Ads Area

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 69

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 69

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 69
জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali - Part 69

বাংলা জিকে ডায়েরি 📘

জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali এর এই পর্বে বিভিন্ন বিষয় থেকে ২৯টি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া হল।


জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর | General Knowledge in bengali পর্বগুলি বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা প্রস্তুতির জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা প্রস্তুত করা হয়েছে। এখন সবরকমের চাকরির পরীক্ষায় জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পর্বগুলির মাধ্যমে আপনারা পাবেন General Knowledge in bengali যেখানে আমরা বিভিন্ন বিষয় থেকে গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। এই General Knowledge in bengali পর্বগুলি সমস্ত রকম পরীক্ষার জন্য বাংলা জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর প্রস্তুতিতে আপনাকে সাহায্য করবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে আগামী পরীক্ষাগুলির জন্য সম্ভাব্য জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দ্বারা এই পর্বগুলি বানানো হয়েছে।



General Knowledge in bengali - Part 69


১। স্বাভাবিক রক্ত সঞ্চালনের জন্য কোন ভিটামিনের প্রয়োজন হয়?

➥ ভিটামিন 'কে'।



২। 'কোয়াশিওরকর' রোগ কিসের অভাবে হয়?

➥ প্রোটিন।



৩। উদ্ভিদের কোন প্রক্রিয়ার কারণে রেডিওকার্বন ডেটিং'এর মাধ্যমে তাদের বয়স অনুমান করা সম্ভব?

➥ সালোকসংশ্লেষ।



৪। পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপনের জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন গতিকে কি বলা হয়?

➥ কক্ষপথের বেগ।



৫। আধুনিক পর্যায় সারণির কোন মৌল থেকে ৩ডি রূপান্তর সিরিজ শুরু হয়?

➥ স্ক্যান্ডিয়াম।

 


৬। কোন রাসায়নিক পদার্থ 'মাটির ভিট্রিওল' নামেও পরিচিত?

➥ অ্যালুমিনিয়াম সালফেট।



৭। হেক্সামিথিলিন ডায়ামিন ও অ্যাডিপিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন পলিমার তৈরি হয়?

➥ নাইলন ৬৬।



৮। আয়োডোফর্ম'এর ব্যবহার কি?

➥ একটি ক্ষতের জন্য অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়।



৯। ভিনেগারের প্রধান উপাদান গঠন করে কে?

➥ অ্যাসিটিক অ্যাসিড।



১০। বারাবার পাহাড় অঞ্চলে অশোকের অনুদানের সুবিধাভোগী কারা ছিলেন?

➥ আজিবিকরা।



১১। কোন শক রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কাছে পরাজিত হন?

➥ রাজা নাহাপনা।



১২। কোন বিপ্লবী 'বন্দী জীবন' বইটি লিখেছেন?

➥ শচীন্দ্রনাথ সান্যাল।



১৩। 'মহাভারত'এর কোন চরিত্রের নাম ছিল পার্থ?

➥ অর্জুন।



১৪। কোন জৈন মতবাদটি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাস্তবতা বর্ণনা করার ব্যবস্থাকে নির্দেশ করে?

➥ নয়াবাদ।



১৫। কোন রাজার আমলে তৃতীয় বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়?

➥ অশোক।



১৬। কোন পর্তুগিজ ভাইসরয় ভারতে 'নীল জল' নীতি অনুসরণ করেছিলেন?

➥ ফ্রান্সিসকো ডি আলমেদা।



১৭। ১৮৫৭ সালের বিদ্রোহের সময় হায়দ্রাবাদের নিজাম কে ছিলেন?

➥ আফজল-উদ-দৌলা।



১৮। ইংরেজিটা কবে হুগলিতে (বাংলায়) কারখানা স্থাপন করে?

➥ ১৬৫১ সালে।



১৯। কোন গভর্নর জেনারেল সর্বপ্রথম জনগণের কল্যাণমূলক কর্মকান্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন?

➥ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।



২০। ভারতের কোন শহরে পৃথিবীর ৯০% ছোট হীরা প্রক্রিয়াজাত করা হয়?

➥ সুরাট।



২১। ভারতের কোন বন্দরটিকে 'ভাগের সন্তান' বলা হয়?

➥ কান্ডালা।



২২। 'সেন্ট জর্জ চ্যানেল' কোন কোন দ্বীপের মধ্যে অবস্থিত?

➥ লিটল নিকোবর ও গ্রেট নিকোবর।



২৩। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ জলপ্রপাত কোনটি?

➥ লোধ জলপ্রপাত (বুরহা নদী)।



২৪। ওক-রডোডেনড্রন ধরনের বনের বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ?

➥ নাতিশীতোষ্ণ বন।



২৫। 'ডোগরি' ভাষা প্রধানত ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে কথিত হয়?

➥ জম্মু ও কাশ্মীর।



২৬। ভারত কোন ধরনের সারের জন্য আমদানির ওপর সম্পূর্ণ নির্ভরশীল?

➥ পটাশ সার।



২৭। খুর্জা মৃতপাত্র ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত?

➥ উত্তর প্রদেশ।



২৮। 'রসিকবিল পাখিরালয়' পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?

➥ কোচবিহার।



২৯। পশ্চিমবঙ্গের উত্তরের সীমারেখার নাম কি?

➥ ড্যাম্পিয়ার হজেস লাইন।



Read More...

General Knowledge in bengali - Part 68

General Knowledge in bengali - Part 67

General Knowledge in bengali - Part 66

General Knowledge in bengali - Part 65

General Knowledge in bengali - Part 64


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad