Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 70

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 70

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 70
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 70

বাংলা জিকে ডায়েরি 📘

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ৩০টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আপনারা পাবেন General Knowledge in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General Knowledge in bengali - Part 70


১। অ্যাসিডের অপরিহার্য উপাদান কোনটি?

➥ হাইড্রোজেন।



২। 'ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সিলিকেট'কে সাধারণত কি বলা হয়?

➥ অ্যাসবেস্টস।



৩। টেম্পোরাল হাড় ছাড়াও, মানবদেহের সবথেকে শক্তিশালী হাড় হিসাবে বিবেচিত কোনটি?

➥ ফিমার (মানব দেহের উরুর মধ্যে অবস্থিত)।



৪। মানুষের 'বর্ণ-অন্ধত্ব' নির্ণয়ের জন্য কোন পরীক্ষাটি ব্যবহার করা হয়?

➥ ইশিহারা টেস্ট।



৫। পারমাণবিক ঘড়ি কোন মৌলের পরমাণুতে উৎপন্ন পর্যায়ক্রমিক কম্পনের ওপর ভিত্তি করে তৈরি?

➥ সিজিয়াম।

 


৬। কোন উপাদান পর্যন্ত 'অক্টেভ আইন' প্রযোজ্য বলে পাওয়া গেছে?

➥ ক্যালসিয়াম।



৭। ভলকানাইজেশন প্রক্রিয়ায় রাবারকে শক্ত করতে কোন উপাদান ব্যবহার করা হয়?

➥ সালফার।



৮। সবথেকে বড় ব্রায়োফাইটা কোনটি?

➥ ডাওসোনিয়া।



৯। কোন গ্রন্থি রক্তে ক্যালসিয়ামের মাত্রা বাড়াতে সহায়ক?

➥ প্যারাথাইরয়েড গ্রন্থি।



১০। অ্যালুমিনিয়াম পরমাণুর ৪ মোলের ভর কত?

➥ ১০৮ গ্রাম।



১১। কোন 'কংগ্রেস অধিবেশন'এ পূর্ণ স্বরাজ সংক্রান্ত প্রস্তাব পাস হয়েছিল?

➥ লাহোর অধিবেশন।



১২। দলিতদের উন্নতির জন্য 'ডিপ্রেসড ক্লাস মিশন' নামে প্রতিষ্ঠান চালু করেন কে?

➥ বিঠল রামজি শিন্ডে।



১৩। ১৮৬১ সালে কে 'ইন্ডিয়ান মিরর' পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন?

➥ মনমোহন ঘোষ ও দেবেন্দ্রনাথ ঠাকুর।



১৪। মহাত্মা গান্ধীর সহযোগী ও শীষ্য 'মীরবেহন'এর আসল নাম কি?

➥ ম্যাডেলিন স্লেড।



১৫। ক্যাপ্টেন হকিংস কত সালে জাহাঙ্গীরের দরবারে পৌঁছান?

➥ ১৬০৯।



১৬। কোন প্রতীক গৌতম বুদ্ধের নির্বাণকে নির্দেশ করে?

➥ বোধিবৃক্ষ।



১৭। অশোকের বৈরুত শিলালিপি এলাহাবাদে কে নিয়ে আসেন?

➥ ক্যানিংহাম।



১৮। কুষাণরা কোন উপজাতির অন্তর্গত?

➥ ইউচি।



১৯। কোন গুপ্ত রাজার শাসনামলে রৌপ মুদ্রার টাকশাল প্রথম শুরু হয়েছিল?

➥ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।



২০। কোন সাম্রাজ্য বিদেশীদের একটি উপজাতি নির্ধারণ করেছিল?

➥ গুপ্ত সাম্রাজ্য।



২১। লৌহ আকরিকের জন্য বিখ্যাত 'কুদ্রেমুখ' ভারতের কোন রাজ্যে অবস্থিত?

➥ কর্ণাটক।



২২। চাঁদের তুলনায় পৃথিবীর গড় তাপমাত্রা মোটামুটি স্থিতিশীল থাকার প্রধান কারণ কি?

➥ বায়ুমণ্ডল।



২৩। ভারতে কটি সিসমিক জোন আছে?

➥ ৪টি।



২৪। 'সিয়াচেন হিমবাহ'এর দৈর্ঘ্য কত?

➥ ৭৬ কিলোমিটার।



২৫। হিন্দু দেবী শ্যামলা দেবী'র নামে কোন পাহাড়ি স্থানের নামকরণ করা হয়েছে?

➥ সিমলা।



২৬। 'দামোদর ভ্যালি কর্পোরেশন' স্থাপনের প্রাথমিক কারণ কি ছিল?

➥ বন্যা নিয়ন্ত্রণ।



২৭। 'নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া' কবে প্রতিষ্ঠিত হয়?

➥ ১৯৮৭।



২৮। মাটির লাল রং কিসের কারনে হয়?

➥ আয়রন অক্সাইড (ফেরিক অক্সাইড)।



২৯। কোন শিল্প 'সূর্যোদয় শিল্প' নামে পরিচিত?

➥ তথ্যপ্রযুক্তি।



৩০। লাক্ষাদ্বীপে কটি দ্বীপ আছে?

➥ ৩৬টি।



Read More...

পশ্চিমবঙ্গের লোকনৃত্য - Folk Dance of West Bengal

পশ্চিমবঙ্গের বিভিন্ন উপজাতি - Tribes of West Bengal

বাঙালি কবি ও লেখকদের ছদ্মনামের তালিকা

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর 2023

Food SI GK Mock Test in Bengali Part - 16


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad