Ads Area

রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি (ধারা 36 - 51) | ভারতের সংবিধান - Indian Constitution MCQ in Bengali

রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি - Directive Principles of State Policy | ভারতের সংবিধান - Indian Constitution MCQ in Bengali

রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি - Directive Principles of State Policy
রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি - Directive Principles of State Policy

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পেজে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি - Directive Principles of State Policy | ভারতের সংবিধান - Indian Constitution MCQ in Bengali আলোচনা করা হল।


◾ ভারতের সংবিধানের চতুর্থ অংশে (Part - IV) 36 - 51 সংখ্যক ধারাতে রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি (Directive Principles of State Policy) বর্ণিত হয়েছে।

◾ নির্দেশক নীতিগুলি জনকল্যাণমূলক রাষ্ট্রের (Welfare State) ধারণাকে প্রতিষ্ঠা করে।

◾ রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি ধারণাটি আয়ারল্যান্ড এর সংবিধানের অনুকরণে সংযোজিত হয়েছে।

◾ ডঃ বি আর আম্বেদকর এটিকে 'Novel features of the Constitution' বলে অভিহিত করেছেন।

◾ নির্দেশক নীতিগুলি (DPSP) আদালত কর্তৃক সংরক্ষিত নয়।




Directive Principles of State Policy MCQ in Bengali


১) ভারতীয় সংবিধানের 'রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি' ধারণাটি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে?


A) আয়ারল্যান্ড

B) সোভিয়েত রাশিয়া

C) নিউজিল্যান্ড

D) মার্কিন যুক্তরাষ্ট্র


উত্তরঃ A) আয়ারল্যান্ড



২) ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি বর্ণিত হয়েছে?


A) Part II

B) Part IV(A)

C) Part III

D) Part IV


উত্তরঃ D) Part IV



৩) সংবিধানের কোন অংশে 'জনকল্যাণকর রাষ্ট্র' ধারণাটি সুস্পষ্ট হয়েছে?


A) মৌলিক অধিকার

B) মৌলিক কর্তব্য

C) রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি

D) প্রস্তাবনা


উত্তরঃ C) রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি



৪) সংবিধানের কত নম্বর ধারা অনুসারে বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখা হয়েছে?


A) ধারা 36

B) ধারা 50

C) ধারা 44

D) ধারা 51


উত্তরঃ B) ধারা 50



৫) একই কাজে 'স্ত্রী-পুরুষের সমপরিমাণ বেতন' (Equal pay for equal work for both men and women) সংবিধানের কত ধারায় বর্ণিত হয়েছে?


A) ধারা 36

B) ধারা 38

C) ধারা 39

D) ধারা 51


উত্তরঃ C) ধারা 39



৬) সংবিধানের কত সংখ্যক ধারাতে 'গ্রাম পঞ্চায়েত' এর গঠন বর্ণিত?


A) ধারা 41

B) ধারা 38

C) ধারা 39

D) ধারা 40


উত্তরঃ D) ধারা 40



৭) সংবিধানের কত সংখ্যক ধারাতে 'ইউনিফর্ম সিভিল কোড' বর্ণিত হয়েছে?


A) ধারা 41

B) ধারা 44

C) ধারা 39

D) ধারা 40


উত্তরঃ B) ধারা 44



৮) নিম্নের কোনটি হল আদালত কর্তৃক বলবৎযোগ্য -


A) মৌলিক অধিকার

B) রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি

C) মৌলিক কর্তব্য

D) উপরের সবগুলিই সঠিক


উত্তরঃ A) মৌলিক অধিকার



৯) ভারতীয় সংবিধানের 49 সংখ্যক ধারা নিম্নের কোনটির সাথে সম্পর্কিত -


A) আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিতকরণ

B) ঐতিহাসিক স্মৃতিসৌধ ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির সংরক্ষণ

C) কুটির শিল্পের প্রসারীকরণ

D) উপরের কোনোটিই নয়


উত্তরঃ B) ঐতিহাসিক স্মৃতিসৌধ ও অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ স্থানগুলির সংরক্ষণ



১০) ডঃ বি আর আম্বেদকর নিম্নের কোনটিকে 'Novel features of the Constitution বলে অভিহিত করেছেন?


A) মৌলিক কর্তব্যসমূহ বা দায়িত্ব

B) মৌলিক অধিকার

C) রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি

D) উপরের কোনোটিই নয়


উত্তরঃ C) রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি



১১) ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার কথা বলা হয়েছে?


A) 40 নং

B) 41 নং

C) 43 নং

D) 42 নং


উত্তরঃ A) 40 নং



১২) ভারতীয় সংবিধানের কোন ধারায় সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে?


A) 41 ধারা

B) 42 ধারা

C) 43 ধারা

D) 44 ধারা


উত্তরঃ D) 44 ধারা



রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি - Directive Principles of State Policy



Article (ধারা) Subject Matter (বিষয়বস্তু)
36 রাষ্ট্রের সংজ্ঞা (Definition of State)
37 নির্দেশমূলক নীতির প্রয়োগ
39A সামাজিক ন্যায় এবং বিনামূল্যে আইনি সহায়তা প্রদান
40 গ্রাম পঞ্চায়েত গঠন (Organisation of village panchayats)
43 জীবনধারণের উপযুক্ত মজুরী প্রদান (Living wage, etc. for workers)
44 অভিন্ন দেওয়ানী বিধি (Uniform Civil Code)
45 শিশুদের বিনামূল্যে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা (free and compulsory education for children)
48 কৃষি ও পশুপালন সংস্থা (Organisation of agriculture and animal husbandry)
48A পরিবেশ, বনাঞ্চল ও বন্যপ্রাণী সংরক্ষণ ও উন্নয়ন
49 ঐতিহাসিক স্থান, স্মৃতিসৌধ ও জাতীয় গুরুত্ব ঐতিহ্যের সংরক্ষণ
50 বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করা (Separation of Judiciary from executive)
51 আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা (Promotion of international peace and security)



Read More...

Online GK Mock Test in Bengali

WBP Constable GK in Bengali

GK Questions in Bengali


Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad