Ads Area

WBP Constable GK in Bengali Set 16 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

WBP Constable GK in Bengali Set 16 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

WBP Constable GK in Bengali Set 16 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর
WBP Constable GK in Bengali Set 16 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর

বাংলা জিকে ডায়েরি 📘

নমস্কার বন্ধুরা,

এই পেজে আপনাদের সাথে শেয়ার করলাম WBP Constable GK in Bengali Set 16 - কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর।

এই পর্বে পশ্চিমবঙ্গ পুলিশ পরীক্ষার সিলেবাস অনুযায়ী গুরুত্বপূর্ণ কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর শেয়ার করলাম। এই পর্বে 30টি প্রশ্ন দেওয়া হয়েছে। এইধরনের প্রশ্ন কলকাতা পুলিশ পরীক্ষায় আগে অনেক বার দেখা গেছে।

আমাদের এই পর্বগুলি West Bengal Police Constable GK in Bengali প্রস্তুতিতে আপনাদের খুবই সাহায্য করবে।




WBP Constable GK in Bengali Set 16



১) নিম্নের কে তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি ছিলেন?


A) লিইলা শেঠ

B) ফাতিমা বিবি

C) হিমা কোহলি

D) রুমা পাল


উত্তরঃ C) হিমা কোহলি



২) জাতীয় পর্যায়ের ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, রঞ্জি ট্রফি কোন সালে শুরু হয়?


A) 1934-1935

B) 1953-1954

C) 1950-1951

D) 1944-1945


উত্তরঃ A) 1934-1935



৩) নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয়?


A) রাষ্ট্রপতি

B) লোকসভা

C) রাজ্যসভা

D) বিধানসভা


উত্তরঃ D) বিধানসভা



৪) নিচের কে ভারতের উড়ন্ত শিখ নামে পরিচিত?


A) মহিন্দর সিং

B) অজিত পাল সিং

C) জোগিন্দর সিং

D) মিলখা সিং


উত্তরঃ D) মিলখা সিং



৫) রুক্মিণী দেবী অরুন্ডেলে কোন নৃত্যকলায় বিভিন্ন পুরস্কার জিতেছেন?


A) কথক

B) কথাকলি

C) ভারতনাট্যম

D) লাভণী


উত্তরঃ C) ভারতনাট্যম



৬) ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বলা হয়েছে যে ভারত একটি 'Union of States'?


A) ধারা 1

B) ধারা 2

C) ধারা 19

D) ধারা 17


উত্তরঃ A) ধারা 1



৭) 1866 সালে, নিম্নলিখিতদের মধ্যে কে লন্ডনে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?


A) রাজা রামমোহন রায়

B) দাদাভাই নওরোজি

C) সত্যেন্দ্রনাথ ঠাকুর

D) সৈয়দ আহমেদ খান


উত্তরঃ B) দাদাভাই নওরোজি



৮) একটি ইমেইল গ্রহণের জন্য ব্যবহৃত প্রটোকল হল ________।


A) HTTP

B) SMTP

C) POP-3

D) WWW


উত্তরঃ C) POP-3



৯) সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2021 অনুসারে, এলাকা অনুযায়ী সবচেয়ে বেশি বনভূমি কোথায়?


A) মধ্যপ্রদেশ

B) মিজোরাম

C) অরুণাচল প্রদেশ

D) মেঘালয়


উত্তরঃ A) মধ্যপ্রদেশ



১০) ছত্রিশগড় রাজ্য তৈরি হয়েছে কোন রাজ্য ভেঙে?


A) মধ্যপ্রদেশ

B) ঝাড়খন্ড

C) পাঞ্জাব

D) ওড়িশা


উত্তরঃ A) মধ্যপ্রদেশ



১১) হর্ষচরিত রচনা করেন নিম্নের কে?


A) হরিসেন

B) কালিদাস

C) বাণভট্ট

D) হর্ষবর্ধন


উত্তরঃ C) বাণভট্ট



১২) ভারতে দ্বিতীয়বারের মতো এশিয়ান গেমস কোন সালে অনুষ্ঠিত হয়?


A) 1951

B) 2015

C) 1982

D) 1978


উত্তরঃ C) 1982



১৩। মাইক্রোফাইন্যান্স (Microfinance) একটি ________ পরিষেবা।


A) আর্থিক

B) উৎপাদন

C) সফ্টওয়্যার উৎপাদন

D) বর্জ্য ব্যবস্থাপনা


উত্তরঃ A) আর্থিক



১৪) 30শে এপ্রিল, 2022-এ কে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?


A) মনোজ মুকুন্দ নারাভানে

B) বিনীত জোশী

C) নিতিন পরাঞ্জপে

D) মনোজ পান্ডে


উত্তরঃ D) মনোজ পান্ডে



১৫) শিল্প উন্নয়নের অসুবিধা হল ________।


A) সাসটেনেবল উন্নয়ন

B) দূষণ

C) উচ্চ রাজস্ব সংগ্রহ

D) অর্থনৈতিক প্রবৃদ্ধি


উত্তরঃ B) দূষণ



১৬) নিচের কোনটি পরোক্ষ করের উদাহরণ?


A) গিফট কর

B) কর্পোরেশন ট্যাক্স

C) সম্পত্তি কর

D) G.S.T


উত্তরঃ D) G.S.T



১৭) সি.ভি. চন্দ্রশেখর নিম্নের কোনটিতে তার অবদানের জন্য পদ্মভূষণে ভূষিত হন?


A) কুচিপুড়ি

B) কথক

C) ভরতনাট্যম

D) মণিপুরী


উত্তরঃ C) ভরতনাট্যম



১৮) পর্তুগীজদের প্রথম রাজধানী কোথায় ছিল?


A) গোয়া

B) কোচিন

C) চন্দননগর

D) মাদ্রাজ


উত্তরঃ B) কোচিন



১৯) রাজ্য পাবলিক সার্ভিস কমিশন সদস্যদের মেয়াদকাল হল-


A) 6 বছর বা 65 বছর বয়স

B) 6 বছর বা 62 বছর বয়স

C) 5 বছর বা 65 বছর বয়স

D) 4 বছর বা 62 বছর বয়স


উত্তরঃ B) 6 বছর বা 62 বছর বয়স



২০) কুষাণ সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন?


A) লক্ষণ সেন

B) কনিষ্ক

C) কুজল কদফিসেস

D) বিম কদফিসেস


উত্তরঃ C) কুজল কদফিসেস



২১) দশম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ কত ছিল?


A) 2002-2007

B) 2007-2012

C) 2005-2010

D) 2004-2009


উত্তরঃ A) 2002-2007



২২) আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্যটি হল-


A) রাজস্থান

B) মহারাষ্ট্র

C) মধ্যপ্রদেশ

D) উত্তর প্রদেশ


উত্তরঃ A) রাজস্থান



২৩) নিম্নের কোন শহরটি 'গার্ডেন সিটি' নামে পরিচিত?


A) সিমলা

B) পুনে

C) বেঙ্গালুরু

D) জয়পুর



উত্তরঃ C) বেঙ্গালুরু



২৪) প্রতিবছর কোন তারিখে পালিত হয় জাতীয় যুব দিবস?


A) 12 জানুয়ারী

B) 11 ফেব্রুয়ারী

C) 9 জানুয়ারী

D) 10 জানুয়ারী


উত্তরঃ A) 12 জানুয়ারী



২৫) কোনটি 'গ্রিনহাউস গ্যাস' নয়?


A) মিথেন

B) হাইড্রোজেন

C) কার্বন-ডাই-অক্সাইড

D) নাইট্রাস অক্সাইড


উত্তরঃ B) হাইড্রোজেন



২৬) কে সম্প্রতি UIDAI এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন?


A) অমিত আগরওয়াল

B) রবি কাপুর

C) রাজীব কুমার

D) রজার বিনি


উত্তরঃ A) অমিত আগরওয়াল



২৭) ভারতীয় সেনাবাহিনী কোথায় সম্প্রতি বহুজাতিক যৌথ মহড়া "Ex Khaan Quest 2023"-এ অংশগ্রহণ করেছে?


A) লেবানন

B) কাজাকস্থান

C) মঙ্গোলিয়া

D) শ্রীলঙ্কা


উত্তরঃ D) শ্রীলঙ্কা



২৮) নিম্নের কে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন?


A) এম ডি পাত্র

B) এস জানকিরামন

C) এম কে জৈন

D) এন এস বিশ্বনাথন


উত্তরঃ B) এস জানকিরামন



২৯) রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) এরপর পরবর্তী প্রধান হিসাবে কে নিযুক্ত হলেন?


A) রবি কাপুর

B) সামন্ত গোয়েল

C) রবি সিনহা

D) রাজিব সিনহা


উত্তরঃ C) রবি সিনহা



৩০) সম্প্রতি বিশ্বের একমাত্র ফুটবলার হিসাবে 200তম আন্তর্জাতিক ম্যাচ খেলে রেকর্ড গড়লেন কে?


A) লিওনেল মেসি

B) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

C) রবের্ত লেভানদোভস্কি

D) করিম বেনজেমা


উত্তরঃ B) ক্রিশ্চিয়ানো রোনাল্ডো



Tags

Post a Comment

0 Comments

Top Post Ad

Bottom Post Ad