পশ্চিমবঙ্গের জলবায়ু ও মাটি - Climate and Soil of West Bengal || West Bengal GK
পশ্চিমবঙ্গের জলবায়ু ও মাটি - Climate and Soil of West Bengal || West Bengal GK |
বাংলা জিকে ডায়েরি 📘
এই পেজে পশ্চিমবঙ্গের জলবায়ু ও মাটি - Climate and Soil of West Bengal || West Bengal GK প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। পশ্চিমবঙ্গের জলবায়ু ও মাটি সম্পর্কিত এই প্রশ্ন ও উত্তরগুলি যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের জলবায়ু ও মাটি - Climate and Soil of West Bengal হল West Bengal GK এর গুরুত্বপূর্ণ একটি বিষয়।
পশ্চিমবঙ্গের জলবায়ু ও মাটি - Climate and Soil of West Bengal
1. পশ্চিমবঙ্গের 'গনগনি' অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে?
A) পলি মাটি
B) লবণাক্ত মাটি
C) তরাই মাটি
D) ল্যাটেরাইট মাটি
উত্তরঃ- D) ল্যাটেরাইট মাটি
2. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রত্যক্ষ হবার কারণ কি?
A) খুবই সীমিত বৃষ্টিপাত
B) অদক্ষ জল ব্যবস্থাপনা
C) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
D) মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্বেদন
উত্তরঃ- A) খুবই সীমিত বৃষ্টিপাত
3. সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়-
A) জুন মাসের 1 - 5 তারিখের মধ্যে
B) জুন মাসের 5 - 10 তারিখের মধ্যে
C) জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে
D) জুন মাসের 15 - 20 তারিখের মধ্যে
উত্তরঃ- C) জুন মাসের 10 - 15 তারিখের মধ্যে
4. পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ হল-
A) দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু
B) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
C) ভারতীয় মৌসুমী বায়ুর আরবসাগরীয় শাখা
D) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা
উত্তরঃ- D) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা
5. পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলের মৃত্তিকা হল-
A) পলিমাটি
B) লাল মাটি
C) কাদামাটি
D) লবণাক্ত কাদামাটি
উত্তরঃ- D) লবণাক্ত কাদামাটি
6. পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমী বায়ুর-
A) আরবসাগরীয় প্রবাহের ফলে
B) পশ্চিমী ঝঞ্ঝার ফলে
C) বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
D) প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর দ্বারা
উত্তরঃ- C) বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে
7. 'আইলা' নামক ঘূর্ণিঝড় দক্ষিণবঙ্গে কোন সময় হয়েছিল?
A) মে, 2009
B) মে, 2008
C) জুন, 2007
D) জুলাই, 2007
উত্তরঃ- A) মে, 2009
8. বাঁকুড়ার মৃত্তিকা কোন প্রকৃতির?
A) সিল্টি মৃত্তিকা
B) পডজলিক মৃত্তিকা
C) ল্যাটেরাইট মৃত্তিকা
D) অ্যালুভিয়াল মৃত্তিকা
উত্তরঃ- C) ল্যাটেরাইট মৃত্তিকা
9. ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় পাওয়া যায়?
A) বিহার (সমভূমি অঞ্চল)
B) তামিলনাড়ু (উপকূল অঞ্চল)
C) পশ্চিমবঙ্গ (মালভূমি অঞ্চল)
D) পশ্চিমঘাট পর্বতের উত্তরাংশ
উত্তরঃ- C) পশ্চিমবঙ্গ (মালভূমি অঞ্চল)
10. পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় দেখা যায়?
A) দার্জিলিং-এ
B) জলপাইগুড়িতে
C) বাঁকুড়ায়
D) উত্তর ২৪ পরগনা
উত্তরঃ- C) বাঁকুড়ায়
11. নারকেল, কাজুবাদাম প্রভৃতি কোন মাটিতে ভালো হয়?
A) লালমাটি
B) পলিমাটি
C) ল্যাটেরাইট মাটি
D) উপকূলীয় মাটি
উত্তরঃ- D) উপকূলীয় মাটি
12. উপকূলীয় মৃত্তিকার প্রকৃতি কিরূপ?
A) আম্লিক
B) ক্ষারীয়
C) প্রশম
D) কোনোটিই নয়
উত্তরঃ- B) ক্ষারীয়
13. ল্যাটেরাইট মৃত্তিকার প্রকৃতি হল-
A) আম্লিক
B) ক্ষারীয়
C) প্রশম
D) কোনোটিই নয়
উত্তরঃ- A) আম্লিক
14. রাঢ় অঞ্চলের মাটির রং কি?
A) বাদামি
B) কালো
C) লাল
D) ধূসর
উত্তরঃ- C) লাল
15. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান মৃত্তিকা হল-
A) পলিমাটি
B) পডসল
C) লবণাক্ত কাদামাটি
D) ল্যাটেরাইট
উত্তরঃ- B) পডসল
16. নবীন পলিমাটিকে বলা হয়-
A) খাদার
B) ভাবর
C) ভাঙ্গর
D) কোনোটিই নয়
উত্তরঃ- A) খাদার
17. খাদার মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে?
A) তাল অঞ্চল
B) রাঢ় অঞ্চল
C) দিয়ারা অঞ্চল
D) দক্ষিণবঙ্গের সমভূমি
উত্তরঃ- D) দক্ষিণবঙ্গের সমভূমি
18. নিচের কোনটি ভাঙ্গর নামে পরিচিত?
A) লাল মাটি
B) প্রাচীন পলিমাটি
C) নবীন পলিমাটি
D) ল্যাটেরাইট মাটি
উত্তরঃ- B) প্রাচীন পলিমাটি
19. ভাঙ্গর মৃত্তিকা দেখা যায় যে অঞ্চলে-
A) পার্বত্য অঞ্চলে
B) উপকূল অঞ্চলে
C) মালদা ও বীরভূমে
D) মালভূমি অঞ্চলে
উত্তরঃ- C) মালদা ও বীরভূমে
20. 'পডসল' কথার অর্থ কি?
A) কালচে
B) হলদেটে
C) লাল রঙের
D) ধূসর বর্ণের
উত্তরঃ- D) ধূসর বর্ণের
21. পশ্চিমবঙ্গের সর্বাধিক বালিয়াড়ি দেখা যায় কোন জেলায়?
A) হুগলি, হাওড়া
B) পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা
C) নদীয়া, বর্ধমান
D) বাঁকুড়া, মুর্শিদাবাদ
উত্তরঃ- B) পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা
22. পশ্চিমবঙ্গের কোথায় প্রায় সব রকমের মৃত্তিকা ক্ষয় দেখা যায়?
A) নদীয়ার মায়াপুর
B) হাওড়ার বাগনান
C) বীরভূমের শান্তিনিকেতন
D) পশ্চিম মেদিনীপুরের গনগনি
উত্তরঃ- D) পশ্চিম মেদিনীপুরের গনগনি
23. নিম্নলিখিত কোন মৃত্তিকা 'শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা' নামে পরিচিত?
A) ল্যাটেরাইট মৃত্তিকা
B) পলিমাটি
C) পডজল মৃত্তিকা
D) লবণাক্ত মৃত্তিকা
উত্তরঃ- D) লবণাক্ত মৃত্তিকা
24. ডুয়ার্সের পার্বত্য উচ্চভূমির লোহামিশ্রিত কাদামাটিতে কোন চাষ ভালো হয়?
A) চা, আনারস
B) কার্পাস, তৈলবীজ
C) ধান, গম
D) নারকেল, কাজুবাদাম
উত্তরঃ- A) চা, আনারস
25. শান্তিনিকেতনের (বীরভূম) লালমাটি ক্ষয়ের ফলে গঠিত ভূমিক্ষয়কে কি বলে?
A) ভাবর
B) খোয়াই
C) খাদার
D) তরাই
উত্তরঃ- B) খোয়াই
26. কোন শস্যটি পলিমাটিতে উৎপাদিত হয় না?
A) আলু
B) ভুট্টা
C) ধান
D) তৈলবীজ
উত্তরঃ- B) ভুট্টা
27. পশ্চিমবঙ্গের অধিকাংশ অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায়?
A) লবণাক্ত মাটি
B) পডসল মাটি
C) পলিমাটি
D) ল্যাটেরাইট মাটি
উত্তরঃ- C) পলিমাটি
28. পশ্চিমবঙ্গের কোথায় বদভুমি দেখা যায়?
A) সুন্দরবন
B) বালুরঘাট
C) তারকেশ্বর
D) গনগনি
উত্তরঃ- D) গনগনি
29. নিচের কোনটিকে পশ্চিমবঙ্গের 'গ্র্যান্ড ক্যানিয়ন' বলে?
A) গনগনি
B) কল্যাণী
C) ডুয়ার্স
D) সুন্দরবন
উত্তরঃ- A) গনগনি
30. নিচের কোন মাটিতে ডাল ও তৈলবীজ সবচেয়ে ভালো হয়?
A) পলিমাটি
B) লালমাটি
C) কাদামাটি
D) রেগুর মাটি
উত্তরঃ- B) লালমাটি
31. হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণায় মূলত কোন মাটি দেখা যায়?
A) ল্যাটেরাইট
B) নবীন পলি
C) প্রাচীন পলি
D) লবণাক্ত
উত্তরঃ- B) নবীন পলি
32. পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ুর লক্ষ্য করা যায়?
A) আর্দ্র
B) ক্রান্তীয় মৌসুমী
C) অর্ধ শুষ্ক
D) শুষ্ক উপক্রান্তীয়
উত্তরঃ- B) ক্রান্তীয় মৌসুমী
33. সর্বনিম্ন বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কোথায় লক্ষ্য করা যায়?
A) বীরভূম
B) বাঁকুড়া
C) পুরুলিয়া
D) পশ্চিম মেদিনীপুর
উত্তরঃ- C) পুরুলিয়া
34. 1901-2010 সময়ে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বনিম্ন গড় বার্ষিক অধঃক্ষেপণ নথিভুক্ত হয়েছিল?
A) পুরুলিয়া
B) বীরভূম
C) নদীয়া
D) বাঁকুড়া
উত্তরঃ- A) পুরুলিয়া
35. 2019 সালে পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম হল-
A) ফণি
B) সুমি
C) বুলবুল
D) ফিঙে
উত্তরঃ- C) বুলবুল
36. বঙ্গোপসাগরে ঘূর্ণবাতগুলি কিসের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়?
A) উপগ্রহ চিত্র
B) অক্সফোর্ড মানচিত্র
C) GIS
D) টোপোগ্রাফিক্যাল মানচিত্র
উত্তরঃ- A) উপগ্রহ চিত্র
37. পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান হল-
A) কাঁথি
B) দার্জিলিং
C) পূর্ব মেদিনীপুর
D) বক্সা-ডুয়ার্স
উত্তরঃ- D) বক্সা-ডুয়ার্স
38. পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান কোনটি?
A) বাঁকুড়ার বিষ্ণুপুর
B) পুরুলিয়ার তোরাং
C) পুরুলিয়ার সুইসা
D) মালদার রায়গঞ্জ
উত্তরঃ- B) পুরুলিয়ার তোরাং
39. পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি?
A) বাঁকুড়া
B) বীরভূম
C) পুরুলিয়া
D) পশ্চিম মেদিনীপুর
উত্তরঃ- C) পুরুলিয়া
40. 'আশ্বিনের ঝড়' পশ্চিমবঙ্গে কোন ঋতুতে দেখা যায়?
A) গ্রীষ্মকাল
B) বর্ষাকাল
C) শরৎকাল
D) শীতকাল
উত্তরঃ- C) শরৎকাল
41. পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে কোন ঋতুতে শৈলোৎক্ষেপ শ্রেণীর বৃষ্টিপাত হয়?
A) গ্রীষ্মকাল
B) বর্ষাকাল
C) শরৎকাল
D) শীতকাল
উত্তরঃ- B) বর্ষাকাল
42. পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা আসার ঋতু হল-
A) গ্রীষ্মকাল
B) বর্ষাকাল
C) শরৎকাল
D) শীতকাল
উত্তরঃ- D) শীতকাল
43. পশ্চিমবঙ্গের শীতলতম জেলা কোনটি?
A) দার্জিলিং
B) মালদা
C) আলিপুরদুয়ার
D) দক্ষিণ দিনাজপুর
উত্তরঃ- A) দার্জিলিং
44. নিচের কোনটি পশ্চিমবঙ্গে দেখা যায় না?
A) লু
B) আঁধি
C) কালবৈশাখী
D) আশ্বিনের ঝড়
উত্তরঃ- B) আঁধি
45. পশ্চিমবঙ্গের কোন অংশে জলবায়ু চরমাভাবাপন্ন প্রকৃতির?
A) পার্বত্য অঞ্চল
B) গাঙ্গেয় বদ্বীপ
C) উপকূলীয় অঞ্চল
D) মালভূমি অঞ্চল
উত্তরঃ- D) মালভূমি অঞ্চল
46. পশ্চিমবঙ্গে বর্ষাকালের স্থায়িত্ব-
A) এপ্রিল থেকে জুন
B) মে থেকে জুলায়
C) জুন থেকে সেপ্টেম্বর
D) সেপ্টেম্বর থেকে ডিসেম্বর
উত্তরঃ- C) জুন থেকে সেপ্টেম্বর
47. নীচের কোন জেলায় গ্রীষ্মকালে লু প্রবাহিত হয়?
A) পূর্ব মেদিনীপুর
B) পুরুলিয়া
C) হুগলি
D) কালিম্পং
উত্তরঃ- B) পুরুলিয়া
48. মৌচাকের মতো গঠন কোন মৃত্তিকায় দেখা যায়?
A) লবনাক্ত মাটি
B) পলিমাটি
C) ল্যাটেরাইট মাটি
D) পডজল মাটি
উত্তরঃ- C) ল্যাটেরাইট মাটি
49. কোন মাটিকে পশ্চিমবঙ্গের খাদ্য ভান্ডার বলা হয়?
A) পলিমাটি
B) ল্যাটেরাইট মাটি
C) পডজল মাটি
D) লবণাক্ত মাটি
উত্তরঃ- A) পলিমাটি
50. হার্ডপ্যান দেখা যায় কোন মৃত্তিকায়?
A) পলিমাটি
B) ল্যাটেরাইট মাটি
C) পডজল মাটি
D) লবণাক্ত মাটি
উত্তরঃ- C) পডজল মাটি
51. পুরুলিয়ায় কোন ধরনের মাটি দেখা যায়?
A) পলিমাটি
B) ল্যাটেরাইট মাটি
C) পডজল মাটি
D) লবণাক্ত মাটি
উত্তরঃ- B) ল্যাটেরাইট মাটি
52. দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণাংশে কোন ধরনের মাটি দেখা যায়?
A) পলিমাটি
B) ল্যাটেরাইট মাটি
C) পডজল মাটি
D) লবণাক্ত মাটি
উত্তরঃ- D) লবণাক্ত মাটি
53. পডজল মাটির রাসায়নিক বৈশিষ্ট্য হল-
A) ক্ষারকীয়
B) প্রশমিত
C) অতি ক্ষারকীয়
D) অম্লধর্মী
উত্তরঃ- D) অম্লধর্মী
54. নদিয়ায় কোন ধরনের মাটি দেখা যায়?
A) পলিমাটি
B) পডজল মাটি
C) ল্যাটেরাইট মাটি
D) লবণাক্ত মাটি
উত্তরঃ- A) পলিমাটি
Read More...
◾ পশ্চিমবঙ্গের লোকনৃত্য - Folk Dance of West Bengal
◾ পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি - Tribes of West Bengal
◾ ভারতের শীর্ষ খনিজ উৎপাদনকারী রাজ্য তালিকা
◾ ভারতের নদনদী - Rivers of India | Geography GK in Bengali
◾ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (ধারা 36 - 51) | ভারতের সংবিধান
Please do not enter any spam link in the comment box.