোরেট কর
B) আয় কর
C) পণ্য ও সেবা কর
D) বহিঃশুল্ক

উত্তরঃ- C) পণ্য ও সেবা কর


Q 144. তিনটি রোধ 5Ω, 4.5Ω এবং 3Ω এমনভাবে সংযুক্ত করা হল যে তাদের সর্বোচ্চ মান হবে

A) 12.5Ω
B) 13.5Ω
C) 14.5Ω
D) 16.5Ω

উত্তরঃ- A) 12.5Ω


Q 145. ভারতীয় সংবিধানের কোন অংশে 'রাজনৈতিক ন্যায়' ধারণাটির উল্লেখ আছে?

A) কেবলমাত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়
B) প্রস্তাবনা ও নির্দেশমূলক নীতি - উভয় অংশে
C) মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি - উভয় অংশে
D) প্রস্তাবনা ও মৌলিক অধিকার - উভয় অংশে

উত্তরঃ- A) কেবলমাত্র ভারতীয় সংবিধানের প্রস্তাবনায়


Q 146. স্প্রিং তুলাযন্ত্র থেকে ছোলানো একটি তারের খাঁচায় একটি পাখি বসেছিল। W1 হল স্প্রিং তুলাযন্ত্রের পাঠ। পাখিটি খাঁচার ভিতর থেকে উড়ে গেলে তুলাযন্ত্রের পাঠ হল W2। নিম্নলিখিত কোনটি ঠিক?

A) W1 > W2
B) W1 < W2
C) W1 = W2
D) W1 = 1/W2

উত্তরঃ- A) W1 > W2


Q 147. ভারতবর্ষের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল '15-পয়েন্ট উইন্টার অ্যাকশন প্ল্যান' শুরু করেছিল বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্যে?

A) পাঞ্জাব
B) নতুন দিল্লি
C) রাজস্থান
D) হরিয়ানা

উত্তরঃ- B) নতুন দিল্লি


Q 149. পশ্চিমবঙ্গে ভারতের প্রথম কাগজের কল স্থাপিত হয়

A) শ্রীরামপুর
B) বাঁশবেড়িয়া
C) কুলটি
D) বজবজ

উত্তরঃ- A) শ্রীরামপুর


Q 150. 'দিন-ই-ইলাহি' কে প্রবর্তন করেন?

A) বাবর
B) আকবর
C) জাহাঙ্গীর
D) শাহজাহান

উত্তরঃ- B) আকবর


Q 151. 'আন্তর্জাতিক কাস্টমস্ দিবস 2023' কোন মাসের কত তারিখে পালিত হয়?

A) জানুয়ারি 25
B) জানুয়ারি 26
C) জানুয়ারি 27
D) জানুয়ারি 28

উত্তরঃ- B) জানুয়ারি 26


Q 152. নিউল্যান্ডস্-এর অষ্টক সূত্র অনুসারে বেরিলিয়ামের সমধর্মী মৌলটি হল

A) সোডিয়াম
B) ম্যাগনেসিয়াম
C) ক্যালসিয়াম
D) অ্যালুমিনিয়াম

উত্তরঃ- B) ম্যাগনেসিয়াম


Q 153. কোন মুঘল সম্রাট প্রথম আলমগির নামে পরিচিত ছিলেন?

A) আকবর
B) জাহাঙ্গীর
C) ঔরঙ্গজেব
D) দ্বিতীয় বাহাদুর শাহ

উত্তরঃ- C) ঔরঙ্গজেব


Q 154. 1889-এ যার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল তিনি হলেন

A) দাদাভাই নৌরজি
B) এ. ও. হিউম
C) ডাব্লিউ. ডিগবি
D) ডাব্লিউ. ওয়েডারবার্ন

উত্তরঃ- D) ডাব্লিউ. ওয়েডারবার্ন


Q 155. কোন দেশ অর্দেশীর বি. কে দুবাশ-কে 'অর্ডার অফ মেরিট ইন দ্য ডিপলোম্যাটিক সার্ভিসেস' উপাধি দ্বারা ভূষিত করেছে?

A) কানাডা
B) ফ্রান্স
C) জাপান
D) পেরু

উত্তরঃ- D) পেরু


Q 156. বেকিং সোডার মিশ্রণে থাকে

A) সোডিয়াম কার্বনেট ও অ্যাসিটিক অ্যাসিড
B) সোডিয়াম কার্বনেট ও টারটারিক অ্যাসিড
C) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টারটারিক অ্যাসিড
D) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও অ্যাসিটিক অ্যাসিড

উত্তরঃ- C) সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট ও টারটারিক অ্যাসিড


Q 157. কে একটি জাতীয় সমাজ, একটি জাতীয় সংবাদপত্র, জাতীয় বিদ্যালয় এবং জাতীয় ব্যায়ামাগার প্রতিষ্ঠা করেছিলেন এবং 'জাতীয়' শব্দটিকে উনবিংশ শতকের দ্বিতীয়ার্থে জনপ্রিয় করে তুলেছিলেন?

A) জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
B) রাজনারায়ণ বোস
C) নবগোপাল মিত্র
D) সত্যেন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ- C) নবগোপাল মিত্র


Q 158. মহাত্মা গান্ধী কংগ্রেসের যে একমাত্র বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন সেটি হল

A) কাকিনাড়া, 1923
B) বেলগাঁও, 1925
C) কানপুর, 1925
D) গৌহাটি, 1926

উত্তরঃ- B) বেলগাঁও, 1925


Q 159. কোন তহবিল থেকে ব্যয় করতে সংসদীয় অনুমোদন প্রয়োজন?

A) ভারতের পাবলিক অ্যাকাউন্ট
B) ভারতের একত্রিত তহবিল
C) ভারতের কোনটিনজেন্সি তহবিল
D) উপরোক্ত কোনোটিই নয়

উত্তরঃ- B) ভারতের একত্রিত তহবিল


Q 160. ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার প্রাকলগ্নে নিম্নলিখিত কোন ঘটনাটি বৃহত্তম জাতপাত সংক্রান্ত বিভেদের সৃষ্টি করেছিল?

A) ইলবার্ট বিল বিতর্ক
B) সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স হ্রাস
C) 1878-এর অস্ত্র আইন
D) ভার্নাকুলার প্রেস অ্যাক্ট

উত্তরঃ- A) ইলবার্ট বিল বিতর্ক


Q 161. টারমিনেটর ট্যাঙ্ক সাপোর্ট সিস্টেম - দ্য বিএমপিটি, কোন দেশের প্রকল্প?

A) চীন
B) ইজরায়েল
C) রাশিয়া
D) মার্কিন যুক্তরাষ্ট্র

উত্তরঃ- C) রাশিয়া


Q 163. কে পর্যবেক্ষণ করেছিলেন যে বাস্তবে কংগ্রেস একটি অস্ত্রহীন গৃহযুদ্ধ ছাড়া আর কিছু নয়?

A) লর্ড ডাফরিন
B) এম. এ. জিন্না
C) স্যার সৈয়দ আহমেদ খান
D) লর্ড কার্জন

উত্তরঃ- C) স্যার সৈয়দ আহমেদ খান


Q 164. ভারতীয় সংবিধানের কোন সংশোধনীটি দলত্যাগ বিরোধী আইনের সঙ্গে যুক্ত?

A) 51 তম সংশোধন
B) 52 তম সংশোধন
C) 53 তম সংশোধন
D) 54 তম সংশোধন

উত্তরঃ- B) 52 তম সংশোধন


Q 166. মানুষ-জমি অনুপাত মানে-

A) দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাত
B) দেশের মোট জমি ও মোট মানুষের অনুপাত
C) দেশের মোট সমতল জমি ও প্রাপ্তবয়স্ক মানুষের অনুপাত
D) দেশের মোট কৃষি জমি ও পুরুষের অনুপাত

উত্তরঃ- A) দেশের মোট জনসংখ্যা ও দেশের মোট কার্যকরী জমির অনুপাত


Q 167. নেহরু কমিটির রিপোর্ট জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধি লাভ করেছিল?

A) কোলকাতা
B) মাদ্রাজ
C) লাহোর
D) বোম্বাই

উত্তরঃ- C) লাহোর


Q 168. কোন দেশের সঙ্গে ভারত সাম্প্রতিককালে 'ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট' (অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্যিক চুক্তি) স্বাক্ষর করেছে?

A) ইংল্যান্ড
B) মার্কিন যুক্তরাষ্ট্র
C) অস্ট্রেলিয়া
D) ফ্রান্স

উত্তরঃ- C) অস্ট্রেলিয়া


Q 169. সুলতানি আমলে কে 'হিন্দুস্তানের তোতাপাখি' নামে পরিচিত ছিলেন?

A) জীমূতবাহন
B) অল-বিরুনি
C) ইবন-বতুতা
D) আমির খসরু

উত্তরঃ- D) আমির খসরু


Q 170. 'BIMSTEC'-এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত?

A) নতুন দিল্লি
B) কলম্বো
C) ঢাকা
D) জাকার্তা

উত্তরঃ- C) ঢাকা


Q 172. ডাল উৎপাদনে ভারতে হেক্টর প্রতি উৎপাদনে সর্বোচ্চ?

A) মধ্যপ্রদেশ
B) রাজস্থান
C) গুজরাত
D) উত্তর প্রদেশ

উত্তরঃ- D) উত্তর প্রদেশ


Q 173. হলদিয়া শিল্পাঞ্চলের দুই প্রধান শিল্প-

A) ব্যাটারি তৈরি ও জাহাজ মেরামতি
B) খনিজ তেল শোধনাগার ও ব্যাটারি তৈরি
C) খনিজ তেল শোধনাগার ও জাহাজ মেরামতি
D) খনিজ তেল শোধনাগার ও রাসায়নিক সার

উত্তরঃ- D) খনিজ তেল শোধনাগার ও রাসায়নিক সার


Q 175. 227°C এবং 27°C উষ্ণতার মধ্যে কার্যরত একটি কার্নোট যন্ত্রের কর্মদক্ষতা হবে

A) 100%
B) 50%
C) 40%
D) 20%

উত্তরঃ- C) 40%


Q 175. কোন ক্রীড়াব্যক্তিত্বকে 'বিবিসি স্পোর্টস পার্সোনালিটি ওয়ার্ল্ড স্পোর্টস স্টার অফ দ্য ইয়ার 2022' নির্বাচিত করা হয়েছে?

A) রজার ফেডেরার
B) নীরজ চোপড়া
C) লিওনেল মেসি
D) সেরেনা উইলিয়ামস

উত্তরঃ- C) লিওনেল মেসি


Q 176. ভারতের কোন রাজ্য মালাখাম্ব খেলাকে নিজেদের রাজ্যের অন্যতম ক্রীড়া হিসেবে গণ্য করেছে?

A) কেরালা
B) অসম
C) মধ্যপ্রদেশ
D) রাজস্থান

উত্তরঃ- C) মধ্যপ্রদেশ


Q 177. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?

A) পুরুষপুর
B) জলন্ধর
C) কাশ্মীর
D) পাটলিপুত্র

উত্তরঃ- A) পুরুষপুর


Q 178. এশিয়ার কোন দেশে 2023 আই.বি.এ বিশ্ব মহিলা বক্সিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে?

A) শ্রীলঙ্কা
B) ভারত
C) নেপাল
D) থাইল্যান্ড

উত্তরঃ- B) ভারত


Q 179. ভারতের প্রথম সুতাকল স্থাপিত হয়

A) 1820 খ্রিস্টাব্দে
B) 1812 খ্রিস্টাব্দে
C) 1840 খ্রিস্টাব্দে
D) 1818 খ্রিস্টাব্দে

উত্তরঃ- D) 1818 খ্রিস্টাব্দে


Q 180. কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়?

A) সমুদ্রগুপ্ত
B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C) স্কন্ধগুপ্ত
D) প্রথম কুমারগুপ্ত

উত্তরঃ- D) প্রথম কুমারগুপ্ত


Q 181. 'বায়োডাইভার্সিটি' শব্দটি প্রবর্তন করেন-


A) আর্নস্ট মায়ার
B) ডব্লু. জি. রোজেন
C) ট্যান্সলে
D) ওডাম

উত্তরঃ- B) ডব্লু. জি. রোজেন


Q 182. দিল্লি সুলতানির শেষ সুলতান কে ছিলেন?

A) ফিরোজ তুঘলক
B) বহলুল খান লোদি
C) ইব্রাহিম লোদি
D) সিকান্দর লোদি

উত্তরঃ- C) ইব্রাহিম লোদি


Q 183. ভারতে জনবিস্ফোরণ কোন সময়ের মধ্যে হয়েছিল?

A) 1921-1941
B) 1901-1911
C) 1971-1991
D) 1961-1981

উত্তরঃ- D) 1961-1981


Q 184. দিল্লির কোন সুলতান প্রথম উত্তর-পশ্চিম সীমান্ত নীতি গ্রহণ করেন?

A) ইলতুৎমিস
B) বলবন
C) রাজিয়া
D) আলাউদ্দিন খলজি

উত্তরঃ- B) বলবন


Q 185. 'আমুক্তমাল্যদা' কে রচনা করেন?

A) মাধবাচার্য
B) রামানুজ
C) কৃষ্ণদেবরায়
D) মালাধর বসু

উত্তরঃ- C) কৃষ্ণদেব রায়


Q 186. প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে প্রাপ্ত কেন্দ্রীয় সরকারের সমস্ত রাজস্ব, ধার করা অর্থ ও প্রদত্ত ঋণ থেকে প্রাপ্তি কোথায় জমা করা হয়?

A) ভারতের পাবলিক অ্যাকাউন্ট-এ
B) ভারতের একত্রিত তহবিলে
C) ভারতের কন্টিনজেন্সি তহবিলে
D) উপরোক্ত কোনোটিই নয়

উত্তরঃ- B) ভারতের একত্রিত তহবিলে


Q 187. ভারতবর্ষের কোন প্রতিবেশী রাষ্ট্র তাদের প্রথম নাগরিক সংশোধন বিল পাস করেছে?

A) বাংলাদেশ
B) মায়ানমার
C) নেপাল
D) শ্রীলঙ্কা

উত্তরঃ- C) নেপাল


Q 188. যার প্রতিবাদে 1909 সালে লন্ডনে মদন লাল ধিংরা কার্জন উইলিকে হত্যা করেছিলেন তা হল

A) গদর পন্থীদের নির্বিচারে গ্রেফতার
B) ভারতীয় যুব নেতাদের নির্বাসন ও ফাঁসি
C) লাল-বাল-পাল-এর কারারোধ
D) বঙ্গভঙ্গ

উত্তরঃ- B) ভারতীয় যুব নেতাদের নির্বাসন ও ফাঁসি


Q 190. নাগা নারী নেতা গাইদিনলিউকে কে রানি উপাধি প্রদান করেছিলেন?

A) সুভাষ বোস
B) জহরলাল নেহরু
C) ঠক্কর বাপা
D) মহাত্মা গান্ধী

উত্তরঃ- B) জহরলাল নেহরু


Q 191. লেড নাইট্রেটের জলীয় দ্রবণে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করলে কি হবে?

A) লেড আয়োডাইডের সাদা অধঃক্ষেপ পড়বে।
B) লেড আয়োডাইডের হলুদ অধঃক্ষেপ পড়বে।
C) লেড আয়োডাইডের লাল অধঃক্ষেপ পড়বে।
D) লেড আয়োডাইডের কালো অধঃক্ষেপ পড়বে।

উত্তরঃ- B) লেড আয়োডাইডের হলুদ অধঃক্ষেপ পড়বে।


Q 193. 1912-র ডিসেম্বরের দিল্লীতে চাঁদনী চকে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে বোমা মারার পিছনে যে মাথা কাজ করেছিল তা হল

A) রাসবিহারী বোস
B) ভাই পরমানন্দ
C) শচীন্দ্রনাথ সান্যাল
D) সোহনলাল পাঠক

উত্তরঃ- A) রাসবিহারী বোস


Q 194. মাত্র 35 বছর বয়সে যে জাতীয় কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন, তিনি হলেন-

A) রাসবিহারী বসু
B) সুভাষচন্দ্র বসু
C) আবুল কালাম আজাদ
D) লালা লাজপত রায়

উত্তরঃ- C) আবুল কালাম আজাদ


Q 196. ভারতে যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নাই-

A) জাতীয় উদ্যান
B) অভয়ারণ্য
C) সংরক্ষিত অরণ্য
D) সুরক্ষিত অরণ্য

উত্তরঃ- C) সংরক্ষিত অরণ্য


Q 197. ভারতের কোন প্রতিবেশী রাষ্ট্র 4 ফেব্রুয়ারি, 2023 তাদের 75 তম স্বাধীনতা দিবস পালন করেছে?

A) ভূটান
B) নেপাল
C) শ্রীলঙ্কা
D) বাংলাদেশ

উত্তরঃ- C) শ্রীলঙ্কা


Q 198. ভারতের হীরক চতুর্ভুজ যুক্ত করবে

A) প্রধান ৪টি মহানগরকে দ্রুতগামী রেল পরিষেবায়।
B) প্রধান ৪টি বন্দর শহরকে দ্রুতগামী রেল পরিষেবায়।
C) প্রধান ৪টি বিমানবন্দরকে দ্রুতগামী মালবাহী বিমানে।
D) প্রধান ৪টি শিল্প শহরকে দ্রুতগামী সড়কপথে।

উত্তরঃ- A) প্রধান ৪টি মহানগরকে দ্রুতগামী রেল পরিষেবায়।


Q 199. DNA-এর পরিমাণ দ্বিগুণ হয় ইন্টারফেজের কোন দশায়?

A) G1
B) S
C) G2
D) G0

উত্তরঃ- B) S


Q 200. পূর্ব হিমালয় ভারতে যে ফল চাষের জন্য প্রসিদ্ধ-

A) জলপাই
B) কমলালেবু
C) লিচু
D) আম

উত্তরঃ- B) কমলালেবু



Read More...

পশ্চিমবঙ্গের জলবায়ু ও মাটি - Climate and Soil of West Bengal

পশ্চিমবঙ্গের লোকনৃত্য - Folk Dance of West Bengal

পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি - Tribes of West Bengal


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad