Ads Area

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর 2023 - November 2023 Monthly Current Affairs in Bengali

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর 2023 - November 2023 Monthly Current Affairs in Bengali

November 2023 Monthly Current Affairs in Bengali
November 2023 Monthly Current Affairs in Bengali

প্রিয় বন্ধুরা,

কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর 2023 - November 2023 Monthly Current Affairs in Bengali তে থাকছে ২৫৭টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নভেম্বর 2023।


November 2023 Monthly Current Affairs in Bengali - এই পোস্টে আপনাদের জন্য নভেম্বর ২০২৩ এর গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে। যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় এই কারেন্ট অ্যাফেয়ার্স গুলি বিশেষ ভূমিকা পালন করবে। আমরা সবসময় চেষ্টা করবো পরীক্ষা উপযোগী Monthly Current Affairs in Bengali আপনাদের জন্য নিয়ে আসার।



November 2023 Monthly Current Affairs in Bengali



১) জলবায়ু ও পরিবেশ প্রকল্পের জন্য কোন দেশের সঙ্গে যৌথভাবে ৬০০ মিলিয়ন ডলার তহবিল চালু করল ভারত?


উত্তরঃ- জাপান।



২) 'জিএসটি কাউন্সিল' বাজারার আটার খাবারের জন্য জিএসটি হার বর্তমান ১৮% থেকে কমিয়ে কত করেছে?


উত্তরঃ- ৫%।



৩) আগামী ৫ বছরে দেশে খেলাধুলার প্রচারের জন্য মোট কত টাকা খরচ করবে কেন্দ্রীয় সরকার?


উত্তরঃ- ৩০০০ কোটি।



৪) 'অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া'র চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- নভনীত মুনোট।



৫) 'ইন্ডিয়ান ব্যাঙ্ক'এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- শিব বজরং সিং।



৬) 'বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১০ অক্টোবর।



৭) সবুজ হাইড্রোজেনের সরবরাহের জন্য, কোন দেশের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করলো ভারত?


উত্তরঃ- সৌদি আরব।



৮) উত্তর আমেরিকার প্রথম গান্ধী জাদুঘর কোথায় চালু হয়েছে?


উত্তরঃ- হাউস্টন


৯) ভারতের কোন রাজ্যে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী?


উত্তরঃ- তেলেঙ্গানা।



১০) 'বিশ্ব ডাক দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৯ অক্টোবর।



১১) উত্তরপ্রদেশের প্রথম সৌর শহর হতে চলেছে কারা?


উত্তরঃ- অযোধ্যা।



১২) ডাচ বিজ্ঞানের সর্বোচ্চ বিশিষ্ট 'স্পিনোজা পুরস্কার' পেলেন কে?


উত্তরঃ- ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপিকা ড. জয়িতা গুপ্তা (জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে অসামান্য কাজের স্বীকৃতি হিসাবে এই পুরস্কার পেলেন তিনি)।



১৩) ভারত ও কোন দেশের মধ্যে যাত্রীবাহী ফেরি চলাচল পরিষেবা আবার শুরু হল?


উত্তরঃ- শ্রীলঙ্কা।



১৪) 'সেলা টানেল' ভারতের কোন রাজ্যে তৈরি হচ্ছে?


উত্তরঃ- অরুণাচল প্রদেশ।



১৫) 'গাঙ্গেয় ডলফিন'কে কোন রাজ্যের জলজ প্রাণী হিসাবে ঘোষণা করা হল?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



১৬) ভারতের কোন রাজ্যের কাজুবাদাম জিআই ট্যাগ পেল?


উত্তরঃ- গোয়া।



১৭) 'ভারতীয় বায়ু সেনা দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৮ অক্টোবর।



১৮) 'রিলায়েন্স রিটেল'এর ই-কমার্স উদ্যোগ 'জিওমার্ট'এর প্রচারদূত হলেন কে?


উত্তরঃ- মহেন্দ্র সিং ধোনি।



১৯) এবছর 'সত্যজিৎ রায় জীবনকৃতি সম্মান' পেলেন কে?


উত্তরঃ- হলিউড অভিনেতা ও প্রযোজক মাইকেল ডগলাস।



২০) ভারতের প্রথম সবুজ শক্তি প্রত্নতাত্ত্বিক স্থান কোনটি?


উত্তরঃ- তামিলনাড়ুর মহাবলীপুরমের শোর মন্দির।



২১) ভারতের কোন রাজ্য সরকার 'মুখ্যমন্ত্রীর প্রাতরাশ প্রকল্প' চালু করল?


উত্তরঃ- তেলেঙ্গানা।



২২) ভারতের কোন রাজ্য সরকার মহিলাদের জন্য সরকারি চাকরির শূন্যপদে ৩৫% সংরক্ষণ ঘোষণা করল?


উত্তরঃ- মধ্যপ্রদেশ।



২৩) 'ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন'এর চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- আকাশ ত্রিপাঠি।



২৪) 'ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া'র চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে অমিত আগরওয়ালের কার্যকালের মেয়াদ কত বছর বাড়ানো হল?


উত্তরঃ- ১ বছর।



২৫) আদিবাসী মুসলিম সম্প্রদায়ের আর্থ-সামাজিক সমীক্ষা শুরু করতে চলেছে ভারতের কোন রাজ্য?


উত্তরঃ- অসম।



২৬) এবছর মর্যাদাপূর্ণ 'টাটা লিটারেচার লাইভ জীবনকৃতি সম্মান' পেলেন লেখিকা সি.এস.লক্ষ্মী (তিনি 'আম্বাই' ছদ্মনামে লেখেন)। তিনি কোন ভাষার লেখিকা?


উত্তরঃ- তামিল।



২৭) কোন দেশ 'ভলকান ২০-২০' নামে বিশ্বের সবথেকে শক্তিশালী লেজার তৈরীর একটি প্রকল্প শুরু করতে চলেছে?


উত্তরঃ- যুক্তরাজ্য।



২৮) সম্প্রতি খবরে আসা 'স্কো ভ্যালি' ভারতের কোন রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত?


উত্তরঃ- লাদাখ।



২৯) 'বিশ্ব কটন দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ৭ অক্টোবর।



৩০) কোথায় ভারতের প্রথম ৬জি ল্যাব পরিষেবা চালু করল ফিনল্যান্ডের টেক কোম্পানি 'নোকিয়া'?


উত্তরঃ- বেঙ্গালুরু।



৩১) বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য, ইউরেনিয়াম প্রদান করেছে কোন দেশ?


উত্তরঃ- রাশিয়া।



৩২) 'বুরভেস্টনিক' নামে পারমাণবিক শক্তি সম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো কোন দেশ?


উত্তরঃ- রাশিয়া।



৩৩) এই প্রথমবারের মতো প্রাইভেট রকেটের সফল উৎক্ষেপণ করল কোন দেশের কোম্পানি 'পিএলডি স্পেস'?


উত্তরঃ- স্পেন (এটির নাম 'মিউরা ১')।



৩৪) মালপুরা, সুজানগড় ও কুচামান সিটি ভারতের কোন রাজ্যের ৩টি নতুন জেলা?


উত্তরঃ- রাজস্থান।



৩৫) বিহারের পর, ভারতের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই রাজ্যে জাতিসুমারি করার ঘোষণা করেছেন?


উত্তরঃ- রাজস্থান।



৩৬) গুগল ডুডল সম্প্রতি কোন দেশের লেখার সিস্টেমকে উৎসর্গ করে 'হ্যাঙ্গলু দিবস' উদযাপন করেছে?


উত্তরঃ- কোরিয়া।



৩৭) 'জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়'এর তরফ থেকে সম্মানসূচক 'ডক্টরেট' উপাধি পেলেন কোন দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান?


উত্তরঃ- তাঞ্জানিয়া (ভারত-তাঞ্জানিয়া দ্বিপাক্ষিক সম্পর্ককে নয়া মাত্রায় নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসাবে তাকে এই সম্মান দেওয়া হয়েছে)।



৩৮) ভারতের কোন রাজ্য সরকার 'লেক লড়কি' (প্রিয় কন্যা) প্রকল্পে অনুমোদন দিয়েছে?


উত্তরঃ- মহারাষ্ট্র।



৩৯) এবছর একদিনের জন্য ভারতে, ব্রিটিশ হাইকমিশনার হিসাবে নিযুক্ত হন কে?


উত্তরঃ- চেন্নাইয়ের ২১ বছর বয়সি শ্রেয়া ধর্মরাজন।



৪০) ২০২২ সালের জন্য, মর্যাদাপূর্ণ 'সরস্বতী সম্মান' পেলেন কে?


উত্তরঃ- তামিল লেখিকা শিবশঙ্করী (স্মৃতিকথামূলক বই 'Surya Vamsam'এর জন্য এই পুরস্কার পেলেন তিনি)।



৪১) এবছর 'হারুন ইন্ডিয়া ধনী তালিকা'য় দেশের সবথেকে ধনী ব্যক্তির শিরোপা পেলেন কে?


উত্তরঃ- 'রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ'এর চেয়ারম্যান মুকেশ আম্বানি (এই তালিকা অনুযায়ী, ৮,০৮,৭০০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তার পরিবারের)।



৪২) রাজ্যের বিচার বিভাগীয় পরিষেবা ও রাজ্য চালিত আইন কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে 'ইডব্লিউএস'দের জন্য ১০% সংরক্ষণের ঘোষণা করল কারা?


উত্তরঃ- বিহার।



৪৩) ২০২৩-'২৫ সাল পর্যন্ত 'ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন'এর সভাপতিত্ব করবে কোন দেশ?


উত্তরঃ- শ্রীলঙ্কা।



৪৪) ১৬ তম 'জাতীয় কৃষি বিজ্ঞান কংগ্রেস' কোথায় হয়েছে?


উত্তরঃ- কোচি।



৪৫) হামাস-ইজরায়েল সংঘাতের মধ্যে সেখানে আটকে পড়া নিজেদের নাগরিকদের দেশে ফেরাতে, যে কর্মকাণ্ড চালু করেছে ভারত সেটির নাম কি?


উত্তরঃ- অপারেশন অজয়।



৪৬) কোন দিনটিকে 'ন্যাশনাল কারেন্ট গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ডে' হিসাবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার?


উত্তরঃ- ১০ অক্টোবর।



৪৭) কেরলের প্রথম ৩ডি-প্রিন্টেড ভবনটির নাম কি?


উত্তরঃ- আমেজ ২৮।



৪৮) ৪৯ তম 'অল ইন্ডিয়া পুলিশ সায়েন্স কংগ্রেস' কোথায় হয়েছে?


উত্তরঃ- দেরাদুন।



৪৯) ভারতের কোন রাজ্যের খামতি চাল জিআই ট্যাগ পেল?


উত্তরঃ- অরুণাচল প্রদেশ।



৫০) ভারতের কোন রাজ্য সরকার 'রোজকার প্রয়াগ পোর্টাল' চালু করল?


উত্তরঃ- উত্তরাখণ্ড।



৫১) হায়দ্রাবাদের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন কে?


উত্তরঃ- সন্দীপ শান্ডিল্য।



৫২) এবছর 'ফোর্বস' পত্রিকার তরফ থেকে প্রকাশিত 'বিশ্বের সেরা নিয়োগকর্তা' তালিকায়, একমাত্র ভারতীয় সংস্থা হিসেবে স্থান পেল কারা?


উত্তরঃ- ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড।



৫৩) 'জাতীয় শারীরিক প্রতিবন্ধী টোয়েন্টি-২০ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ' জিতল কোন দল?


উত্তরঃ- জম্মু ও কাশ্মীর (মুম্বইকে ৩৫ রানে হারিয়ে)।



৫৪) এবছর 'এশিয়ান গেমস'এ সামগ্রিক পদক সংখ্যার নিরিখে ভারত কততম স্থান অর্জন করেছে?


উত্তরঃ- চতুর্থ।



৫৫) দীপক পুনিয়া কোন খেলার সঙ্গে যুক্ত?


উত্তরঃ- কুস্তি।



৫৬) এবছর 'এশিয়ান গেমস'এ ভারত মোট কয়টি পদক পেয়েছে?


উত্তরঃ- ১০৭টি (যার মধ্যে ২৮টি সোনা, ৩৮টি রুপো ও ৪১টি ব্রোঞ্জ পদক)।



৫৭) এবছর 'এশিয়ান গেমস'এ পুরুষদের জ্যাভলিন থ্রো বিভাগে সোনার পদক পেলেন কে?


উত্তরঃ- ভারতীয় তারকা নীরজ চোপড়া (৮৮.৮৮ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়েছেন তিনি)।



৫৮) দীপিকা পাল্লিকাল ও হরিন্দর পাল সান্ধু কোন খেলার সঙ্গে যুক্ত?


উত্তরঃ- স্কোয়াশ।



৫৯) কিরণ বালিয়ান 'এশিয়ান গেমস'এ কোন খেলায় ৭২ বছর পর ভারতের প্রথম পদক জিতেছেন?


উত্তরঃ- শটপাট।



৬০) এবছর 'জাতীয় তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ' আয়োজন করবে ভারতের কোন শহর?


উত্তরঃ- উত্তরপ্রদেশের অযোধ্যা।



৬১) 'ওডিআই বিশ্বকাপ'এ দ্রুততম ১,০০০ রান সম্পূর্ণ করলেন কে?


উত্তরঃ- অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।



৬২) এবছর মুম্বাইয়ে 'প্রো কবাডি লিগ'এর নিলামে সবথেকে দামি বিদেশি খেলোয়াড় হলেন কে?


উত্তরঃ- ইরানের অলরাউন্ডার মোহাম্মদরেজা শাদলুই চিয়ানেহ ('পুনেরি পল্টন'এর কাছে ২.৩৫ কোটি টাকায় বিক্রি হয়েছেন তিনি)।



৬৩) এবছর 'কাতার ফর্মুলা ওয়ান গ্র্যাঁ প্রি' জিতলেন কে?


উত্তরঃ- ম্যাক্স ভারস্তাপেন।



৬৪) 'অনূর্ধ্ব-১৯ মেয়েদের জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ' জিতলেন কে?


উত্তরঃ- শুভি গুপ্তা।



৬৫) 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল'এর বিচারে, 'সেপ্টেম্বরের সেরা পুরুষ খেলোয়াড়'এর শিরোপা পেলেন কে?


উত্তরঃ- ভারতের শুভমান গিল।



৬৬) 'ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল'এর বিচারে, 'সেপ্টেম্বরের সেরা মহিলা খেলোয়াড়'এর শিরোপা পেলেন কে?


উত্তরঃ- শ্রীলংকার চামারি আতাপাতু।



৬৭) সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন অ্যালিস্টার কুক। তিনি কোন দেশের হয়ে খেলেন?


উত্তরঃ- ইংল্যান্ড।



৬৮) বিভিন্ন রোগের টিকা তৈরি করার জন্য কোন দেশকে ৩৩৮ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে 'এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক'?


উত্তরঃ- বাংলাদেশ।



৬৯) 'সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ক'এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- ভি.জে.কুরিয়ান।



৭০) দেশের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে, কতদিনের মধ্যে 'বীমা বাহক' মোতায়েন করার সময়সীমা বেঁধে দিল 'ইন্সিওরেন্স রেগুলেটারি এন্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া'?


উত্তরঃ- ২০২৪ সালের ৩১ ডিসেম্বর।



৭১) বিশ্বে প্রথম এআই-ইন্টিগ্রেটেড ক্রিপ্টো ওয়ালেট চালু করল কোন কোম্পানি?


উত্তরঃ- রাসপের.এআই।



৭২) 'এইচপি ইন্ডিয়া'র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- ঈপ্সিতা দাসগুপ্ত।



৭৩) ভারতের কোন রাজ্য 'নীলগিরি তাহর' প্রকল্প চালু করল?


উত্তরঃ- তামিলনাড়ু।



৭৪) সম্প্রতি প্রয়াত কার্ত্যায়নী আম্মা (১০১ বছর) ভারতের কোন রাজ্যের স্বাক্ষরতা কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন?


উত্তরঃ- কেরল।



৭৫) 'বিশ্ব ছাত্র দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১৫ অক্টোবর।



৭৬) ভারতের প্রথম জলাভূমি শহরের তকমা পেতে চলেছে কারা?


উত্তরঃ- রাজস্থানের শহর উদয়পুর।



৭৭) 'ইন্দো-আমেরিকান চেম্বার অফ কমার্স'এর ন্যাশনাল প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- পঙ্কজ বোহরা।



৭৮) এবছর কোথায় 'ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া' আয়োজন করছে ভারত?


উত্তরঃ- নয়া দিল্লি।



৭৯) 'ইসরো' কোথায় তার দ্বিতীয় মহাকাশ বন্দর স্থাপন করতে চলেছে?


উত্তরঃ- তামিলনাড়ুর কুলাশেখরপত্তনম।



৮০) 'সিয়াচেন হিমবাহ'এ মোবাইল ফোন পরিষেবা চালু করলো কারা?


উত্তরঃ- ভারতীয় সেনাবাহিনী।



৮১) 'বিশ্ব খাদ্য দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১৬ অক্টোবর।



৮২) এই প্রথম মেডিক্যাল কলেজ পেল নাগাল্যান্ড। এটি রাজ্যের কোথায় অবস্থিত?


উত্তরঃ- কোহিমা (এটির নাম 'নাগাল্যান্ড ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস অ্যান্ভ রিসার্চ')।



৮৩) সম্প্রতি প্রয়াত কে.এস.সচ্চিদানন্দ মূর্তি (৬৮ বছর) কে ছিলেন?


উত্তরঃ- সাংবাদিক।



৮৪) রাজনৈতিক নেতৃত্বের জন্য 'দালিপ সিং সাউন্ড পুরস্কার'পেলেন কে?


উত্তরঃ- ভারতীয়-মার্কিনি রাজা কৃষ্ণমূর্তি।



৮৫) সম্প্রতি প্রয়াত পি.ভি.গঙ্গাধরন (৮০ বছর) কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন?


উত্তরঃ- চলচ্চিত্র (চলচ্চিত্র প্রযোজক ছিলেন তিনি)।



৮৬) ইকুয়েডরের সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট হিসাবে নিযুক্ত হয়েছেন কে?


উত্তরঃ- ড্যানিয়েল নোবোয়া (তাঁর বয়স এখন ৩৫ বছর)।



৮৭) 'অ্যাম্বিট'এর প্রচারদূত হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার বিদিত গুজরাঠি।



৮৮) সম্প্রতি কোথায় মানচিরেভুলা ফরেস্ট ট্রেক পার্কে একটি উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করেছেন দুই তরুণ ট্রেকার?


উত্তরঃ- হায়দ্রাবাদ।



৮৯) ভারতের কোন রাজ্যের কাজু শিল্প জিআই ট্যাগ পেল?


উত্তরঃ- গোয়া।



৯০) 'বিশ্ব ছাত্র দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১৫ অক্টোবর।



৯১) ভারতের কোন রাজ্য স্বাধীন তপশিলি উপজাতি কমিশন গঠনের অনুমোদন দিল?


উত্তরঃ- মহারাষ্ট্র।



৯২) 'ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড'এর ফিন্যান্স ডিরেক্টর এখন কে?


উত্তরঃ- ড. বিজয় কুমার মোহান্তি।



৯৩) পরীক্ষার মাধ্যমে কর্মরত শিক্ষকদের সরকারি কর্মচারীর মর্যাদা দেওয়ার জন্য নিয়মের খসড়া তৈরি করল কোন রাজ্য?


উত্তরঃ- বিহার।



৯৪) 'জাতীয় মহাকাশ দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ২৩ আগস্ট।



৯৫) 'মাদি' নামে গরবা গান লিখলেন কে?


উত্তরঃ- নরেন্দ্র মোদী।



৯৬) 'আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ১৭ অক্টোবর।



৯৭) কোন দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস.জয়শঙ্কর?


উত্তরঃ- ভিয়েতনাম।



৯৮) কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের তরফ থেকে, এবছর 'ভারতের সেরা পর্যটন গ্রাম' হিসাবে মনোনীত হলো কোন রাজ্যের নাওয়ানপিন্ড সারদারান গ্রাম?


উত্তরঃ- পাঞ্জাব।



৯৯) নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে?


উত্তরঃ- ক্রিস্টোফার লুক্সন।



১০০) সম্প্রতি প্রয়াত লুইস গ্লাক (৮০ বছর) কোন বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান?


উত্তরঃ- ২০২০।



১০১) সমলিঙ্গ বিয়েকে বৈধ করার জন্য আবেদনকে খারিজ করে দিল কোন দেশের সুপ্রিম কোর্ট?


উত্তরঃ- ভারত।



১০২) দেশের স্কুল পড়ুয়াদের মহাকাশ ও চন্দ্র অভিযান সম্পর্কিত বিষয় শেখাতে 'আপনা চন্দ্রযান' নামে একটি ওয়েব পোর্টাল চালু করলেন কে?


উত্তরঃ- কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।



১০৩) ভারতের কোন রাজ্য সরকার 'ক্লিন ফেস্টিভ্যাল, হেলদি ফেস্টিভ্যাল' নামে একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু করল?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



১০৪) ভারতের প্রথম রাজ্য হিসাবে, শ্রমিকদের জন্য নূন্যতম মজুরি নিশ্চিত করার বিষয়ে পদক্ষেপ নিল কারা?


উত্তরঃ- ঝাড়খণ্ড।



১০৫) এবছর নরেন্দ্র মোদী কোথায় 'গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সামিট' উদ্বোধন করেছেন?


উত্তরঃ- মুম্বই।



১০৬) ভারতের প্রথম মহিলা থানা হিসাবে, আইএসও সার্টিফিকেশন পেল কারা?


উত্তরঃ- মধ্য প্রদেশের ভোপালের মহিলা থানা (আইএসও সার্টিফিকেশন 9001 : 2015)।



১০৭) এবছর যুক্তরাজ্যের ওয়েলসে, 'ক্যামব্রিয়ান প্যাট্রোল প্রতিযোগিতা' আন্তর্জাতিক সামরিক অনুশীলনে ভারতীয় সেনাবাহিনীর ৩/৫ গোর্খা রাইফেলস (ফ্রন্টিয়ার ফোর্স) কোন পদক পেল?


উত্তরঃ- সোনা।



১০৮) 'রাষ্ট্রসঙ্ঘ'এ, ভারতের স্থায়ী প্রতিনিধি হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- অরিন্দম বাগচি।



১০৯) ২০২২-'২৩ সালে ভারতে কর্মক্ষেত্রে মহিলা শ্রমিকদের অংশগ্রহণের হার কত শতাংশ হয়েছে?


উত্তরঃ- ৩৭%।



১১০) তাজ কার্নিভাল কোথায় শুরু হয়েছে?


উত্তরঃ- আগ্রা।



১১১) কেন্দ্রীয় সরকার কবে পর্যন্ত চিনি রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল, যেটি সম্প্রতি অনির্দিষ্টকালের জন্য আরও বাড়ানো হয়েছে?


উত্তরঃ- ২০২৩ সালের ৩১ অক্টোবর।



১১২) সম্প্রতি কোন ভারতীয় নৌজাহাজ নাইজেরিয়ার লাগোস শহরে গিয়েছে?


উত্তরঃ- আইএনএস সুমেধা।



১১৩) মিজোরামের 'ডাম্পা বাগ সংরক্ষণাগার' থেকে এক নতুন প্রজাতির ব্যাঙের খোঁজ পেলেন ভারত ও যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। এটির নাম কি?


উত্তরঃ- বুফয়েডস ভূপতি (একজন বিশিষ্ট ভারতীয় হার্পেটোলজিস্ট প্রয়াত সুব্রামনিয়াম ভূপতির নামানুসারে এটির নাম রাখা হয়েছে)।



১১৪) এবছর দক্ষিণ কোরিয়ার বুসানে, 'বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'এ 'সেরা এশিয়ান টিভি সিরিজ'এর সম্মান পেল কোন ভারতীয় ওয়েব সিরিজ?


উত্তরঃ- স্কুপ।



১১৫) কোন দেশ 'আয়রন বিম' নামে শক্তিশালী ও অত্যাধুনিক লেজার অস্ত্রের ব্যবহার শুরু করল?


উত্তরঃ- ইজরায়েল।



১১৬) 'উজ্জ্বলা' প্রকল্পের সুবিধাভোগীদের জন্য, 'দীপাবলি উপহার' হিসাবে বিনামূল্যে একটি রান্নার গ্যাস সিলিন্ডার দেবে কোন রাজ্য?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



১১৭) 'পুমা ইন্ডিয়া'র প্রচারদূত হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ শামি।



১১৮) এবছর 'গ্লোবাল পেনশন ইনডেক্স'এ ৪৭টি দেশের মধ্যে ভারতের স্থান কত?


উত্তরঃ- ৪৫।



১১৯) বিশ্বের কতগুলি দেশে আয়ুর্বেদ দিবস পালন করা হবে?


উত্তরঃ- ১০০।



১২০) কোন সালের মধ্যে চাঁদে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা নিল ভারত?


উত্তরঃ- ২০৪০।



১২১) ওড়িশার রাজ্যপাল হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- রঘুবর দাস।



১২২) ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- ইন্দ্র সেনা রেড্ডি নল্লু।



১২৩) এবছর 'মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন ট্রফি'র ম্যাসকটের নাম কি?


উত্তরঃ- জুহি।



১২৪) লরিয়াস দূত হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- নীরজ চোপড়া।



১২৫) এবছর ইতালির সার্ডিনিয়ায় 'ওপন' বিভাগে ফিডে 'বিশ্ব জুনিয়র রেপিড দাবা চ্যাম্পিয়নশিপ' জিতলেন কে?


উত্তরঃ- ভারতীয় দাবা গ্র্যান্ড মাস্টার রৌনক সাধওয়ানি।



১২৬) কোন দেশের অলিম্পিক কমিটি'কে বরখাস্ত করল 'আন্তর্জাতিক অলিম্পিক কমিটি'?


উত্তরঃ- রাশিয়া।



১২৭) এবছর ১১তম 'সুলতান অফ জোহর কাপ' কোথায় হবে?


উত্তরঃ- মালয়েশিয়া।



১২৮) এবছর 'বিশ্ব ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপ' কোথায় হবে?


উত্তরঃ- মিশর।



১২৯) প্রণব সুরমা এবছর 'এশিয়ান প্যারা গেমস'এ কোন খেলায় সোনার পদক পেয়েছেন?


উত্তরঃ- ক্লাব থ্রো।



১৩০) পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করা অ্যালিস্টার কুক কোন দেশের হয়ে খেলেন?


উত্তরঃ- ইংল্যান্ড।



১৩১) সম্প্রতি ভারতীয়দের মধ্যে টোয়েন্টি-২০ ক্রিকেটে দ্রুততম অর্থশোধনের রেকর্ড গড়লেন কে?


উত্তরঃ- আশুতোষ শর্মা (১৭ অক্টোবর, রাঁচিতে 'সৈয়দ মুস্তাক আলি ট্রফি'তে 'সি' গ্রুপের লড়াইয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে রেলওয়েজের হয়ে মাত্র ১১ বলে অর্ধশতরান করেন তিনি)।



১৩২) কোন সালের অলিম্পিক আয়োজন করার জন্য নিলাম ডাকবে ভারত?


উত্তরঃ- ২০৩৬।



১৩৩) এবছর 'আবু ধাবি মাস্টার্স'এ মহিলাদের সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হলেন কে?


উত্তরঃ- ভারতীয় ব্যাডমিন্টন তারকা উন্নতি হুডা (সামিয়া ইমাদ ফারুকি'কে ২১-১৬ ও ২২-২০ ব্যবধানে হারিয়ে)।



১৩৪) ২০২৮ সালের অলিম্পিক্সের ক্রীড়া তালিকায় কোন ৫টি খেলা অন্তর্ভুক্ত হয়েছে?


উত্তরঃ- ক্রিকেট, স্কোয়াশ, ফ্ল্যাগ ফুটবল, বেসবল-সফটবল ও ল্যাক্রোস।



১৩৫) সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী সোর্নারিন টিপ্পোচ কোন দেশের মহিলা ক্রিকেটার?


উত্তরঃ- থাইল্যান্ড।



১৩৬) 'কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক'এর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার এখন কে?


উত্তরঃ- অশোক ভাসওয়ানি।



১৩৭) প্রি-অর্ডার খাবার ডেলিভার করার জন্য কোন কোম্পানির সঙ্গে অংশীদারিত্ব করল 'আইআরসিটিসি'?


উত্তরঃ- জোমাটো।



১৩৮) 'এস অ্যান্ড পি গ্লোবাল মার্কেট ইন্টেলিজেন্স'এর তথ্য অনুসারে, ২০৩০ সালের মধ্যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে কোন দেশ?


উত্তরঃ- ভারত।



১৩৯) বেসরকারি ব্যাঙ্কগুলিকে ন্যূনতম কতজন সার্বক্ষণিক ডিরেক্টর রাখার নির্দেশ দিল রিজার্ভ ব্যাঙ্ক?


উত্তরঃ- ২।



১৪০) মহিলা ডেলিভারি কর্মীদের জন্য, 'মাতৃত্ব বীমা প্রকল্প' চালু করল কোন সংস্থা?


উত্তরঃ-জোমাটো।



১৪১) ভারতে আইফোন তৈরি করতে চলেছে কোন সংস্থা?


উত্তরঃ- টাটা গোষ্ঠী (এই প্রথম কোনো ভারতীয় শিল্পগোষ্ঠী হিসাবে এদেশে আইফোন তৈরি করবে টাটা'রা)।



১৪২) জাতীয় হস্তশিল্প প্রদর্শনী 'গান্ধী বাঙ্কার মেলা' কোথায় শুরু হয়েছে?


উত্তরঃ- কলকাতা।



১৪৩) মর্যাদাপূর্ণ 'দুর্গা ভারত সম্মান' পেলেন কে?


উত্তরঃ- হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠশিল্পী ও সুরকার পন্ডিত অজয় চক্রবর্তী।



১৪৪) সম্প্রতি 'নাসা'র কেনেডি স্পেস সেন্টার থেকে বিরল রত্নভান্ডার সমৃদ্ধ গ্রহণের উদ্দেশ্যে পাড়ি দিল 'স্পেসএক্স'এর মহাকাশযান। গ্রহাণুটির নাম কি?


উত্তরঃ- সাইকি।



১৪৫) সম্পূর্ণ ড্রাগ মুক্ত রাজ্য গড়তে, ভারতের কোন রাজ্য সরকার 'হোপ' উদ্যোগ চালু করল?


উত্তরঃ- পাঞ্জাব।



১৪৬) ভারতের কোন রাজ্যে ৫১১টি 'প্রমোদ মহাজন গ্রামীণ কৌশল্যা বিকাশ কেন্দ্র' চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?


উত্তরঃ- মহারাষ্ট্র।



১৪৭) 'হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর এখন কে?


উত্তরঃ- সঞ্জয় কুলশ্রেষ্ঠ।



১৪৮) কোথায় ভারতের প্রথম রেপিড এক্স ট্রেন পরিষেবা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



১৪৯) 'বিশ্ব পরিসংখ্যান দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ২০ অক্টোবর।



১৫০) এবছর অক্টোবরে, সফলভাবে 'লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস' নির্মূল করল কোন দেশ?


উত্তরঃ- লাও পিপলস ডেমোক্র্যাটিক রিপাবলিক।



১৫১) ভারতে এই প্রথমবারের মতো, কোথায় খুঁজে পাওয়া গিয়েছে 'তিলাপিয়া পারভোভাইরাস'?


উত্তরঃ- তামিলনাড়ু (এই ভাইরাসটি তেলাপিয়া মাছকে প্রভাবিত করে ও এর মৃত্যুর কারণ হয়)।



১৫২) 'পুলিশ স্মৃতি দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ২১ অক্টোবর।



১৫৩) 'শ্রদ্ধাঞ্জলি' নামে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম উড়ালসেতু উদ্বোধন হল কোথায়?


উত্তরঃ- অসম।



১৫৪) এবছর 'ইউরোপীয় ইউনিয়ন'এর শীর্ষ মানবাধিকার বিষয়ক 'শাখারভ পুরস্কার'এর জন্য নির্বাচিত হলেন কে?


উত্তরঃ- প্রয়াত জিনা মাহসা আমিনি।



১৫৫) ভারতের কোন রাজ্য সরকার গ্রামীণ এলাকায় 'ডিজিটাল ডক্টর ক্লিনিক' স্থাপন করার সিদ্ধান্ত নিল?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



১৫৬) দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসাবে, কোন সংস্থা 'গোল্ডেন পিকক পুরস্কার'এ ভূষিত হল?


উত্তরঃ- আর.ই.সি. লিমিটেড।



১৫৭) ভারতের কোন রাজ্য সরকার 'বিশেষ বাঘ সুরক্ষা বাহিনী' গঠনের জন্য সংবিধান অনুমোদন করল?


উত্তরঃ- অরুণাচল প্রদেশ।



১৫৮) ৩ দিন ব্যাপী 'শ্রী অন্ন মহোৎসব' আয়োজন করলো ভারতের কোন রাজ্য?


উত্তরঃ- উত্তর প্রদেশ।



১৫৯) আগরতলায়, একটি দক্ষতা উন্নয়ন উদ্যোগ 'হার্টল্যান্ড ত্রিপুরা' চালু করলেন কে?


উত্তরঃ- কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা আর ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর।



১৬০) সাম্প্রতি 'ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক'এর একটি সাব-অফিস কোথায় স্থাপিত হল?


উত্তরঃ- অরুণাচল প্রদেশের ইটানগর।



১৬১) ভারতে অনলাইন প্রতারণার বিরুদ্ধে মোকাবিলা করতে, 'ডিজিকবচ' প্রোগ্রাম চালু করল কারা?


উত্তরঃ- গুগল।



১৬২) বিশ্বের প্রথম দেশ হিসাবে ইলেক্ট্রোম্যাগনেটিক রেলগান সফলভাবে ফায়ার করল কোন দেশ?


উত্তরঃ- জাপান।



১৬৩) কোথায় প্রথম 'ইন্ডিয়ান মিলিটারি হেরিটেজ ফেস্টিভ্যাল' হয়েছে?


উত্তরঃ- নয়াদিল্লি।



১৬৪) পাঞ্জাবের অমৃতসর জেলার আটারি সীমান্তের কাছে দেশের সবথেকে উঁচু জাতীয় পতাকা উত্তোলন করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি। পতাকাটির উচ্চতা কত?


উত্তরঃ- ৪১৮ ফুট।



১৬৫) সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর হাতে পৌঁছালো 'আইএনএস ইম্ফল'। কোন সংস্থা এটি তৈরি করেছে?


উত্তরঃ- মাজাগণ ডক শিপবিল্ডার্স লিমিটেড।



১৬৬) জম্মু ও কাশ্মীরে প্রথম তিস্তাডোম ট্রেন পরিষেবা চালু হল। প্রথম ধাপে ট্রেনটি কোন রুটে চলবে?


উত্তরঃ- বডগাম থেকে বানিহাল।



১৬৭) 'ইউএনসিটিএডি ওয়ার্কিং গ্রুপ'এর তরফ থেকে, এবছর 'ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্স ফর অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং' পুরস্কার পেল কোন সংস্থা?


উত্তরঃ- ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া।



১৬৮) মনিপুর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- সিদ্ধার্থ মৃদুল।



১৬৯) 'জাতীয় মোল দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ২৩ অক্টোবর।



১৭০) স্কুলের শিক্ষার্থীদের জন্য ভারতের কোন রাজ্য সরকার 'ডাউট ক্লিয়ারেন্স বট' চালু করল?


উত্তরঃ- অন্ধ্রপ্রদেশ।



১৭১) 'ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন'এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- সঞ্জয় কুমার জৈন।



১৭২) কাকে 'জাতীয় নির্বাচন আইকন' হিসাবে ঘোষণা করল ভারতীয় নির্বাচন কমিশন?


উত্তরঃ- বলিউড অভিনেতা রাজকুমার রাও।



১৭৩) সম্প্রতিক খবরে আসা 'ট্রপিক্যাল ডিপ-সী নিউট্রিনো টেলিস্কোপ' কোন দেশের সঙ্গে যুক্ত?


উত্তরঃ- চীন।



১৭৪) দেশের সবথেকে বড় কন্যা পুজো/কুমারী পুজো অনুষ্ঠান 'শক্তি বন্দন' আয়োজন করে ইতিহাস গড়ল উত্তর প্রদেশের কোন জেলা?


উত্তরঃ- গোন্ডা।



১৭৫) 'আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা'র ডিরেক্টর জেনারেল রাফায়েল মারিয়ানো গ্রসি সম্প্রতি ভারত সফর করেছেন। তিনি কোন দেশের নাগরিক?


উত্তরঃ- আর্জেন্টিনা।



১৭৬) 'আন্তর্জাতিক সংগীত ও নৃত্য উৎসব' আয়োজন করবে কোন বিশ্ববিদ্যালয়?


উত্তরঃ- চন্ডিগড় বিশ্ববিদ্যালয়।



১৭৭) 'রাষ্ট্রসঙ্ঘ দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ২৪ অক্টোবর।



১৭৮) রকেট লঞ্চারগুলিকে নিষ্ক্রিয় করতে, কোন দেশ প্রথমবারের মতো 'আয়রন স্টিং' মর্টার বোমা নিক্ষেপ করল?


উত্তরঃ- ইজরায়েল।



১৭৯) দেশের প্রাচীন যুদ্ধনীতি, কৌশল রপ্ত করে ভারতীয় সেনাকে শক্তিশালী করে তুলতে 'প্রোজেক্ট উদ্ভব'এর উদ্বোধন করলেন কে?


উত্তরঃ- কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।



১৮০) 'বিমস্টেক'এর পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- ভারতীয় কূটনীতিবিদ ইন্দ্র মনি পান্ডে।



১৮১) গত ৫০ বছরের প্রথা ভেঙ্গে, প্রথম মহিলা হিসাবে দিল্লির লাল কেল্লার লব-কুশ রামলীলার দশেরা অনুষ্ঠানে রাবণের কুশপুত্তলিকায় আগুন ধরিয়ে ইতিহাস গড়লেন কে?


উত্তরঃ- বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।



১৮২) ভারত-সহ ৭টি দেশের নাগরিকদের ফ্রি ভিসায় ভ্রমণের সুযোগ দিচ্ছে কোন দেশ?


উত্তরঃ- শ্রীলঙ্কা (দেশগুলি হল: ভারত, চীন, রাশিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া)।



১৮৩) বিশ্বের বৃহত্তম টেক্সটাইল ইভেন্ট আয়োজন করতে চলেছে ভারত। ইভেন্টটির নাম কি?


উত্তরঃ- ভারত টেক্স ২০২৪।



১৮৪) উত্তর প্রদেশের প্রথম 'মিশন শক্তি ক্যাফে' কোন জেলায় চালু হল?


উত্তরঃ- গোন্ডা।



১৮৫) ভারত ও কোন দেশের মধ্যে ঝুলাঘাট সাসপেনশন সেতু চালু হয়েছে?


উত্তরঃ- নেপাল।



১৮৬) 'জি-২০ সম্মেলন' থিমের উপর দুর্গাপুজো প্যান্ডেল কোথায় তৈরি হয়েছিল?


উত্তরঃ- পাটনা।



১৮৭) সম্প্রতি প্রয়াত বিষাণ সিং বেদী (৭৭ বছর) কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন?


উত্তরঃ- ক্রিকেট।



১৮৮) একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে কম ইনিংসে ২,০০০ রান করার বিশ্ব রেকর্ড গরলেন কে?


উত্তরঃ- ভারতীয় ওপেনার শুভমান গিল (ওয়ানডে ক্রিকেটে তার সার্বিক সংগ্রহ দাঁড়ায় ৩৮ ম্যাচে ২,০১২ রান)।



১৮৯) প্রথম ভারতীয় বোলার হিসাবে, ওয়ানডে বিশ্বকাপে দুবার ৫ উইকেট নেওয়ার নজির করলেন কে?


উত্তরঃ- ভারতীয় পেশার মোহাম্মদ শামি।



১৯০) এবছর 'এশিয়ান প্যারা গেমস' কোন দেশের হ্যাংঝু শহরে হয়েছে?


উত্তরঃ- চীন।



১৯১) এবছর 'ইউএস গ্র্যাঁ প্রি' জিতলেন কে?


উত্তরঃ- ম্যাক্স ভারস্তাপেন।



১৯২) রবি রোঙ্গালী কোন খেলার সঙ্গে যুক্ত?


উত্তরঃ- শট পাট।



১৯৩) মনীশ নারওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত?


উত্তরঃ- শ্যুটিং।



১৯৪) এবছর প্যারা এশিয়ান গেমসে ভারত মোট কটি পদক পেয়েছে?


উত্তরঃ- ১১১টি (এর মধ্যে ২৯টি সোনা, ৩১টি রুপো ও ৫১টি ব্রঞ্জ পদক)।



১৯৫) 'অনূর্ধ্ব-২৩ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ'এ, ৭৬ কেজি বিভাগে সোনার পদক পেলেন কে?


উত্তরঃ- ভারতের রীতিকা হুদা।



১৯৬) এবছর 'রাগবি বিশ্বকাপ' জিতল কোন দল?


উত্তরঃ- দক্ষিণ আফ্রিকা (নিউজিল্যান্ডকে ১২-১১ ব্যবধানে হারিয়ে)।



১৯৭) ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- অমল মজুমদার।



১৯৮) ২০৩৪ সালে পুরুষদের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ?


উত্তরঃ- সৌদি আরব।



১৯৯) এবছর 'ব্রাজিলিয়ান গ্র্যাঁ পি' জিতলেন কে?


উত্তরঃ- ম্যাক্স ভারস্তাপেন।



২০০) ফিডে 'গ্র্যান্ড সুইস দাবা ইভেন্ট'এ শীর্ষস্থান অর্জন করল কোন দেশ?


উত্তরঃ- ভারত।



২০১) 'ভারতীয় স্টেট ব্যাঙ্ক'এর প্রচারদূত হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।



২০২) কোন কোম্পানির সহযোগিতায় ভারতের প্রথম ওয়াই-ফাই৬ রেডি নেটওয়ার্ক সলিউশন চালু করবে 'টাটা প্লে ফাইবার'?


উত্তরঃ- নোকিয়া।



২০৩) শ্রীলঙ্কার কোথায় 'ভারতীয় স্টেট ব্যাঙ্ক'এর শাখার উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন?


উত্তরঃ- ত্রিনকোমালি।



২০৪) 'ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র'এর এক্সিকিউটিভ ডিরেক্টর এখন কে?


উত্তরঃ- রোহিত ঋষি।



২০৫) এবছরের অক্টোবরে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত?


উত্তরঃ- ১.৭২ লাখ কোটি টাকা।



২০৬) 'ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক'এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- মনোরঞ্জন মিশ্র।



২০৭) দেশের প্রথম নৌ বীরত্ব জাদুঘর কোথায় তৈরি হতে চলেছে?


উত্তরঃ- লখনউ।



২০৮) 'বিশ্ব পোলিও দিবস' কবে পালিত হয়?


উত্তরঃ- ২৪ অক্টোবর।



২০৯) কোন সংস্থা সাত তলা উঁচু রকেট 'বিক্রম ১' তৈরি করল?


উত্তরঃ- 'স্কাইরুট অ্যারোস্পেস'।



২১০) পটেটো চিপস ব্র্যান্ড 'লে'স এর প্রচারদূত হলেন কে?


উত্তরঃ- ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।



২১১) মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে নির্বাচিত হলেন কে?


উত্তরঃ- সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দার।



২১২) 'সেরা সবুজ মিলিটারি স্টেশন'এর পুরস্কার পেল কারা?


উত্তরঃ- উধমপুর মিলিটারি স্টেশন।



২১৩) দেশের প্রথম মহিলা অফিসার হিসাবে, 'মিলিটারি হসপিটাল সার্ভিস'এর ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে?


উত্তরঃ- এয়ার মার্শাল সাধনা সাক্সেনা নায়ার।



২১৪) এই প্রথমবার কোথায় আবিষ্কার হল বিরল পেইন্টব্রাশ সুইফট প্রজাপতি?


উত্তরঃ- হিমাচল প্রদেশের চাম্বা জেলায়।



২১৫) কোন দেশের মহিলারা সম্প্রতি লিঙ্গ বৈষম্যের প্রতিবাদে ২৪ ঘণ্টা ধর্মঘট পালন করলেন?


উত্তরঃ- আইসল্যান্ড।



২১৬) কোন সংস্থা 'অপারেশন চক্র-২' চালু করেছে?


উত্তরঃ- সিবিআই (সাইবার অপরাধীদের বিরুদ্ধে এটি চালু করা হয়েছে)।



২১৭) ভৌতিক কণা খুঁজতে বিশ্বের বৃহত্তম আন্ডারওয়াটার টেলিস্কোপ তৈরি করেছে কোন দেশ?


উত্তরঃ- চীন।



২১৮) ২৩৭ কোটি টাকা খরচে, গ্রাফিন উৎপাদন সুবিধা স্থাপন করতে চলেছে কোন রাজ্য?


উত্তরঃ- কেরল।



২১৯) এবছর কোথায় 'জাতীয় আদিবাসী উৎসব'এর উদ্বোধন করলেন অর্জুন মুন্ডা?


উত্তরঃ- আহমেদাবাদ।



২২০) 'আরাত্তু' উৎসব ভারতের কোন রাজ্যের বিখ্যাত উৎসব?


উত্তরঃ- কেরল।



২২১) ভারতের কোন রাজ্যের জামরানি বাঁধ প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা?


উত্তরঃ- উত্তরাখণ্ড।



২২২) নৌ-সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে, 'গিনি উপসাগর'এ প্রথম যৌথ নৌ মহড়া চালালো ইউরোপীয় ইউনিয়ন ও কোন দেশ?


উত্তরঃ- ভারত।



২২৩) স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এখন কে?


উত্তরঃ- রবার্ট ফিকো।



২২৪) ফরাসি সরকারের তরফ থেকে, মর্যাদাপূর্ণ 'শেভালিয়র ডেস আর্টস এট ডেস লেটার'এ ভূষিত হলেন কে?


উত্তরঃ- অভিনেত্রী রিচা চাড্ডা (শিল্পকলায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান পেলেন তিনি)।



২২৫) ভারতের প্রথম পেট্রোল ও ডিজেল রেফারেন্স জ্বালানি চালু করল কোন সংস্থা?


উত্তরঃ- ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড।



২২৬) 'কস্তুরী কটন ভারত'এর ওয়েবসাইট প্রকাশ করলেন কে?


উত্তরঃ- কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েল।



২২৭) ভারতের কোন রাজ্য সরকার 'মিশন মহিলা সারথি' উদ্যোগ চালু করল?


উত্তরঃ- উত্তর প্রদেশ (এই উদ্যোগের অধীনে, রাজ্য পরিবহন নিগমের ৫১টি বাস মহিলা চালক ও কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত হবে)।



২২৮) ইজরায়েলের হয়ে চরবৃত্তি করার অভিযোগে, ভারতের মোট কতজন প্রাক্তন নৌসেনা কর্তাকে মৃত্যুদণ্ড দিল কাতারের একটি আদালত?


উত্তরঃ- ৮।



২২৯) স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত রাজ্যের সব সরকারি স্কুলগুলিকে 'হেরিটেজ স্কুল' হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিল কারা?


উত্তরঃ- অরুণাচল প্রদেশ।



২৩০) ভারতের প্রথম স্যাটেলাইট ভিত্তিক ব্রডব্যান্ড পরিষেবা, 'জিওস্পেসফাইবার' চালু করল কোন সংস্থা?


উত্তরঃ- রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড।



২৩১) মর্যাদাপূর্ণ দ্বিতীয় 'রোহিনী নায়ার পুরস্কার' পেলেন কে?


উত্তরঃ- প্রাক্তন ইঞ্জিনিয়ার তথা সমাজকর্মী দীননাথ রাজপুত।



২৩২) এই প্রথম 'আন্তর্জাতিক প্রতিযোগিতা নেটওয়ার্ক'এর মর্যাদাপূর্ণ ১৮ সদস্যের স্টিয়ারিং কমিটির সদস্য হল 'ভারতের প্রতিযোগিতা কমিশন'। কত বছরের জন্য এই সদস্যপদ কার্যকর থাকবে।


উত্তরঃ- ২ বছর।



২৩৩) এবছর ২৪ তম 'হর্নবিল উৎসব' ভারতের কোন রাজ্যে হয়েছে?


উত্তরঃ- নাগাল্যান্ড।



২৩৪) প্রতিটি জেলায় হলমার্কিং কেন্দ্র থাকা ভারতের প্রথম রাজ্য কোনটি?


উত্তরঃ- কেরল।



২৩৫) এবার থেকে পাঠ্যপুস্তকে 'ইন্ডিয়া'র বদলে 'ভারত' কথাটি ব্যবহার করবে কারা?


উত্তরঃ- এনসিইআরটি।



২৩৬) সম্প্রতি প্রয়াত বৈজনাথ আগরওয়াল (৯০ বছর) কত বছর গীতা প্রেসের ট্রাস্টি হিসাবে কাজ করেছেন?


উত্তরঃ- ৪০ বছর।



২৩৭) সম্প্রতি প্রয়াত লি কেকিয়াং (৬৮ বছর) কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন?


উত্তরঃ- চীন।



২৩৮) হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসাবে ঘোষণা করার জন্য কোন দেশকে আহ্বান জানানো ইজরায়েল?


উত্তরঃ- ভারত।



২৩৯) ভারতে, 'জাতীয় ঐক্য দিবস' কার স্মৃতিতে পালিত হয়?


উত্তরঃ- সর্দার বল্লভভাই প্যাটেল।



২৪০) সর্বসম্মতিক্রমে দক্ষিণ-পূর্ব এশিয়ার 'হু' আঞ্চলিক কমিটির ৭৬ তম অধিবেশনে চেয়ারপার্সন হিসাবে নিযুক্ত হয়েছেন কে?


উত্তরঃ- কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুক মান্ডভিয়া।



২৪১) বিশ্বের সবথেকে উঁচু পারমাণবিক গবেষণা চুল্লি কোন দেশে স্থাপিত হল?


উত্তরঃ- বলিভিয়া।



২৪২) কোন দেশ উচ্চ-ঝুঁকিপূর্ণ গোষ্ঠীগুলির মধ্যে বিনামূল্যে ফ্লু টিকা দেওয়া শুরু করল?


উত্তরঃ- মঙ্গোলিয়া।



২৪৩) উত্তরাখন্ডে, ভারতের 'ক্ষুধা প্রকল্প'এ সহায়তা করবে কোন দেশ?


উত্তরঃ- নরওয়ে।



২৪৪) মাশরুমের একটি নতুন প্রজাতি সনাক্ত করলেন কেরলের 'জওহরলাল নেহেরু ট্রপিক্যাল বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট'এর গবেষকরা। এটির নাম কি রাখা হয়েছে?


উত্তরঃ- ক্যান্ডোলিওমাই সেস অ্যালবোসকোয়ামোসাস।



২৪৫) দিল্লিতে 'হিগাশি অটিজম স্কুল'এর উদ্বোধন করলেন কে?


উত্তরঃ- উপরাষ্ট্রপতি জগদীশ ধনকর।



২৪৬) একটি সমীক্ষা অনুসারে, ভারতের মধ্যে কোন রাজ্যে ক্যান্সারের হার সবথেকে বেশি?


উত্তরঃ- মিজোরাম।



২৪৭) সম্প্রতি প্রয়াত সালিমুল হক (৭১ বছর) কোন দেশের বিখ্যাত বিজ্ঞানী ছিলেন?


উত্তরঃ- বাংলাদেশ।



২৪৮) এবছর 'এআই সেফটি সামিট' আয়োজন করল কোন দেশ?


উত্তরঃ- যুক্তরাজ্য।



২৪৯) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী সুনীল নারিন কোন দেশের খেলোয়াড়?


উত্তরঃ- ওয়েস্ট ইন্ডিজ।



২৫০) এবছর ১১ তম 'সুলতান অফ জোহর কাপ' জিতল কোন দল?


উত্তরঃ- জার্মানি (অস্ট্রেলিয়াকে পেনাল্টি শুটআউটে ৩-১ ব্যবধানে হারিয়ে)।



২৫১) মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেতাব জিতল কোন দল?


উত্তরঃ- ভারত (জাপানকে ৪-০ গোলে হারিয়ে)।



২৫২) আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসাবে 'টাইমড আউট' হয়ে ইতিহাসে নাম লেখালেন কে?


উত্তরঃ- শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।



২৫৩) এবছর 'সুলতান অফ জোহর কাপ'এ ভারতীয় হকি দল কোন পদক পেয়েছে?


উত্তরঃ- ব্রোঞ্জ



২৫৪) এবছর 'এশিয়ান শ্যুটিং চ্যাম্পিয়নশিপ'এ ভারত মোট কটি পদক পেয়েছে?


উত্তরঃ- ৫৫টি (এর মধ্যে ২১টি সোনা, ২১টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ পদক)।



২৫৫) একদিনের বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারি হলেন কে?


উত্তরঃ- মোহাম্মদ সামি।



২৫৬) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী ডেভিড উইলি কোন দেশের খেলোয়াড়?


উত্তরঃ- ইংল্যান্ড।



২৫৭) কোন স্টেডিয়ামে মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকরের মূর্তি উন্মোচন হল?


উত্তরঃ- মুম্বাইয়ের 'ওয়াংখেড়ে স্টেডিয়াম'।



Read More...

October 2023 Monthly Current Affairs in Bengali


Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad